হাফেজ আরিফ বিল্লাহ

হাফেজ আরিফ বিল্লাহ আমার এয় ছোট্ট পেইজের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে.🥰

05/01/2024

রব্বে কাবা 🤲 আপনার আসমান থেকে আমাদের জন্য রহমতের বা-রিস বর্ষন করুন🤲

04/03/2024

এমন হাজার বার শুনলেও মন ভরবে না....
প্রিয় শায়েখ আমার হযরত ওয়ালা আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী দা বা:

04/02/2024

মার্কেটে গেলে বোঝা যাচ্ছে, তিশা কেন মোস্তাককে বিয়ে করেছে!
🙂

04/01/2024

সেন্টমাটিন থেকে দ্বাওয়াতী মেহমান এসেছিলেন....

টাকা ইনকাম করতে গিয়ে পুরুষরা ক্লান্ত হলেও.. টাকা খরচ করতে নারীরা মোটেই ক্লান্ত হচ্ছে না....এটাকেয় বলে পুরুষ মানুষ
03/31/2024

টাকা ইনকাম করতে গিয়ে পুরুষরা ক্লান্ত হলেও.. টাকা খরচ করতে নারীরা মোটেই ক্লান্ত হচ্ছে না....
এটাকেয় বলে পুরুষ মানুষ

03/31/2024

ওর লাগাম টানার মত কুনো আলেম কি আমার দেশে নাই...?
দিন দিন এর পাগলামী বেরেয় চলেছে. এর ধান্ধা টা কি এয় জ্যাতি জানতে চায়.....
আমি আমাদের ক্বওমি মুরুব্বিদের বলবো উনার জন্য কিছু একটা করা হোক.....

রমজান শেষ হয়ে গেলেয় এয় ভাবে আর দেখা যাবে না.. ইফতার মাহফিলের আয়োজন.....
03/29/2024

রমজান শেষ হয়ে গেলেয় এয় ভাবে আর দেখা যাবে না.. ইফতার মাহফিলের আয়োজন.....

03/29/2024

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ডও বনা দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।
#সংগৃহীত

03/26/2024

মায়ের ভালোবাসা কারু সাথে তুলোনাই হয় না... আশা করি একটা শেয়ার দিয়ে সবাইকে এয় দ্বাওয়াত পৌছে দিবো...
Allama khalid saifullah ayubi...
খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী হাফি:)

দেশ বাসির কাছে দোয়ার দরখাস্ত... প্রিয় আল্লামা অসুস্থ হয়ে পরেছেন জেলের ভিতর.🤲🤲🤲Best.photo
03/26/2024

দেশ বাসির কাছে দোয়ার দরখাস্ত... প্রিয় আল্লামা অসুস্থ হয়ে পরেছেন জেলের ভিতর.🤲🤲🤲
Best.photo




03/26/2024

প্রবিত্র রমাদান মাসে. মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন🤲🤲🤲🤲🤲

আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী দা বা :

সহমত আছি.....
03/26/2024

সহমত আছি.....

এয় খানে কার কার যাওয়ার নিয়োত রয়েছে........🥰
03/25/2024

এয় খানে কার কার যাওয়ার নিয়োত রয়েছে........🥰







03/17/2024

প্রথম দেখলাম, দেখে দেখে তারাবী নামাজ পরতেছে,,,,,
শেষ পর্যন্ত দেখুন মজা পাইবেন

রব্বে কাবা,,, আমার সোনার বাংলাদেশে একি অবস্তা দুই/চার দিন পর পরেয় আগুন লাগছে, যেখানে সেখানে,,,,,
03/11/2024

রব্বে কাবা,,, আমার সোনার বাংলাদেশে একি অবস্তা দুই/চার দিন পর পরেয় আগুন লাগছে, যেখানে সেখানে,,,,,

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।১. আমি দ্বীন ইসলামকে...
03/11/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন, আমীন।

03/11/2024

আল্লাহর নিয়ামত দেখে 🥰 আলহামদুলিল্লাহ 🤲🤲

02/20/2024

❤️❤️❤️ আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবী
Allama Khalid Saifullah ayubi

12/11/2023

কাবার প্রেম কেমন হওয়া চাই,,,,
প্রিয় শায়েখ আমার আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী

এটাই কি বাস্তব,,,,,,,,,,,,,,
12/03/2023

এটাই কি বাস্তব,,,,,,,,,,,,,,

এতো চিন্তা করো না,,,,,,,,,,
11/28/2023

এতো চিন্তা করো না,,,,,,,,,,

11/11/2023

ভর্তি চলছে,,,,,,, ভর্তি চলছে,,,,,,,,,, ভর্তি চলছে,,,,,,,
দূর্গাপুর আল আরাবিয়া মহিলা মাদ্রাসা এন্ড নুরানী একাডেমী তে সকল বিভাগে ভর্তি চলছে,,
নুরানী বিভাগ
প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত
কিন্ডার গার্ডেন একাডেমী বিভাগ
হেফজুল কোরআন বিভাগ
নাজেরা বিভাগ
কিতাব বিভাগ,
মক্তব বিভাগ,,

09/10/2023

ওয়েসুল করনী র:) এর অলৌকিক ঘটনা
মায়ের খেদমত কতদামী আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী

09/07/2023

এমন ওয়াজ বার বার শুনতে মন চায় Allama
khalid Saifullah ayubi
#জীসানমিডিয়া

09/05/2023

খালিদ সাইফুল্লাহ আয়ুবী সাহেব,,, 4 গুনের পিতা মাথা

09/04/2023

মায়ের বদ্ব দোয়া ইবাদত ও ঠেকাতে পারে না, আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবী সাহেব দা বা :

09/04/2023

উজানির ক্বারি ইব্রাহিম র:) অলৌকিক ঘটনা খালিদ সাইফুল্লাহ আয়ুবী সাহেব

Address

Kahaluu, HI

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাফেজ আরিফ বিল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাফেজ আরিফ বিল্লাহ:

Videos

Share

Category

Nearby media companies


You may also like