সকল সংবাদ

সকল সংবাদ The VOICE - কন্ঠ

11/13/2024

স্তগীর জাহাঙ্গীর, দ্য ভয়েস-এর প্রধান সম্পাদক, ইউনূসের শাসনামলে 10শে নভেম্বর ঢাকায় আওয়ামী লীগ কর্মীদের সমাবেশ করতে বাধা দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছিলেন৷ তিনি বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক নিপীড়নের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগের কথাও উল্লেখ করেছেন, যেখানে অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ সমাবেশ করতে সীমাবদ্ধ ছিল, বিশেষ করে যে ডক্টর ইউনুস এবং তার সমর্থকরা আগে বাক ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছিল।

বেদান্ত প্যাটেল প্রতিক্রিয়া জানিয়েছেন, “আমরা মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্নমত ও বিরোধী কণ্ঠস্বর সহ সকলের জন্য সমিতিকে সমর্থন করি। এই স্বাধীনতাগুলো, আমাদের দৃষ্টিকোণ থেকে, যেকোনো গণতন্ত্রের অপরিহার্য উপাদান। আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের সাথে এই সমর্থনের কথা জানাই এবং দেশের একটি সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যত নিশ্চিত করার জন্য সকল বাংলাদেশীর জন্য এই স্বাধীনতাগুলিকে সমুন্নত রাখা এবং রক্ষা করা আবশ্যক।"

দস্তগীরের ফলো-আপ প্রশ্নটি প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সাংবাদিকদের সুরক্ষা কমিটির সাম্প্রতিক চিঠিতে সম্বোধন করে, যা তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার জন্য অনুরোধ করেছিল। স্টেট ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো চিফ সহ 184 সাংবাদিকের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন অপসারণকে কীভাবে দেখে? সংবাদপত্রের স্বাধীনতার উপর এই বিধিনিষেধগুলি মোকাবেলা করতে এবং এই পরিস্থিতিতে বাংলাদেশে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোন পদক্ষেপগুলি বিবেচনা করছে?

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা এবং হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিযুক্তরাষ্ট...
10/31/2024

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা এবং হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে নৃশংস সহিংসতা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার নেতৃত্বে এসব কখনো ঘটতো না। জো বাইডেন ও কমলা হ্যারিস হিন্দুদের উপেক্ষা করেছেন, তারা ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন এবং আমাদের নিজ দেশের দক্ষিণ সীমান্ত পর্যন্ত ব্যর্থতার নজির রেখেছেন। তবে আমরা আবারও শক্তিশালী আমেরিকা গড়ে তুলবো এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবো।"

তিনি আরও বলেন, "হিন্দু আমেরিকানদের আমরা চরমপন্থী বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে সুরক্ষা দেবো। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়বো। আমার প্রশাসনে আমরা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আমাদের দুর্দান্ত অংশীদারিত্ব আরও শক্তিশালী করবো।"

কমলা হ্যারিসের সমালোচনা করে তিনি বলেন, “তিনি ছোট ব্যবসাগুলোর ওপর অতিরিক্ত নিয়ম-কানুন এবং উচ্চ কর আরোপ করবেন। বিপরীতে, আমি কর হ্রাস করেছি, নিয়ম-কানুন সহজ করেছি, আমেরিকান শক্তি উৎপাদন বাড়িয়েছি এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছি। আমরা আবারও তা করবো, আগের চেয়ে আরও বড় এবং আরও ভালোভাবে—এবং আমরা আমেরিকাকে আবারও মহান করে তুলবো।”

সবশেষে ট্রাম্প সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে বলেন, "হ্যাপি দিওয়ালি! আমি আশা করি আলোর উৎসব শুভ শক্তির বিজয় বয়ে আনবে!"

https://x.com/realDonaldTrump/status/1852033622494105832

দীপাবলি, যা দীপাবলিও নামে পরিচিত, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। 'দীপাবলি' শব্দের অর্থ ‘প্রদীপের সারি,’ যা আল...
10/31/2024

দীপাবলি, যা দীপাবলিও নামে পরিচিত, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। 'দীপাবলি' শব্দের অর্থ ‘প্রদীপের সারি,’ যা আলো ও উদযাপনের প্রতীক। এই দিনটিতে অমাবস্যার কালো রাত আলোকিত হয় অসংখ্য প্রদীপ ও আলোয়, যা অন্ধকারের উপর আলোর বিজয় এবং অশুভের উপর শুভ শক্তির বিজয়কে উদযাপন করে। মূলত পাঁচ দিনব্যাপী এই উৎসবে ঘরবাড়ি পরিষ্কার ও সাজানোর পাশাপাশি বিশেষ পূজার আয়োজন করা হয়।

দীপাবলির প্রধান চরিত্র দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশ। হিন্দু ধর্মে এই দিনটিতে দেবী লক্ষ্মীর পূজা করা হয়, কারণ তাঁকে সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী হিসেবে বিবেচনা করা হয়। ভগবান গণেশের পূজাও করা হয়, যিনি শুভ সূচনার দেবতা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দীপাবলির রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে পরিদর্শন করেন এবং যাঁদের ঘর পরিষ্কার ও আলো দিয়ে সাজানো থাকে, তাঁদের আশীর্বাদ দেন।

শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সম্প্রদায়ও দীপাবলির আনন্দে সামিল হয়। আতশবাজি ফোটানো, মিষ্টান্ন বিতরণ, এবং নতুন পোশাক পরা এই উৎসবের সাধারণ প্রথা। পরিবার ও বন্ধুবান্ধবের মধ্যে মিষ্টি ও উপহার বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করা হয়।

দীপাবলির এই আলোর উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সম্প্রীতি, ঐক্য, এবং ভালবাসার বার্তা বহন করে।

10/30/2024
লাল ঝাণ্ডার সহযোগীদের  ছবি প্রকাশ হচ্ছে।
10/30/2024

লাল ঝাণ্ডার সহযোগীদের ছবি প্রকাশ হচ্ছে।

হাসিনা স্বৈরাচার  বলে ডাকেন  , এখন এসব কি হচ্ছে তবে ?
10/29/2024

হাসিনা স্বৈরাচার বলে ডাকেন , এখন এসব কি হচ্ছে তবে ?

https://www.jugantor.com/national-others/871583
10/29/2024

https://www.jugantor.com/national-others/871583

আমি সেই প্রতিবেদনটি দেখিনি। তবে স্পষ্টতই আমরা বিশ্বাস করি, আমরা বাংলাদেশে বা বিশ্বে যে কোনো প্রক্রিয়ায় যে কোনো...

https://www.kalbela.com/world/others/134097
10/29/2024

https://www.kalbela.com/world/others/134097

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসে সমসাময়িক বিভিন্ন ইস্যু। এরই ধারাবাহিকতায় সবশেষ ব্রিফিংয়ে বাংলাদে.....

আবার কেহ ফিক করে হেসে দিয়েন না।
10/24/2024

আবার কেহ ফিক করে হেসে দিয়েন না।

বাংলাদেশে ব্যংকিং ব্যবস্থা ভেঙ্গে পড়েছেআর উনার সংস্কার করেছেন ছাত্রলীগের।নিচে স্ক্রিনে ইউনুস ক্ষমতা নিবার দিন থেকে এই ব্...
10/24/2024

বাংলাদেশে ব্যংকিং ব্যবস্থা ভেঙ্গে পড়েছে
আর উনার সংস্কার করেছেন ছাত্রলীগের।
নিচে স্ক্রিনে ইউনুস ক্ষমতা নিবার দিন থেকে এই ব্যাংকের গ্রাহকদের অনলাইন ব্যাংকিং বন্ধ। কেউ জানেনা কবে তা চালু হবে।

এক ভুক্তভোগী পাঠালেন আমাকে ।

https://www.bhorerkagoj.com/government/746375
10/23/2024

https://www.bhorerkagoj.com/government/746375

স্বনামধন্য সাংবাদিক বলেন, বাংলাদেশ যদি সত্যিকার অর্থে নতুন অধ্যায় খুলতে চায়, আধুনিক গণতন্ত্র হিসেবে স্বীকৃতি পে....

10/20/2024

প্রবাসী বাংলাদেশ সরকারের গুঞ্জন শুনা যাচ্ছে!
কোন পথে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি?

https://youtu.be/n-y3yuUWnfw?si=jsnFRxWypCZsb9JX
10/20/2024

https://youtu.be/n-y3yuUWnfw?si=jsnFRxWypCZsb9JX

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ সাংবাদিকদের হেফাজতে থাকা নিয়ে মুখ খুললো যুক্তরাষ্ট্রWelcome to the Official YouTube Channel of Bhorer Kagoj Live»» One-Click S...

আবারো ছাগল কান্ড - অশুভ সঙ্কেত ক্ষমতাসীনদের জন্য।খুলনার  শ্যামনগর পশ্চিমপাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি একটি ছাগল দা...
10/19/2024

আবারো ছাগল কান্ড - অশুভ সঙ্কেত ক্ষমতাসীনদের জন্য।
খুলনার শ্যামনগর পশ্চিমপাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি একটি ছাগল দান করেন। আজ জুমার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দান করা ছাগলটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। ছাগলটি কিনতে নগদ টাকা লাগবে—মসজিদ কমিটি এমন ঘোষণা দিলে তা নিয়ে উপস্থিত ক্রেতাদের কেউ কেউ নগদ টাকার পক্ষে, আবার কেউ কেউ নগদ টাকার বিপক্ষে যুক্তি দেখান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় গুরুতর আহত হন ফজর আলী গাজীসহ চারজন । পরে তাঁদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফজর আলীকে মৃত ঘোষণা করেন।

ছাগলটি মানুষের মল্লযুদ্ধ দেখে খুব জোরে জোরে হাসছিল। একজন মরে যাওয়ায়, আর তিনজন আহত হওয়ায় তার মন খারাপ হয় বটে, তবে হাসিও পায় বেদম।

https://www.ittefaq.com.bd/703873/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%...
10/18/2024

https://www.ittefaq.com.bd/703873/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A7%AA%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) ৪০০ কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলমকে তলব করেছে দুর...

Address

1102 S Greenthorn Avenue
Sterling, VA
20164

Alerts

Be the first to know and let us send you an email when সকল সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সকল সংবাদ:

Videos

Share