Moushumi’s vlog USA

Moushumi’s vlog USA I’m Moushumi Dhor. I am an passionate girl. I upload my lifestyle.
(8)

তার বয়স ৮৫। যখনই কোথাও যায়, তখনই সে তার স্ত্রীকে হাত ধরে টেনে সাথে করে নিয়ে যায়।আমি তাকে জিগ্যেস করলাম, তোমার স্ত্রীর এম...
01/14/2025

তার বয়স ৮৫। যখনই কোথাও যায়, তখনই সে তার স্ত্রীকে হাত ধরে টেনে সাথে করে নিয়ে যায়।

আমি তাকে জিগ্যেস করলাম, তোমার স্ত্রীর এমন বিভ্রান্ত অবস্থা কেন? সে কি একা একা কোথাও যেতে পারে না? সে উত্তর দিলোঃ সে একজন আলঝেইমার রোগী।

আমি বললাম, তুমি যদি তাকে ছেড়ে চলে যাও, তাহলে সে কি খুবই কষ্ট পাবে? সে উত্তর করল, আমার স্ত্রী কিছুই মনে করতে পারে না.....আমি কে তাও সে জানে না। অনেক বছর ধরেই আমাকে আর চেনে না সে।

বিস্মিত হয়ে বললাম, তারপরও প্রতিদিন তুমি তাকে হাত ধরে গাইড করে নিয়ে যাচ্ছ, যে তোমাকে চেনেই না!

বর্ষীয়ান মানুষটি মৃদু হেসে আমার চোখের ভেতরে তাকাল। তারপর বলল, সে জানে না আমি কে,
কিন্তু আমি তো জানি সে কে।
"সে হলো আমার জীবনের ভালোবাসা!"

01/11/2025
01/10/2025
৮ বছর পর লন্ডনে মা-ছেলের সাক্ষাত! এ যেন কাভি খুশি কাভি গাম ছবির বাস্তবতা!
01/10/2025

৮ বছর পর লন্ডনে মা-ছেলের সাক্ষাত! এ যেন কাভি খুশি কাভি গাম ছবির বাস্তবতা!

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না। ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না। ১ মিলিয়ন ডলার, ...
01/09/2025

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না।

১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না।

১ মিলিয়ন ডলার, প্রায় ১২ কোটি টাকা।

অথচ হলিউড মুভির মতো বাড়িগুলো পুড়ে যাচ্ছে। দাবানলে।

একটা ঘর পুড়ে যাওয়া মানে জীবনের কতো কতো বছর পুড়ে যাওয়া। কতো স্মৃতি। কতো শ্রম। কতো স্পর্শের মায়া।

নিমিষেই ছাই।

দাবানলের ধোঁয়া আপনাকে দৌঁড়ের উপর রাখবে।

বহু দূর পর্যন্ত নিঃশ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস থাকে না। ধোঁয়া ও ধূলোর কুণ্ডলী চারিদিক।

লজ এঞ্জেলস থেকে ১ লক্ষ মানুষ, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে।
অথচ সে শহরেই অনেক মানুষ ছিলো গৃহহীন—হোমলেস!

কী অদ্ভুত প‍্যারাডক্স—বৈপরিত‍্য!
কোটি টাকার বাড়ির মালিকও আজ হোমলেস!

আমাদের জীবনে খোদা এসে একটা ধাক্কা দেয়। নয়তো প্রকৃতি এসে জ্বালায়। নয়তো ভাগ‍্য এসে মুহূর্তেই শেষ করে দেয় সব।

জীবন এতোই ঠুনকো। এতোই ফ্রেজাইল!

আর এই ঠুনকো জীবনকে আরো বেশি ধ্বংস করে লোভ, ঘৃণা, হিংসা ও ক্রোধ।
……………….

চৌদ্দ বছরের কচি ডালিম
01/08/2025

চৌদ্দ বছরের কচি ডালিম

আমার Husband এর কাজের জায়গায় বিদেশীরা সবাই আবদার করেছে  Bangali food খাবে । তাই প্রায় ২৫ জনের জন্য বিরিয়ানি রান্না কর...
01/07/2025

আমার Husband এর কাজের জায়গায় বিদেশীরা সবাই আবদার করেছে Bangali food খাবে । তাই প্রায় ২৫ জনের জন্য বিরিয়ানি রান্না করলাম ।

Times Square New York
01/01/2025

Times Square New York

Happy New Year 2025
01/01/2025

Happy New Year 2025

With Bangladeshi mom USA – I just made it onto weekly engagement list by being one of my top engagers! 🎉
12/30/2024

With Bangladeshi mom USA – I just made it onto weekly engagement list by being one of my top engagers! 🎉

12/30/2024

স্বামী: তুমি শাবানার মত কি স্বামী ভক্ত হতে পারো না ?
স্ত্রী: হুমম পারি। আমি তো ঘরে আর আলমগীরকে দেখি না ।দেখি তো ডিপজল কে ….।😄😄

😄😄
12/29/2024

😄😄

আমেরিকার টাকা।   —তরিকুল ইসলাম মিঠু। ছোট বেলায় বলতো আমার কাকা,আমেরিকায় ওড়ে নাকি টাকা !এদিক খুঁজি, ওদিক খুঁজিপাইনা তো তার...
12/26/2024

আমেরিকার টাকা।
—তরিকুল ইসলাম মিঠু।
ছোট বেলায় বলতো আমার কাকা,
আমেরিকায় ওড়ে নাকি টাকা !
এদিক খুঁজি, ওদিক খুঁজি
পাইনা তো তার দেখা,
সবই দেখি ফাঁকা।

আমার মতো অনেক মানুষ দেখি,
ভিতর ফাঁকা বাহিরটাতো মেকি,
মনে হবে বেজায় রকম সুখি,
ভিতরেতে তারাই অনেক দুখি,
খুব সহজে বুঝবেনা চালাকি।

জিতবে বলে সবাই আছে মাঠে,
কেউবা আবার ঘুরছে ঘাটে-ঘাটে।
হেঁইয়ো বলে মারতে গিয়ে ছক্কা,
বেশিরভাগই হচ্ছে শুধু ফক্কা,
কোনোরকম হচ্ছে জীবন রক্ষা।

আমেরিকায় আছে অনেক টাকা,
সব মানুষে পায়না তো তার দেখা,
কিছু মানুষ সোনার খনি পায়,
হয়তো তারা কপাল গুনে হয়,
নয়তো কিছু আছে নয়-ছয়।

কথা মিথ‍্যে নয়, এইখানেতেও হয়,
যারা ধৈর্য্য ধরে রয়, দুঃখ কষ্ট সয়,
জীবন করে ক্ষয়, তারাই টিকে রয়।
হয়তো কিছু টাকা খুঁজে পায়,
কিন্তু নিজেকে হারায়।

আমার অবস্থা
12/22/2024

আমার অবস্থা

Address

Parkchester
New York, NY
10462

Telephone

+13472933532

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moushumi’s vlog USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share