People Views

People Views All News coverage this page

02/14/2025

Starlink এপ্রিলে এর দিক েশে চালু হবার

সম্ভাবনা

02/13/2025

ভুল করে মাসুল দিলো বাঘটি তাও কোনো উগ্র হলো না ゚viralシ ゚viralシ #

02/09/2025

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সন্ধ্যায় নিয়মিত প্রেস ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
খুব দ্রুত নতুন কোরিয়া ইপিজেড চালু হতে যাচ্ছে আশা করা যায় চালু হলে অনেক কর্মসংস্থান হবে। ゚viralシ

02/08/2025

সাভার বাইপাইল পলাশবাড়ী সিএনজি পাম্পে প্রাইভেট কার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট ,হতাহতের ঘটনা ঘটে নি।
গাড়ীতে গ্যাস নেয়ার সময় অলসতার কারণে যারা না নেমে বসে থাকেন, এই ভিডিও তাদের জন্য।

দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে এবং সেকেন্ডের মধ্যেই ঘটে!গাড়ি

゚viralシ #বৈসম্যবিরোধী ゚viralシ #সাপোর্ট

02/07/2025

বিপিএল ফাইনাল ম্যাচের টিকেট প্রত্যাশীদের হট্টগোল
লাঠি চার্স করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী @
゚viralシ #বৈসম্যবিরোধী ゚viralシ #সাপোর্ট

02/06/2025


সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙ/চুর-আ/গু/ন #বৈসম্যবিরোধী ゚viralシ ゚viralシ #সাপোর্ট

02/06/2025

ওবায়দুল কাদের এর বাড়িও ধংস্তুপ এ পরিনত করলো আন্দোলনরত বৈসম্যবিরধী ছাত্র ゚viralシ #বৈসম্যবিরোধী ゚viralシ #সাপোর্ট

02/06/2025

খালেদাজিয়াকে বাড়ি ছাড়া করে দেশ ছাড়া শেখ হাসিনা
#সাপোর্ট করবেন পেজটিকে ゚viralシ ゚viralシ # #বৈসম্যবিরোধী

02/05/2025

শুভা(১১) এবং মোমেন(২০) টিকটকে তাদের পরিচয় (বিস্তারিত ভিডিওতে)

সতর্কহোন সচেতন হোন আপনার সন্তানের প্রতি তারা কোন ভুল পথে চলে যাচ্ছে না তো? ゚viralシ ゚viralシ

02/05/2025

সংবাদ সম্মেলন করে টিকটকার লায়লার নতুন পাগলের মোড়ক উন্মোচন 🫢 ゚viralシ ゚viralシ

02/03/2025

লিবিয়া উপকূলে নিহতদের মধ্যে ১০ জনই মাদারীপুরের অবৈধভাবে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে ১০ জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। নিহতদের মধ্যে দুজন সম্পর্কে মামা ও ভাগ্নে। এ ঘটনায় শোক নেমে এসেছে পুরো উপজেলায়। এ ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে, এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আর নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের হাসান মাতুব্বর ও কুলসুম বেগমের ছেলে টিটু হাওলাদার পরিবারের সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে নৌকাডুবিতে মারা যান। মোবাইলে ছেলের মৃত্যুর ছবি দেখে সংবাদে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি। ছেলেকে ফিরিয়ে দেওয়ার কথা বলে বার বার মুর্ছা যান।

নিহত টিটু হাওলাদারের মা কুলসুম বেগম বলেন, ‘আমি আমার বাবাকে চাই। আমার এই একটাই সন্তান। আমি অনেক কষ্ট করে আমার সন্তানকে বড় করেছি। আমি রফিক দালালকে ১৬ লাখ টাকা দিছি। সে বলছে, আমার ছেলে সুন্দরভাবে পাঠাবে।’

একইভাবে কান্নায় ভেঙে পড়ে টিটুর বাবা হাসান হাওলাদার বলেন, ‘আমি অনেক কষ্ট করে আমার ছেলেকে বড় করছি। অনেক ধারদেনা করে পাঠাই। এখন আমি কীভাবে ধারদেনা শোধ করব। আমার ছেলে তো নাই। গতকাল দালালে আমার ছেলের লাশের ছবি পাঠাইছে। আমি এখন কী করব।’

শোকে স্তব্দ হয়ে আছে টিটু হাওলাদারের মামা আবুল বাশার আকনের বাড়িতেও। নিহত টিটু হাওলাদারের মামা আরেক নিহত আবুল বাশার আকনের বড় ভাই বাচ্চু আকন বলেন, ‘আমি আমার ভাই ও ভাগিনাকে হারিয়ে ফেলেছি। আমার ভাইয়ের জন্য দুবারে দুই দালালকে ২৮ লাখ টাকা দিয়েছি। জমি-জমা বিক্রি করেছি। ধারদেনা করেছি। এখন আমরা সর্বশান্ত হয়ে গেছি। সরকারের কাছে দাবি করছি, টাকা-পয়সা সবই তো গেছে। এখন আমার ভাইয়ের লাশটা সরকার ফিরিয়ে যেন দেয়। আর ভাগিনা টিটুর লাশটাও সরকারের কাছে ফেরত চাই। আর ঘটনার সঙ্গে জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করছি।’

শুধু টিটু হাওলাদারের পরিবারই নয়। মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ যুবকের নৌকাডুবিতে মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চলছে শোকের মাতম। নিহতদের স্বজনরা জানায়, দালালদের খপ্পরে পড়ে গত জানুয়ারি মাসের শুরুতে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজৈর উপজেলার সুন্ধিকুড়ি গ্রামের সাগর বিশ্বাস, আশীষ কীর্তনীয়া, সাগর বাড়ৈ। শাখারপাড়ের সজীব মোল্লা, সাদবাড়িয়ার রাজীব হোসেন, বৌলগ্রামের অনুপ সরকার ও নৃপেন কীর্তনীয়া, গোবিন্দপুর গ্রামের ইনসান শেখ ও আবুল বাশার। পশ্চিম স্বরমঙ্গল গ্রামের টিটু হাওলদার ও গোবিন্দপুর গ্রামের আবুল বাশার সম্পর্কে মামা-ভাগ্নে। আবুল বাশার লিবিয়া কয়েক মাসে আগেই গিয়েছিলেন। পরে যান তার ভাগ্নে টিটু হাওলাদার। গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় ২৩ জন। এর মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার এই ১০ তরুণ।

দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। আর নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ হোসেন খান বলেন, ‘আমরা ইতোমধ্যে শুনেছি লিবিয়ার ভূমধ্যসাগরে নিহত ২৩ বাংলাদেশির মধ্যে ১০ জনেরই বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা। আমরা নিহতদের তালিকা তৈরি করে কর্তৃপক্ষের কাছে পাঠাব। যাতে লাশগুলো দেশে স্বজনদের কাছে ফেরত আসে সেই উদ্যোগ গ্রহণ করব।’

ওসি মাসুদ হোসেন খান আরও বলেন, ‘এ ঘটনায় রাজৈর হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলীপুরের রফিকুল ইসলাম দালাল জড়িত থাকার কথা মৌখিকভাবে শুনেছি। ঘটনার পর থেকে দেশে থাকা দালালরা আত্মগোপনে রয়েছেন। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ ゚viralシ ゚viralシ

02/03/2025

এয়ারপোর্টে থেকে সিন্তাই হওয়া ইতালিয়ান নাগরিক এর হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার
ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ কে সেই নাগরিক

01/22/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত ভবনের সামনে ঝুলে আছে একটি মরদেহ।উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট

12/22/2024

২১-১২-২০২৪ সাভার ফুলবাড়িয়া রাজা ঘাটে রৌদ্র নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার

12/14/2024

সাভার এর নবীনগর সেনা সপিং কমপ্লেক্সে দোকান মালিক এর সংঘে ছাত্রদের সাথে তুমূল সংঘর্ষ হয়েছে দিবাগত সন্ধ্যা রাতে ১৪-১২-২০১৪
বর্তমানে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে

11/21/2024

শেখ হাসিনা দেশে থাকা কালিন মুগ্ধর পরিবারের সাথে দেখা করে গেছেন সেটাও ভুলে গেলেন যারা গুজব রটিয়ে
তাদের ভিতর একটুও অনু সুচনা বোধ নাই তাদের জন্য এই ভিডিও টা যারা মুগ্ধ এবং স্নিগ্ধ একজন বলে গুজব রটাচ্ছেন তাদের জন্য এই ছোটো ভিডিও টা Followers BMW #বৈশম্য রুপসী বাংলা 0.1

11/10/2024

আওয়ামীলীগ আনদোলনের ডাক দিবে তা পূরন করার জন্য বিএনপি, জামাত, বৈসম্যবিরোধী আন্দোলনকারী ও অন্তবর্তিকালিন সরকারি যতেষ্ট আন্দোলন সফল করে দেওয়ার জন্য তাদের সাথে ভিডিও

Address

New York, NY
10001

Telephone

+41762515835

Website

Alerts

Be the first to know and let us send you an email when People Views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to People Views:

Videos

Share