Shah Ansary

Shah Ansary বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙ্গালী হ’ Be an authentic Bangali if u will be Universal

01/16/2025

এই কী কথা ছিল ইউনুস ?

মুক্তির প্রত্যাশায় স্বাগত ২০২৫
01/01/2025

মুক্তির প্রত্যাশায় স্বাগত ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকার বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠিত ।গত ১৫ই ডিসেম্বর রোজ রবিবার নিউইর্য়...
12/18/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকার বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠিত ।
গত ১৫ই ডিসেম্বর রোজ রবিবার নিউইর্য়কের কুইন্স প‍্যালেসে বাংলাদেশের ২য় বৃহত্তম বিদ‍্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, নর্থ আমেরিকার বিজয় দিবস ও নব নির্বাচিত কমিটি ২০২৫-২৬ এর অভিষেক অনুষ্ঠানটি জাকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করার পরপরই মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা হয় । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন‍্যতম উপদেষ্টা ও বাঙালী পত্রিকার সম্পাদক জনাব কৌশিক আহমেদের মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও এলামনাই এর অন‍্যতম সংগঠক অসুস্থ মুন্সী আহাদ জামানের সুস্থতা কামনা করেও দোয়া করা হয় ।

বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক নুরুন্নাহার গিনি ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান, নবনির্বাচিত সভাপতি ফতেনূর আলম বাবু , সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারীর স্বাগত বক্তব্যের পর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় । শপথ পাঠ করান সংগঠনটির সম্মানিত উপদেষ্টা ও বর্ষিয়ান সাংবাদিক ঠিকানা সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান। শপথ গ্রহণের পর সদ‍্য সাবেক সভাপতি মনিরুল হক রাহুল নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে অভিষিক্ত করার মধ‍্যদিয়ে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শপথ অনুষ্ঠানের পর সভাপতি ফতেনূর আলম বাবুর সভাপতিত্বে , সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারী ও যুগ্ম সাধারণ সম্পাদক অনুষ্ঠানটির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় , সাংস্কৃতিক সম্পাদক শাহীন আক্তার কেয়ার সঞ্চালনায় এবং নিউইর্য়কের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা “ঠিকানা’র পৃষ্ঠপোষকতায় বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও জনপ্রিয় টিভি ব‍্যক্তিত্ব খালেদ মুহিউদ্দীন , বিশেষ অতিথি হিসেবে সফল রাবিয়ান নিউ ইয়র্ক সিটি পুলিশের ক‍্যাপ্টেন একেএম শফিউল আলম প্রিন্স ।সংগঠনটির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফজলুর রহমান, হোসনে আরা বেগম, সৈয়দ আব্দুর রহিম দুদু , আলী হাসান কিবরিয়া অনু , শাহীন খান , সাইদুর রহমান ডন, আহসান উল্লাহ ফিলিপ , এজাজ আহমেদ , আতাউর রহমান, মুজাহিদ আনসারী , শাহ মোহাম্মদ বকতিয়ার , ওয়াহিদুজ্জামান চৌধুরী রাব্বি, আকলিমা রানা চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাঈদা আক্তার লিলি , সাধারণ সম্পাদক গাজী শামসুদ্দিন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল সরকার , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও ভাস্কর্য শিল্পী আক্তার আহমেদ রাশা , সভাপতি শামিম আরা বেগম, সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব নিহার । এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সভাপতি আশরাফুল আলম , উপদেষ্টা মাসুদুল ইসলাম লিপু , শেখ আল মামুন (মামুন টিউটোরিয়াল), কে আর শেরা ইনকের রেদোয়ান রাজ্জাক , ইন্জিঃ আব্দুল খালেক ।
এছাড়া কার্যকরী কমিটির অন্যান্য সদস‍্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি সফিকুর রহমান জন , সহ সভাপতি এমএম নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এ এইচ এম কামাল মিল্টন , অর্থ সম্পদ মোঃ রুহুল আমিন, ক্রিড়া ও বিনোদন সম্পাদক অর্চনা পাল , দপ্তর সম্পাদক মোঃ ইস্রাফিল , কার্যকরী সদস্য এ কে এম মনিরুল হক রাহুল , হাফিজুর রহমান পাইলট , মাহমুদা হাসীন কনা ,সোনিয়া সুলতানা,সাধণ কুমার বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস লিপি , নীলুফার জারীন , মোঃ শরিফুল ইসলাম, কাইসার আলী , মনির আহমেদ, মোঃ মজিব উদ্দীন জেন্টু , মোঃ জাভেদ খসরু, মুন্সী আহাদ জামান।
সহ অন্যান্য রাবিয়ান তাদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব খালেদ মুহিউদ্দীন দেশ- জাতি ও বাঙালি কমিউনিটির স্বার্থে প্রবাসীদের একটি প্লাটফর্ম থাকার গুরুত্ব আরোপ করেন । দেশের যে কোন অনিয়ম- দুর্নীতি হলে প্রবাস থেকেও সরকারের উপর প্রতিবাদ ও চাপ সৃষ্টির মাধ‍্যমে দেশ গঠনে ভূমিকা রাখার কথা উল্লেখ করেন। মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ শামসুজ্জোহার আত্মত্যাগের কথা স্মরণের পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম ও প্রাচীন শিক্ষানগরী রাজশাহীরও ভূয়সী প্রশংসা করেন ।
সুদুর মতিহার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব ভিডিও বার্তায় নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সম্মানিত উপদেষ্টা আব্দুর রাজ্জাক খানও ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান ।
বিশেষ অতিথি হিসেবে বর্ষিয়ান রাবিয়ানদের বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি ট্রাফিক পুলিশ এ‍্যাসোশিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ আব্দুর রহিম দুদু , আলী হাসান কিবরিয়া অনু , শাহীন খান , মুজাহিদ আনসারী ,ঢাকা বিশ্ববিদ্যালয এলামনাই এসোসিয়েশনের সভাপতি সায়েদা আক্তার লিলি , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সভাপতি শামিম আরা বেগম, সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব নেহার ।
বক্তাদের সকলেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের কথা স্মরণের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ ডঃ শামসুজ্জোহার আত্মত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গৌরবময় ইতিহাস তুলে ধরেন । দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান করেন ।
বিজয় দিবসের আলোচনার পাশাপাশি দেশের গান পরিবেশন করেন নিউইর্য়কের জনপ্রিয় শিল্পী রায়ান তাজ , প্রমি তাজ , আলভান চৌধুরী ও অর্চনা পাল । শিল্পীদের বেশ কয়েকটি জনপ্রিয় গানের মাধ্যমে সাংস্কৃতিক পর্বটি ছিলো খুবই জাঁকজমকপূর্ণ।সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অতিথিদের রাতের খাবারের আমন্ত্রণ করা হয় ।
এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল ঠিকানা ও রিভারটেল।
গোল্ড স্পসর হিসাবে গাদুরা মর্টগেজ রিয়েল এস্টেট কোম্পানির পাশাপাশি ছিলেন বি এ এক্সপ্রেস ইউএসএ ইনক , মামুন টিউটোরিয়াল, জাফ ল এন্ড ইমিগ্রেশন, কে আর শেরা ইনক, মাইকেল গাজী ইস্ক এন্ড এসোসিয়েট , মোহাম্মদ হোসাইন ও মোঃ রুহল আমিন , হেলথ ইনসুরেন্স ইনরোলম‍্যান্ট ।

রাতে নৈশভোজের পর আহ্বায়ক নুরুন্নাহার গিনি , সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন‍্য সবাইকে অসংখ্য ধন‍্যবাদ জানান ।

পরিশেষে সভাপতি জনাব ফতেনূর আলম সকল উপস্থিত সকল অতিথি, উপদেষ্টামন্ডলী , আহ্বায়ক কমিটি , কার্যকরী কমিটির সকল সদস্যকে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন‍্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

সার্বিক সহযোগিতার জন‍্য “সাপ্তাহিক ঠিকানা” কর্তৃপক্ষ কে কৃতজ্ঞতা
12/12/2024

সার্বিক সহযোগিতার জন‍্য “সাপ্তাহিক ঠিকানা” কর্তৃপক্ষ কে কৃতজ্ঞতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মমিন বিশ্বাসকে  রাজনৈতিক...
11/11/2024

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মমিন বিশ্বাসকে রাজনৈতিক হয়রানির উদ্দেশে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। শান্তিপূর্ণ সহাবস্থানমূলক এলাকাকে মিথ‍্যা হামলা মামলার প্ররোচনা দিয়ে অশান্ত না করার জন‍্য বিএনপি-জামাতের নেতৃবৃন্দের প্রতি আহবান জানাই।

দেশব‍্যাপী আওয়ামী নিধনের অংশ হিসাবে আলিনগর ( চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউ...
11/01/2024

দেশব‍্যাপী আওয়ামী নিধনের অংশ হিসাবে আলিনগর ( চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম‍্যান তরিকুল ইসলামসহ সকল নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের মুক্তি চাই, দিতে হবে!!!

10/28/2024

রাষ্ট্র সংস্কার মানে কী ? এ সংস্কার কত দূরে জানতে চাই…

10/27/2024

আমরা প্রস্তুতি নেবো
ধৈর্য হারাবো না
দলীয় নির্দেশনা ছাড়া - কোন গুজবে কান দেবো না।

#জয়বাংলা #জয়বঙ্গবন্ধু #আওয়ামীলীগ

10/25/2024

ছাত্রলীগের প্রিয় ছোট ভাইয়েরা; আতংক নয়, চোখে চোখে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করুন। সব ছাত্রলীগ কে একসাথে কারাগারে নেয়ার মত কারাগার ইউনুসের নেই।

10/24/2024

“বাংলাদেশ ছাত্রলীগ” ৭১’এ যাদের পূর্বপুরুষরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ছিল গেরিলা যোদ্ধা

একটি ঐতিহাসিক চরিত্রের যবনিকাঃ ইন্না লিল্লাহে ওয়া ইন্না এলাইহে রাজিউন
10/16/2024

একটি ঐতিহাসিক চরিত্রের যবনিকাঃ ইন্না লিল্লাহে ওয়া ইন্না এলাইহে রাজিউন

10/16/2024

পিতার মাথায় রাজাকার পুত্রের প্রস্রাব প্রায়শই নিজের চোখের জল হয়ে ঝরে পড়ে। বোবা কান্না নিয়ে কেবলই ভয়ংকর প্রতিশোধের অপেক্ষা (?)

09/30/2024

আওয়ামী লীগ সরকারের পতন যদি ডঃ ইউনুসের পরিকল্পনা মাফিক হয় তবে গণহত্যার দায় কার ?

09/27/2024
শুভ জন্মদিন প্রিয় নেত্রী; সময় খুব দ্রুতই তোমার সম্মান ফিরিয়ে দিবে !!!
09/27/2024

শুভ জন্মদিন প্রিয় নেত্রী; সময় খুব দ্রুতই তোমার সম্মান ফিরিয়ে দিবে !!!

গোমস্তাপুর (চাঁপাইনবাবগন্জ) উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রহনপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান, আমার সহোদর শাজাহান আ...
09/05/2024

গোমস্তাপুর (চাঁপাইনবাবগন্জ) উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রহনপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান, আমার সহোদর শাজাহান আনসারী’র ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধান্জলীঃ সকলের দোয়াপ্রার্থী

Address

New York, NY
11435

Alerts

Be the first to know and let us send you an email when Shah Ansary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shah Ansary:

Videos

Share