Usbdjournal

Usbdjournal The true news is our pride. 24 hours online news portal.

যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আজযুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজ বুধবার (৯ এপ্রিল) থেকে চীনা ...
09/04/2025

যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আজ

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজ বুধবার (৯ এপ্রিল) থেকে চীনা কিছু পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার চীনের পাল্টা শুল্কের জবাবে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে করে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ১০৪ শতাংশ।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছেন, বুধবার থেকেই চীনের ওপর ‘চমকপ্রদ’ এ শুল্ক কার্যকর হবে।

এর আগে চীন এই শুল্কের তীব্র সমালোচনা করেছিল। নতুন করে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপকে ‘ভুলের ওপর ভুল’ হিসেবে অভিহিত করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকরের বিষয়টি নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও দরপতন শুরু হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এরআগে বাজার ইতিবাচক ছিল।

গত ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে সব চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। মূলত ফেনটানিল নামের একটি মাদকের প্রবেশ ঠেকাতে এই শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। এরপর এটি বাড়াতে বাড়াতে ১০৪ শতাংশ করেছেন তিনি। সিএনএন জানিয়েছে, গড়ে এখন চীনকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে প্রায় ১২০ শতাংশ শুল্ক দিতে হবে।

গত বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ আমদানিকারক দেশ ছিল চীন। দেশটি থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছিল ৪৩৯ বিলিয়ন ডলারের পণ্য। অপরদিকে চীনে তারা রপ্তানি করেছিল ১৪৪ বিলিয়ন ডলারের পণ্য। দুই দেশের মধ্যকার এই বাণিজ্য যুদ্ধের কারণে অভ্যন্তরীণ শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাবে অনেক মানুষ চাকরি হারাতে পারেন বলে শঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ রোহিঙ্গা আটকঅবৈধভাবে বিদেশ গমনকালে বঙ্গোপসাগর থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণে মাছ ধ...
09/04/2025

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ রোহিঙ্গা আটক

অবৈধভাবে বিদেশ গমনকালে বঙ্গোপসাগর থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণে মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ২১৪ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে আটক করেছে নৌবাহিনী।

নৌবাহিনী সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা দুর্জয় মঙ্গলবার গভীর সমুদ্র থেকে ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ ‘‘এফভি কুলসুমা’’ নামক একটি মাছ ধরার নৌকা আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে যাত্রা করে।

সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা দুর্জয়। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজ মাছ ধরার নৌকা ‘‘এফভি কুলসুমা’’র নিকট পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে। পরে সময়মতো নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। যাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।

আটক ব্যক্তিরা মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানা যায়। এর আগে ট্রলারটি সোমবার দিবাগত মধ্যরাতে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। ট্রলারসহ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়।

নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট-হামলার ঘটনায় গ্রেপ্তার ৬০গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় বেশ কয়েকটি জায়গায...
09/04/2025

ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট-হামলার ঘটনায় গ্রেপ্তার ৬০

গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় বেশ কয়েকটি জায়গায় ঘটে যাওয়া সহিংস ঘটনায় এখন পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এই হালনাগাদ তথ্য পাঠানো হয়।

প্রেস উইং জানায়, এসব ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চারটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অধিকতর তদন্ত চলছে এবং এসব ন্যাক্কারজনক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় পুলিশ গতকাল রাত থেকে অভিযান পরিচালনা করে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ নিরলসভাবে পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় প্রেস উইং।

এছাড়া তদন্তে সহায়তা হতে পারে এমন তথ্য থাকলে যে কাউকে এগিয়ে আসার আহ্বান জানায় অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহির আওতায় আনতে আমরা একসঙ্গে কাজ করতে পারি।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

আজ থেকে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারবাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ বুধবার প...
09/04/2025

আজ থেকে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ বুধবার পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট-সেবা ব্যবহার করা হবে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়া স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে।

স্টারলিংকে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যায়। তবে এর খরচ অন্যান্য ইন্টারনেট-সেবার চেয়ে বেশি। যদিও দেশভেদে তাদের সেবার দামের পার্থক্য রয়েছে। দক্ষিণ এশিয়ায় চলতি বছর ভুটানে প্রথম স্টারলিংকের সেবা চালু হয়। বাংলাদেশ ছাড়া ভারতেও স্টারলিংকের সেবা চালুর কার্যক্রম এগোচ্ছে। সে দেশে ইতিমধ্যে দুটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের চুক্তি হয়েছে। প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট-সেবা পাওয়া যাবে।

ফলে ইন্টারনেট-সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে। গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিংসহ ইন্টারনেটভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে বিনিয়োগের নিবন্ধন নিয়েছে স্টারলিংক। গত ২৯ মার্চ এই নিবন্ধন দেওয়া হয়েছে। অবশ্য ইন্টারনেট-সেবা দিতে স্টারলিংককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিটিআরসি) কাছ থেকে লাইসেন্স নিতে হবে। ইতিমধ্যে তাদের লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ হারুন স্টারলিংককে নিবন্ধন দেওয়ার কথা জানান। তিনি বলেন, আমরা তাদের (স্টারলিংক) ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

প্রধান উপদেষ্টার সাথে পিটার হাসের সাক্ষাৎতরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারে...
08/04/2025

প্রধান উপদেষ্টার সাথে পিটার হাসের সাক্ষাৎ

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়েছে এ সাক্ষাতের বিষয়ে। তবে এ পোস্ট বিস্তারিত কিছু লেখা হয়নি।

২০২২ সালের মার্চ ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস।

২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান পিটার হাস। এরপর অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দেন তিনি।

অ্যাকসিলারেট এনার্জি যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ডে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান। এলএনজি সরবরাহের পাশাপাশি এলএনজি রূপান্তরের ভাসমান টার্মিনাল, অবকাঠামো উন্নয়নে কাজ করে তারা। বাংলাদেশ ছাড়াও আরব আমিরাত, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, ফিলিপাইন, সিঙ্গাপুরসহ বেশি কিছু দেশে ব্যবসা রয়েছে তাদের।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

শুল্ক নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন ট্রাম্পশুল্ক কমানো, ছাড় বা এ নিয়ে সময় চেয়ে বৈঠকের অনুরোধ জানান...
08/04/2025

শুল্ক নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

শুল্ক কমানো, ছাড় বা এ নিয়ে সময় চেয়ে বৈঠকের অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। এই পোস্টটির মূল বিষয় ছিল চীন। এতে তিনি চীনকে হুমকি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চীনা পণ্যের শুল্ক দাঁড়াবে ১০৪ শতাংশ। সঙ্গে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার কথা বলেছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, “রেকর্ড পরিমাণ শুল্ক, অ-আর্থিক শুল্ক, অবৈধ ভর্তুকি এবং দীর্ঘমেয়াদি মুদ্রা কারসাজির ওপর গতকাল চীন (যুক্তরাষ্ট্রের ওপর) পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে তাহলে তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে এমন সতর্কতা দেওয়ার পরও চীন এ কাজ করেছে।”

তিনি আরও লিখেছেন, “যদি চীন ৮ এপ্রিল ২০২৫ এর মধ্যে বাড়তি ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে। যা ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। সঙ্গে চীন এ নিয়ে কথা বলার জন্য যেসব বৈঠকের আহ্বান জানিয়েছে তার সবগুলো বাতিল করা হবে।”

অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, “অন্য যেসব দেশও বৈঠকের জন্য অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা খুব দ্রুত শুরু হবে। এ বিষয়ে আপনার মনযোগের জন্য ধন্যবাদ!”

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

বাংলাদেশিদের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞার কারণ কীঅস্থায়ীভাবে বাংলাদেশিদের ওপর ওমরাহ, ব্যবসা, ভ্রমণ ও পারিবারিক ভিসা নিষেধ...
08/04/2025

বাংলাদেশিদের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞার কারণ কী

অস্থায়ীভাবে বাংলাদেশিদের ওপর ওমরাহ, ব্যবসা, ভ্রমণ ও পারিবারিক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশসহ এই তালিকায় আরও ১৩টি দেশ রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে ১৪টি দেশের মানুষের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি।

এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে। ওই সময় পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখ লাখ মুসল্লি।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে এ দেশগুলোর কেউ যেন অনুমতি ছাড়া হজ না করতে পারেন সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এসব দেশের যাদের কাছে ওমরাহ ভিসা আছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, অনেকে এর আগে ওমরাহ ও ভ্রমণ ভিসা নিয়ে সৌদিতে এসে বেশি সময় থেকেছেন এবং অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেছেন। যেটির কারণে অতিরিক্ত গরমের মধ্যে হজে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ হয়ে গিয়েছিলেন। ২০২৪ সালের হজে অতিরিক্ত গরমে ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। অনুমতি না থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে প্রবেশ করতে না পারায় পানিশূন্য হয়ে তাদের মৃত্যু হয়।

আরেকটি কারণ হলো এসব দেশের অনেক মানুষ ভ্রমণ, ওমরাহ বা ব্যবসায়িক ও পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে এসে কাজ করার চেষ্টা করেন।

এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এ দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি। কারণ এরসঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। মূলত সাধারণ মুসল্লিরা যেন স্বাচ্ছন্দে হজ করতে পারেন সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৪ থেকে ৯ জুন পর্যন্ত সৌদিতে হজের মৌসুম চলবে।

যেসব দেশের ওপর দেওয়া হয়েছে এই ভিসা নিষেধাজ্ঞা

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

গাজীপুরে বাটা শোরুমসহ দোকান ভাঙচুর, গ্রেপ্তার ৪ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে গাজীপুরের বোর্ডবাজার এলাকা...
08/04/2025

গাজীপুরে বাটা শোরুমসহ দোকান ভাঙচুর, গ্রেপ্তার ৪

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের সময় পূর্ব পূর্বপরিকল্পিতভাবে বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গাছা থানায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের সহকারী উপ কমিশনার হাফিজুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সিয়াম খান (অনিক), শিমুল আহাম্মেদ শাওন, শাহীন ও জয়নাল আবেদীন।

সহকারী উপ কমিশনার হাফিজুল ইসলাম জানান, সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল বের হয়।

ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটা কোম্পানি ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট চালায়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, পরবর্তীতে এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে থানা পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত প্রচেষ্টায় ওই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় মামলা করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, এ ছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলামান।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাচলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর...
08/04/2025

ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা

চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে।

ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল চার দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের। পরদিন ১৬ এপ্রিল আসার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরের সময় নিকোল চুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন। চলমান সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, তা জানতে চাইবেন। তিনি বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন।

অ্যান্ড্রু হেরাপের সফরে মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি গুরুত্ব পাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানান, মিয়ানমারের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যেটাকে যুক্তরাষ্ট্র তাদের ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস) বাস্তবায়নে বাধা হিসেবে দেখছে।

কারণ, মিয়ানমারের কিছু এলাকা ছাড়া দেশটির বাকি অংশে জান্তা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। মিয়ানমার মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র, বিভিন্ন দেশের নাগরিকদের অপহরণ করে আটকে রাখা, নারী ও শিশুসহ মানব পাচারের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। এর সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি তো রয়েছেই। ফলে পুরো পরিস্থিতিই আলোচনায় আসবে অ্যান্ড্রু হেরাপের ঢাকা সফরে।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

ট্রাম্পের কাছে ৩ মাস সময় চাইলেন ড. ইউনূসবাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের সিদ্ধান্ত তিন মা...
08/04/2025

ট্রাম্পের কাছে ৩ মাস সময় চাইলেন ড. ইউনূস

বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

চিঠিতে বলা হয় বাংলাদেশকে তিন মাস সময় দেওয়া হোক, যাতে আমদানি বাড়িয়ে এবং শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়।

সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

চিঠিতে ড. ইউনূস বলেন, আপনার অভিষেকের পরপরই আমি আমার উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠিয়ে জানিয়েছি যে ১৭ কোটি মানুষের দ্রুত বর্ধনশীল বাজারে আমরা যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে আগ্রহী। আমরা এই উদ্যোগ গ্রহণকারী প্রথম দেশ।

প্রধান উপদেষ্টা আরও জানান, বাংলাদেশই প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বহু বছরের চুক্তিতে সই করেছে। ট্রাম্প প্রশাসন এলএনজি রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকেই বাংলাদেশ এলএনজিভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য বিশেষ করে তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানি বাড়ানোর কার্যক্রম গ্রহণ করেছে, যা আমেরিকান কৃষকদের আয় ও জীবিকার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। দ্রুত বাজারে এসব পণ্য পৌঁছাতে বাংলাদেশে একটি ‘ডেডিকেটেড বন্ডেড ওয়্যারহাউজ’ চালুর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে এসব পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

প্রধান উপদেষ্টা জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে বাংলাদেশেই সবচেয়ে কম শুল্ক আরোপ করা হয়। তুলা, স্ক্র্যাপ লোহা ও কৃষিপণ্যে শুল্ক শূন্য রাখার প্রতিশ্রুতির পাশাপাশি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা যন্ত্রপাতির মতো শীর্ষ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক হ্রাসের কাজ চলছে। তা ছাড়া, যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির বিদ্যমান অশুল্ক বাধা দূর করারও পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে নিরীক্ষা ও পরীক্ষার বাধ্যবাধকতা হ্রাস, প্যাকেজিং ও লেবেলিংয়ের মানদণ্ড সহজিকরণ, শুল্ক প্রক্রিয়া সরলীকরণ এবং অন্যান্য বাণিজ্য সুবিধা সম্প্রসারণ।

চিঠিতে আরও জানানো হয়, ‘বাংলাদেশ ইতোমধ্যে দেশে মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক চালুর কার্যক্রম সম্পন্ন করেছে। এর ফলে নাগরিক প্রযুক্তি, বেসামরিক বিমান পরিবহন ও প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, আমরা আশা করি, আগামী তিন মাসের মধ্যেই এসব উদ্যোগ বাস্তবায়ন সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে বাণিজ্য সম্প্রসারণ ও ভারসাম্য তৈরির কার্যক্রম শেষ করব।

চিঠির শেষাংশে তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন, বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি, আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্রইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে পাঁচ বাংল...
08/04/2025

৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিল। এসব শিক্ষার্থী গত ২ বছর ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বর হামলা ও হত্যাযজ্ঞবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্র মন্ত্রী) মার্ক রুবিও এ তথ্য প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। প্রশাসন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ক্ষান্ত হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকরি পাবার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।

গত ৭ দিনে চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হওয়াদের মধ্যে মধ্যে রয়েছে বাংলাদেশি পাঁচ জন শিক্ষার্থী। তাদের ২ জনের বাড়ি সিলেট জেলায়, ২ জন ঢাকা ও ১ জন বগুড়া জেলার। এ তথ্য ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত বছর ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মিছিলে শতশত বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ হাজার বাংলাদেশি ছাত্র-ছাত্রী স্টুডেন্ট ভিসা নিয়ে লেখাপড়া করছেন।

বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরীর দৃষ্টি আর্কষণ করলে তিনি প্রতিবেদককে বলেন, আমি নির্দিষ্টভাবে একজন ছাত্রের কথা শুনেছি। তার স্টুডেন্ট ভিসা বাতিল হয়েছে। তাকে আইনগত সহায়তাও দিচ্ছি। ভিসা বাতিলের বিরুদ্ধে ছাত্রটি আদালতের শরণাপন্ন হয়েছে। প্রাইভেসির কথা বিবেচনা করে তার নাম ও পরিচিতি দিতে পারব না। তবে সময়টি ভালো যাচ্ছে না। বাংলাদেশি ছাত্র-ছাত্রী যারা এখানে লেখাপড়া করছেন তাদের সর্তকতার সঙ্গে চলাফেরা করতে হবে। কোনো ধরনের আইন ভঙ্গ করা যাবে না। ক্রাইমে লিপ্ত হওয়া যাবে না। স্টুডেন্ট ভিসার মেয়াদ যেন শেষ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সময় মতো নবায়ন করতে হবে।

গেল সপ্তাহে ট্রাম্প প্রশাসন বিশ্বখ্যাত হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩ জন ছাত্র ও ২ জন সদ্য গ্রাজুয়েটের ভিসা বাতিল করেছে। তাদের গ্রেফতার করে ডিপোর্টেশনের প্রস্তুতি নিচ্ছে।

হাভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, আমাদের সঙ্গে যোগাযোগ না করে শিক্ষার্থীদের ভিসা বাতিল ও গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। কেন্ট স্টেট ইউনিভার্সিটির ৪ জনের ভিসা গত শনিবার বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের সিদ্ধান্ত নেবার আগে সরকার বিষয়টি আমাদের নজরেই আনেনি। একইভাবে ইউনিভার্সিটি অব অ্যাক্রন এর ২ জন ছাত্রের ভিসা বাতিল করা হয়েছে। গেল সপ্তাহে ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি মিনেসোটার স্টেট ইউনিভার্সিটির ৫ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। তাদের আগামী ৬০ দিনের মধ্যে সেল্ফ ডিপোর্ট হবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বার্কলি বিশ্ববিদ্যালয়সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। অনেককে গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলো গণহারে বিদেশি ছাত্রদের ভিসা বাতিল করে তাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঠেলে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছেন, ফিলিস্তিনের পক্ষে মিছিল করার অপরাধে এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থি।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় পরীক্ষা করা হচ্ছে মোবাইলমার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন সংস্থা সিবিপির কর্...
08/04/2025

যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় পরীক্ষা করা হচ্ছে মোবাইল

মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন সংস্থা সিবিপির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ও ভ্রমণকারীদের ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি করছেন বলে জানা গেছে।

আইনের খাতিরে এসব তল্লাশি আইনসম্মত হলেও বিশেষজ্ঞরা বাল্বাধীনতা ও গোপনীয়তার অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে বলে মনে করছেন। এ কারণে ভ্রমণকারীদের ডিভাইস ও অনলাইন প্রোফাইলে থাকা বিষয়বস্তু সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। সীমান্ত তল্লাশির ক্ষেত্রে ভ্রমণকারীদের নিজেদের অধিকার বোঝার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসম্মত বাসিন্দাদের মোবাইলে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক বা নির্বাসনের ঘটনা দেখা যায়। এতে যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের সামনে নতুন উদ্বেগ তৈরি হচ্ছে। মোবাইল ফোনে পাওয়া তথ্যের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকানোর ঘটনাও ঘটছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে লেবাননের চিকিৎসক ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাশা আলাউইহকে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা তাকে চিহ্নিত করে ফেরত পাঠিয়েছে লেবাননে। কর্মকর্তারা লেবানিজ সেই চিকিৎসকের ফোনে হিজবুল্লাহ সম্পর্কিত ছবি ও ভিডিও খুঁজে পান। এতে তার ভিসা বাতিল করা হয়েছে। আর বিমানবন্দর থেকেই লেবাননে ফেরত পাঠানো হয়েছে।

একই সময়ে একজন ভারতীয় শিক্ষার্থীর ভিসা প্রত্যাহার করা হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অ্যাপার্টমেন্টে ফিলিস্তিনপন্থী কার্যকলাপ ও ক্যাম্পাস বিক্ষোভে অংশগ্রহণের জন্য অভিযান চালানো হয়। সেই শিক্ষার্থী পরে কানাডায় নির্বাসনে যান। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা বৃদ্ধির নির্দেশের অধীনে এমন ঘটনা ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভিসা প্রোগ্রামকে নতুন করে দেখা হচ্ছে। ৪০ টিরও বেশি দেশের ওপর সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

সিবিপির ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সেলফোন, ল্যাপটপ এবং আইপ্যাডসহ ইলেকট্রনিক ডিভাইস সীমান্তে তল্লাশি করা যাবে। মার্কিন সীমান্তে আইন প্রয়োগ ও সীমান্ত সুরক্ষা রক্ষার জন্য একাজ করা যাবে। তল্লাশির মাধ্যমে সন্ত্রাসবাদ, চোরাচালান, মানব পাচার ও ভিসা জালিয়াতিসহ গুরুতর অপরাধ শনাক্তকরণ ও মোকাবিলার ক্ষেত্রে কাজ করছে সংস্থাটি।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় যুক্তরাজ্যে প্রতিদিন ৩৩ জনকে গ্রেপ্তারসোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় যুক্তরাজ্যে হাজা...
08/04/2025

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় যুক্তরাজ্যে প্রতিদিন ৩৩ জনকে গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় যুক্তরাজ্যে হাজার হাজার মানুষকে আটক এবং জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। ‘হুমকিস্বরূপ বা আপত্তিকর বলে মনে করা অনলাইন পোস্টের’ জন্য তাদের আটক এবং জিজ্ঞাসাবাদ করা হয় বলে দাবি। এক পরিসংখ্যানের বরাত দিয়ে দ্য টাইমস এ খবর জানিয়েছে।

গত শুক্রবার (৪ এপ্রিল) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০০৩ সালের ‘যোগাযোগ আইনের ১২৭ ধারা’ এবং ১৯৮৮ সালের ‘ক্ষতিকারক যোগাযোগ আইনের ১ ধারা’র অধীনে কর্মকর্তারা বছরে প্রায় ১২ হাজার জনকে গ্রেপ্তার করেন।

এই ব্রিটিশ আইনগুলো ‘গুরুতর আপত্তিকর’ বার্তা অথবা ইলেকট্রনিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ‘অশ্লীল, বা হুমকিমূলক’ বিষয়বস্তু শেয়ার করাকে অপরাধ হিসেবে গণ্য করে।

এর অধীনে শুধুমাত্র ২০২৩ সালেই পুলিশ বাহিনী ১২ হাজার ১৮৩ জনকে গ্রেপ্তার করে। এই পরিসংখ্যান বলে, প্রতিদিন প্রায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টাইমস জানিয়েছে, এটি ২০১৯ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি। অর্থাৎ এই গ্রেপ্তার ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে।

এই পরিসংখ্যান জনসাধারণের মধ্যে তীব্র প্রতিবাদের জন্ম দিয়েছে। নাগরিক স্বাধীনতা গোষ্ঠীগুলো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ইন্টারনেটের ওপর অতিরিক্ত নজরদারি চালানো এবং যোগাযোগ আইন ‘অস্পষ্ট ব্যবহারের মাধ্যমে বাকস্বাধীনতা ক্ষুণ্ণ’ করার অভিযোগ তুলেছে।

দ্য টাইমস ভুক্তভোগীদের ঘটনাও উল্লেখ করেছে। বিশেষ করে, ম্যাক্সি অ্যালেন এবং রোজালিন্ড লেভিন নামের দম্পতি গত ২৯ জানুয়ারি তাদের মেয়েদের স্কুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিভাবকদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে উদ্বেগ প্রকাশ করেন। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।

ছয় জন ইউনিফর্মধারী অফিসার তাদের বাড়িতে এসে ছোট সন্তানের সামনে তাদের আটক করে এবং থানায় নিয়ে যায়। এই দম্পতিকে হয়রানি, বিদ্বেষপূর্ণ যোগাযোগ এবং স্কুলের সম্পত্তিতে ঝামেলা সৃষ্টির সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের আঙুলের ছাপ নেওয়া হয়েছিল, তল্লাশি করা হয়েছিল এবং আট ঘণ্টা ধরে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল।

অ্যালেন ডেইলি মেইলকে বলেন, আমি যে পুলিশি রাষ্ট্রে বাস করছি, এই অনুভূতিটি ঝেড়ে ফেলা কঠিন! হোয়াটসঅ্যাপ বার্তাগুলোতে কোনো আপত্তিকর ভাষা বা হুমকি ছিল না বরং একটু ব্যঙ্গাত্মক ছিল।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

ছিনতাই আতঙ্কে নারায়ণগঞ্জবাসী রাজধানীর পার্শ্ববর্তী বাণিজ্যিক অঞ্চল নারায়ণগঞ্জ ছিনতাইকারীর রাজ্যে পরিণত হয়েছে। দিনে-দু...
07/04/2025

ছিনতাই আতঙ্কে নারায়ণগঞ্জবাসী

রাজধানীর পার্শ্ববর্তী বাণিজ্যিক অঞ্চল নারায়ণগঞ্জ ছিনতাইকারীর রাজ্যে পরিণত হয়েছে। দিনে-দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের পাশাপাশি সন্ধ্যায়, রাতে এবং ভোরেও ছিনতাই হচ্ছে।

ব্যাটারিচালিত অটোরিকশা থেকে শুরু করে বিভিন্ন মানুষের টাকা ছিনতাই, পথচারী, রিকশা আরোহী যাত্রীদের থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করছে। প্রকাশ্যে অটোরিকশা থামিয়ে ছিনতাই, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের টাকা বহনকারী গাড়িতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। প্রাণঘাতী ছিনতাইয়ের ঘটনাও ঘটে প্রায় সময়। এছাড়া ছিনতাইকারীর কবলে পড়ে আহত হচ্ছে নগরবাসী।

নগরীর গলাচিপা এলাকার বাসিন্দা মো. আল মেহেদী জানান, বালুর মাঠ হয়ে বাড়িতে যাওয়ার সময় রেললাইনের সামনে কিছু ছেলেপেলে দাঁড়িয়ে থাকে। ওদের কাছে ছুরি, চাকু থাকে। প্রায় সময় এদিক দিয়ে লোকজন গেলে তাদের ধরে মারার ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোন-মানিব্যাগ হাতিয়ে রেখে দেয়।

জামতলা এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সোহেল তাজ নামে এক ব্যক্তি জানান, আগে সড়কে নিয়মিত পুলিশের টহল থাকত। কিন্তু গত ৫ আগস্টের পর পুলিশ একেবারেই চোখে পড়ে না এখানে। রাতে নিস্তব্ধ থাকে এলাকাটা।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সমাজে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি ভেঙে পড়ছে। এতে চোর-ছিনতাইকারীরা বেপরোয়া হয়েছে। টহল না থাকায় দেদার ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। আমরা চাই পুলিশ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনুক।’ নারায়ণগঞ্জে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘ছিনতাইকারীর সমস্যা সমাধান একটাই, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হতে হবে। একই রকমভাবে জনগণকে সচেতন হতে হবে।

বিশেষ করে পুলিশ কোনো কাজ করছে না। এই অভিযোগ আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। মোড়ে মোড়ে ছিনতাই হচ্ছে, পুলিশ তৎপরতা বাড়াতে হবে ও পুলিশকে সক্রিয় হতে হবে। জনগণকে সচেতন হতে হবে, কারণ এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে নাই। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, মানুষের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে সেটা থানায় এসে অভিযোগ করতে হবে, পুলিশকে জানাতে হবে। আমরা এলে ব্যবস্থা গ্রহণ করব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, এসব সমস্যা সমাধানে আমরা ইতিমধ্যে আর্মির সঙ্গে কথা বলেছি। আমরা আর্মি টহলে দিয়েছি।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

ম্যাকাও পাখির পর গাজীপুর সাফারি পার্ক থেকে এবার ‘হাওয়া’ লেমুরএকের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে গাজীপুর সাফার...
07/04/2025

ম্যাকাও পাখির পর গাজীপুর সাফারি পার্ক থেকে এবার ‘হাওয়া’ লেমুর

একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে গাজীপুর সাফারি পার্কে। কয়েক মাস আগে দুটি ম্যাকাও পাখি চুরির পর এবার চুরি হলো তিনটি আফ্রিকান লেমুর। এসব ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২২ মার্চ দিবাগত রাতে পার্কে থাকা তিনটি লেমুর (দুটি শাবক ও একটি প্রাপ্তবয়স্ক) চুরি হয়ে যায়। সেদিন রাতেই শ্রীপুর থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়। তবে এখনও কোনো পদক্ষেপ বা অগ্রগতি দেখা যায়নি।

জানা গেছে, ২০১৮ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ুর, দুইটি লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টমস হাউস।

উদ্ধার হওয়া প্রাণীগুলো পরবর্তীতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে সাফারি পার্কে হস্তান্তর করা হয়। ওই লেমুর জোড়াটি পার্কে প্রথমবারের মতো বাচ্চা দেয়। ২০২২ সালে একটি লেমুর মারা গেলে বাকি তিনটি থাকছিল পার্কে। সর্বশেষ এই তিনটি লেমুর চুরির ঘটনায় বেষ্টনী এখন পুরোপুরি ফাঁকা।

বন বিভাগের দাবি, বর্তমানে পার্ক থেকে লেমুর চুরির পর দেশের কোথাও আর কোনো লেমুর অবশিষ্ট নেই।

পার্ক সংশ্লিষ্টরা জানান, ৫ আগস্টের পর থেকেই সাফারি পার্কে নানা ধরনের অব্যবস্থাপনা বিরাজ করছে। একের পর এক মূল্যবান প্রাণী চুরির ঘটনায় বন বিভাগের কিছু কর্মচারীর সম্পৃক্ততার সন্দেহ করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কাউকে জবাবদিহিতার আওতায় আনেনি। গত বছরের নভেম্বরে দুটি ম্যাকাও পাখি চুরি হয় এবং চলতি বছরের ১৬ জানুয়ারি একটি নীলগাই নিখোঁজ হয়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘পার্ক থেকে তিনটি লেমুর চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন এবং থানায় মামলা করা হয়েছে।’

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে। চুরির ঘটনায় কারা জড়িত তা দ্রুত উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছি।

দেশে বিদেশের সকল খবরাখবর জানতে ভিজিট করুন ইউএসবিডিজার্নাল২৪ডটকম এবং সব ধরনের আপডেট জানতে আমাদের Usbdjournal পেইজটি লাইক,ফলো,ইনভাইট,শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন আজই

Address


Website

https://whatsapp.com/channel/0029VaIPlzTATRSqucABiN1b

Alerts

Be the first to know and let us send you an email when Usbdjournal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Usbdjournal:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share