Bd Moynapaki

Bd Moynapaki bdmoynapaki

10/23/2023

https://www.facebook.com/profile.php?id=100084025718988
✍️✍️কোনো সদ্য পরিচিতাকে ✍️✍️
★★কবি[email protected]★★
এখনি যেওনা, প্লিজ
এসো আরো কিছুক্ষণ মুখোমুখি বসি
কিছুটা সময় যাক গাঢ় অনুরাগে নেশাগ্রস্থের মতন;
হয়তো বলার কোনো কিছু থাকবে না, তবু
কিছুটা ঔদাস্যে তুমি হাই তুলে ছড়াবে যখন মৃদু মুগ্ধতার হওয়া
তৃষ্ণার্ত হৃদয় পাবে কিছুটা তৃপ্তির স্বাদ ; না
এখনি যেওনা, আরো কিছুক্ষণ মুখোমুখি বসো।
হয়তো ভাবছো তুমি; কি লাভ নির্বাক বসে থেকে
বলারতো কিছু নেই! কি হবে সময় অপচয়ে?
তুমিতো জানো না মেয়ে এই নীরবতার ভেতরে
থোকা থোকা জুঁই হয়ে ফুটে থাকা কথার কুসুম
কি আকুল গন্ধ দেয়! হাওয়ায় হাওয়ায় দোলে স্বপ্নের সৌরভ।
হয়তো অস্বস্তি খুব তোমাকে পীড়িত করে
অপলক তৃষ্ণার্ত আমার দু -'চোখ;
তাই কি আনত মুখে,বারংবার অস্থিরতা ডানা জারে
তোমার দৃষ্টিতে?
আমার দৃষ্টিকে যেন বেহায়া মাছির মতো
কেবলি তাড়াতে চায় তোমার শীতল অবহেলা।
আমিতো জীবনে কোনো আকাঙ্ক্ষিত সূর্যোদয় কখনো দেখিনি
নিজেরই স্বভাব দোষ চিরদিন অবহেলায় ঘুম থেকে জেগে
একটি সোনালি ভোর না দেখার দীর্ঘ শ্বাসে দীর্ণ করেছি নিজেকেই।
সেই সূর্যোদয় তোমার চোখের মধ্যে দেখছি এখন
সবুজ পাতার ফাঁকে একটি সোনালি ভোর কি নির্মল
ঝলমলে ওই ----
ঝিলের জলের মতো চোখের টলটলে তারা
আনন্দের পদ্ম ফুটে আছে ;আমার ইচ্ছের রাজহাঁস
সেখানে সাঁতার দিক একটু তাকাও।
তৃষ্ণার্ত ইচ্ছের হাঁস বহুকাল পায়নি জলের দেখা
মুখোমুখি একটু তাকাও মেয়ে আরো কিছুক্ষণ।

09/14/2023

★ ★★নিঃসঙ্গতা ★★★

কবি, [email protected]" rel="ugc" target="_blank">[email protected]

হঠাৎ আমার কি যে হলো, ঘরে-বাইরে উলোট পালোট।
মনের আকাশ মেঘলা হলো হঠাৎ করেই
রাত পোহাতেই নিঃসঙ্গতা হাত বাড়ালো আমার দিকে
সারাটা দিন এলোমেলো ভাবনা এবং বিষন্নতা
হূইশিল এই বুকের মধ্যে -যেন সুদূর কিশোর বেলায়
বর দুপুরের চৈতী হাওয়ায় লাটাই থেকে রঙ্গিন ঘুড়ি
হঠাৎ করে ছিন্ন হবার কষ্ট আমায় লুফে নিল হঠাৎ করেই।
বিষণ্ণতার ঝড়ো হাওয়ায় শূকনো পাতা শূন্যে এখন
উড়ছি আমি আমার ভেতর ; হঠাৎ আমার কি যে হলো
টের পাইনি নিজেই কিছু ; কেবল বুঝি আমি ভীষণ কষ্টে আছি।
আমার ভেতর অন্যরকম একটি মানুষ উঠছে জেগে
ক্ষুধা তৃষ্ণা ঘুম নিদ্রা পালিয়ে গেল যাকে ছেড়ে।
দীর্ঘ দিনের প্রেমিক এই সপ্তবর্ণা রাজধানীও
ভাল্লাগেনা মোটেই এখন। ঝলোমালো রাজধানী আজ
ভীষণ মলিন বিধবা এক দাঁড়িয়ে আছে সামনে আমার।
বুকের ভেতর ট্রেন ছুটেছে মফস্বলের ছোট্ট শহর
হাত ইশারায় ডাকে কাছে, অথচ পথ রুদ্ধ আমার।
নানা রঙা দৃশ্য কিছু উঠেছে ফুটে স্মৃতির ভেতর
কিন্তু যাব কেমন করে?
ট্রেনের টিকেট হারিয়ে এলাম সেই যে কবে কোন্ সকালে
হারিয়ে এলাম একটি হৃদয়
তবু কেন পড়লো মনে স্মৃতির শহর তোমার চিবুক?
হঠাৎ এমন ওলোট পালোট হয়ে গেল আমার ভেতর।

07/27/2023
*ছড়া*      কবি qwt cp.Facebook.comএক দুই তিন            প্রথম  দিন                  চার পাঁচ ছয়মিলমিশা হয়           সাত...
08/28/2022

*ছড়া*
কবি qwt cp.Facebook.com
এক দুই তিন
প্রথম দিন
চার পাঁচ ছয়
মিলমিশা হয়
সাত আট নয়
ভালবাসা হয়
দশ এগার বার
বিয়ের পিরীতে বসতে পার
তের চৌদ্দ পনের
ঘর সংসার কর
ষোল সতের আটার
বাচ্চাকাচ্চার পারো
উনিশ বিশ
দোয়া করিশ।
একুশ বাইশ তেইশ
মোবাইলের চার্জ শেষ।
চব্বিশ পাচিশ ছাব্বিশ
লাইবে কথা বলিশ।
সাতাশ আটাশ উনএিশ
ছন্দ যোগ করিশ।
এিশ একএিশ বএিশ
হট হট ফটো ফেইসবুকে আপলোড করিশ।

★ছড়া★      ★কবি qwt cp★এক দুই তিন            প্রথম  দিন                  চার পাঁচ ছয়মিলমিশা হয়           সাত আট নয়ভালবা...
08/01/2022

★ছড়া★
★কবি qwt cp★
এক দুই তিন
প্রথম দিন
চার পাঁচ ছয়
মিলমিশা হয়
সাত আট নয়
ভালবাসা হয়
দশ এগার বার
বিয়ের পিরীতে বসতে পার
তের চৌদ্দ পনের
ঘর সংসার কর
ষোল সতের আটার
বাচ্চাকাচ্চার পারো
উনিশ বিশ
দোয়া করিশ।
একুশ বাইশ তেইশ
মোবাইলের চার্জ শেষ।
চব্বিশ পাচিশ ছাব্বিশ
লাইবে কথা বলিশ।
সাতাশ আটাশ উনএিশ
ছন্দ যোগ করিশ।
এিশ একএিশ বএিশ
হট হট ফটো ফেইসবুকে আপলোড করিশ।

Address

London
King, NC

Telephone

+8801780202073

Website

http://Google.com/

Alerts

Be the first to know and let us send you an email when Bd Moynapaki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in King

Show All

You may also like