Civil engineer SSEL

Civil engineer SSEL Various construction works, civil works, and social works will be highlighted.

01/07/2025

হাইড্রলিক মেশিন পাইল এর লোড টেস্ট!!!

যেভাবে কংক্রিটের এস্টিমেট বের করবেন।জবের পরামর্শ পরামর্শ জয়েন 👉 https://m.me/j/AbZaSj3jGHBOuRim/♥প্রথমে কংক্রিট কাজের আয...
01/01/2025

যেভাবে কংক্রিটের এস্টিমেট বের করবেন।
জবের পরামর্শ পরামর্শ জয়েন 👉 https://m.me/j/AbZaSj3jGHBOuRim/
♥প্রথমে কংক্রিট কাজের আয়তন বের করতে হবে
ধরি,
দৈঘ্য=৪০ ফুট
প্রস্থ= ২০ ফুট
থিকনেস=৫ ইঞ্চি
ভিজা আয়তন =(৪০*২০*৫/১২) বা ৩৩৩.৩৩ ঘনফুট
[ইঞ্চি কে ফুটে কনর্ভাট করার জন্য ১২ দিয়ে ভাগ করতে হবে ]

♥এবার ভিজা আয়তন কে ১.৫৫ দিয়ে গুণ করে শুষ্ক আয়তন বের করতে হবে।

শুষ্ক আয়তন =(৩৩৩.৩৩*১.৫৫) বা ৫১৬.৬৬ ঘনফুট

♥এখন কংক্রিট মিশ্রণের অনুপাতের যোগফল বের করতে হবে।

ধরি,
অনুপাত =১:২:৪
যোগফল=(১+২+৪)বা ৭

♠সর্বশেষে শুষ্ক আয়তনকে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে ভাগফল কে নির্দিষ্ট আনুপাতিক সং খ্যা দিয়ে গুণ করে মালামাল এর পরিমাণ নির্ণয় করতে হবে।

সিমেন্ট =(৫১৬.৬৬÷৭)*১*.৮০= ৫৯.০৪ ~৬০ ব্যাগ
বালি = (৫১৬.৬৬÷৭)*২=১৪৭.৬২ সিএফটি
খোয়া=(৫১৬.৬৬÷৭)*৪=২৯৬.২৩ সিএফট

12/29/2024

ভিডিও যে করছিল ,, ভাবছিল পাইলট দুষ্টামি করতেছে
আল্লাহ সবাইকে হেফাজত করো ,,,, 😔😔

ভবন নির্মাণে কেন পাইলিং এর  প্রয়োজনীয়তা এবং বিবেচ্য বিষয়গুলো আলোচনা করা হলোঃ====================================১) স্থাপ...
12/29/2024

ভবন নির্মাণে কেন পাইলিং এর প্রয়োজনীয়তা এবং বিবেচ্য বিষয়গুলো আলোচনা করা হলোঃ
====================================
১) স্থাপনার ঘূর্ণন মোমেন্ট এবং তির্যক ফোর্স প্রতিরোধ করার জন্য।
২) নরম মাটি বা বালি ভরাট করা জায়গায় ভার বহন ক্ষমতা বৃদ্ধিতে।
৩) পাইল সহজেই অধিক ভারী স্থাপনার লোড বহন করতে পারে।
৪) ভবনের লোড সমূহ যেমন ডেড লোড, লাইভ লোডসহ অন্যান্য লোড সমূহের চাপে ভবনের নিচের মাটি সরে যাওয়া প্রতিরোধ করে ।
৫) ভবনের লোডকে নরম বা সংকোচনশীল মাটি বা পদার্থের মধ্য দিয়ে মাটির শক্ত স্তরে পৌঁছে দিতে সাহায্য করে ।
৬) ভবনের উচ্চতা বেশি হলে উইন্ড লোড অথবা আর্থকোয়েক লোড প্রতিরোধ করের লক্ষে অনেক সময় পাইলিং করা হয়।এতে করে মাটির অনেক গভীরে ভবনের ভিত্তিকে পৌঁছানো সম্ভব হয় ।
৭) ভূমিকম্পের মত প্রতিকুল পরিস্থিতিতে পাইলিং বেশ কার্যকর ফল দেয়। এতে কাঠামো স্থিতিশীল এবং ঝুকিমুক্ত থাকে ।
** কি কি বিষয় বিবেচনা করে পাইলিং করতে হয়:-
১) মাটির ধরন বা গুণাগুণ ।
২) নির্মাণ কাজের পদ্ধতি ।
৩) স্ট্রাকচার থেকে আগত লোডে ধরন ।
৪) নির্মাণ উপকরণ ।

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:সকল ইঞ্জিনিয়ারদের টাইমলাইনে রাখা উচিত ..........১। Specification কি?উ: ...
12/29/2024

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:

সকল ইঞ্জিনিয়ারদের টাইমলাইনে রাখা উচিত ..........
১। Specification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে specification বলে।
২।সিডিউল কি?
উ:যে নির্দেশিকায় specification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।
৩।project lauch করতে হলে কি কি দরকার হয়?
উ:ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।
৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ:৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)
৫।লে আউট কি?
উ:ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।group পানি উন্নয়ন বোর্ড+MES+LGED +রেলওয়ে +PGCB+DNCCপ্রস্তুতি
৬।গ্রিড লাইন কাকে বলে?
উ:কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।
৭।সেন্টার লাইন কাকে বলে?
উ:যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।
৮.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ:কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।
৯।layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উ:প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।
১০।পাইল লে আইট কিভাবে করতে হয়?
উ: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।
১১।১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ত্রিমি পাইপ
১৩।ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ:কমপক্ষে আধাঘন্টা বা যতক্

12/29/2024

ওয়েলডিং চলছে ,,,,

12/28/2024

আমাদের সাইটে কাজ চলছে 🥰

যখন‌ পাইল ড্রাইভ নিয়ে মিটিং চলে ,,,😉😉
12/28/2024

যখন‌ পাইল ড্রাইভ নিয়ে মিটিং চলে ,,,😉😉

Address

Chattanooga, TN

Telephone

+8801703322105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil engineer SSEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil engineer SSEL:

Videos

Share