Bengali Afa In USA

Bengali Afa In USA I am Sumaiya, Making vlog about lifestyle in USA. ❤️

ছেলেকে মাছের টুকরো বড়টা দিয়ে মেয়ের প্লেটে ছোট টুকরো দেয়ার কাজটা কখনো বাবা করেনা,এটা কিন্তু মা কিংবা দাদীরা করে!'নতুন...
01/22/2025

ছেলেকে মাছের টুকরো বড়টা দিয়ে মেয়ের প্লেটে ছোট টুকরো দেয়ার কাজটা কখনো বাবা করেনা,
এটা কিন্তু মা কিংবা দাদীরা করে!'
নতুন বউ আনার পর গয়না খুলে নেওয়ার কাজটিও করে শাশুড়ি কিংবা ননদ ফুফুরা!'
বউকে সময় বেশি দিলে বাড়ির মা ফুফু বোনেরাই আগে সমালোচনা করে!'

প্রত্যেকটা ঘরের কোণে একজন নারী কাঁদে আরেকটা নারীর জন্যই! বলা যায় তাঁদের ছোট করার কাজটা তারাই করে,পুরুষ নয়।😊❤️

©

゚viralシfypシ゚

ফেসবুকে কোন অপরিচিত ব্যাডারে রিপ্লাই দিবেন না।  আমি দিয়েছিলাম এখন আমি তার দুই সন্তানের জননী হয়ে গিয়েছি 🙄🙄
01/21/2025

ফেসবুকে কোন অপরিচিত ব্যাডারে রিপ্লাই দিবেন না। আমি দিয়েছিলাম এখন আমি তার দুই সন্তানের জননী হয়ে গিয়েছি 🙄🙄

01/21/2025

কে কে এভাবে মিষ্টি কুমড়া খেয়েছেন? আমার ভীষণ পছন্দ ❤️

゚viralシfypシ゚


বেঁচে থাকতে স্ত্রী কে একটি ঘর উপহার দিন ❤️যদি একটি ঘর দিতে না পারেন তাহলে তাকে মাথা তুলে দাড়াবার সুযোগ অনন্ত করে দিন,তাক...
01/20/2025

বেঁচে থাকতে স্ত্রী কে একটি ঘর উপহার দিন ❤️
যদি একটি ঘর দিতে না পারেন তাহলে তাকে মাথা তুলে দাড়াবার সুযোগ অনন্ত করে দিন,তাকে স্বাবলম্বী হবার পথ দেখিয়ে দিন। ভালোবাসা যে মানুষটিকে সবসময় আপনার বুকে জায়গা করে রেখেছেন আপনার অবর্তমানে যেন তাকে পথে গিয়ে দাড়াতে না হয়। আপনার উপস্থিতি যেমন তাকে সাহস,শক্তি দেয় আপনার অনুপস্থিতিও যেন তাকে ভাঙতে না পারে সেটার খেয়াল রাখুন। কারন দিন শেষে সব ছেড়ে আসা মেয়েটি আপনার মুখের দিকেই কিন্তু তাকিয়ে থাকে ,তাকে আগলে রাখুন ❤️

©

শুভ সকাল বাংলাদেশ ❤️আজকের সামান্য আয়োজন।  আপনারা কে কি রান্না করলেন আজকের জন্য??
01/19/2025

শুভ সকাল বাংলাদেশ ❤️
আজকের সামান্য আয়োজন। আপনারা কে কি রান্না করলেন আজকের জন্য??

আমার মেয়ের বয়স তখন ৮ মাস। একদিন সে বাসায় আসে রাত ১১টার দিকে। কিন্তু তার আগেই আমি ঘুমিয়ে গেছিলাম। ফোন বাজলে বাচ্চা উঠে যা...
01/18/2025

আমার মেয়ের বয়স তখন ৮ মাস। একদিন সে বাসায় আসে রাত ১১টার দিকে। কিন্তু তার আগেই আমি ঘুমিয়ে গেছিলাম। ফোন বাজলে বাচ্চা উঠে যাবে ভেবে ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। পরে আর নরমাল মুড আন করতে ভুলে গিয়েছিলাম।

আমার স্বামী প্রাইভেট কোম্পানিতে জব করেন,সকাল থেকে রাত অফিসে অনেক পরিশ্রম করেন। সকাল ৭ টায় অফিস এর জন্য বের হয়। সেদিনও সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত অনেক পরিশ্রম করে বাসায় এসে দরজার সামনে অনেকবার নক করে কিন্তু আমি ঘুমের কারনে বুঝতে পারিনা। উনি রাত ২ টা পর্যন্ত দাঁড়িয়ে ছিল। আমাকে ৯০ টা কল দিছে, আমি টের পাইনি।সে অনেকবার নক করেছে কিন্তু আমার ঘুম ভাঙেনি। আমাদের কলিং বেল ছিল না। দরজায় নক করেছে। যখন রাত ২ টায় আমার ঘুম ভাংগে এবং ফোন হাতে নিয়ে দেখি ৯০ টা মিসড কল!!

তখন অনেক ভয়ে ভয়ে দরজা খুলি। আমি ভেবেছিলাম সে ঘরে ঢুকেই দিবে এক থাপ্পড়। আর অনেক বকবে। কিন্তু সে আমাকে কিছুই বললো না। শুধু বললো ৩ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি। ফোনটা হাতের কাছে রাখবা না??

এতটা ক্লান্ত শরীর নিয়ে সে ৩ ঘন্টা দাড়িয়ে থাকার পরেও এত নমনীয় কিভাবে হয়েছে আল্লাহ্ ভাল জানে। এই ঘটনা মনে পরলে এখনো তার প্রতি ভালবাসা অনেক বেড়ে যায়। সৃষ্টিকর্তা তাকে আমার প্রতি অনেক ধৈর্যশীল করেছেন।
জানিনা আমার মনের ভাললাগা কতটুকু লিখে বুঝাতে পারলাম।তবে দোয়া চাই সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সুখে এক সাথে রাখেন।
( নাম প্রকাশে অনিচ্ছুক )

©

আস্তে বললেও জোরে হয়ে যায় 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ ゚viralシfypシ゚
01/17/2025

আস্তে বললেও জোরে হয়ে যায় 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

゚viralシfypシ゚


01/17/2025

একদম কম সময়ে বানিয়ে ফেলুন দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজাদার কাচাগোল্লা 🤍

゚viralシfypシ゚



#কাচাগোল্লা

১৯৭০ সালের ক্লাস টু এর বোর্ড বই।©  বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র (মেজবাহ রনি)।
01/16/2025

১৯৭০ সালের ক্লাস টু এর বোর্ড বই।

© বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র (মেজবাহ রনি)।

না ফেরার দেশে চলে গেলেন Rubiat Fatima Tony আপুর হাসবেন্ড 😭 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপু নিজে পোস্ট দিয়ে ক...
01/15/2025

না ফেরার দেশে চলে গেলেন Rubiat Fatima Tony আপুর হাসবেন্ড 😭 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপু নিজে পোস্ট দিয়ে কনফার্ম করেছেন।
আপু অনেক চেষ্টা করেছেন কিন্তু ওপর ওয়ালার ওপর তো কারো হাত নাই। দোয়া করি আপুকে আল্লাহ এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য দিক।

01/15/2025

রাত দুইটায় তিনি টুকিটাকি বাজার সদাই এনেছেন ❤️


01/14/2025

মধ্যরাতে হাসবেন্ডকে পাস্তা খাইয়ে কিভাবে ডালার ইনকাম করা যায় দেখুন 🤷‍♀️🤷‍♀️🤔🤔🙄🙄 ゚

আমার বড় মেয়ের বয়স এই ফেব্রুয়ারিতে ৫ হবে আলহামদুলিল্লাহ। ছবির লেখা গুলো ওর লেখা, কিন্তু না দেখে সব লিখে নি, 1-10,  A- G এ...
01/13/2025

আমার বড় মেয়ের বয়স এই ফেব্রুয়ারিতে ৫ হবে আলহামদুলিল্লাহ। ছবির লেখা গুলো ওর লেখা, কিন্তু না দেখে সব লিখে নি, 1-10, A- G এগুলো একাই করেছে বাকী গুলো আমার হেল্প নিয়ে শুনে শুনে লিখেছে।
কিছুদিন পর হয়তো আমার হেল্প ছাড়াই সব গুলো পারবে ইনশাআল্লাহ।
এই কথাগুলো বলার কারণ আছে, আমার মেয়েকে আমি ২০২৪ এর সেপ্টেম্বরে স্কুলে দিয়েছি দেশের বাইরে ৩ বছর হলেই স্কুলে দিতে হয়, পড়াশোনা শুরু করে অনেক পরে কিন্তু স্কুলে বাচ্চারা খেলে বিভিন্ন এক্টিভিটি শেখে এটাই ওদের স্কুল।
তো ওর যখন তিন বছর তখন থেকেই ওকে কেন পড়াই না বাসায় সেটা নিয়ে বিভিন্নজনের কাছে কথা শুনেছি। অনেকে বলে আমার বাচ্চা তো এই বয়সে এলফাবেট, নাম্বার সব ই শিখে ফেলেছিলো তোমার মেয়েকে শেখাও না কেন? ও কি মনে রাখতে পারেনা? অমুক বাচ্চার ব্রেইন খুব ভালো এই বয়সে সব পারে।
আমি কিছু বলতাম না আর শেখাতাম ও না , ঘুমের সময় কিছু ছড়া বলতাম ওর নাম, বাবা মা র নাম এসব বলতাম।
ও এগুলো একটু করে পারতো। আমি কখনো চাইতাম না তিন বছরের একটা বাচ্চাকে শিক্ষিত করতে, এই টুকু একটা বাচ্চাকে কেন আমার বাধ্যতামূলক সব শেখাতেই হবে? হ্যাঁ অনেক বাচ্চা পারে মাশ আল্লাহ সেটা খুবই ভালো কথা কিন্তু সব বাচ্চা তো এক না। কেউ বেশি পারবে, কেউ কম পারবে, কেউ আগে পারবে, আবার কেউ পরে পারবে এটা তো স্বাভাবিক এই স্বাভাবিক বিষয়টাকে সবাই এতো অস্বাভাবিক কেন করে আমার জানা নেই।
আপনার বাচ্চা তিন বছরেই সব পারে খুবই ভালো কথা আমি মন থেকে দোয়া করি তার জন্য আপনি তার ফ্যামিলি মেম্বার হিসেবে সেটা গর্ব করে বলতেই পারেন, কিন্তু আরেক বাচ্চা কেন শিখেনাই, তার ব্রেইন কেমন, এটা নিয়ে অভিযোগ করার আপনি কে?
আমার বাচ্চা তিন বছরে পারেনি বলে কি এখনো পারেনা? মুখে সব ই পারে লেখা টা নতুন শুরু করেছে সেই ছবি দিয়ে দিয়েছি। ও তো পারছে আলহামদুলিল্লাহ আর এটাই ওর বয়স আস্তে আস্তে সব শেখার। আমি এখনো ওর মনের বিরুদ্ধে ওকে প্রেশার দেই না, ওকে আস্তে আস্তে শেখাই সব এবং সে শিখছে আলহামদুলিল্লাহ।
আর স্কুলে তো প্রেশারের প্রশ্নই আসেনা স্কুলে গিয়ে খেলে, শুধু টুকটাক টিচার রা মুখে মুখে বিভিন্ন জিনিস শেখায়।

এই যে যারা আমাকে মেন্টাল প্রেশার দিয়েছেন এতোদিন তাদের ধরে এনে একটু জানতে ইচ্ছা করে আমার বাচ্চা একটু দেরীতে পারায় ঠিক কোন দুনিয়ায় ও পিছিয়ে পড়েছে?
ও তো বাচ্চা ও নিজে থেকে পারলে শিখতে চাইলে খুব ই ভালো কিন্তু সব বাচ্চাতো এক না, আর সব বাচ্চাকে এক পাল্লায় মাপাটাও অন্যায়।
আমার বাচ্চা দেরীতে পারছে আমার কোন সমস্যা নেই আপনার ও থাকা উচিত না , আর কোন মা কে গিয়ে প্রশ্ন ছোড়াও উচিত না কেন এখনও শেখায় নি? কারণ ৩ বছর বয়সে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার এর জন্য পরিক্ষা দিতে বসবে না যে তার পারতেই হবে , এটা নিয়ে কাউকে ছোট করে তাচ্ছিল্য করার কোন মানে নেই।
সময় হলে সব বাচ্চাই ধীরে ধীরে শিখে যায় সেই সময় টা হতে দিন এতো তাড়াহুড়োর কিছু নেই।
ছেলেমেদের জীবনের প্রায় বেশীরভাগই চলে যাবে এই বই খাতার পাতা ওল্টাতে ওল্টাতে তো শিশু বয়স টা একটু রিল্যাক্স থাকতে দিন, তাদের সাথে সময় কাটান, সুন্দর মেমোরিস তৈরি করুন , খেলতে খেলতে শেখান টুকটাক পারলে পারুক না পারলে সমস্যা নেই স্কুলে গিয়ে তো শিখবেই সব। নিজে প্রেশার মুক্ত থাকুন অন্য মা দের ও প্রেশার মুক্ত রাখুন প্লিজ।



শুভ দুপুর 🍕🍕
01/12/2025

শুভ দুপুর 🍕🍕

তোমার হাতে কফি-ভর্তি কাপ, হঠাৎ কেউ এসে ধাক্কা খেল, তোমার হাতের কাপ থেকে ছলকে চারদিকে পড়ে গেল কফি।— কফি কেন পড়ল?— কারণ, ক...
01/11/2025

তোমার হাতে কফি-ভর্তি কাপ, হঠাৎ কেউ এসে ধাক্কা খেল, তোমার হাতের কাপ থেকে ছলকে চারদিকে পড়ে গেল কফি।

— কফি কেন পড়ল?
— কারণ, কেউ একজন ধাক্কা দিয়েছে আমাকে।
— ভুল উত্তর। তোমার কাপ থেকে কফি পড়েছে, কারণঃ তোমার কাপে কফি ছিল। কাপে চা থাকলে, চা-ই পড়ত।

কাপে যা থাকবে, তা-ই পড়বে। যখন জীবন এসে তোমাকে ধাক্কা মারবে (এবং অবশ্যই মারবে), তোমার ভিতরে যা আছে, বেরিয়ে আসবে। শিক্ষা থাকলে, আলো; অশিক্ষিতের ভিতর থেকে ছলকে পড়বে অসভ্যতা। সারাদিনে আমাদের সাথে কতশত মানুষের দেখা হয়!— সুন্দর আচরণের, বাজে ভাষার, অসভ্য অঙ্গভঙ্গির, কৃতজ্ঞ মানুষের, কত রকম মানুষ! তাদের প্রত্যেকের ভেতরটি ওই-সবেই পূর্ণঃ, স্রেফ ছড়িয়ে দিচ্ছে। জীবনটি কাপ, আমারই সিদ্ধান্ত— এই কাপ আমি কী দিয়ে ভরিয়ে তুলব

01/10/2025

একদম সহজ ভাবে বানিয়ে ফেলুন পুডিং 🍮🍮

01/08/2025

- একা একা দুই পুচকি নিয়ে সব কাজ কিভাবে সামলাও?
- এই যে এভাবে মাশআল্লাহ 👇👇👇👇❤️❤️😍

এই যে বাচ্চাগুলো সারাদিন পিছন পিছন ঘোরে, ঘরে গেলে তারাও ঘরেই খেলবে, কিচেনে আসলে তারাও কিচেনের এখানেই খেলবে, মাঝে মাঝে রা...
01/08/2025

এই যে বাচ্চাগুলো সারাদিন পিছন পিছন ঘোরে, ঘরে গেলে তারাও ঘরেই খেলবে, কিচেনে আসলে তারাও কিচেনের এখানেই খেলবে, মাঝে মাঝে রাগ হই কিচেনে গরম, রান্নার স্মেল যাও ঘরে যাও ওরা যায় না, গেলেও ১ মিনিট পর আবার আসে।
দুপুর দিকে খারাপ লাগায় শুয়ে মেয়ে কে বললাম ভাইয়া কে নিয়ে খেলো আমি একটু ঘুমাবো দুষ্টামি করবা না। ও বলল আচ্ছা তুমি কখন উঠবা? আমি বললাম কিছুক্ষণ পরে। ও ওর ভাই কে ডেকে পাশের রুমে চলে গেলো খেলতে, আমিও একটু চোখ বুঝলাম।
মাঝে মাঝে টের পাচ্ছি মেয়ে এসে আমাকে উঁকি দিয়ে যাচ্ছে আমি ভাবলাম হয়তো কোন দুষ্টুমি করছে দুইজন তাই বার বার দেখে যাচ্ছে আমি জেগেছি কি না, তাই আমিও আস্তে করে উঠে ওদের রুমে উঁকি দিলাম, দেখলাম নাহ ওরা ড্রইং করছে খাতায়।
এসে আবার শুয়ে পড়লাম, এবার মেয়ে উঁকি দিতেই আমি ডাক দিলাম ও অনেক উচ্ছাস নিয়ে দৌড়ে এসে বললো আম্মু তোমার ঘুম কি শেষ? আমি বললাম না বাকি আছে , ও বলল কখন ঊঠাবে? আমি বললাম কেন মা?
ও বলল তুমি ঘুমালে আমার ভালো লাগেনা।
কথা টা শুনে আমি নিশ্চুপ হয়ে গেলাম, ছোট্ট বাচ্চাটা এর জন্যই বার বার উঁকি দিচ্ছিলো আমি কখন উঠবো কিন্তু আমাকে একদমই ডেকে বিরক্ত করে নি।
আমার তখন ওদের সব এক্টিভিটিস গুলো চোখে ভাসছে, সারাদিন গায়ের সাথে লেগে থাকে, গোসলে গেলে বার বার ডাকে হয়েছে আম্মু? শুয়ে থাকলে পাশ ঘেঁষে বসে খেলে,
মাঝে মাঝে বেশি গায়ে লেগে থাকলে বকা দেই একটু পর আবার আসে, কোন কারণে শাষণ করলেও একটু পর বুকে এসেই লেপ্টে থাকে।
ওদের পাপা থাকলেও সেইম করে পাপার সাথে।

এই যে ওদের ছোট্ট মনটা জুড়ে এখন আম্মু আর পাপা, ওদের পুরো দুনিয়া জুড়ে আম্মু পাপা ছাড়া আর কিছুই ভাবতে পারে না।
এই বাচ্চাগুলো বড় হবে নিজের মত সব গুছিয়ে নিবে তখন আম্মু পাপা ছাড়াও কত কত মানুষ আসবে তাদের জীবনে কত কত দায়িত্ব নিয়ে চলতে হবে।
ওই সময় টা হয়তো একটু চাইবো এখনকার মত আরেকবার জড়িয়ে ধরুক, আরেকবার বলুক আম্মু তুমি ঘুমালে আমার ভালো লাগেনা , আরেকবার বুকে লেপ্টে পড়ুক, কিন্তু সেটা আর হবে না।

আমার চোখ ভিজে যাচ্ছে লেখাগুলো লিখতে গিয়ে। বাচ্চাগুলো বাবা মা কে কত ভালোবাসে কিন্তু আমরা না বুঝে বিরক্ত হয়ে যাই। এই সময়গুলো একসময় হাজার চেয়েও আর কোনদিন ফিরে আসবে না। তাই এখন ই সময় দেই বাচ্চাদের, শত কাজে থাকলেও সেটা রেখে দুই মিনিট ওদের কথাগুলো শুনি সে কি বলতে চায় , দুই মিনিট খেলি ওদের সাথে এই দুই মিনিটের স্মৃতিগুলোই শুধু থেকে যাবে তার সাথে বাচ্চাগুলোর ও গুড মেমরিস থেকে যাবে।

ভালো থাকুক সকল সন্তানেরা, সকল বাবা মা-য়ে রা।

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengali Afa In USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengali Afa In USA:

Videos

Share

Category