Gourango & Nittananda

  • Home
  • Gourango & Nittananda

Gourango & Nittananda Gauranga or Sri Chaitanya Mahaprabhu, Nityananda. Gauranga means ‘One with the golden bodily complex

09/04/2024

Worship Krishna with love. That is the qualification for Deity worship. If you love Krishna, you will worship Him very nicely."- Srila Prabhupada
Opportunity to serve Sri Krishna daily in your home by performing His Aarti.
Paraphernalia you may need for Aarti:
1. Incense (Dhoop)
2. Lamp (Single lamp or five lamps)
3. Small Conch Shell
4. Cloth (neatly folded, you may use handkerchief)
5. Flowers
6. Chamar
7. Peacock fan

Procedure for Aarti:
1. Incense: 7 times full body
2. Lamp: 4 times on feet, 2 times on the chest, 3 times on the face, and 7 times full body. You may offer in the same manner for all deities that you have.
3. Conch shell (filled with scented water), Argya: 3 times above head, and 7 times full head.
4. Offering Cloth: 7 times full body
5. Offering Flowers: 7 times full body
6. Chamar: you may offer Chamar as many times as per time availability
7. Peacock Fan: you may offer peacock fan as many times as per time availability

In case, you do not have this much paraphernalia available you may offer Incense, Lamp, and Flowers and do Aarti at home for the pleasure of Lordships. You may also blow conch shell thrice before and
after aarti.
Mangala Aarti
Jay Jay Sree Radhe 🙏🙏

Translation of the Song in the background:

The spiritual master is receiving benediction from the ocean of mercy. Just as a cloud pours water on a forest fire to extinguish it, so the spiritual master delivers the materially afflicted world by extinguishing the blazing fire of material existence. I offer my respectful obeisances unto the lotus feet of such a spiritual master, who is an ocean of auspicious qualities.

Chanting the holy name, dancing in ecstasy, singing, and playing musical instruments, the spiritual master is always gladdened by the sankirtana movement of Lord Caitanya Mahaprabhu. Because he is relishing the mellows of pure devotion within his mind, sometimes his hair stands on end, he feels quivering in his body, and tears flow from his eyes like waves. I offer my respectful obeisances unto the lotus feet of such a spiritual master.

The spiritual master is always engaged in the temple worship of Sri Sri Radha and Krishna. He also engages his disciples in such worship. They dress the Deities in beautiful clothes and ornaments, clean Their temple, and perform other similar worship of the Lord. I offer my respectful obeisances unto the lotus feet of such a spiritual master.

The spiritual master is always offering Krishna four kinds of delicious food [analyzed as that which is licked, chewed, drunk, and sucked]. When the spiritual master sees that the devotees are satisfied by eating bhagavat-prasada, he is satisfied. I offer my respectful obeisances unto the lotus feet of such a spiritual master.

The spiritual master is always eager to hear and chant about the unlimited conjugal pastimes of Radhika and Madhava, and Their qualities, names, and forms. The spiritual master aspires to relish these at every moment. I offer my respectful obeisances unto the lotus feet of such a spiritual master.

The spiritual master is very dear, because he is expert in assisting the gopis, who at different times make different tasteful arrangements for the perfection of Radha and Krishna’s conjugal loving affairs within the groves of Vrindavana. I offer my most humble obeisances unto the lotus feet of such a spiritual master.

The spiritual master is to be honored as much as the Supreme Lord, because he is the most confidential servitor of the Lord. This is acknowledged in all revealed scriptures and followed by all authorities. Therefore I offer my respectful obeisances unto the lotus feet of such a spiritual master, who is a bona fide representative of Sri Hari [Krishna].

By the mercy of the spiritual master one receives the benediction of Krishna. Without the grace of the spiritual master, one cannot make any advancement. Therefore, I should always remember and praise the spiritual master. At least three times a day I should offer my respectful obeisances unto the lotus feet of my spiritual master.

.. Let’s pray 🙏 do one Mala 📿 together 🙏

Jay Jay Sree Radhe 🙏

This video will guide you about how to establish temple at your Home and How to perform Aarti.
You will also find the Vedic Reasons of why we are performing these services such as Aarti and deity worship.
Temple is the place where your soul finds home, but with this Guideline steps you can create the environment of Temple at your home also!
Following is the glimpse!

Aarti = Offering five natural elements, i.e. earth, water, fire, sky and air before deities

Hare Krishna 🙏 save the date for Ekadoshi fasting and Gour Purnima hail maha uttshob
18/03/2024

Hare Krishna 🙏 save the date for Ekadoshi fasting and Gour Purnima hail maha uttshob

22/02/2024

Radhe Radhe 🙏🙏

Jay Nityananda mahaprabhu Ki Jay 🙏🙏
22/02/2024

Jay Nityananda mahaprabhu Ki Jay 🙏🙏

21/02/2024

Jay Nittananda Trayodoshi 2024 🙏🙏

21/02/2024

Jay Jay Sree Radhe 🙏🙏

Shri Nittananda Mahaprabhu appearance day tomorrow. We have a prayers at 6pm. Please join us tomorrow 1411 Penrose Avenu...
20/02/2024

Shri Nittananda Mahaprabhu appearance day tomorrow. We have a prayers at 6pm. Please join us tomorrow 1411 Penrose Avenue. Hare Krishna 🙏 Jay Nitai 🙏

16/02/2024

Haribol🙏🙏

16/02/2024
Jaya Ekadoshi fasting Feb 21st. Hare Krishna 🙏
16/02/2024

Jaya Ekadoshi fasting Feb 21st. Hare Krishna 🙏

Jay Nitai 🙏🙏 Nityananda Prabhu’s appearance day is coming on Feb 21st. We will celebrating the day with prayers 🙏 let’s ...
15/02/2024

Jay Nitai 🙏🙏 Nityananda Prabhu’s appearance day is coming on Feb 21st. We will celebrating the day with prayers 🙏 let’s join us on Wednesday Feb 21 @ 6PM. Hare Krishna 🙏

Shattila Ekadoshi fasting today 🙏🙏 Hare Krishna.
06/02/2024

Shattila Ekadoshi fasting today 🙏🙏 Hare Krishna.

🌺আজকের বিষয় - ষড়রিপু !!👉 প্রথমে আসি ষড়রিপু মানে কি?☑ ষড় মানে ছয়, আর রিপু মানে শত্রু। অর্থাৎ জীবের ছয়টি প্রধান শত্রু।সেগু...
03/02/2024

🌺আজকের বিষয় - ষড়রিপু !!
👉 প্রথমে আসি ষড়রিপু মানে কি?

☑ ষড় মানে ছয়, আর রিপু মানে শত্রু। অর্থাৎ জীবের ছয়টি প্রধান শত্রু।
সেগুলো হলো ১) কাম, ২) ক্রোধ, ৩) লোভ, ৪) মোহ, ৫) মদ, ৬) মাৎসর্য।

👉 কেন এই ছয় টি রিপু কে প্রধান শত্রু বলা হচ্ছে?
তো আমরা দেখি এই জগতে আমাদের অনেক শত্রু আছে যারা আমাদের ক্ষতি করতে চায়। যেমন - আমাদের ধন সম্পদ লুন্ঠন করে, কটু কথা বলে, বিপদে ফেলতে চাই, অস্ত্র দ্বারা আঘাত করে, একদম সর্বোচ্চ ক্ষতি আমাদের হত্যা করতে পারে, কিন্ত এত ক্ষতি সাধন করা শর্তেও কেন তারপরও এদের জীবের প্রধান শত্রু না বলে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, কে প্রধান শত্রু বলা হচ্ছে?

তার কারন হচ্ছে তথাকথিত শত্রুরা আমাদের সর্বোচ্চ ক্ষতি হত্যা করতে পারে, অর্থাৎ আমাদের এই জড় দেহের বিনাশ করতে পারে, তো ভগবদগীতা অনুসারে আমরা জানতে পারি যে এই জড় জগৎ হচ্ছে দুঃখালয়ম অশ্বাশতম অর্থাৎ এই পৃথিবী হচ্ছে দুঃখের আলয়। আর আমরা এই জড় দেহ নয়, আমরা হলাম চিন্ময় আত্মা।
এই জড় দেহের এক দিন না একদিন বিনাশ হবেই। আর আমাদের লক্ষ্য হচ্ছে "অন্তকালে চ মাম এব...." অর্থাৎ অন্তিম কালে ভগবান কে স্মরণ করে এই দুঃখের আলয় থেকে মুক্তি লাভ করে ভগবানের ধামে ফিরে যাওয়া।
তো আমরা দেখতে পাই এই জগতের জীব রুপি শত্রুরা আমাদের সর্বোচ্চ ক্ষতি এই দেহের বিনাশ করলে ও অন্তত এই দুঃখময় জগতে আবদ্ধ করে রাখেনা। তাই এটাকে আসল ক্ষতি ধরা হচ্ছেনা, অপরদিকে ষড় রিপু গুলি আমাদের বার বার জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খাইয়ে এই জগতে বন্দি করে রাখছে, তাই এই ষড়রিপু কেই জীবের প্রধান শত্রু বলা হচ্ছে।
শত্রু থেকে আমরা প্রায় সকলেই দূরে থাকতে চাই, শত্রুকে নিধন করতে চাই, অথবা তাকে বশ করতে চাই, আবার কেউ শত্রুকে বন্ধু বানাতে চাই। কিন্তু আমাদের হৃদয়াভ্যন্তরে যে ছয়টি শত্রু প্রতিনিয়ত আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার প্রতি আমাদের কোন ভ্রুক্ষেপ নেই। যার দরুন আমরা এই জড় জগৎ থেকে মুক্ত হতে পারছিনা।

✅ ষড় রিপু সর্ম্পকে একটু ব্যাখা করা যাক।

👉 কাম(Lust/Desires) --ইন্দ্রিয়তৃপ্তির জন্য অর্থাৎ ভোগ করার জন্য অত্যধিক সকল প্রকার বাসনায় হলো কাম।
শাস্ত্রে বলছে
"আত্মেন্দ্রিয়প্রীতি-বাঞ্চা- তারে বলি 'কাম'।
কৃষ্ণন্দ্রেয়প্রীতি- ইচ্ছা ধরে প্রেম নাম।"
অর্থাৎ নিজের ইন্দ্রিয়-তৃপ্তির বাসনাকে বলা হয় কাম, আর শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম।
কাম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে- সম্ভোগেচ্ছা, কামনা, বাসনা, ইচ্ছা, অভিলাষ, অনুরাগ ইত্যাদি। আবার কাম বলতে যে শুধু যৌন বাসনাকেই বোঝায় তা নয়, তদুপরি পরমেশ্বর ভগবানের প্রীতি বিধান ব্যতিত সমস্ত বাসনায় কাম। তবে সমস্ত কামের মধ্যে যৌন বাসনা সবচেয়ে ভয়ানক। কামকে চুলকানির সাথে তুলনা করা হয়েছে। যেমন শরীর এর কোন স্থানে চুলকানি হলে সেই স্থানে চুলকালে সেই প্রদাহ টা কমে না বরং বাড়ে৷ তাই বলা হচ্ছে ঘী ঢেলে যেমন আগুন নিভানো যায় না তেমনি কাম উপভোগের দ্বারা কখনো কাম কে নিবৃত্তি করা যায়না।
বলা হচ্ছে অন্য ৫টি রিপু কামেরই রুপাত্নর, অর্থাৎ কাম থেকেই অন্য সব রিপু গুলি আসে।
ভগবদগীতার ৩/৩৭-৪৩, ৫/২২, ১৬/২১ নং শ্লোক গুলিতে ভগবান এই কাম সসম্পর্কে বর্ননা করেছেন।

👉ক্রোধ(Anger) - কামনা পূর্তি না হলে এই কাম ই ক্রোধে পরিনত হয়। এই ক্রোধ হচ্ছে আমাদের একাদশ ইন্দ্রিয় মনের অতৃপ্তি বা অসন্তোষের আগ্রাসী ও বৈরীভাব সমন্বিত অনুভূতি।
মূলকথা হলো ক্রোধিত হলে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং আমরা এর দাস হয়ে যায়। এভাবে ক্রোধ শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক, ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক রাজনৈতিক, বা পারিবারিক প্রভৃতি নানা ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে। তাই এই ক্রোধ বিপদের ই পূর্বাভাস।
ক্রোধিত ব্যক্তির মস্তিষ্কের ভাল-মন্দের বিচার ক্ষমতা হারিয়ে নির্বোধের ন্যায় আচরণ করে।
আগ্নেয়গিরিতে যেমন ফুল ফোটা সম্ভব নয় তেমনি হৃদয়ে ক্রোধাগ্নি প্রজ্জ্বলিত হলে তাতে কখনো আনন্দরুপ পুষ্প প্রষ্ফুটিত হওয়া সম্ভব নয়।
এই ক্রোধ সম্পর্কে গীতায় ২/৫৬,৬২,৬৩, ৫/২৬, ১৬/১,২,৩,২১ নং শ্লোক এ বর্ননা দিয়েছেন।

👉লোভ(Greediness):
এই কাম উত্তম ভোগ্য দ্রব্যাদি বা ধন ঐশ্বর্যের প্রতি অতিমাত্রায় আকৃষ্ট হলে তাকে লোভ বলা হয়।
অর্থাৎ প্রয়োজন এর চেয়ে বেশি চাওয়া বা অর্জন করার প্রবল ইচ্ছায় হলো ভোগ।
বর্তমানে সবাই ভাবছে বাড়ি, গাড়ি, আমার ভবিষ্যৎ, উত্তরসূরী, সোসাল স্ট্যাটাসের জন্য আমার কোটি কোটি টাকা প্রয়োজন। মানুষ বুঝতেই পারছেনা কোনটি লোভ আর কোনটি প্রয়োজন।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে লোভের ঘুর্নিপাকে মানুষ তার প্রয়োজন কে ও শান্তিপূর্ণভাবে ভোগ করতে পারছেনা।
এমন অনেক ব্যক্তি আছে যারা স্বর্ণ লাভের আসায় রুপা হারায়। টাকার প্রশ্ন এলে লোভের বশবর্তী হয়ে মানুষ ধর্মকেই ভুলে যায়।
কিন্তু ভগবান পূর্ণ-হস্ত নয়, রিক্ত- হস্ত যার তাকেই ভগবান কৃপা করেন।।
গীতার ১৪/১৭, ১৬/২১, ১৭/২৫ নং শ্লোক গুলিতে ভগবান এই লোভ সর্ম্পকে বর্ননা করেছেন।

👉মোহ(Illusion): সংস্কৃত মোহ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে মূর্চ্ছা, অজ্ঞান, দুঃখ, অবিদ্যা। কামনা বা বিষয় যখন মানুষকে অনিত্য জড় বস্তুতে আসক্ত করে রাখে এবং স্বরুপ উপলব্ধি করতে দেয়না তাকে মোহ বলে। অন্যভাবে বলা যায়, যা জ্ঞানের বিরোধী, তাকে বলা হয় মোহ। প্রকৃত জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের দাস বলে জানতে পারা। কিন্তু নিজেকে সেরুপ চিন্তা করার পরিবর্তে জীব তার দেহকেই নিজের স্বরুপ বলে মনে করে এবং সে ভাবে যে, সে দাস নয়, সে হচ্ছে সকল কিছুর অধিপতি বা কর্তা। এটিই হচ্ছে মোহ।

👉মদ/অহংকার( Pride/Arrogance): মদ মানে দম্ভ, গর্ব, দর্প, অভিমান বা অহংকার। মোহ বা অজ্ঞানতার ফলে যখন ভাবে আমি ধনী, আমি মানী, আমি বিদ্বান, এরুপ অহমিকার রুপ নেই তাকে বলা হয় মদ(অহংকার)।
শ্রীমদ্ভাগবতে(১০/১০/০৮) এ নারদ মুনি চার প্রকার মদের কথা উল্লেখ করেছেন, যথা ১) ঐশ্বর্য ২) শ্রী বা দেহের সৌন্দর্য। ৩) উচ্চকূলে জন্ম এবং ৪) বিদ্যা।
তো বলা হচ্ছে যারা এই চার প্রকার বিষয় নিয়ে গর্ব করবেন তারা কখনোই ভগবান কে লাভ করতে পারবেনা।।
গীতায় ১৬/৪,১৩,১৪,১৫. ১৮/২৬,৩৮ নং শ্লোক গুলিতে ভগবান মদ সর্ম্পকে বর্ননা দিয়েছেন।

👉মাৎসর্য (Jealousy/ Envy) : মাৎসর্য শব্দের আভিধানিক অর্থ হচ্ছে হিংসা, বিদ্বেষ, ঈর্ষা বা পরশ্রীকাতরতা। অহংকার বশত কেউ যখন নিজ অপেক্ষা অন্যের অধিক ধন, মান, বিদ্যা, সৌন্দর্য দর্শনে স্বীয় ধন, মানাদির গর্বকে খর্ব বোধ করে, তখন চিত্তে যে এক প্রকার ক্ষোভ বা অসহিষ্ণুতা সৃষ্টি হয়, তাকে বলা হয় মাৎসর্য বা পরশ্রীকাতরতা।
এই মাৎসর্য বিভিন্ন মাত্রায় জীবকে তাড়িত করে।
প্রাথমিক অবস্থায় অপরের উন্নতি বা ভালো কিছু সহ্য হয়না এবং মনে বিষন্ন আসে। এরপর অন্যের ক্ষতি কামনা করে এবং চরমে ব্যক্তি নিজেই যেকোনো প্রকারে, এমনকি নিজের ক্ষতি করে হলে ও অন্যের ক্ষতি সাধনের চেষ্টা করে তার প্রগতি রোধ করে।
এই মাৎসর্য সসর্ম্পকে ভগবান গীতায় ১২/১৩,১৪. ১৬/১৯. ১৮/৭১ নং শ্লোক গুলিতে ব্যাখ্যা দিয়েছেন।
সবাই কে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে পড়ার জন্য।

✅ ষড়রিপু থেকে মুক্ত হওয়ার কৌশল বা কিভাবে তা কৃষ্ণ সেবাই কাজে লাগানো যায় সে সর্ম্পকে শাস্ত্র থেকে পরবর্তী সংখ্যায় দেয়ার চেষ্টা করবো। আর এই পোস্ট থেকে কোন বিষয় টি আপনার Heart ♥ touch করেছে এবং ষড়রিপু থেকে আপাদত নিজের জীবন থেকে আস্তে আস্তে কি কি বাদ দেওয়ার জন্য ভাবছেন তা কমেন্ট এ জানাবেন।

হরেকৃষ্ণ!!

Hare Krishna 🙏🙏
02/02/2024

Hare Krishna 🙏🙏

31/01/2024

Ekadoshi maharani ki jay 🙏

30/01/2024

Jay Preamananda maharaj ki jay 🙏🙏

30/01/2024

Must listen 👂 so we can elevated ourselves. Haribol 🙏🙏

30/01/2024

Jay Srila Prabhupada Ki Jay 🙏🙏

30/01/2024

Hare Krishna 🙏🙏

30/01/2024

Bhagavat Gita in 10 minutes

28/01/2024

Hare Krishna 🙏🙏 Tulshi Mahima

27/01/2024

Shattila Ekadoshi fasting on Feb 6th and Parana next day 06:59Am to 09:04Am. Hare Krishna 🙏

26/01/2024

All Glories to Srila Prabhupada ki jay 🙏🙏

26/01/2024

Hare Krishna 🙏🙏

Address

1411 Penrose Avenue

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gourango & Nittananda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gourango & Nittananda:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share