19/12/2023
জীবনে চলার পথে পার্টনার হিসেবে সবসময় সে মানুষটা বেছে নাও,
যে তোমাকে সব সময় ইনেস্পেয়ার করবে,তোমায় মোটিভেট করবে।
কারণ !!!
কে কতটা দেখতে সুন্দর?
কার ড্রেসিং সেন্স কেমন?
কার হাসি সুন্দর?
কে কতটা স্মার্ট?
কার টাকা বেশি?
এসব ব্যাপার গুলো না -শুধু ফেসবুক-ইনিস্টা পোস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে!!
অপর দিকে - আমাদের জীবনটা?
তা কিন্তু আমাদের প্রফাইল পিকচারের মত পারফেক্ট হয় না!!
এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আঘাত পাই,
আমরা কষ্ট পাই,
আমাদের কান্না পায়।
মাঝে মাঝে তো আমাদের সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করে।
তাই না???
ঠিক!!ঠিক এ যন্ত্রনার মূহুর্তগুলোতেই-
আমাদের এমন একজন মানুষ এর প্রয়োজন পড়ে,
যে আমাদের সময় দিবে,
যে আমাদের পাশে বসবে,
এবং তাঁর কাঁধে আমাদের মাথা রেখে বলবে______
কিচ্ছু হবে না!!
তুমি পারবে।
আমার তোমার উপর বিশ্বাস আছে।
তুমি ঠিক ঘুরে দাঁড়াবে,
আমি তোমার সাথেই আছি!!
তোমাকে পারতেই হবে!!
ব্যাস, এটুকুই তো!!
তাই না??
তাই এরকম একটা মানুষ খুঁজো।
আর নিজেও এরকম একটা ইনেস্পেয়ারিং মানুষ হওয়ার চেষ্টা কর।
তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে গেছে।
জীবন সত্যি অনেক সুন্দর🤍