#আমার বাড়ি কাজির গাওঁ১৭ বাদাঘাট সিলেট কদমতলী বাসা জজ কৌটে ৫ নংবারে কম্পিউটারের দোকান। তার গ্রামের মেম্বার এই বিষয় অবগত
স্বামী মঞ্জু মিজান পিতা সিরাজ গ্রাম রাণাপিং গোলাপগঞ্জ সিলেট
#আমার স্বামী আমাকে একটা বাচ্চা দিতে অক্ষম আমার বিয়ের আগে আমার একটা লাভার ছিল সে আমাকে তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টার মধ্যে হোটেলে বাড়ির কথা বলে দেখা হয় দুই তিন বার মিলামিশার পর বাচ্চা পেটে আসে কিছু করার চিলনা আমি বাহির হইতে না পারায় যানা যানি হয় পরে স্বামী আমাকে যাইতে দেয়না সে আমাকে নেয়ার জন্য জীবন বাজি রেখে ও পারে নাই কিন্তুু আজ বাচ্ছা ডেলিভারি হয়ে বাচ্চা সে বাচ্চা না দেখতে পালো কত যে কষ্টে আছে আমি যানি না।
#আমার বাড়ি কাজির গাওঁ১৭ বাদাঘাট সিলেট কদমতলী বাসা জজ কৌটে ৫ নংবারে কম্পিউটারের দোকান। তার গ্রামের মেম্বার এই বিষয় অবগত
স্বামী মঞ্জু মিজান পিতা সিরাজ গ্রাম রাণাপিং গোলা
#*ছড়া*
কবি qwt cp
এক দুই তিন
প্রথম দিন
চার পাঁচ ছয়
মিলমিশা হয়
সাত আট নয়
ভালবাসা হয়
দশ এগার বার
বিয়ের পিরীতে বসতে পার
তের চৌদ্দ পনের
ঘর সংসার কর
ষোল সতের আটার
বাচ্চাকাচ্চার পারো
উনিশ বিশ
দোয়া করিশ।
একুশ বাইশ তেইশ
মোবাইলের চার্জ শেষ।
চব্বিশ পাচিশ ছাব্বিশ
লাইবে কথা বলিশ।
সাতাশ আটাশ উনএিশ
ছন্দ যোগ করিশ।
এিশ একএিশ বএিশ
হট হট ফটো ফেইসবুকে আপলোড করিশ।
*ডাকা ডাকি*
কবি [email protected]" rel="ugc" target="_blank">[email protected]
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।
পেঁচা ডাকলে অশুভ হয়
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি
কাকের ডাকের কারণ।
পাখি ডাকলে কুটুম আসে
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে
শেয়াল মামার বিয়ে।
সত্য-মি*থ্যা যাচাই করি
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা
ঘাম থাকে যার নাকে।
হঠাৎ করে চোখ কাঁপিলে
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ
ঘরেরই চৌকাটে।
যাত্রা নাকি অশুভ হয়
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে
চুলকালে ডান হাতে।
খাবার সময় উঠলে হাঁচি
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে
তার অকালে বউ মরে।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও
চোখ থাকিতে কানা। #ebookreels #মনেউতালপাতাল #সপ্নেররাজকুমার
*ডাকা ডাকি*
কবি [email protected]" rel="ugc" target="_blank">[email protected]
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।
পেঁচা ডাকলে অশুভ হয়
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি
কাকের ডাকের কারণ।
পাখি ডাকলে কুটুম আসে
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে
শেয়াল মামার বিয়ে।
সত্য-মি*থ্যা যাচাই করি
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা
ঘাম থাকে যার নাকে।
হঠাৎ করে চোখ কাঁপিলে
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ
ঘরেরই চৌকাটে।
যাত্রা নাকি অশুভ হয়
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে
চুলকালে ডান হাতে।
খাবার সময় উঠলে হাঁচি
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে
তার অকালে বউ মরে।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও
চোখ থাকিতে কানা। #মনেউতালপাতাল Bd Moynapaki
*ডাকা ডাকি*
কবি [email protected]" rel="ugc" target="_blank">[email protected]
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।
পেঁচা ডাকলে অশুভ হয়
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি
কাকের ডাকের কারণ।
পাখি ডাকলে কুটুম আসে
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে
শেয়াল মামার বিয়ে।
সত্য-মি*থ্যা যাচাই করি
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা
ঘাম থাকে যার নাকে।
হঠাৎ করে চোখ কাঁপিলে
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ
ঘরেরই চৌকাটে।
যাত্রা নাকি অশুভ হয়
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে
চুলকালে ডান হাতে।
খাবার সময় উঠলে হাঁচি
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে
তার অকালে বউ মরে।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও
চোখ থাকিতে কানা। #
*ডাকা ডাকি*
কবি [email protected]" rel="ugc" target="_blank">[email protected]
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।
পেঁচা ডাকলে অশুভ হয়
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি
কাকের ডাকের কারণ।
পাখি ডাকলে কুটুম আসে
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে
শেয়াল মামার বিয়ে।
সত্য-মি*থ্যা যাচাই করি
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা
ঘাম থাকে যার নাকে।
হঠাৎ করে চোখ কাঁপিলে
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ
ঘরেরই চৌকাটে।
যাত্রা নাকি অশুভ হয়
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে
চুলকালে ডান হাতে।
খাবার সময় উঠলে হাঁচি
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে
তার অকালে বউ মরে।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও
চোখ থাকিতে কানা।
*ডাকা ডাকি*
কবি [email protected]" rel="ugc" target="_blank">[email protected]
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।
পেঁচা ডাকলে অশুভ হয়
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি
কাকের ডাকের কারণ।
পাখি ডাকলে কুটুম আসে
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে
শেয়াল মামার বিয়ে।
সত্য-মি*থ্যা যাচাই করি
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা
ঘাম থাকে যার নাকে।
হঠাৎ করে চোখ কাঁপিলে
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ
ঘরেরই চৌকাটে।
যাত্রা নাকি অশুভ হয়
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে
চুলকালে ডান হাতে।
খাবার সময় উঠলে হাঁচি
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে
তার অকালে বউ মরে।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও
চোখ থাকিতে কানা।
*ডাকা ডাকি*
কবি [email protected]" rel="ugc" target="_blank">[email protected]
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।
পেঁচা ডাকলে অশুভ হয়
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি
কাকের ডাকের কারণ।
পাখি ডাকলে কুটুম আসে
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে
শেয়াল মামার বিয়ে।
সত্য-মি*থ্যা যাচাই করি
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা
ঘাম থাকে যার নাকে।
হঠাৎ করে চোখ কাঁপিলে
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ
ঘরেরই চৌকাটে।
যাত্রা নাকি অশুভ হয়
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে
চুলকালে ডান হাতে।
খাবার সময় উঠলে হাঁচি
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে
তার অকালে বউ মরে।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও
চোখ থাকিতে কানা। Bd Moynapaki #তুমি #তুমিশুধুআমার #সপ্নেররাজকুমার #মনেউতালপাতাল #FacebookLive #FacebookReelsContest #ebookreels #
✍️✍️কোনো সদ্য পরিচিতাকে ✍️✍️
★★কবি[email protected]★★
এখনি যেওনা, প্লিজ
এসো আরো কিছুক্ষণ মুখোমুখি বসি
কিছুটা সময় যাক গাঢ় অনুরাগে নেশাগ্রস্থের মতন;
হয়তো বলার কোনো কিছু থাকবে না, তবু
কিছুটা ঔদাস্যে তুমি হাই তুলে ছড়াবে যখন মৃদু মুগ্ধতার হওয়া
তৃষ্ণার্ত হৃদয় পাবে কিছুটা তৃপ্তির স্বাদ ; না
এখনি যেওনা, আরো কিছুক্ষণ মুখোমুখি বসো।
হয়তো ভাবছো তুমি; কি লাভ নির্বাক বসে থেকে
বলারতো কিছু নেই! কি হবে সময় অপচয়ে?
তুমিতো জানো না মেয়ে এই নীরবতার ভেতরে
থোকা থোকা জুঁই হয়ে ফুটে থাকা কথার কুসুম
কি আকুল গন্ধ দেয়! হাওয়ায় হাওয়ায় দোলে স্বপ্নের সৌরভ।
হয়তো অস্বস্তি খুব তোমাকে পীড়িত করে
অপলক তৃষ্ণার্ত আমার দু -'চোখ;
তাই কি আনত মুখে,বারংবার অস্থিরতা ডানা জারে
তোমার দৃষ্টিতে?
আমার দৃষ্টিকে যেন বেহায়া মাছির মতো
কেবলি তাড়াতে চায় তোমার শীতল অবহেলা।
আমিতো জীবনে কোনো আকাঙ্ক্ষ
#✍️✍️কালো মেয়ের জন্য ✍️✍️
★★কবি[email protected]★★
এই কবিতা তোমার জন্যে হে কিশোরী কালো মেয়ে
কবিকে নয় কবিতাকেই ভালোবাসা চরিত্র যার ;
হে কিশোরী কালো দুঃখ
কেউ কোনদিন ভুলেও যাকে
একটি বারও বলেনি যে, ভালোবাসি
সেই তোমাকেই এই কবিতা; গ্রহণ করো
অচেনা হে মফস্বলের রাত্রি জাগা বিষন্নতা
এই কবিতার ভালোবাসা তোমার জন্য।
পরিত্যক্ত বাড়ির মতো জীবন তোমার শ্যাওলা পড়া
হে বিনিদ্রা গোপন অনল
এই কবিতার পঙক্তিমালা তোমার মতই নিঃসঙ্গ খুব
অভিমানী শব্দের এর। এদের তুমি বুকে রেখো
দুঃখ --রাতের সঙ্গী হবে।
কোন পুরুষ ওই খোঁপাতে দেয় নি গোলাপ ?
তোমায় আমি শব্দ দিলাম, গন্ধরাজ এই শব্দ তুমি
গূজে রেখো খোঁপার কাঁটায় যত্ন করে
গন্ধে তোমার নিঃসঙ্গতা উঠবে ভরে।
কেউ বলেনি 'ভালোবাসি ?'
কি আসে যায় ঠুনকো অমন বস্তাপচা সস্তাকথায়
একান্ত হও নিজের কাছে একান্ত হও এই কবিতা
নীরব কালো বর্ণমালার ভেতর থেকে উঠবে বেজ
#মনেরকথা #FacebookLive #মনেউতালপাতাল #তুমি #সপ্নেররাজকুমার #তুমিশুধুআমার Bd Moynapaki
#FacebookReelsContest #রাজিবকুমার #মনেরকথা #ebookreels #পাগলের #facebookpost #সপ্নের #একেলা #তুমি #FacebookLive # Bd Moynapaki
হার্ড কি তোমার কাছে আছে না কোথাও হারিয়ে গেছে সে