Shafayet Al Razi

Shafayet Al Razi এখানে রাজনীতির আলো আঁধারের পথে সৃষ্ট প্রশ্নের উত্তর খোঁজা হয়।

১৯৭৩ সালের ১ জানুয়ারি। মাত্র কয়েকদিন আগে জন্ম নিয়েছে নতুন রাষ্ট্র- বাংলাদেশ। ঠিক তখনই ভিয়েতনামে নৃশংস গণহত্যা চালাচ্ছে ম...
01/01/2025

১৯৭৩ সালের ১ জানুয়ারি। মাত্র কয়েকদিন আগে জন্ম নিয়েছে নতুন রাষ্ট্র- বাংলাদেশ। ঠিক তখনই ভিয়েতনামে নৃশংস গণহত্যা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন বছরের প্রথম দিনে ভিয়েতনামে মার্কিন হানাদারির বিরুদ্ধে মিছিল সংগঠিত করে বামপন্থী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সেই মিছিলে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ/ শেখ মুজিব সরকারের পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র মতিউল ইসলাম এবং মীর্জা কাদেরুল ইসলাম পুলিশের গুলিতে শহীদ হন। স্বাধীন বাংলাদেশে সেই প্রথম পাকিস্তান আমলের ধাঁচে গণমিছিলে গুলি চলে। কোনো হুঁশিয়ারি দেওয়া হয়নি, গুলিচালনার আগে লাঠিচার্জও করা হয়নি। সরাসরি গুলি।

এই ঘটনার অভিঘাত ছিল অকল্পনীয়। হাজার হাজার মানুষ রাস্তায় নামেন প্রতিবাদে।কাদের ও মতিউলের মৃতদেহ যেখানে পড়েছিল, সেই জায়গাটি ইট দিয়ে ঘিরে দেন ছাত্র-জনতা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ ওই জায়গাটি দেখতে আসেন। মহল্লায় মহল্লায় শুরু হয় মৌন মিছিল। পরদিন, ২ জানুয়ারি দেশজুড়ে সর্বাত্মক হরতাল পালিত হয়। কিছুদিন আগেই শেখ মুজিবকে আজীবন সদস্যপদ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ছাত্র ইউনিয়নের তৎকালীন নেতা মুজাহিদুল ইসলাম সেলিম তখন ডাকসুর সহ-সভাপতি। ৩ জানুয়ারি পল্টন ময়দানের সুবিশাল জমায়েতে সেলিম ঘোষণা করেন, ছাত্রহত্যার অপরাধে শেখ মুজিবের ডাকসুর আজীবন সদস্যপদ প্রত্যাহার করা হল। এরপর ডাকসুর সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি তিনি ছিঁড়ে ফেলে দেন।

তারপর কী হল? সেই আলোচনা অন্য কোথাও, অন্য কোনও সময়ের জন্য তোলা থাক। তরঙ্গ 'মিলায়ে যায়' ঠিকই, আবার নতুন তরঙ্গও তো আসে। ইতিহাসের থেকে শেখার আছে অনেককিছুই৷ বিশ শতকের ভুলগুলি থেকে শিক্ষা নিয়েই নিজেকে সাজাবে একুশ শতক।

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। শহীদ মতিউল-কাদের লাল সালাম।খুনিদের প্রতি ঘৃণা।

The Untold Story of Mujib Regime

09/27/2024

২০ বছর পড়ালেখা করবেন।
৩৫ বছর চাকরী করবেন।

তারপর ৬০ বছর বয়সে পেছনে ফিরে দেখবেন এত বছরের পরিশ্রম অধ্যাবসায়ের পরেও আপনি মধ্যবিত্তের দাসত্বের শিকল থেকে বেড় হতে পারেন নি।

পৃথিবীতে এটিই বড় SCAM!!!!

09/08/2024
09/07/2024

দাদারা নাকি যুদ্ধ করতে আসবেন!
তা এতদিন যুদ্ধ করে দেশ দখল করলেই তো পারতেন,চুরি করলেন যে?

সম্মানিত দুজন শিক্ষক! তাদের সম্মান দিন, বহুত ফায়দা হবে😅
09/02/2024

সম্মানিত দুজন শিক্ষক! তাদের সম্মান দিন, বহুত ফায়দা হবে😅

09/01/2024

ইব্রাহীম (আ:) কে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করে যিনি তাকে মুসলিমদের জাতীর পিতা বানিয়েছেন,

ইসমাইল (আ:) এর তৃষ্ণার জন্য যিনি জমজম কূপ সৃষ্টি করেছেন,

ঈসা(আ:) কে ক্রুসেডারদের হাত থেকে যিনি রক্ষা করেছেন,

মূসা (আ:) কে সমুদ্রের মাঝখান দিয়ে যিনি রাস্তা করে দিয়েছেন,

ইউসূফ (আ:) কে কূপ থেকে তুলে যিনি বাদশাহ্ বানিয়েছেন,

হযরত মোহাম্মদ (সা:) কে হেরাগুহা থেকে যিনি সারা পৃথিবীতে সম্মানিত ও সমাদৃত করেছেন,

তিনি আপনার জন্যও অবশ্যই কিছু করবেন।

"ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না।সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা।জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।"
(সূরা বাক্বারাহঃ ২১৪)

08/31/2024

The Untold Story Of Mujib Regime | Full Video | 2024

08/28/2024

বিশ্বব্যাপী যেভাবে ইসলামী ব্যাংকিংয়ের সূচনা:

আল্লামা আহমেদ নাগগারের রূপরেখার ভিত্তিতে ১৯৬০ সালে মিসরের মিটগামারে সেভিংস ব্যাংক নামে বিশ্বের সর্বপ্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়।এখান থেকেই প্রতিষ্ঠানিক রূপরেখায় ইসলামী ব্যাংক ব্যাবস্থার যাত্রা শুরু।

পৃথিবীতে ক্রমবর্ধমান ব্যাংকিং ব্যবস্থা হলো ইসলামী ব্যাংকিং। বিশ্বব্যাপী দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। মুসলিম দেশের পাশাপাশি অমুসলিম দেশগুলোও এই ব্যাংকিং ব্যবস্থার দিকে ঝুঁকছে। সামপ্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম ও অমুসলিম উভয় দেশেরই শরিয়াহ-সম্মত পুঁজির প্রতি ক্রমবর্ধমান আগ্রহের কারণে বিশ্বব্যাপী ইসলামী অর্থ বাজার ২০২৪ সালের মধ্যে ৩.৬৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা আছে।

আশা করা যায়, সঠিক পদ্ধতিতে পরিচালনা সম্ভব হলে ইসলামী ব্যাংক বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপ্লব ঘটাতে সক্ষম হবে। বিশ্বে ব্যাংকিং সেবায় ইসলামী অর্থনীতির চর্চার ইতিহাস খুব বেশি পুরনো নয়। বিংশ শতকের মাঝামাঝি সময় বিশ্বে ইসলামের নবজাগরণের সূচনা হলে মুসলানদের মাঝে সুদমুক্ত অর্থব্যবস্থার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়। কেননা সুদ ইসলামের দৃষ্টিতে হারাম।

মহানবী (সা.) সুদে জড়িতদের অভিসম্পাত করেছেন। তাই বিশ্বব্যাপী মুসলমানদের মাঝে সুদি ব্যাংকের বিকল্প ইসলামী ব্যাংকিং সেবা চালুর চিন্তা শুরু হয়। সে চিন্তার বহিঃপ্রকাশস্বরূপ মিসরের অধিবাসী আল্লামা আহমেদ আল-নাগগারের প্রদত্ত রূপরেখার ওপর ভিত্তি করে ১৯৬০ সালে মিসরের মিটগামারে সেভিংস ব্যাংক নামে বিশ্বের সর্বপ্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অবশ্য এর আগে ১৯৫০ সালের শেষ দিকে পল্লী এলাকায় একটি স্থানীয় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে প্রথম একটি ইসলামিক অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টা শুরু হয়।

কিন্তু নানা প্রতিকূলতার দরুন তা আলোর মুখ দেখেনি।
১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত মোট ৯টি প্রতিষ্ঠান ইসলামী পদ্ধতির আলোকে মিসরে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এসব ব্যাংক বাণিজ্যিক ক্ষেত্রে ও ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে যথেষ্ট সফলতা লাভ করলেও রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে প্রকল্পটি ব্যর্থতার সম্মুখীন হয়। ১৯৭২ সালে পুনরায় নাসের সোশ্যাল ব্যাংক নামে অন্য একটি প্রতিষ্ঠান মিসরে ইসলামী ব্যাংকিংয়ের কার্যক্রম শুরু করে। এ সময় অনেক রাষ্ট্রপ্রধানই মুসলিম বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য পৃথক ব্যাংকব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করতে থাকেন।

ফলে ১৯৭৪ সালে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির জিদ্দায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এতদসংক্রান্ত রিপোর্টের ওপর পর্যালোচনার পর ইসলামী নীতিমালার আলোকে একটি পৃথক ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে ১৯৭৫ সালে ইসলামী উন্নয়ন ব্যাংক ‘আইডিবি’ প্রতিষ্ঠা লাভ করে। আইডিবির প্রধান লক্ষ্য ছিল মুসলিম দেশগুলোর মাঝে জোরালো অর্থনৈতিক বন্ধন সৃষ্টি করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেনের ক্ষেত্রে ইসলামী নীতািমালার বাস্তবায়ন করা, মুসলিম দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করা। আইডিবির প্রচেষ্টায় মুসলিম দেশগুলোতে সুদমুক্ত ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপক সাড়া জাগে এবং দেশে দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপক তৎপরতা শুরু হয়। এর ফলে ১৯৭৫ সালে দুবাইয়ে প্রতিষ্ঠিত হয় দুবাই ইসলামী ব্যাংক, ১৯৭৭ সালে কুয়েতে প্রতিষ্ঠিত হয় কুয়েত ফাইন্যান্স হাউস সুদানে প্রতিষ্ঠিত হয় ফয়সাল ইসলামী ব্যাংক এবং মিসরেও প্রতিষ্ঠিত হয় ফয়সাল ইসলামী ব্যাংক। ১৯৭৮ সালে জর্দানে প্রতিষ্ঠিত হয় ‘জর্দান ইসলামী ব্যাংক ফর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ১৯৭৮ সালে পাকিস্তান সরকার পাকিস্তানের সব ব্যাংককে সুদমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। বর্তমানে বিশ্বে প্রায় ২৪৩টি ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সুদমুক্ত অর্থ লেনদেনের কার্যক্রম আঞ্জাম দিয়ে যাচ্ছে।

08/27/2024

বাংলাদেশে এক সময় সাধারণ মানুষের ত্রাস ছিল একটি প্রতিষ্ঠান, তার নাম DGFI , তখন স্বামীরাও বউয়ের সাথে ফিসফিস করে কথা বলতো তাদের ভয়ে। মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে তারা আমদানি করেছিল আঁড়িপাতার যন্ত্র। আর এই যন্ত্রই নাকি ছিল সবচেয়ে বড় মন্ত্র। কে, কোথায়, কখন, কি করতো সব তারা জানতে পারতো আগে ভাগেই। এইসব যন্ত্র কি ৫ই আগস্টের পর বিকল হয়ে গেলো? আনসাররা মাঠে নামছে, রিকশাওয়ালারা মাঠে নামছে, এখন শুনতে পাচ্ছি বিদ্যুৎ কর্মচারীরাও নাকি এক জোট হচ্ছে।তো DGFI-এর ভাইয়েরা, এখন কি কানে আপনাদের ঠোসা পড়েছে?
কেউ না কেউ তো তাদেরকে অর্গানাইজ করছে?
এদের ধরছেন না কেন?
নাকি এরা সম্পর্কে ভাসুর লাগে?

08/23/2024

The Untold Story Of Mujib Regime| Trailer | Coming Soon.....

08/22/2024

১৯৭১ পরবর্তী স্বাধীন বাংলাদেশের রাজনীতির অজানা ইতিহাস,অর্থনীতি বিশ্বরাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হবে এই পেইজে।

Address

Toronto
Ontario

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafayet Al Razi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafayet Al Razi:

Videos

Share