লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।
আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, হে আল্লাহ! আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। আমি আাপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার কোন শরীক নেই, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নেয়ামত এবং সাম্রাজ্য আপনারই। আপনার কোনো শরিক নেই।
আল্লাহ তায়ালা সহ সকল হাজিদের হজ কবুল করুক। আমিন
💦💦বৃষ্টি আসুক বা না আসুক
আজ বর্ষা প্রথম দিন💦💦
বুদ্ধিজীবি বাঙালি মোটামুটি অপরাধ ধারী
😁😁😁😁😁😁
এই রকম মোটামুটি অপরাধী শেয়ার দেন😁😁😁😁😔
৫৬ বর্গমাইল বাংলায়
অনেক মানুষের এমন কষ্টে কথা
গুলো হয়ত আমরা,
একটু শুনি, একটু অনুসূচনা অনুভব করি।
কিন্তু প্রকৃতি পক্ষে তাদের পাশে দাড়ায় না।
রাষ্ট্র ও সমাজে প্রতিটা বিত্তবান শ্রেণির মানুষ গুলো
এই মানুষ গুলো পাশে দাঁড়িয়ে সহযোগিতা করত।
তাহলে তারাও হয়ত স্বাভাবিক জীবন যাপন করতে পারতো।
তুরস্কে বিমানে চড়ে শিক্ষক, একই বিমানের পাইলট এই সম্মানিত শিক্ষকের ছাত্র ছিলেন । শিক্ষককে নিজ বিমানে দেখে আনন্দ প্রকাশ করলেন তিনি । কিন্তু শিক্ষককে বিস্মিত করে দিয়ে তিনি বিমানের ক্রুদের দিয়ে ফুল দেওয়ার জন্য প্রস্তুত করেছেন ।
সাউন্ড সিস্টেমের সহায়তায় এই ঘোষণাও দিলেন...
′′সম্মানিত যাত্রীরা। আমি এই বিমানের অধিনায়ক বলছি। আজকের দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজ এই বিমানে চড়ে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের সাথে যাচ্ছেন, তিনি হলেন আমার শিক্ষক । যার কারণে আজ আমি অধিনায়ক হলাম" ❤️❤️❤️
বাবুইপাখি বাসা
এখন খুব কমেই চোখে পরে!!
এইচএসসি ২০২৩/২৪ এবং জবের জন্য গুরুত্বপূর্ণ টপিক
পরিপূরক যোগের কাজ!
বাচিয়ে রাখার ক্ষমতা শুধু আল্লাহ
কথায় আছে রাখে আল্লাহ মারে কে!
বড় বিপদ থেকে রক্ষা পেলো এক ছাত্র :
আজ কিছুক্ষণ পূর্বে, স্কুল ব্যাগের সাথে ধাক্কা লেগে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে এক ছাত্র রেললাইনের নিচে চলে যায়। এমন সময় ট্রেন চলে আসায় সে লাইনের মাঝে শুয়ে পড়ে এবং তাকে নীচে নড়াচড়া করতে মানা করা হয়, সে লাইনের মাঝামাঝি থাকায় কোন বিপদ হয়নি। ট্রেন থামার পর তাকে সুস্থ ভাবে ট্রেনের নীচ থেকে বের করা হয়।
ভিডিও : আসাদুজ্জামান আসাদ
বি.দ্র. : রেললাইন অতিক্রম করার সময় অথবা রেললাইনের আশেপাশে হাঁটাহাঁটি করার সময় সব সময় সতর্ক থাকবেন, সময় নিয়ে রেল ক্রসিং পার হবেন। ছোট একটি ভুলের জন্য অনেক বড় বিপদ ঘটতে পারে, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি।
ভাইয়ে কি দরকার ছিলো চাপ নেওয়ার
topic Right From of verb
Teacher by Gk Omur Farouque.
Following py page,get to
Important information.
প্যারাসুট ছাড়াই মাঝ
আকাশ থেকে পৃথিবীতে অবতরণ
কৃষ্ণচূড়া ফুল প্রকৃতিতে
বিরাজ করে বলে পৃথিবী এত সুন্দর।
কৃষ্ণচূড়া ছড়িয়ে যাক গোটা পৃথিবীর বুকে!!
কৃষ্ণচূড়া রোড
বাবা মানে ছেলে বেলা পুতুল খেলা
সত্যি অসাধারণ একটা মুহূর্ত
প্রেম একটু ব্যাকটেড হওয়া ভালো
যেখানে আধুনিকতা শুধু বিচ্ছেদ
Bangladesh win by series 2-0 Against Ireland.
Price ceremony moment.
বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ
বসুন্ধরা কিং বনাম বাংলাদেশ পুলিশ।
২_১ কে জয় লাভ করছে
বাংলাদেশ পুলিশ
প্রাকৃতিক সৌন্দর্য
কোলাহল মুক্ত প্রবাহ নদী