Tampa Bay Bangla Samachar

Tampa Bay Bangla Samachar "টেম্পা বে বাংলা সমাচারে স্বাগতম"

টেম্পা বে বাংলা সমাচারে স্বাগতম! টেম্পা উপসাগরীয় এলাকায় বাংলাভাষী সম্প্রদায়ের জন্য সর্বশেষ খবর, তাৎক্ষণিক আপডেট এবং বিভিন্ন জীবনধারার প্রাণবন্ত গল্প এবং এর আদিবিন্যাস আপনার কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য । স্থানীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রীতি ও সম্প্রদায়ের গল্প এবং আরও অনেক কিছু সম্পর্কে অবগত থাকার জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন। আমাদের বিভিন্ন সংস্কৃতির ঐতিহ্য উদযাপনে এবং টেম্পা বে সব কিছুর

সাথে তাল মিলিয়ে এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করতে আমাদের সাথে যোগ দিন। আপনার দৈনন্দীন জীবনের আসেপাশের সব খবরে চোখ রাখতে লাইক দিন এবং অনুসরণ করুন। আসুন, একসাথে একে ওপরের বন্ধনে আবদ্ধ থাকি।

বৈশাখী আয়োজন ফ্লোরিডায়
05/01/2024

বৈশাখী আয়োজন ফ্লোরিডায়

বৈশাখী আয়োজন ফ্লোরিডায়বাংলাদেশের সেন্টমার্টিন ফ্লোরিডায় Fort De Soto Park at Saint Pete, Floridahttps://youtu.be/bMr7CXxZMacMI HOMES : TOP BUILDERS 370K-...

সবাইকে অভিবাদন,অমর একুশে কোরাস গ্রুপ (Chorus Group) ১১ মে টেম্পার মেয়র কাউন্সিলের নেতৃত্বে টেম্পার এশিয়ান আমেরিকান অ্য...
04/29/2024

সবাইকে অভিবাদন,

অমর একুশে কোরাস গ্রুপ (Chorus Group) ১১ মে টেম্পার মেয়র কাউন্সিলের নেতৃত্বে টেম্পার এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডারস ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বিকাল ৫টায় পারফর্ম করবে বাংলাদেশ। এটি প্রত্যেকের জন্য একটি বিনামূল্যের ইভেন্ট তাই অনুগ্রহ করে আপনার বন্ধু, পরিবার এবং সবাইকে বাংলাদেশীদের গর্ব ভাগ করে নিতে আমন্ত্রণ জানান ৷

আমরা ১১ মে আপনার সাথে দেখা করার আশা করি !

মঞ্চ মাতাতে ফ্লোরিডায় যাচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মঞ্চ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের ফোকসম্রাজ্ঞী মম...
04/26/2024

মঞ্চ মাতাতে ফ্লোরিডায় যাচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মঞ্চ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। ঈদ পুনর্মিলনী এবং মা দিবস উদযাপন উপলক্ষে আগামী ১২ মে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। তার সাথে মঞ্চ মাতাবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী অলঙ্কার চৌধুরীও।

401 S Powerline Rd Deerfield Beach, FL 33442, Bald Eagle pavilion এ হতে যাওয়া এ অনুষ্ঠান উপলক্ষে কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি প্রেজেন্টস এর আয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে ইভেন্টটি উপভোগ করতে পারবেন দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

টেম্পা বে'র রঙ্গিলা বৈশাখ (Tampa Bay's Rongila Boishakh)সবাইকে বৈশাখের শুভেচ্ছা। আমরা আমাদের টেম্পা বে এর রঙীলা বৈশাখ ১৪...
04/24/2024

টেম্পা বে'র রঙ্গিলা বৈশাখ (Tampa Bay's Rongila Boishakh)

সবাইকে বৈশাখের শুভেচ্ছা। আমরা আমাদের টেম্পা বে এর রঙীলা বৈশাখ ১৪৩১ উপস্থাপন করতে পেরে গর্বিত।

অনুগ্রহ করে আসুন এবং ২৭ এপ্রিল শনিবার আমাদের সাথে যোগ দিন!!!🪷🇧🇩🇺🇸🪷
***পরিবার প্রতি প্রবেশ মূল্য $৪০ (পরিবারের ৪ সদস্য পর্যন্ত) এবং একক ব্যক্তি $২০

দয়া করে গেটে অর্থ প্রদান করুন এবং সারা দিনের পাসের জন্য আপনার টিকিট/ রিস্ট ব্যান্ড (সবাই) সংগ্রহ করুন।

তারিখ: এপ্রিল ২৭, ২০২৪ (শনিবার)
সময়: সকাল ১১:৩০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
ভেন্যুঃ Heritage Park, 5401 Land O’ Lakes Blvd Land O’ Lakes, FL 34639

প্রধান আকর্ষণ:

* সাংস্কৃতিক অনুষ্ঠান
* মজার গেম
* ফেস পেইন্টিং
* বেলুন মোচড়

খাবার দোকান:

*কটন ক্যান্ডি
*চটপটি, ঝালমুড়ি, লস্যি, মাশ আম এবং আরো অনেক কিছু।

* শাড়ি, সালোয়ার কামিজ গয়না এবং ফ্যাশন বিক্রেতা:

Shili Desire
Weaved4U
মুসারত ফ্যাশন (Musarat fashion)
মাহজাবিন ফ্যাশন (Mahzabin Fashion)

*বিশেষ আকর্ষণ:
স্থানীয় বিখ্যাত শিল্পী এবং আমাদের সুন্দর বাচ্চাদের পরিবেশনা🎵🎸🥁🎹
*মঙ্গল শোভাযাত্রা, গেমস এবং আরও অনেক কিছু...

* দুপুরের খাবার ও ডেজার্ট দেওয়া হবে।

অনুগ্রহ করে যোগাযোগ করুন:
ডালিয়া করিম (813) 597-8406
ডঃ আসলাম কাজী (813) 217-1079

বাংলাদেশি দোকান টেম্পা, ফ্লোরিডায় (জান্নাত বাজার)
04/04/2024

বাংলাদেশি দোকান টেম্পা, ফ্লোরিডায় (জান্নাত বাজার)

বাংলাদেশি দোকান টেম্পা, ফ্লোরিডায় (জান্নাত বাজার)REPTILE FAIR AT TAMPA, FLORIDAhttps://youtu.be/pcfwwxqu4q0SHORT TRIP IN MEXICOhttps://youtu.be/kIW8QSU7tYcফ...

লং আইল্যান্ড সিটির মোজাইক আর্ট স্পেসে ১৫ মার্চ থেকেশুরু হচ্ছে শুভা রহমানের প্রথম একক চিত্রকর্মের মাসব্যাপী প্রদর্শনীআগাম...
03/10/2024

লং আইল্যান্ড সিটির মোজাইক আর্ট স্পেসে ১৫ মার্চ থেকেশুরু হচ্ছে শুভা রহমানের প্রথম একক চিত্রকর্মের মাসব্যাপী প্রদর্শনী

আগামী ১৫ মার্চ শুক্রবার থেকে ' ইন কোয়েস্ট অব ইনফিনিটি ' শিরোনামে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির মোজাইক আর্ট স্পেসে এক মাসব্যাপী শুরু হতে যাচ্ছে শিল্পী শুভা রহমান এর প্রথম একক চিত্র প্রদর্শনী । বেশ কিছু বড় আকারের ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। ছবিগুলো তার অতি সমসাময়িক সময়ের আঁকা।

শিল্পী পরিচিতি : শুভা রহমান
জন্ম ঢাকা, বাংলাদেশ ১৯৭০। নিউইয়র্কবাসী চিত্রশিল্পী। পেশায় স্থপতি। শিল্পকলার বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রে অনেক সৃষ্টিশীল কাজের সাথে তিনি যুক্ত। একটি সময় থিয়েটারের জন্য মঞ্চ পরিকল্পনা এবং কস্টিউম ডিজাইন করেছেন। শৈশব থেকেই তিনি ছবি আঁকতে শুরু করেন। বাবা-মা'র প্রথম সন্তান তিনি। তিনি এক কন্যা সন্তানের জননী।

তার ছবির মূল বিষয় প্রকৃতি। অরণ্য বৃক্ষ লতাগুল্ম আকাশ নীলিমা হ্রদ ও পর্বতমালা তার চিত্রমালার দৃশ্যপট জুড়ে থাকে। ভ্রমণ করতে পছন্দ করেন তিনি। পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক ও ঐতিহ্যপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন তিনি। পর্যটন পিপাসু মন তার। তেল রঙে ছবি আঁকেন তিনি। তার ছবি আঁকার মূল উপাদান ক্যানভাস। এক্সপ্রেশনিজম ধারার ছবি আঁকেন তিনি। তাকে বলা যায় প্রকৃতিবাদী শিল্পী।

তথ্যসূত্র: https://rb.gy/hnj7uz

নিউইয়র্কে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী বাঙালি খাবার, পৌঁছে যাচ্ছে ভিনদেশিদের ডাইনিংয়েওচিড়া, মুড়ি, মোয়া, গুড়—বাঙালির ঐতিহ্যবাহী ...
03/09/2024

নিউইয়র্কে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী বাঙালি খাবার, পৌঁছে যাচ্ছে ভিনদেশিদের ডাইনিংয়েও

চিড়া, মুড়ি, মোয়া, গুড়—বাঙালির ঐতিহ্যবাহী সব খাবার। এসব খাবারের কথা বললে মনে পড়ে চিরাচরিত বাঙালি গ্রামের কথা। মার্কিন মুল্লুকে এসব খাবার হয়তো স্বপ্নের মতো! তবে বাঙালির এসব খাবার দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে নিউইয়র্কেই প্রস্তুত হচ্ছে এসব খাবার। ‘মিনা ফুডস’ নামক এক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বদৌলতে এখন নিউইয়র্কের বড় বড় শপিংমলেও মিলছে বাঙালি এসব খাবার। আবার কেউ চাইলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকেও এসব খাবার অর্ডার করতে পারবে।

জানা গেছে, ২০২১ সালে কেবল ৫ জন কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রথম দিকে শেয়ার্ড কমার্শিয়াল কিচেনে ৩ দিনের জন্য পাঁচটি আইটেম প্রস্তুত করে প্রতিষ্ঠানটি। এরপর কেটে গেছে প্রায় ৩ বছর। এ যাত্রায় প্রতিষ্ঠানটি এখন আরও পরিণত আরও সমৃদ্ধ। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ৪০টির অধিক পণ্য রয়েছে। যেগুলোর বেশিরভাগই বাঙালির ঐতিহ্যকে ধারণ করে। অন্যভাবে বললে এসব খাবারের জন্মই বাংলাদেশে!

৪ মার্চ, সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে কোম্পানিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। যেখানে কোম্পানি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রেসিডেন্ট রিফাতি ফারুক এবং সিইও মেহবুব সরকার কোয়েল।

সংবাদ সম্মেলনে কোম্পানির প্রেসিডেন্ট রিফাতি ফারুক বলেন, আমরা প্রায়ই বিদেশি খাবারের সাথে পরিচিত হই। আমাদের দেশেও বিদেশি খাবারের প্রচলন আছে। আমরা চেয়েছি ভিনদেশিরে ডাইনিং টেবিলে আমাদের দেশিয় খাবার পৌঁছে দিতে। আজকে আমাদের প্রতিষ্ঠান অনেক বড়। আমেদের বেশ কিছু চাটনি ঐতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। আমরা এর সংখ্যা আরও বাড়াতে কাজ করছি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য বাঙালি খাবারগুলো বিদেশে ছড়িয়ে দেওয়া। আসন্ন রোজায় আমরা ঢাকার চকবাজারের বিখ্যাত জিলাপি প্রস্তুতের পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়া আমাদের চনাচুর, ঝালমুড়ি, রুটি, কেক, ঘি, মধু, খাজা ইতিমধ্যে বেশ সমাদৃত হয়েছে।

কোম্পানির সিইও মেহবুব সরকার কোয়েল বলেন, আমরা যাত্রা শুরু করি দেশিয় খাবারের প্রতি নিজেদের আবেগ এবং ভালোবাসার জায়গা থেকে। বাংলাদেশি কমিউনিটিসহ সকলের কাছে শ্রেষ্ঠ মানের খাদ্য পণ্যে পৌঁছে দিতে আমাদের টিম নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, মিনা ফুডস-এ আমাদের লক্ষ্য শুধু খাবার বানানো বা বাজারজাত করা নয়, আমরা চেষ্টা করি এই প্রতিষ্ঠানের পণ্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের সাথে সংযোগ গড়ে তোলা এবং আমাদের বাংলাদেশি খাবারের পণ্যের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে উদযাপন করা। মিনা ফুডস সব সময়ই খাবারের গুণমানের প্রতি সতর্ক থেকেছে এবংভবিষ্যতেও থাকবে। আমরা সামনে ইনোভেশন এবং স্থায়িত্বের প্রতি আরও জোর দেব।

তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির কাছে আমরা এখন এক আস্থার নাম। বর্তমানের মতো আগামীতেও গ্রাহকদের সমর্থন অব্যাহত থাকলে মিনা ফুডস আরও উন্নতি করবে এবং বাংলাদেশি খাদ্য শিল্পে একটি দীর্ঘস্থায়ী সুপ্রভাব ফেলবে।

তথ্যসূত্র: https://rb.gy/66qaty

টেম্পায়  অথেন্টিক বাংলাদেশি কাবাব
02/14/2024

টেম্পায় অথেন্টিক বাংলাদেশি কাবাব

টেম্পায় অথেন্টিক বাংলাদেশি কাবাবলেকের মাঝখানে প্রিমিয়াম বিল্ডার ডেভিড উইকলিসের নতুন বাড়িhttps://youtu.be/FN0dAVwVOnk$65 সারাব...

02/13/2024
নিউইয়র্কের অভিবাসীদের স্বপ্ন দেখাচ্ছে ‘সি-ক্যাপ’, রন্ধনশিল্পে নতুন ক্যারিয়ারমধ্য আমেরিকার প্রজাতন্ত্রের দেশ নিকারাগুয়ায়...
02/02/2024

নিউইয়র্কের অভিবাসীদের স্বপ্ন দেখাচ্ছে ‘সি-ক্যাপ’, রন্ধনশিল্পে নতুন ক্যারিয়ার

মধ্য আমেরিকার প্রজাতন্ত্রের দেশ নিকারাগুয়ায় জন্ম ও বেড়ে ওঠা ভিকি লোপেজের। ২৩ বছর বছর বয়সী এই তরুণী নিজ দেশ থেকে আইনের ওপর স্নাতক শেষ করেছেন। হয়তো স্বপ্ন ছিলো নিজ দেশে বসবাস করবেন, দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দেবেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতা তা আর হতে দিলো না। বাধ্য হয়ে নিজ দেশ ছেড়ে পাড়ি জমাতে হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। অনিশ্চিত গন্তব্যে ‘অভিবাসী’-ই এখন ভিকির এখন নতুন পরিচয়। তবে ক্যারিয়ার থ্রো কুলিনারি আর্ট প্রোগ্রামের (সি-ক্যাপ) রন্ধনসম্পর্কীয় প্রশিক্ষণ নতুন স্বপ্ন দেখাচ্ছে ভিকিকে। পথ তৈরি হচ্ছে নতুন ক্যারিয়ারের।

ভিকি সি-ক্যাপের আওতায় এখন ‘লাল মরিচ কাটা’ শিখছেন। যার মাধ্যমে ধীরে ধীরে রান্নার কাজে এগিয়ে যাচ্ছেন ভিকি। শুধু ভিকি নয় এমন আরও বেশ কয়েকজন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিচ্ছে সি-ক্যাপ। যার মাধ্যমে অভিবাসীরা দক্ষতা অর্জন এবং কাজে লেগে পড়ার সুযোগ পাবে বলে মতামত সংশ্লিষ্টদের।

জানা গেছে, গত ২৩ জানুযারি নিউইয়র্ক সিটি গভর্নর ক্যাথি হোকুল প্রতিষ্ঠানটির নতুন ‘পাইলট প্রোগ্রামের ঘোষণা’ করেছেন। এর মাধ্যমে প্রথমিকভাবে ১০ জন অভিবাসীকে রন্ধন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কুইন্সের ফ্রান্সিস লুইস হাই স্কুলে সদর দফতরে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। যেখানে পাঁচ সপ্তাহ ধরে কলম্বিয়া, ইকুয়েডর, হাইতি, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলা থেকে আসা কিছু আশ্রয়প্রার্থীকে খাবারের প্রস্তুতি এবং আতিথেয়তার প্রাথমিক বিষয়গুলি শেখানো হবে। আর এসব শিক্ষার্থীদের নিউইয়র্ক সিটি ফুড হ্যান্ডলার লাইসেন্স সার্টিফিকেশনসহ স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। যার মাধ্যমে তারা শহরের রেস্তোরাঁ এবং হোটেলগুলোতে চাকুরির যোগ্যতা অর্জন করবে।

সি-ক্যাপের নির্বাহী পরিচালক তানিয়া স্টিল বলেন, প্রথম পাঠে তারা শিখেছেন কিভাবে জুলিয়েন শাকসবজি এবং শিফোনেড বেসিল তৈরি করতে হয়। প্রশিক্ষণের পর তাদের উচ্চমানের রেস্তোরাঁয় রাখা হবে, এবং নতুন দলের প্রশিক্ষণ শুরু হবে। তারা ভালো সুবিধা, বেতন এবং ইউনিয়ন স্কয়ার হসপিটালিটি গ্রুপের মতো কোম্পানিতে চাকুরি পাবেন। এ পর্যায়ে আমাদের কাছে ৫০ জনকে প্রশিক্ষণের ফান্ড রয়েছে।

সি-ক্যাপের কো-চেয়ার মার্কাস স্যামুয়েলসন বলেন, আমি নিজে একজন অভিবাসী হিসেবে জানি কিভাবে কাজ করতে হয়। আমি অন্যদেরও কাজে উৎসাহ দেই। আতিথেয়তা শিল্প দীর্ঘকাল ধরে সমাদৃত। যা এখন অর্থবহ এবং নতুন সম্ভাবনায় তৈরি করেছে।

পার্টনারশীপ ফর নিউইয়র্কের প্রেসিডেন্ট এবং সিইও ক্যাথরিন ওয়াইল্ড বলেছেন, অীভবাসীদের নিয়ে আমরা একটি চরম সংকটময় পরিস্থিতি পার করছিলাম। এবার আশা করি তাদের আমরা জনশক্তিতে রূপান্তর করে সুফল ভোগে করতে পারবো।

নিউইয়র্ক সিটির রেস্তোরাঁগুলোতে আশ্রয়প্রার্থীদের কাজের সুযোগ দিতে আগ্রহের কথা জানিয়ে এনওয়াইসি হসপিটালিটির নির্বাহী পরিচালক অ্যান্ড্রু রিগি বলেছেন, আমরা সি-ক্যাপের সাথে এই পাইলট প্রোগ্রামে অর্থায়নের জন্য গভর্নর হোচুলকে প্রশংসা করি। আমরা আশা করি প্রশিক্ষণার্থীরা নিজেকে দক্ষ এবং কাজের উপযুক্ত হিসেবে তৈরি করে নিজেকে কাজের যোগ্য করে গড়ে তুলবেন।েএখানে নানান দেশের নানান কালচারের মানুষ রয়েছেন। আশা করছি দারুণ কিছু হবে।

নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার-এর ক্রিস্টোফার হোয়াইট বলেছেন, যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের শূভেচ্ছা এবং শুভকামনা। আমরা এসব মানুষদের চাকুরিতে সংযুক্ত করতে প্রস্তুত।

প্রসঙ্গত, গত তিন দশকে, সি-ক্যাপ ৩৭ লাখ শেফকে কাজ শিখিয়েছেন। যারা এক সময় কারাবন্দী বা অভিবাসী ছিলেন। কিন্তু বর্তমানে কিশোর বা প্রাপ্তবয়স্কদের সাথে কাজ করছেন। এছাড়া প্রতিষ্ঠানটি ১৮৬টি মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের ২২ হাজারেরও অধিক দরিদ্র শিক্ষার্থীকে রান্না, জীবন এবং কাজের দক্ষতা শেখায়।

তথ্যসূত্র: https://rb.gy/jx0ipu

ইউনিভার্সাল স্টুডিওস ফ্লোরিডা (Universal Studios Florida) হল একটি থিম পার্ক যা অরল্যান্ডো, ফ্লোরিডায় অবস্থিত, যেটি ৭ জু...
02/01/2024

ইউনিভার্সাল স্টুডিওস ফ্লোরিডা (Universal Studios Florida) হল একটি থিম পার্ক যা অরল্যান্ডো, ফ্লোরিডায় অবস্থিত, যেটি ৭ জুন, ১৯৯০ সালে খোলা হয়েছিল। NBCUniversal এর মালিকানাধীন এবং পরিচালিত, এটিতে অসংখ্য রাইড, লাইভ শো এবং আকর্ষণীয় অনেক কিছু রয়েছে যা মূলত চলচ্চিত্র, টেলিভিশন এবং অন্যান্য দিকগুলির থিমযুক্ত বিনোদন শিল্প।

আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ওয়াটার ওয়ার্কস পার্ক, টেম্পায় আপনার রবিবার উপভোগ করুন। ৪র্থ বার্ষিক ইস্ট-ওয়েস্ট মিউজিক...
01/30/2024

আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ওয়াটার ওয়ার্কস পার্ক, টেম্পায় আপনার রবিবার উপভোগ করুন। ৪র্থ বার্ষিক ইস্ট-ওয়েস্ট মিউজিক অ্যান্ড ডান্স ফেস্টিভ্যালে টেম্পা বে কমিউনিটি এবং এর বাইরেও ইস্ট-ওয়েস্ট উভয় শৈলীর ১০০ টিরও বেশি পারফর্মার উপস্থিত থাকবে এমন এক ধরনের ইভেন্টের জন্য যা ভৌগলিক এবং সাংস্কৃতিক একত্রিত হওয়ার জন্য প্রসারিত করবে।

ইভেন্টে স্থানীয় খাদ্য বিক্রেতা, পোশাক, এবং অন্যান্য পরিষেবা বিক্রেতাদের সাথে পাবলিক এলাকায় পারিবারিক কার্যক্রম থাকবে।

আরো জানতে ভিজিট করুন -
https://rb.gy/jgvcuy

ওয়াল্ট ডিজনির ওয়ার্ল্ডফ্লোরিডার চমকপ্রদ আকর্ষনীয় স্থান অর্লান্ডোর ওয়ার্ল্ট ডিজনি ওয়ার্ল্ড। শুধু শিশুদের জন্য নয়, পরিবারে...
01/29/2024

ওয়াল্ট ডিজনির ওয়ার্ল্ড

ফ্লোরিডার চমকপ্রদ আকর্ষনীয় স্থান অর্লান্ডোর ওয়ার্ল্ট ডিজনি ওয়ার্ল্ড। শুধু শিশুদের জন্য নয়, পরিবারের সকল সদস্যকে নিয়ে বেড়ানোর জন্য দূর্দান্ত একটি জায়গা বিশ্বখ্যাত এই ডিজনী ওয়ার্ল্ড। ডিজনির যাদু অনুভব করতে প্রতিবছর লক্ষ্য লক্ষ্য মানুষ এই বিনোদন পার্কে বেড়াতে আসে। এখানে আছে ম্যাজিক কিংডম, আছে আরো অনেক আকর্ষন।

নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩১ বর্ষবরণের ঘোষণানিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩১ বাংলা বর্ষবরণের ঘোষণা দিয়েছে এনআরবি ওয়ার্ল্ড...
01/28/2024

নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩১ বর্ষবরণের ঘোষণা

নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩১ বাংলা বর্ষবরণের ঘোষণা দিয়েছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। টাইমস স্কয়ার এবং জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাতে ১৩ ও ১৪ এপ্রিল শতাধিক কন্ঠে বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বছরকে।

জ্যাকসন হাইটসের এক রেস্টুরেন্টে সাহিত্য-সংস্কৃতিমনা শত মানুষের উপস্থিতিতে ২৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়। আনুষ্ঠানিক ঘোষণার পর প্রথম মহড়া পরিচালনা করেন মহিতোষ তালুকদার তাপস।

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন।

বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক হোসাইন কবির, অভিনেত্রী লুৎফুন নাহার লতা, শত কণ্ঠের মহড়া পরিচালক মহিতোষ তালুকদার তাপস, প্রজন্ম '৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদেক এবং আয়োজক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক তানভীর কায়সার।

অনুষ্ঠানে বর্ষবরণ ঘোষণা করার সময় সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান বলেন, 'নিউইয়র্কের টাইম স্কয়ার এবং জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাতে ১৩ ও ১৪ এপ্রিল শতাধিক কণ্ঠে বরণ করে নেওয়া হবে ১৪৩১ বঙ্গাব্দকে। মঙ্গল শোভাযাত্রা, চিরায়ত বাংলার সংস্কৃতি পরিবেশনা এবং বৈশাখী মেলায় উপস্থিত থাকবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা।'

১৪৩০ বঙ্গাব্দ বরণের শত কণ্ঠের নেতৃত্ব দিয়েছিলেন মহীতোষ তালকদার তাপস। এবারও হবে তার পরিচালনায়।

মহড়া শুরুর প্রাক্কালে তিনি বলেন, 'নিউইয়র্ক টাইম স্কয়ারের পাদদেশে ১৪৩০ বাংলা বর্ষবরণের অনুষ্ঠানটি আমাকে বিশ্ব বাঙালির কাছে পরিচিত করিয়ে দিয়েছে। এজন্য আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের প্রতি অশেষ কৃতজ্ঞতা। প্রথম মহড়ায় প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনে হচ্ছে, আমরা গত বছরকেও ছাড়িয়ে যাব।'

অভিনেত্রী লুৎফুন নাহার লতা বলেন, 'বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও অভিবাসীরা হৃদয়ে ধারণ ও লালনপালন করেন বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশ। নিউইয়র্কে প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে শত শিল্পীর উপস্থিতি প্রমাণ করে, এখানে যারা এসেছেন তারা প্রত্যেকে প্রকৃত সংস্কৃতিকর্মী। তাদের হাত ধরেই বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী।'

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিত সাহা বলেন, 'এবার তিন স্তরবিশিষ্ট অংশগ্রহণকারী নিশ্চিত করার পরিকল্পনা করছি আমরা। গতবারের অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত হবে পরিবারের শিশু এবং কিশোর-কিশোরীরা। নিজেদের পরিবারে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এবার টাইম স্কয়ারকে সাজানো হবে রমনার বটমূলের আদলে।'

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন বলেন, 'গত বছরের ঐতিহাসিক বর্ষবরণ সারা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছে। এবার আমরা চেষ্টা করছি যুক্তরাষ্ট্রের ৫২টি অঙ্গরাজ্যে বসবাসরত বাঙালি অভিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার। ইতোমধ্যে ২৫টি অঙ্গরাজ্য বরণ অনুষ্ঠানে যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বাঙালি সংস্কৃতিপ্রেমী অভিবাসীরা শত কণ্ঠের এই আয়োজনকে সহস্র কণ্ঠে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি।'

তথ্যসূত্র: https://rb.gy/moe47c

সালভাদর দালি মিউজিয়ামসালভাদর দালি মিউজিয়ামটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত। স্বনামধন্য চ...
01/27/2024

সালভাদর দালি মিউজিয়াম

সালভাদর দালি মিউজিয়ামটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত। স্বনামধন্য চিত্রকর সালভাদর দালি নিজেই এই জাদুঘরের নকশা প্রস্তুত করেন। এই যাদুঘরটিতে চিত্রকরের সমস্ত চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে। নিজ স্থাপনায় অনন্য এক নিদর্শন এই মিউজিয়ামটি।

জর্জিয়া রাজ্যের সীমানার ঠিক দক্ষিণে NE জ্যাকসনভিলে (Jacksonville) অবস্থিত অ্যামেলিয়া দ্বীপটি বহুদিন ধরেই অনেকের কাছে এ...
01/26/2024

জর্জিয়া রাজ্যের সীমানার ঠিক দক্ষিণে NE জ্যাকসনভিলে (Jacksonville) অবস্থিত অ্যামেলিয়া দ্বীপটি বহুদিন ধরেই অনেকের কাছে একটি জনপ্রিয় অবকাশের গন্তব্য হয়ে উঠেছে, যার জমকালো বালুকাময় সৈকত এবং বিলাসবহুল রিসোর্ট ও প্রাতঃরাশের হোটেল এবং গল্ফ কোর্সের সাথে সারিবদ্ধ প্রাকৃতিক টিলা রয়েছে ৷

ডেটোনা বিচ (Daytona Beach), যেটি দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় সমুদ্র সৈকত গন্তব্য, এটি ঐতিহাসিক ডেটোনা বিচ পিয়ার এবং কাছা...
01/25/2024

ডেটোনা বিচ (Daytona Beach), যেটি দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় সমুদ্র সৈকত গন্তব্য, এটি ঐতিহাসিক ডেটোনা বিচ পিয়ার এবং কাছাকাছি ডেটোনা ইন্টারন্যাশনাল রেস স্পিডওয়ে সহ বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকত হিসাবেও পরিচিত।

Address

Tampa, FL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tampa Bay Bangla Samachar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tampa Bay Bangla Samachar:

Videos

Share


Other Tampa media companies

Show All