Loknath raj sagor clubs

Loknath raj sagor   clubs loknath

10/06/2024

অনেক সুন্দর একটা গান

মায়াবতীযাকে দেখে আমি হয়ে উঠেছিলাম! জোনাকি থেকে জোসনা! যার প্রেম পাওয়ার জন্য! পৃথিবীর প্রেমে পড়া হলো না! জগৎ কিল নাম দিল ...
09/14/2024

মায়াবতী

যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম! জোনাকি থেকে জোসনা! যার প্রেম পাওয়ার জন্য! পৃথিবীর প্রেমে পড়া হলো না! জগৎ কিল নাম দিল তার প্রেমিকা! তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপথি কেও সুন্দর মনে হয়নি!

তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসিনি! তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী! আহ্ কি ছিলো তার মহিমা! জগৎ কুল নাম দিয়েছিল প্রেমিকা! সে তো হারায়রি বরং আমি'ই হারিয়েছি আমায়! সে বলেছিলো ভালোবেসে পাল্টে দেবো তোমায়, বিচ্ছেদের এ জামানায়!

আ'হাহা এর বিপরীতে আমার মুখে সিগাটের আর কবিতা'ই মানায়, ভালোবেসে হারালাম আমায়! তবে কারো স্পর্শ অথবা তার করা হ্মিপ্র চুম্বন যেন লেগে আছে আজও ঠোঁটের কোর্ণে! শুধু নেই, সেই সেতু যার নাম দিয়েছিলো জগৎ কুল প্রেমিকা!

আমি শুনেছিলাম পৃথিবীতে মানুষরা চাইলে সব কিছু হতে পারে! তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্ব চাইনি তো! শুধু চেয়েছিলাম এক জনম তোমায় ভালোবেসে যেতে..!!

-যে নারী শূন্য পকেটে পাশে থাকে,🫂🥀-সেই নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে 😌❤
09/13/2024

-যে নারী শূন্য পকেটে পাশে থাকে,🫂🥀
-সেই নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে 😌❤

09/12/2024

ভারতের রন সঙ্গীত !!
পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবালের ১৯০৪ সালে লেখা "সারা জাঁহা সে আচ্ছা হিন্দুস্তাঁ হামারা--" গত ৭৬ বছর ধরে ভারতের সেনাবাহিনীর রণসংগীত হিসেবে অত্যন্ত মর্যাদার সঙ্গে গাওয়া হচ্ছে। শত্রু দেশের মুসলমানের লেখা বলে তাতে কোনো যুদ্ধে প্রেরণা প্রাপ্তিতে সমস্যা হচ্ছে না এবং ভারতের হিন্দু মুসলমান সহ অন্য ধর্মাবলম্বী সৈনিকদের সাহসিকতার পরাকাষ্ঠা আল্লামা ইকবালের এই রণ সঙ্গীতটি।

Ok sir
09/12/2024

Ok sir

09/11/2024

এখন বুঝলাম পশ্চিমা বিশ্বের মানুষরা কেনো বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়!!

নববধু বিয়ে হয়ে সবেমাত্র শ্বশুর বাড়িতে এসেছে। দাদী শাশুড়ী এসে কানে কানে বললো, আমার একজন পুতি চাই। নবুবধু লজ্জা মিশ্রিত মুচকি হেসে বললো, দোয়া করেন।
একটু পর শাশুড়ি এসে বললো, আমার একজন নাতি চাই। নববধু মাথা নেড়ে আশ্বাস দিলো।
কিছুক্ষণ পর ননদ এসে বললো, আমার একটা ভাইপো চাই। নববধু স্মিত হেসে বললো, সবর কর না বাপু। একটু সময় তো লাগবে নাকি?
অবাক কান্ড! স্বামী বাসর ঘরে ঢুকেই বলছে, আমার দ্রুত বেবি চাই। কথা শুনে নববধূ একটু বিস্মিত চোখে চেয়ে ফিসফিস কন্ঠে বললো, তোমাদের পরিবার কি পাগল নাকি? কেন?
সবাই যে দাবি করছো ভালো। কিন্তু দাবি কি এখনই পূরণ সম্ভব? দাবি পূরণের জন্য সৃষ্টিকর্তার কৃপা এবং যৌক্তিক সময় তো লাগবে নাকি? তোমাদের দাবি শুনে মনে হচ্ছে, সাথে করে নাতি-পুতি, ভাইপো এবং তোমার জন্য বেবি ব্যাগে করে নিয়ে এসেছি। "তোমরা চাহিবামাত্র আমি দিতে বাধ্য থাকিব।"
গল্পের শিক্ষা:
প্রত্যাশা ঠিক আছে এবং দাবিও ঠিক আছে। কিন্তু এসবের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সময় পর্যন্ত অপেক্ষা না করে আন্দোলন শুরু করলেই কি নববধুর পক্ষে দাবি পূরণ সম্ভব?

কপি পোস্ট।

08/12/2023

আমি কিসে আটকাই?

Address

Rongpur
New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Loknath raj sagor clubs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Loknath raj sagor clubs:

Videos

Share