ধ্রুবতারা-Dhrubotara

ধ্রুবতারা-Dhrubotara আমরা চেষ্টা করবো এই পেইজে আপনাদের মনে?

07/01/2024

ভালোবাসার মানুষকে এভাবেই কেয়ার নিতে হয়❤️

07/11/2023
হোক না ভাঙা ঘর সুখের হিসাবটা অতি মূল্যবান যা অর্থ সম্পদে খুঁজে পাওয়া যায় না।
03/02/2023

হোক না ভাঙা ঘর সুখের হিসাবটা অতি মূল্যবান যা অর্থ সম্পদে খুঁজে পাওয়া যায় না।

বিশ্বাস আর ভালোবাসা ঠিক থাকলে সব ভালোবাসা পূর্ণতা পায় 🌿🌿
10/09/2022

বিশ্বাস আর ভালোবাসা ঠিক থাকলে সব ভালোবাসা পূর্ণতা পায় 🌿🌿

10/08/2022

৫৮ হাজার পরিবারের মুখে হাসি ফুটবে নভেম্বর মাসে প্রাইমারি শিক্ষক নিয়োগের রেজাল্ট দিলে। তো,চলেন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন শিক্ষকদের সুযোগ-সুবিধাসমূহ জেনে নেয়া যাক-

✪শুরুতেই ১৩তম গ্রেডে সবমিলিয়ে(মূল বেতন-১১০০০/-, বাড়িভাড়া-৪৯৫০/-, চিকিৎসা ভাতা-১৫০০/-, টিফিন-২০০/-) পাবেন ১৭,৬৫০/-।
✪প্রতি বছর ৫% ইনক্রিমেন্ট(চাকরির ৬ মাস পূর্ণ হলে জুলাই মাসের ১ তারিখ থেকে)
✪বেসিকের শতভাগ দুইটি ইদ বোনাস(১১০০০ করে মোট ২২০০০/-)
✪বেসিকের ২০% বৈশাখী ভাতা(২২০০/-)
✪সন্তানের বয়স ৫ বছর হলে শিক্ষা ভাতা(১ জন হলে ৫০০/-, ২ জন হলে ১০০০)
✪৩ বছর পর পর বেসিকের শতভাগ শ্রান্তি বিনোদন ভাতা।
✪প্রশিক্ষণ ভাতা
✪কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা
✪প্রধান শিক্ষক পদে পদোন্নতি
✪টিইও ও এটিইও পদে বিভাগীয় কোটা
✪সন্তানের জন্য কোটা
✪জিপিএফ সুবিধা(যা রাখবেন ১৩% মুনাফায় পাবেন)
✪সবশেষে এককালীন লামগ্র্যান্ড ও মৃত্যুর পূর্ব পর্যন্ত পেনশন সুবিধা। ........
.

10/05/2022

আমি ঝগড়া করবো জিতবো এটা আমার অধিকার।

Good morning ☀️
08/02/2022

Good morning ☀️

06/13/2022

আপুর কথাগুলো অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে ♥️

২০১৯ সালের ২৮ মার্চ। বনানী বাইশ তলার একটা বিল্ডিং এর অষ্টম তলায় আগুন লাগলো। অষ্টম তলা অবধি উঠে আগুন নেভানোর ক্ষমতা আমাদে...
06/05/2022

২০১৯ সালের ২৮ মার্চ। বনানী বাইশ তলার একটা বিল্ডিং এর অষ্টম তলায় আগুন লাগলো। অষ্টম তলা অবধি উঠে আগুন নেভানোর ক্ষমতা আমাদের ফায়ার সার্ভিসের ছিলো না।

ফায়ার সার্ভিস কর্মীর একজন কান্না করতে করতে চিৎকার করছিলো,

' মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের আধুনিক যন্ত্রপাতি দিন, এভাবে আগুন নেভানো সম্ভব না...

মনে আছে আপনাদের কারো?

তখনই আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা বুঝে গিয়েছিলো কতটুকু 'হেডম' আসলে তাদের দেওয়া হয়েছে। আগুন নেভানো ঠিকঠাক সময়ে সম্ভবও হয় নি। ২৬ জন মারা গেলো। আহত ৭৫ এর কাছাকাছি!

২০১৯ সালের ফেব্রুয়ারিতেই ঘটেছিলো আরও বড় ট্র্যাজেড়ি। চকবাজার। ৭৮ জন মারা গেলো। আহত ৫২!

২০১০ সালে গুলশানে ১১! ঢাকার নিমতলীতে সেই কাছাকাছি সময়ে ১০০ জনের শরীর পুড়ে কয়লা হয়ে গেলো।

এগুলো কেবলই সংখ্যা,মানুষ নয়?

আজ চট্টগ্রামে সীতাকুন্ডে এখন পর্যন্ত মৃতদেহের সংখ্যা ৪১! কোথায় গিয়ে থামে কে জানে। এদের ভেতর ৮ জন ফায়ারসার্ভিস কর্মী।

যাদের ঢাল নেই, তলোয়ার নেই- প্রাণ দিয়েই আগুন নেভানোর দায়িত্ব দেওয়া হয়। কোনো উচ্চতর প্রশিক্ষণ নেই । নেই কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি।

একজনের হাতের কব্জি পড়ে আছে রাস্তায়। আরেকজনের পা নেই। একজনের শরীর পুড়ে গেছে,বাসায় কল দিয়ে কাতরাতে কাতরাতে বললো,

' মামা আমার শরীর পুড়ে গেছে। আমি হয়তো আর ফিরবো না। আমার কলিজা মেয়ের মুখটা আর দেখা হবে না। মামা তুমি ওকে দেখে রাখিও। '

সে আর ঘরে ফিরে নি।

ঠিকঠাক প্রশিক্ষণ কিংবা জ্ঞান তাদের দেওয়া হয় নি কোনোটাই । এমনকি ফায়ারসার্ভিস কর্মীদের মুখপাত্র স্বয়ং আত্মসমর্পণ করলো সাংবাদিকদের সামনে,

' এই আগুন কিভাবে নেভাতে হবে আমার জানা নেই।'

কিন্তু এতগুলো ঘটনার পরও রুই-কাতলরা তাদের নিজেদের বাল ছেঁড়ায় ব্যস্ত।

বউদের সাথে সুইমিং পুলে সাঁতার কাটতে বিদেশে গিয়ে ব্যয় হয় ১১ কোটি টাকা। সুন্দর বনে বাঘ গুণতে ব্যয় কয়েক কোটি টাকা। বিদেশে গিয়ে আলু- চাষ, ধান চাষ শিখতে গিয়ে কোটি টাকা খরচ করাটাই জরুরী।

মাঝেমাঝে মন চায়, পদ্মা সেতুতে আগুন লাগাইয়া দূরে বসে একটা সিগারেট টানি, আর শোক প্রকাশ করি আহত উন্নয়নের জন্য - যা কোনোকালেই আমাদের হয় নি...

আফসোস এতো প্রতিবাদী প্রতিবেদন তৈরি করেও আপনাদের কাছ থেকে লাইক ও শেয়ার পাওয়া যায়না।
আমি লজ্জিত কারণ আমি বাঙ্গালী😢

কিছু প্রেম ❤️ তো এমনই,শুধু শরীর ছুঁতে কাছে আসে,তবে আজো কিছু প্রেমিক আছে যারা মন ছুঁয়ে ভালোবাসে❤️
04/23/2022

কিছু প্রেম ❤️ তো এমনই,শুধু শরীর ছুঁতে কাছে আসে,
তবে আজো কিছু প্রেমিক আছে যারা মন ছুঁয়ে ভালোবাসে❤️

04/02/2022

#আমার_আকাশ

দেখেছ কি তুমি, আমার আকাশ কে,
কত সুমধুর, কত শান্ত, কত নীরব,
অনেকদিন পর যেন ব্যস্ততার ফাঁকে,
অনুভব করতে পেরেছি পাখিদের কলরব।

মনে রেখো আমাদের কর্মফলকে,
একদিন আমাদেরই হবে বইতে,
যত কষ্ট তুমি এই প্রকৃতিকে দেবে,
একদিন তা নিজেদেরই হবে সইতে।

আজ দিনগুলো যেন তারই প্রতিফলন,
মরছে মানুষ অসুখে, নাম করোনা রেখেছে,
অসুখটা শুধু করোনার জন্য তা ঠিক নয়,
দোষ আমাদেরও ছিল আজ বুঝিয়ে দিয়েছে।

আর কি ফিরতে পারবো না মোরা,
আগেকার সেই চলমান সমাজে,
জানা নেই তবু কিছু মানুষ আজও,
হাহাকারে কান্নায় খাবারের পথ খোঁজে।

এই মহামারী নিয়েছে যত কিছু ,
তেমনি অনেক কিছুই শিখিয়ে গেল,
মনে রেখো আজ আমরাই শুধু নয়,
এই আকাশও এই ঘটনার সাক্ষী রইল।

সবশেষে আজ এটুকুই বলার,
আগের মতনই যেন সব ফিরে পাই,
টাকা পয়সা অহংকার দুদিনের থাকবে,
মরলে কিন্তু সেই চিতাতেই হবে ঠাঁই।

04/02/2022

ভাঙা মন ভাঙা স্বপ্ন নিয়ে রাতের আঁধারে
লুকিয়ে কাঁদে যে মানুষগুলো
তাদের গল্প কেউ বলে না
আসলে সব অন্ধকারই হারিয়ে যায়
নতুন আলোর আগমনে.....🥰

08/29/2021

নাম্বার টা আজো ফোনে সেভ আছে শুধু কল দেওয়া নিষিদ্ধ।

08/29/2021

বেশি ভয় পাইলে যা হয়।😀

Address

Philadelphia, PA

Alerts

Be the first to know and let us send you an email when ধ্রুবতারা-Dhrubotara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধ্রুবতারা-Dhrubotara:

Videos

Share

Category