Bangla Penn News

Bangla Penn News It is a Bengali newspaper which will be published weekly in future .

12/01/2024

সাতক্ষীরায় জেলা জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান....

আগামী ১১ই জানুয়ারি সিলেট আসছেন ড. মিজানুর রহমান আযহারী।
11/24/2024

আগামী ১১ই জানুয়ারি সিলেট আসছেন ড. মিজানুর রহমান আযহারী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে...
11/23/2024

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ইউনিক নেতৃত্ব’ দিয়েছেন। দমন-পীড়ন, নির্যাতনের মাধ্যমে এক ভয়ংকর রূপ নিয়েছিল আওয়ামী লীগ, শেষে জনগণের রোষে তারা দেশ থেকে পালিয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান।

বোতলজাত ৬ টাকার পানি বিক্রি হয় ২০ টাকায়। সরকারের উচিত পানির মূল্য ১০-১২ টাকার মধ্যে বেধে দেওয়া....
11/18/2024

বোতলজাত ৬ টাকার পানি বিক্রি হয় ২০ টাকায়।
সরকারের উচিত পানির মূল্য ১০-১২ টাকার মধ্যে বেধে দেওয়া....

08/24/2024

একজন ছেলে তার চার বছর আগে মারা যাওয়া মায়ের জমানো টাকা দিয়ে দিলেন বন্যার্ত মানুষকে...

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আটক সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা দিয়ে ব্রিটিশ পাসপোর্...
08/24/2024

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আটক

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা দিয়ে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে পালাচ্ছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।

আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় মানিকের। ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক।

এ সময় সঙ্গে কী আছে জানতে চলে মানিক বলেন, আমার কাছে অনেক টাকা ছিল। আমাকে মেরে ৬০-৭০ লাখ টাকা নিয়ে গেছে দুজন। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে।

আটকের পর স্বীকারোক্তিতে তিনি বলেন, আমি ১৫ হাজার টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম। পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায়।

একটি ভিডিওতে দেখা যায়, কেউ একজন সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেছিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন। আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন। এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানায়।

পরে কয়েকজন তাকে জিজ্ঞেস করেন যে, আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন। তখন বিচারপতি মানিক বলেন, প্রশাসনের ভয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম। তখন অপর পাশ থেকে জিজ্ঞেস করা হয়, আপনি তো অনেক জুলুম করেছেন।

বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি।

বিজিবি জানায়, সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন। পরে তাকে আটক করা হয়।

হায়দ্রবাদ ,সিকিম কিংবা কাশ্মীরের মতো স্বাধীন রাষ্ট্র থেকে ভারতের রাজ্য হতে না চাইলে আজই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট শুরু করু...
03/23/2024

হায়দ্রবাদ ,সিকিম কিংবা কাশ্মীরের মতো স্বাধীন রাষ্ট্র থেকে ভারতের রাজ্য হতে না চাইলে আজই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট শুরু করুন।

আলহামদুলিল্লাহ , নামাযের জন্য উন্মুক্ত হলো  MUNA Center of Upper Darby মাসজিদ।  ৫ ওয়াক্ত নামাজ , জুময়াসহ ইসলাম প্রচারে অ...
02/26/2024

আলহামদুলিল্লাহ , নামাযের জন্য উন্মুক্ত হলো MUNA Center of Upper Darby মাসজিদ। ৫ ওয়াক্ত নামাজ , জুময়াসহ ইসলাম প্রচারে অবদান রাখবে এই মসজিদ ইনশা আল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইমাম দেলোয়ার হোসেন
সাবেক সভাপতি , মুনা

Masjid Address
6431- 39 Callowhill St, Philadelphia PA 19151

সিলেট মহানগরী জামায়াতের বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিতফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে-অধ্যাপ...
02/10/2024

সিলেট মহানগরী জামায়াতের বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে
-অধ্যাপক মুজিবুর রহমান

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে রামমন্দির নির্মাণ ও উদ্বোধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংল...
01/23/2024

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে রামমন্দির নির্মাণ ও উদ্বোধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

A protest march and rally was held by the Bangladesh Islami Chhatrashibir, Dhaka City North & South Branch, denouncing the demolition of the Babri Masjid in Ayodhya, Uttar Pradesh and the construction and inauguration of the Ram Mandir.


যুক্তরাষ্ট্রে আরেকজন ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে!নিউজার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক সিটির (মসজিদ মোহাম্মদ) প্রিয় ইমাম ...
01/04/2024

যুক্তরাষ্ট্রে আরেকজন ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে!

নিউজার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক সিটির (মসজিদ মোহাম্মদ) প্রিয় ইমাম হাসান শরীফকে তার মসজিদের বাইরে আজ ফজরের সময় গুলি করা হয়৷ তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হস্পিটালে নেয়া হলে সেখানেই তিনি অস্ত্রোপচারের পরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন!

ইমাম হাসান শরীফ গাজায় ইসরায়েলী বর্বরতার বিরুদ্ধে সরব ছিলেন৷ তিনি চার বছর আগে নিউয়ার্কের মসজিদ মোহাম্মদের ইমামতের দায়িত্ব গ্রহণ করেন।

ইমাম হাসান শরীফ স্থানীয়দের মাঝে অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন৷ তাঁর কোনো শত্রু থাকতে পারে এমন কোনো সন্দেহ ও সূত্র পাওয়া যায়না! ঘাতক এখনো পলাতক আছে৷

আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সম্প্রদায় ও ইমামদের হেফাজত করুন; আমীন ইয়া রব্ব৷

01/01/2024

আগামী ৭ই জানুয়ারি বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এটিকে নির্বাচন না বলে ‘নাটক’ বলাই ভালো। এতে দেখানো হবে যে, বাংলাদেশের মানুষ আসলে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার ক্ষমতা রয়েছে এবং দিন শেষে তারা আওয়ামীলীগকেই সরকার গঠনের জন্য ভোট দিয়েছে।

এরইমধ্যে এই নির্বাচন নিয়ে দেশের মধ্য ও বাইরে থেকে বেশ কিছু খারাপ ‘রিভিউ’ পাওয়া গেছে। এটি যদি কোনো সিনেমা হতো, তাহলে মুক্তির আগেই এটিকে বক্স অফিস থেকে সরিয়ে নেয়া হতো। কিন্তু এ ক্ষেত্রে তা হচ্ছে না। এই নাটকের পরিচালক তার চাকরি ধরে রাখতে চান। যারা এই নাটকে বিনিয়োগ করেছেন তারাও আশাবাদী যে দ্রুতই তাদের লাভ উঠে আসবে।

বিস্তারিত https://mzamin.com/news.php?news=91009

11/18/2023

আমরা জাতি হিসেবে বেহায়া

🤫

এটা এই সরকারের মূলে হাত দেয়ার শামিল.....
11/14/2023

এটা এই সরকারের মূলে হাত দেয়ার শামিল.....

গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র জনাব হেলালুজ্জামান হেলাল এর সম্মানে Golapgonj Society of Pennsylvania  আমেরিকার ...
11/13/2023

গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র জনাব হেলালুজ্জামান হেলাল এর সম্মানে Golapgonj Society of Pennsylvania আমেরিকার পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট প্রদান

11/03/2023

"আওয়ামী লীগ খুব ভয়ে আছে যে তাদের কোনো সেইফ এক্সিট নেই" -
টাইম ম্যাগাজিনকে বললেন তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান

11/01/2023

সহিংসতার নিন্দা, বাংলাদেশে গণতন্ত্রের প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন ইউএস
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার

Address

Dayton, OH
19111

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Penn News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share