10/12/2024
আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসী হিসেবে নতুন সরকার এর কাছে আমার একটা দাবি আছে বাংলাদেশে এমন একটা আইনের স্বধীনতা আমরা চাই যার কারনে আমরা বাংলাদেশে পাসপোর্ট ও বিদেশি লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবো কারন আমরা বিগত ২/৪ বছর পর দেশে যাতায়াত করে থাকি আমাদের বাংলাদেশ এর লাইসেন্স করতে এক সপ্তাহ দৌড়াতে হয় বি আর টি তে আর অপেক্ষা করতে হয় এক মাস যাবত সেখানে আমাদের হয়রানি হতে হয় চেকপোস্ট এ কারন ইন্টারন্যাশনাল লাইসেন্স দেখালে ও আমাদের বাংলাদেশের লাইসেন্স ছাড়া গাড়ি অথবা মটরসাইকেল চালানোর পারমিশন নাই বলা হয় অতএব আমাদের দাবি বিদেশি অথবা ইন্টারন্যাশনাল লাইসেন্স আর পাসপোর্ট থাকলে আমরা গাড়ি অথবা মটরসাইকেল চালাতে পারবো যেখানে আমাদের বাংলাদেশের লাইসেন্স বাধ্যতামূলক থাকবে না আমরা এই আইনের স্বাধীনতা কামনা করছি!🇧🇩