
04/17/2025
বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, আরাম সবই একদিন ফিরে আসবে।
শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না , সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড় গুলো আর সযত্নে ধুতে হবে না। এখনই আর ধুতে হয় না বড় হয়ে গেলো বুঝি 🥹
তার জন্য আর শখ করে খেলনা কেনা হবে না । জিদ করে দাঁত হীন মাড়ি দিয়ে কামড় দিতে চাইবে না , দুই হাত মুঠ করে চুল ছিড়বে না, বাবার চুল ধরে টান দেবে না 🥲
তার জন্য আলাদা খাবারের পেরেশানিটা আর থাকবে না । ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গোছানোর কাজ আর পাবো না 😞 নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না। এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না, খালি বুকটাই তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না। 😅
কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রনা ভুগে তাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথা ও শেষ হয়ে গেছে ,,,,,,,,,
কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম , সেই দিনও গত হয়ে গেছে 😭
-----------------------------------------------------------
এভাবে কত শত দিন ,কাল ,মাস, বছর পেরিয়ে যাবে, আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে। বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি যে মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না🥹 এই কষ্টগুলো আমি কোথায় রাখবো
---------------------------------------------------------
এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে।।।
যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না,
তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে ❤️🩹
Annie buri ✍️