Days To Be NOTED

  • Home
  • Days To Be NOTED

Days To Be NOTED Growing everyday.

Central London Baby♥️
12/03/2024

Central London Baby♥️

Marriage is not about putting 50-50, sometimes it might be 40-60, even 20-80.Either way make it 100♥️
11/03/2024

Marriage is not about putting 50-50, sometimes it might be 40-60, even 20-80.
Either way make it 100♥️

আমার মা আমাকে অনেক ছোটবেলা থেকেই বলতো, "তুমি লন্ডনে যাবা", তার নাকি আমাকে নিয়ে ভবিষ্যৎ ভাবলেই মনেহয় আমি লন্ডনে থাকবো। সত...
10/10/2023

আমার মা আমাকে অনেক ছোটবেলা থেকেই বলতো, "তুমি লন্ডনে যাবা", তার নাকি আমাকে নিয়ে ভবিষ্যৎ ভাবলেই মনেহয় আমি লন্ডনে থাকবো।
সত্যি বলতে আমার চিন্তায় কখনো এই ইংল্যান্ড বা লন্ডন ছিলোনা। আমি কল্পনায় বরিশাল গেসি,পাকিস্তান গেসি,কোরিয়া,চায়না ইভেন সুইডেন ও গেসি কিন্তু ইংল্যান্ড এর কথা কখনও ভাবি নাই। আমার এইখানে আসা টাও খুব হুট করে হয়েছে। আল্লাহরই ইচ্ছায় আমার মায়ের সেই স্ট্রং সিক্সথ সেন্স আমাকে এখন লন্ডনে বসবাস করাচ্ছে। আর,
পাশে থাকা এই ফুল টাইম সাপোর্টিং হাজবেন্ড এর জন্য ভার্সিটি,কাজ আর লবণ ইমব্যালেন্সড রান্না নিয়ে লন্ডন বসবাস টা ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ 🌺

Time flies,people grow, people change.It’s high time we should believe in it. We are too desperate to believe in “if the...
03/10/2023

Time flies,people grow, people change.

It’s high time we should believe in it. We are too desperate to believe in “if they want to talk to you, they’ll take out time for you.” Practically, you know, that’s just not possible on most days.

When you are free, they are working. When you’re busy, they are available and when you both get some free time, you might be want to spend it together,maybe watching a movie or maybe want to spend some alone time,like,just scroll Instagram or Facebook.

We all grew up reading stories or watching romantic movies that made us believe an unrealistic version of love. The truth is that love is so different, it’s uneven,it’s calmer, less passionate,less dramatic,less adventurous and mostly respect and responsibility.

They’d ask if you missed them, and the answer should be – yes, you did ,yet,so many times, that’s not true. Somedays, you were too busy to think about them, but, love still exists.

If you can tell, you guys have honesty,care,laughter...hold onto it. That's what love is all about.

It was damn sunny so I carried a sunglass It was so cold so I wore a jumperIt was raining so I wore a pair of স্পঞ্জের স...
03/10/2023

It was damn sunny so I carried a sunglass
It was so cold so I wore a jumper
It was raining so I wore a pair of স্পঞ্জের স্যান্ডেল to avoid প্যাক on the road.....

This is life in LONDON👇

27/09/2023
A proud overthinker with her dalgona coffee and bunch of doodle art.....
27/09/2023

A proud overthinker with her dalgona coffee and bunch of doodle art.....

Love yourself a little bit more today....then, Love those who deserves 💌
24/09/2023

Love yourself a little bit more today....then, Love those who deserves 💌

I patiently kept my strong faith in Allah's plan and then, my "One day"turned into"Day one"🌷
20/09/2023

I patiently kept my strong faith in Allah's plan and then, my "One day"turned into"Day one"🌷

I am literally on that point of my life where, I am making a huge mess in my kitchen while baking some cookies and endin...
14/06/2023

I am literally on that point of my life where, I am making a huge mess in my kitchen while baking some cookies and ending up with a bunch of chocolate buns in a plate also in a mug yet it tasted so good that I am saving up some of them for Shams and this is peaceful....❤️

Living in London sometimes gets frustrating. Maximum of the international students usually stays in a shared accomodatio...
24/05/2023

Living in London sometimes gets frustrating. Maximum of the international students usually stays in a shared accomodation or in a dorm. I do not have to be very clear to the details but the living situations are not always convinient but you have to stay here until the table turns...well in every part of life you have to stay stucked until the table turns, Isn't it????

To me, this is rescue 💁‍♀️

আমি কখনোই বাবা ভক্ত ছিলাম না। বাবা মানেই একটা ভয়। এটা করলে বাবা বকবে,রেজাল্ট খারাপ হলে বাবাকে কি বলবো,বাবার সাথে অনেক বু...
23/05/2023

আমি কখনোই বাবা ভক্ত ছিলাম না। বাবা মানেই একটা ভয়। এটা করলে বাবা বকবে,রেজাল্ট খারাপ হলে বাবাকে কি বলবো,বাবার সাথে অনেক বুঝে কথা বলতে হবে, কোন দুস্টামি করলে বাবা জানলে খবর আছে, এই ছিলো বাবার সাথে আমার সম্পর্ক। আমার ২৬ বছরের জীবনে ২২ বছরই গেছে বাবা কে ভয় পেয়ে। অথচ বয়সের সাথে সাথে এই বাবাই কেমন যেন নরম হয়ে গেলো। ওই ভয় লাগানো বাবাটা আর নাই। আমি ইংল্যান্ড আসার আগে দিয়ে খুব একটা কাছে যেতাম না বাবার, কেমন জানি বুক ভার লাগতো, এখনও কথা বললে বুকটা ফাঁকা লাগে,অডিও কলে কথা হলে বার বার চোখ ভিজে যায়। বাবা কে নিয়ে নতুন অনুভূতির মানে বুঝিনা কিন্তু মনে হয় ভয়টা আমি এখনো পাই, বাবাকে না, বাবার না থাকা কে ভয় পাই।

আমার দেখা মতে, বাবারা হলো সবচেয়ে আন্ডাররেটেড মানুষ। আমরা আমাদের জীবনে মায়ের অবদান নিয়ে এতই ভাবি যে সারাজীবন স্যাক্রিফাইস করা বাবাদের কথা মাথায় আনিনা।

আল্লাহ সব বাবাদের ভালো রাখুক। 💘 আমার বাবাকে ভালো রাখুক💕

কাজের ব্রেকে ঘুমন্ত কলিগ আর বাসায় ঘুমন্ত স্বামী। ঘুম ব্যাপারটা কন্সটেন্ট! 😴
21/05/2023

কাজের ব্রেকে ঘুমন্ত কলিগ আর বাসায় ঘুমন্ত স্বামী। ঘুম ব্যাপারটা কন্সটেন্ট! 😴

বেশি না,এইতো এক বছর আগে ফিরে যাই, তখন দেশে ছিলাম,বাইরে আসার জন্য ট্রাই করছিলাম,সবসময় একটা ভয়,অনিশ্চয়তা যে কি হবে? কিছু ক...
18/05/2023

বেশি না,এইতো এক বছর আগে ফিরে যাই, তখন দেশে ছিলাম,বাইরে আসার জন্য ট্রাই করছিলাম,সবসময় একটা ভয়,অনিশ্চয়তা যে কি হবে? কিছু কি হবে? কি করবো? তখন মনে হতো কি,এইতো ব্যাস বাইরে যাওয়া টা কনফার্ম হলেই সব ভালো হবে। হইলো! কনফার্ম হইলো,এই যে এখন ইংল্যান্ড এ রাত দুইটার সময় ডুভেট এর নিচে শুয়ে পোস্ট লিখছি আর ভাবছি এই মাস্টার্স শেষে একটা ভালো চাকরি হলেই সব ভালো হবে।
আমি জানি আল্লাহ যদি কপালে রাখে আমার মাস্টার্স শেষ হবে, হয়তো কোন একটা চাকরিও পাবো কিন্তু তখন হয়তো ভাববো স্পনসর টা পাইলেই সব ভালো হবে।

যাই হোক আর নাই হোক,এসব ভাবতে ভাবতে এক বাটি আইস্ক্রিম নিয়ে বসলাম, শামস নাক ডেকে ঘুমাচ্ছে। আর কিছু ভালো হবে কি না হবে জানিনা, তবে ওর এই শান্তির ঘুমগুলা আমাকে নিশ্চিত করতে হবে, আসলে শান্তি থাকলেই সব ভালো,তারচেয়েও ভালো আমার জন্য সব স্যাক্রিফাইস করে দেয়া এই মানুষটার একটা শান্তির ঘুম।

17/05/2023

ভালো মানুষ সাজার ভংগী করবোনা,সত্যিই বলি, বাংলাদেশে থাকতে কখনো রেস্টুরেন্টে খেতে গিয়ে খাওয়া শেষে প্লেট গুছায় রাখতাম না, কাপড় কিনতে গেলে যদি এক-দুইটা জামা একটার টা অন্য জায়গায় এলোমেলো হয়েও যেতো,আমার কি ঠিক করার ঠ্যাকা!?, কোন ক্লিনার যখন ফ্লোর ক্লিন করছে ভেজা ফ্লোর পাড়ায় যেতে একটু খারাপ লাগতো বাট তাড়ায় থাকলে এতো কিছুও ভাবতাম না। এটাই স্বাভাবিক ছিলো তখন, কারণ আসে তো! তখন মোটামুটি হাই-ফাই লাইফ ছিলো, বাসায় ১২ ঘন্টার জন্য বুয়া ছিলো, শপিং করতে যাইতাম, ফিরতি পথে একটু চিকেন তান্দুরি পাস্তা ও খেয়ে ফিরতাম। কোন চিন্তা ছিলোনা,যার কাজ সে করুক এটাই নিয়ম। কিন্তু, ইংল্যান্ডে আসার পর যখন আমি নিজেই ওই সব মানুষের জায়গায় কাজ করি এখন আমি বুঝি। বুঝি বলতে লজ্জা পাই এমন না। বুঝি বলতে তাদের কস্টটা বুঝি। কোনো ক্লিনার যখন ফ্লোর মুছে, আমি এক কোণায় দাঁড়ায় অপেক্ষা করি শুকানোর অথবা খুব তাড়ায় থাকলে সরি বলে হেটে যাই। কোথাও খেতে বসলে, গুছায়ে খাই আর শেষে প্লেট টা গুছায় রেখে আসি যাতে যে ক্লিনিং এ আসবে তার একটু সুবিধা হয়, টুকটাক শপিং এ গেলে চেস্টা করি যেনো আমার জন্য এলোমেলো না হয়,আর একটু এলোমেলো দেখলেও গুছায় রেখে আসি।
এই চেতনার উদ্ভব হইলো কারণ এখন আমি বুঝি মানুষ কতটা কস্ট করে, যখন নিজেই প্রাইমার্কের অথবা কেটারিং এর ইউনিফর্ম পরে দাড়াই আমিও আশা করি কেউ হয়তো আজকে আমাদের কাজকে সহজ করবে,কখনো কখনো পাই ও এমন আবার পাই না। সমস্যা নাই, এটলিস্ট আমি তো একটু ভালো মানুষ হইতে পারলাম।

দেশে থাকলে ভালো থাকতাম, বসে বসে কাজ করতাম,এরকম কামলা দেওয়া লাগতোনা,কস্ট হইতোনা, সবই ঠিক!!! কিন্তু, দেশে থাকলে এইযে ১/২% মানবতার জাগরণ ঘটসে,তাও হইতোনা।

Indeed Allah is the best planner
❤️

Night timeBalcony The moon Everything was so Pretty  but failed to capture that through camera, that's maybe cause, Alla...
10/03/2023

Night time
Balcony
The moon

Everything was so Pretty but failed to capture that through camera, that's maybe cause, Allah's creations are meant to be captured through eyes Only ❤️

আমি ছোটবেলা থেকেই একটু উদাসীন ধরনের। নিজের বই- খাতা,কাপড়,বিছানা,কাথা-বালিশ সব এলোমেলো থাকতো। মা গুছিয়ে দিলে তো দিলো নয়তো...
21/01/2023

আমি ছোটবেলা থেকেই একটু উদাসীন ধরনের। নিজের বই- খাতা,কাপড়,বিছানা,কাথা-বালিশ সব এলোমেলো থাকতো। মা গুছিয়ে দিলে তো দিলো নয়তো ওই যা থাক তাই থাক অবস্থা। চুল বাঁধতে পারতাম না,নিজের হাতে খাওয়া ও হতো না। মা যতটুক করে দিতো, তাই চলতো। এই এমন চলতে চলতে বিয়ে।বিয়ের পর একটা লম্বা সময় পর্যন্ত রান্নার 'র' ও জানতাম না। তাও ভাগ্যক্রমে শাশুড়ী আম্মুর সাপোর্টে টুকটুক করে পার করে গেসি। এই টুকটুক করতে করতে আজকে ইউকে আসার ১০ দিন হয়ে গেলো। এইখানে নিজের বলতে একটা রুম,ওয়াশরুম, কিচেনে দুইটা চুলা আর চারটা কেবিনেট। ফ্রিজের উপরে আর নিচে মিলে চারটা তাক আর একটা ফুল টাইম সাপোর্টিং হাজবেন্ড। এই নিয়েই আমার প্রথম সংসার। গত ১০ দিনে যে কয়বার বাইরে যাওয়া হয়েছে আমার চোখ কোন ফেন্সি জিনিসপত্র আটকায়নাই। লন্ডনের রাস্তায় ঘুরে হয় আমি ম্যাচিং করে বালতি-মগ কিনতে চাইসি অথবা একটা বড় মাপের গামলা কিনতে চাইসি। স্ন্যাক্সের তাক গুলো পাশ কাটিয়ে আলু-পেঁয়াজ আর ডিম কিনার পর ফুলকপি কিনবো না ব্রকোলি এই নিয়ে আমি হিসাব করবো এটা ২ মাস আগেও স্বপ্নের মত ছিলো। আগডুম-বাগডুম যা পারি কেটে-কুটে চুলায় বসায় দিই,যা রান্না হয় আমরা তাইই খাই। ক্লাস শেষ করে এসে ভাত ডিম-ভাজাও অমৃত লাগে। কখনও আবার অনলাইন ক্লাসে জয়েন দিয়ে রেখে রাইসকুকারে ভাত বসায় দেই। এসবই খেতে খেতে শামস বলে কালকে আমাকে দেখায় দিও তো আমি রাধবো। আমি আবার ওকেও ট্রেইন করি কিভাবে আলু সেদ্ধ করে তার উপরে ব্রকলি দিয়ে চট জলদি কম লবণওয়ালা সবজি করে ফেলা যায়, অতঃপর, কিভাবে এক্সট্রা লবণ দিয়ে ঠিক করা যায়।
আলহামদুলিল্লাহ এই চট জলদি কম লবণওয়ালা আলু-ব্রকলি সবজির রেসিপির মতই আমার জীবন চলছে,আর লবণ এর ভূমিকাটা শামস পালন করতেসে। উদাসীন,এলোমেলো মানুষের সাথে চলার জন্য ওর মত এমন লবণ মেন্টালিটির ছেলে না হলে বিপদ!

London sky☁️🌥️Let us not get convinced by the sunlight, It's 2 degrees outside. 🤦‍♀️
19/01/2023

London sky☁️🌥️

Let us not get convinced by the sunlight, It's 2 degrees outside. 🤦‍♀️

When you look through an aeroplane window and see this view knowing that you are leaving your comfort zone behind you,th...
19/01/2023

When you look through an aeroplane window and see this view knowing that you are leaving your comfort zone behind you,the ache you feel inside your heart and mind is constant.

You will be working, studying, living your life here but waking up every morning to the place that isn’t yours is scarry.

Yet, this city will give you a better life,safety, space to grow,lessons of humanity...But, at the end, you gotta say..

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Days To Be NOTED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share