07/17/2023
সবাই সরকারি চাকরি করে, সবাই অনেক ধার্মিক, সবাই অনেক ভালো। কেউ ঘুষ খায় না, কেউ অন্যায়কে প্রশ্রয় দেয়না, কেউ অন্যের হক মেরে খায়না, সবাই অনেক ভালো।
যারা নিজেরা ধার্মিক এবং সরকারি চাকরি করেও মেয়েদের পর্দার ব্যাপারে, সমকামিতার মাথাচাড়া দিয়ে উঠার ব্যাপারে, দেশের মানুষের হিন্দুয়ানি চর্চার ব্যাপারে ইস্যুগুলোতে অনেক সোচ্চার, তারা কেউই অন্যায়কে প্রশ্রয় দেয়না। তারা সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়। তারা সবাই অনেক ভালো।
কিন্তু যেহেতু নেমকহারাম ও অকৃতজ্ঞদের শাস্তি ভয়াবহ, তাই নেহায়েত ধর্মপ্রান সরকারি চাকরিজীবিরা উচ্চবাচ্চ করেন না যখন উপরওয়ালারা সাধারণ মানুষের পরীক্ষা নেন। নিশ্চয়ই সবার রিজিকের মালিক তারা, যারা তোমাদের চাকরি দিয়েছেন, তোমাদের সন্তানদের মুখে খাবার পৌঁছে দিয়েছেন। নিশ্চয়ই তারা তোমাদের থেকে ভালো জানেন। কারন তোমাদের জানমালের নিরাপত্তা তাদের হাতে। তারা সবাই অবশ্যই অনেক ভালো। তা নাহলে তো তুমি এতদিন রুখে দাঁড়াতে। দাঁড়াতে না?
কিন্তু কিভাবে দাঁড়াবে বলো? 💀
“মনে রেখ... তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের প্রতি নেয়ামত আরো বাড়বে আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠিন।” (সুরা ইব্রাহিম : ৭)।
“তুমি কি তাদের দেখনি, যারা মৃত্যুভয়ে হাজারে হাজারে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল।” (সুরা বাকারা : ২৪৩)
“মানুষ তো তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ।” (সুরা আদিয়াত : ২)।
“নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল। কিন্তু (মানুষের) অধিকাংশই অকৃতজ্ঞ।” (সুরা নমল : ৭৩)।
"তিনিই তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের দিয়েছেন দেখা ও শোনার শক্তি এবং একটি অন্তর। অথচ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো।” (সুরা মূলক : ২৩)।