Ayesha TV

Ayesha TV 'শিমুল তলার ভুত'

05/05/2021
পাত্রীর  বাবা  পাত্রের একখান রঙিন ফটো চেয়েছিল,,,
05/04/2021

পাত্রীর বাবা পাত্রের একখান রঙিন ফটো চেয়েছিল,,,

এই শাসক হয়তো জানেই না কিভাবে শাসন ও শোষণ করতে হয় !! ❤️❤️
04/12/2021

এই শাসক হয়তো জানেই না কিভাবে শাসন ও শোষণ করতে হয় !! ❤️❤️

দাড়ি আর টুপি থাকলেই মুসলিম হয়না। ভিতরে ঈমান থাকতে হয়।
03/31/2021

দাড়ি আর টুপি থাকলেই মুসলিম হয়না। ভিতরে ঈমান থাকতে হয়।

 #আপডেটঃঅবশেষে শিশু নির্যাতনকারী সেই শিক্ষক গ্রেফতার...শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় মাম...
03/10/2021

#আপডেটঃ
অবশেষে শিশু নির্যাতনকারী সেই শিক্ষক গ্রেফতার...

শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেছেন। তাঁরা প্রথমে মামলা করতে রাজি না হলেও পরে বুঝিয়ে রাজি করান উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও থানা পুলিশ। এই মামলায় মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিনেতা শাহীন আলম মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুর আগে তিনি অভিনয় ছেড...
03/09/2021

অভিনেতা শাহীন আলম মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুর আগে তিনি অভিনয় ছেড়ে দিয়েছিলেন।

প্রতিদিন সড়ক দুর্ঘটনায় তো কতো মানুষ মারা যাচ্ছে তার দায়ও কি প্রধানমন্ত্রীর?-ডঃ মিজানুর রহমান ভিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়,...
02/26/2021

প্রতিদিন সড়ক দুর্ঘটনায় তো কতো মানুষ মারা যাচ্ছে তার দায়ও কি প্রধানমন্ত্রীর?
-ডঃ মিজানুর রহমান ভিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
কারাবন্দী মুশতাক নিহতের দায় প্রধানমন্ত্রী কেন নেবেন না? ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে!

শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস এরাই করছে।

02/02/2021

মিয়ানমারে সুচির পতনে রোহিঙ্গা ক্যাম্পে উল্লাস!

01/25/2021

গতকাল একটা কথা ভাবছিলাম। সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন এক বছরও হয়নি। অথচ এখনই তার নাম নেওয়ার কেউ নেই। মনে হচ্ছে যেন, সরকারি পাড়ায় মাহবুবে আলম নামে কখনো কেউ ছিলই না!

সৈয়দ আশরাফ। লোকে যাকে বোতল আশরাফ বলে ডাকত। তিনি একসময় মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অথচ তার মৃত্যুর মাত্র দু বছরের মাথায় আওয়ামী লীগের নেতা-কর্মী তার কথা ভুলে গেছে। এমনকি স্বয়ং শেখ হাসিনাও তার কথা ভুলে গেছে। আশরাফ সাহেবের মৃত্যু বার্ষিকীতে শেখ হাসিনা তাকে নিয়ে একটা শব্দও উচ্চারণ করেননি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। যিনি যিনি কথায় কথায় জামায়াত-শিবিরকে কঠোর হস্তে দমন করার কথা বলতেন। সেই সাহারা খাতুনের মৃত্যু হয়েছে মাত্র ৭ মাস আগে। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, তিনি ৭ প্রজন্ম আগে মারা গেছেন। যার কারণে তার নাম স্মরণ করার জন্য কেউ নেই।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব দেশের স্বাস্থ্যখাতের ১৪টা বাজিয়ে পরে নিজেই করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। খুব সম্ভবত তিনি গত বছরের জুলাই মাসে মারা গেছেন। মাত্র ৬-৭ মাসের ব্যাপার। কিন্তু মৃত্যুর সাথে সাথে তার নামটাও যেন কবরস্থ হয়ে গেছে! কী অদ্ভুত ব্যাপার।

আর কালো বিড়ালের কথা মনে আছে? সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক দপ্তরবিহীণ মন্ত্রী! সুরঞ্জিত সেনগুপ্তের নাম নেওয়ার জন্য এখন কাক-পক্ষিও নেই।

অথচ এই মানুষগুলো যাদের ফাঁসিতে ঝোলানোর জন্য শাহবাগ আন্দোলন মঞ্চস্থ করল, তাঁদের নাম নিত্যদিন কোথাও না কোথাও উচ্চারিত হচ্ছে। অথচ আওয়ামী লীগের এই নেতারা তাঁদের ফাঁসি দিয়ে বাংলার এই জমিন থেকে তাঁদের নাম মুছে ফেলতে চেয়েছিল। বাস্তবতা বলছে, ভীন্ন কথা।

আরও মজার বিষয় হচ্ছে, আওয়ামী লীগ সরকার এখনো ক্ষমতায়! সাহারা, আশরাফ, নাসিমদের সরকার ক্ষমতায় থাকার পরও যখন কেউ তাদের নাম নিচ্ছে না, সরকার বিদায় নিলে কী অবস্থা হবে?

যে নাম হৃদয়ে গেঁথে আছে, তা কি ফাঁসি দিয়ে ভুলিয়ে দেওয়া সম্ভব? না, সম্ভব না। আমরা আমাদের শহীদদের নাম কখনোই ভুলব না। আর আল্লাহর ওয়াদাই সত্য- শহীদরা কোনোদিন মরে না।

শাহমুন নাকীব ফারাবী

01/06/2021

২০২০ সালে ইসরাইল ৩০ ফিলিস্তিনীকে হত্যা করেছে।
২০২০ সালে ভারত ৪৩ বাংলাদেশিকে হত্যা করেছে।

01/06/2021

বিয়ের পর খেয়াল করলাম যে আমার স্বামী আমার রান্নার প্রশংসা তেমন একটা করে না। করলেও বলে তাঁর মায়ের রান্না, দাদির রান্না না কী অনেক ভালো। আমার স্বামী আমার হাতে শেলাই করা কাঁথা, হাতে বানানো রুমাল এসবের প্রশংসা একদমই করে না। ফলাফল আমি রেগে যাই। রেগে গিয়ে রান্না করা বন্ধ করে দেই। তার সাথে কথা বলা বন্ধ করে দেই। তারপর সে আমার রাগ ভাঙ্গানোর জন্য অনেক কিছু করে। শেষমেশ ফলাফল সে পুরো ঘর এলোমেলো করে ফেলে আর আমার রাগ আরও বেড়ে যায়। এই লোকটাকে নিয়ে আর পারলাম না। বিয়ের ১১ বছরেও শোধরাতে পারলাম না। সে প্রতিদিন কিছু উল্টো পাল্টা বলে আর আমার রাগ উঠায়। মাঝে মাঝে রাগ করেও পারি না। কারণ ঘর এলোমেলো হলে সেই আমাকেই গোছাতে হয়। আমার ছেলেটাও হয়েছে তাঁর বাবার মতন। বাবা ছেলে দুজনে যদি দিনে এক বার আমার রাগ না উঠায় তাহলে বোধ হয় তাদের পেটের ভাত হজম হয় না। গত কাল পাশের ফ্ল্যাটে মেহমান এসেছিলো। পাশের ফ্ল্যাটের ভাবী মেহমানদের জন্য পায়েস করেছিলেন। আমাদেরও বড় এক বাটি পায়েস দেন ভাবী। আমি বাটিটা টেবিলে রাখলাম। ছেলে আর ছেলের বাবা দুজনেই বাটির ওপরের ঢাকনা সরিয়ে চামচ নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। আর বললো সত্যি তোমার হাতের পায়েসটা অসাধারণ। তোমার হাতে জাদু আছে। যদিও আগের পায়েসগুলো এত মজা লাগতো না। তবে আজকের পায়েসটা দারুন হয়েছে। ছেলেও তাঁর বাবার কথার সাথে তাল মিলিয়ে বললো সত্যিই মা আজ পায়েসটা অসাধারণ হয়েছে। তুমি খুব ভালো পায়েস বানাতো পারো।

এসব কথা শুনে স্বাভাবিকভাবেই আমার মাথা গরম হয়ে গেল। আর মনে মনে ভাবলাম, হায় আল্লাহ আমার কী কপাল! আমার ছেলে আর স্বামী কেউই কী আমার রান্নার স্বাদ চিনে না। তারপর চেঁচিয়ে বললাম এটা আমি রান্না করি নি। পাশের ফ্ল্যাটের ভাবী দিয়ে গেছে। এজন্যই এত মজা লাগছে তাই না। বাপ ছেলে দুজন কোন দিনই তো আমার রান্নার প্রশংসা করবে না। খাও তোমাদের মজার পায়েস খাও। আমি এসব বলে ডাইনিং রুম থেকে চলে এসে দরজা লাগিয়ে দিলাম। বাপ ছেলে মিলে রাগ ভাঙ্গানোর অনেক চেষ্টা করলো। কিন্তু আমি আমার রাগ ভাঙ্গলো না। আজ শুক্রবার সকাল বেলা রাগ করে থাকা সত্ত্বেও তাদেরকে নাস্তা বানিয়ে খাওয়ালাম। আমার স্বামী রাগ ভাঙ্গানোর জন্য আমার জন্য ফুল আনলো, খোপায় ফুল গুঁজে দিলো তাও আমার রাগ এবার ভাঙ্গলো না। দুপুর ১২ টা নাগাদ ছেলে আর ছেলের বাবা দুজনেই গোসল করে মসজিদে গেল জুমু'আর সালাত আদায়ের জন্য। যতই রাগ করে থাকি না কেন আজ শুক্রবার। সপ্তাহের সবচেয়ে উত্তম দিন। তাই আজ পোলাও এবং মুরগির রোস্ট রান্না করলাম। খাবারগুলো টেবিলে নিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ছেলে ও ছেলের বাবা দুজনেই মসজিদ থেকে ফিরলো। হাতমুখ দিয়ে খাবার খেতে বসলো। আমার স্বামীকে বেশ খুশি দেখাচ্ছে। অন্য সময় আমি যখন রেগে থাকি তখন সে থাকে দুশ্চিন্তায়। কিন্তু আজ সে হাসছে ব্যাপারটা কী? অবশ্য আমার রাগটাও অযৌক্তিক নয়। স্বামীর কাছ থেকে রান্নার জন্য প্রশংসা পাওয়া আমার অধিকার। আর আমি এই অধিকার আদায় করে ছাড়বো।

খাবার খাওয়া শুরু হওয়ার পর আমার স্বামী ছেলেকে বললো জানিস সাফিন। তোর মায়ের হাতের রান্না খুব ভালো। শুধু তোর মায়ের রান্না কেন? তোর নানা বাড়ির সবার হাতের রান্না খুব ভালো। যখন আমি তোর মাকে তোর নানা বাড়ি থেকে বিয়ে করে নিয়ে আসি তখন তারা অসাধারণ খাবার খাইয়েছিলো। একটা রান্না আরেকটাকে ছাড়িয়ে যায়। কী রোস্ট কী পোলাও অপূর্ব। আর ডাল সেটাও তো? এবার ছেলে বলে উঠলো আসলেই বাবা তোমাদের বিয়ের ডালটা খুব ভালো হয়েছিলো। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আমি তোমাদের বিয়ের দিন ডাল দিয়েই দু প্লেট পোলাও খেয়েছি। ছেলের এই কথাগুলো শুনে আমি পুরো বোকা বনে গেলাম। খুব হাসিও পাচ্ছিলো। হাসতে হাসতেই বললাম কী ব্যাপার তোমাদের? বাপ ছেলে এত প্রশংসা কেন করছো? আমার স্বামী বললো না এটা প্রশংসা নয়। এটা তো সত্যি। তারপর ছেলেকে জিজ্ঞেস করলাম কী রে তুই কখন আমার বিয়ের ভোজ খেলি? ছেলে বললো আসলে মা হয়েছে কী! হুজুর আজ বয়ানে বললো মাঝে মাঝে স্ত্রীকে খুশি রাখতে শশুড় বাড়ি নিয়ে এমন প্রশংসা করা ভালো। তাই বাবা এরকম বললো আর কী! আমি সব শুনে হাসতে হাসতে বললাম আসলেই বোধ হয় ডালটা ভালো ছিলো।

[সমাপ্ত]

আসলেই ডালটা ভালো ছিলো
(কপি)

11/20/2020

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?

সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম ই না!!

তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো।

মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো🌱🌱

🖍আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।
🖍আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।
🖍আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারেন।
🖍আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করবেন।

10/04/2020

আসসালামু আলাইকুম। tv তে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই?

09/29/2020
09/21/2020

Address

16222 87th Road Apt 2
New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayesha TV:

Share


Other Television Service Providers in New York

Show All

You may also like