01/19/2025
আচ্ছা আমার মনে গভীর একটা প্রশ্ন জাগছে।এই তুর্কি সব সিরিজে বেশির ভাগই দেখি মহা নবী হযরত মুহাম্মদ (স) এর নাম বলার সাথে সাথে তারা খুব সম্মান করে বুকে হাত দে।খুব বেশী প্রসংশা করে। আর এই দিখে আমাদের বাংলাদেশর কিছু কিছু বড়ো আলেম যাদের কোটি কোটি বক্ত আছে তারা দেখি নবিকে ওদের ১% ও সম্মান আর ভালোবাসা দেখায় না বরং নবীর শানে বেয়াদবি করে সবসময়। এখন আমার প্রশ্ন হচ্ছে সঠিক কারা আমাদের দেশের আলেম গুলো নাকি ওইদেশের মানুষ গুলো আমি কিছুই বুঝতাছি না।কেউ খারাপ ভাবে দেখবেন না।যার যার মতে করে উত্তর দিয়ে যাইয়েন সবাই।