grameentv.com

grameentv.com grameentv.com

স্বাধীন দেশের নানা অসংগতি নিয়ে কথা বলার ভয় আসলে গণতন্ত্র ও মত প্রকাশের অধিকার চর্চার অভাবের বহিঃপ্রকাশ। ভয় হওয়ার মূল কার...
11/18/2024

স্বাধীন দেশের নানা অসংগতি নিয়ে কথা বলার ভয় আসলে গণতন্ত্র ও মত প্রকাশের অধিকার চর্চার অভাবের বহিঃপ্রকাশ। ভয় হওয়ার মূল কারণগুলো হতে পারে:
1. অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ: স্বাধীন দেশে রাজনৈতিক মতভেদ এবং প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর অবস্থান অনেক সময় মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।
2. আইনি হয়রানি: অনেক ক্ষেত্রে সত্য কথা বলার জন্য মানুষকে আইনি হয়রানির শিকার হতে হয়। মানহানি মামলা বা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এ ধরনের ভয় সৃষ্টি করতে পারে।
3. সামাজিক চাপ: সামাজিক এবং পেশাগত জায়গায় কথা বলার পরিণতি হিসেবে হেনস্থা বা চাকরি হারানোর ভয় থাকতে পারে।
4. সংবাদমাধ্যমের সীমাবদ্ধতা: স্বাধীন সাংবাদিকতার অভাব এবং সেন্সরশিপের কারণে অনেক সময় আসল বিষয়গুলো সামনে আনা কঠিন হয়ে পড়ে।
5. অপপ্রচার ও সামাজিক মিডিয়া: সত্য কথা বলার পর ভিন্নমতাবলম্বীদের দ্বারা অপপ্রচার বা সাইবার বুলিং-এর শিকার হওয়ার আশঙ্কা থাকে।

তবে, পরিবর্তনের জন্য সাহসিকতার সঙ্গে এসব অসংগতি নিয়ে কথা বলা জরুরি। সঠিক উপায়ে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগুলো নিয়ে আলোচনা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এখন কেউ ফ্যাসিবাদের মতো আচরণ করলে পরিণতি আরও করুণ হবে: জামায়াতের আমির
10/27/2024

এখন কেউ ফ্যাসিবাদের মতো আচরণ করলে পরিণতি আরও করুণ হবে: জামায়াতের আমির

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা ইরানে ইসরায়েলের হামলা
10/26/2024

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা ইরানে ইসরায়েলের হামলা

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় জলাবদ্ধ সাড়ে চারশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার...
10/26/2024

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় জলাবদ্ধ সাড়ে চারশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দেওয়ানী পাড়া ও লাউতারা গ্রামের সাড়ে চারশ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে জলাবদ্ধ পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মিনাল কান্তি, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মান্নান মোড়ল, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার, সদস্য সচিব মন্টু প্রমুখ।

নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.নূর নবী প্রকা...
10/26/2024

নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.নূর নবী প্রকাশ নয়নকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

নূর নবী (৪১) হাটহাজারীর ধলই এলাকার মৃত মফজল আহমেদের ছেলে।


র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.শরীফ-উল-আলম জানান, ঢাকার আশুলিয়া থানার মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নূর নবী নগরের অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পলাতক আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ইনস্টিটিউট, ল্যাব, সহকারী প্রভোস্টসহ বিভিন্ন প্রশাসনিক...
10/26/2024

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ইনস্টিটিউট, ল্যাব, সহকারী প্রভোস্টসহ বিভিন্ন প্রশাসনিক পদে একযোগে মোট ১৭ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার, সিএসআরআইএল ল্যাবরেটরি, ড. এম এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট, সাইবার সিকিউরিটি সেন্টার, আইসিটি সেল, আইকিউএসি, ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের পরিচালক ও উপ/সহকারী/সহযোগী পরিচালক ও সহকারী হল প্রভোস্ট।


যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিবের সই করা পৃথক পৃথক অফিস আদেশে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বপ্রাপ্ত সবাইকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সব বেতন-ভাতাদি প্রাপ্ত হবেন।

যবিপ্রবি সেন্টার ফর সফস্টিকেটেড ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাব (সিএসআরআইএল) ও জিনোম সেন্টারের পরিচালক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। একই সঙ্গে দুই ল্যাবের উপ-পরিচালক হয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক ও একই বিভাগের সহকারী অধ্যাপক ড. আলাউদ্দীন। ড. এম এ ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. আমিনুর রহমান। একই সঙ্গে ইনস্টিটিউটটির সহযোগী পরিচালকের দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রসিদ।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, এই বিশ্...
10/26/2024

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয় বিশেষায়িত। এই বিশেষায়িত বিষয়গুলোকে কাগজে-কলমে রাখার সুযোগ নেই।

প্রতিটি বিষয়েই যাতে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা পায় আমাদের সেটি নিশ্চিত করতে হবে।
শনিবার (২৬ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ে যোগদান পরবর্তী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা সভায় উপাচার্য একথা বলেন। এ সময় নবনিযুক্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা আমাদের প্রাণ। তাদের সেবা প্রদান যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন আনন্দ নিয়ে শিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রের জন্য বেরিয়ে যেতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান।

রাষ্ট্রপতি পরিবর্তন ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জা...
10/26/2024

রাষ্ট্রপতি পরিবর্তন ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি পরিবর্তন ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের জানান, ২৩ অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। ফ্যাসিবাদ বিলুপ্তির পথে আরেকটি জরুরি বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেটি রাষ্ট্রপতিকে অপসারণ। আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি। আজকে বিএনপির সঙ্গে আলোচনা করেছি।
হাসনাত আবদুল্লাহ জানান, বিএনপির সঙ্গে ৩টি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে, সেকেন্ড রিপাবলিক কীভাবে গঠন করা যায় এবং কীভাবে ঘোষণা দেবÑ তা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কীভাবে দ্রুততম সময়ে অপসারণ করা যায় এবং কীভাবে রাজনৈতিক সংকট দূর করা যায়। তৃতীয়ত, জাতীয় ঐক্যকে ধরে রেখে কীভাবে সরকার পরিচালনা করা যায় তা নিয়ে কথা বলেছি।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির আমাদের সব কথা শুনেছে। তারা জানিয়েছেন আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে পরে তাদের সিদ্ধান্ত জানাবে। এর আগে জামায়াতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তারা একমত পোষণ করেছেন বলেও জানান হাসনাত। তিনি বলেন, একই ইস্যুতে আমরা ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেছি। তারাও নৈতিকতার জায়গা থেকে রাষ্ট্রপতিকে অপসারণ চায়। আগামীতে এসব বিষয় নিয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করা হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধানশনিবার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য ...
10/26/2024

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

শনিবার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন সুন্নি মুসলিম জঙ্গিরা হামলাটি চালিয়েছে, তাদের সঙ্গে সীমান্তরক্ষীদের গুলি ...
10/26/2024

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন সুন্নি মুসলিম জঙ্গিরা হামলাটি চালিয়েছে, তাদের সঙ্গে সীমান্তরক্ষীদের গুলি বিনিময় হয়েছে। ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের অস্থিরতা কবলিত সিস্তান বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলাকারীরা সীমান্তরক্ষীদের দুটি টহল ইউনিটের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন সুন্নি মুসলিম জঙ্গিরা হামলাটি চালিয়েছে, তাদের সঙ্গে সীমান্তরক্ষীদের গুলি বিনিময় হয়েছে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেছেন, খাল কাটা কর্মসূচিতে গিয়ে শহীদ রাষ্ট্র...
10/26/2024

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেছেন, খাল কাটা কর্মসূচিতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, আমি একজন শ্রমিক। বেগম খালেদা জিয়া শ্রমিকের স্ত্রী হিসেবে গর্ববোধ করেছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশ স্বাধীন হয়েছে, এই আন্দোলনে শ্রমিকরা প্রাণ দিয়েছে। শতাধিক শ্রমিকের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণসহ ৩টি বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দো...
10/26/2024

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণসহ ৩টি বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৭ জন প্রতিনিধি ছিলেন বৈঠকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরীও ছিলেন বৈঠকে।

বহুল আলোচিত সমবায় ব্যাংকে গ্রাহকের বন্ধককৃত একশ’ কোটি টাকার সোনা আত্মসাতের ঘটনা তদন্তে নতুন মোড় নিয়েছে। ওই কেলেঙ্কারির হ...
10/26/2024

বহুল আলোচিত সমবায় ব্যাংকে গ্রাহকের বন্ধককৃত একশ’ কোটি টাকার সোনা আত্মসাতের ঘটনা তদন্তে নতুন মোড় নিয়েছে। ওই কেলেঙ্কারির হোতা ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদকে আগে চার্জশিট থেকে বাদ দেওয়া হলেও এখন তাকে জড়ানো হচ্ছে। তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে চার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। একই সঙ্গে চলছে সোনা আত্মসাতের ঘটনার তদন্ত।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সোনা জমা বা বন্ধক রেখে সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকরা। গ্রাহকদের সেই সম্পদ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। নথিপত্র বলছে, সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় ২০২০ সালে মহিউদ্দিন আহমেদ মোট ৭ হাজার ৩৯৮ ভরি সোনা বিক্রি করে দেন, যার বর্তমান বাজারমূল্য অনুমানিক একশ’ কোটি টাকা। এতে ব্যাংকটির ২ হাজার ৩১৬ জন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আত্মসাতের অপকর্ম ছাড়াও প্রভাব খাটিয়ে নিজের ৬৩ জন স্বজন ও আত্মীয়কে নিয়োগ দিয়েছেন ব্যাংকটিতে।

ঢাকা উত্তরার তুরাগ থানার ছাত্রলীগের সহ-সভাপতি বাধন খান নামক ব্যক্তি, যিনি ‘বাধন খান’ নামে কিশোর গ্যাং লিডার হিসেবেও পরিচ...
10/26/2024

ঢাকা উত্তরার তুরাগ থানার ছাত্রলীগের সহ-সভাপতি বাধন খান নামক ব্যক্তি, যিনি ‘বাধন খান’ নামে কিশোর গ্যাং লিডার হিসেবেও পরিচিত, উত্তরার বিভিন্ন এলাকায় একটি মাদক সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর কার্যক্রমে এলাকাবাসী আতঙ্কিত এবং নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। বাধন খান স্থানীয় কিশোরদের নিয়ে একটি শক্তিশালী গ্যাং তৈরি করেছেন এবং মাদক ব্যবসা, চাঁদাবাজি, এবং তেল চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

ঢাকা উত্তরার তুরাগ থানার ছাত্রলীগের সহ-সভাপতি বাধন খান নামক ব্যক্তি, যিনি ‘বাধন খান’ নামে কিশোর গ্যাং লিডার হিসেবেও পরিচ...
10/25/2024

ঢাকা উত্তরার তুরাগ থানার ছাত্রলীগের সহ-সভাপতি বাধন খান নামক ব্যক্তি, যিনি ‘বাধন খান’ নামে কিশোর গ্যাং লিডার হিসেবেও পরিচিত, উত্তরার বিভিন্ন এলাকায় একটি মাদক সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর কার্যক্রমে এলাকাবাসী আতঙ্কিত এবং নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। বাধন খান স্থানীয় কিশোরদের নিয়ে একটি শক্তিশালী গ্যাং তৈরি করেছেন এবং মাদক ব্যবসা, চাঁদাবাজি, এবং তেল চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

Address

1330 Huffman Road
Anchorage, AK
99515

Alerts

Be the first to know and let us send you an email when grameentv.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category