Rubel-MRA

Rubel-MRA Welcome To My Official Fan Page Rubel-MRA Stay with Us

Fantastic
08/12/2024

Fantastic

07/12/2024

Good Morning Everyone.

06/11/2024

অসাধারণ সুন্দর কিছু ফুল 🔥🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️❤️❤️‍🔥 ゚ High 5 Casino mrballen MrBeast

21/10/2024

Some big fish in the World

11/05/2024

গল্পটা FB থেকে সংগ্রহ করা,

আমার নিজের না তবুও পড়ার আনুরোধ রইলো!

আমার এক কাজিন ৪০+ স্যালারি পেতো। বিয়ে হবার পর স্বামীকে আর পাত্তা দিতো না। একটা মেয়ে বাচ্চা হবার পর সে নিজেই স্বামী কে ডিভোর্স দেয়। কারণ পুরো ফ্যামিলি তার পক্ষে।

এভাবে ২/৩ বছর যাবার পর সে বুঝতে পারে পারিবারে তার দাম ৪০ হাজার টাকা স্যালারির কারণে। একটা সময় চরম একাকিত্ব বোধ করে অসহ্য হলে বিয়ের কথা বলে।

০৭ বছরেও একটা পাত্র জুগাতে পারেনি। ঐ মেয়ে তখন হারে হারে টের পায় বাস্তবতা কত কঠিন।

এটাও টের পায় পুরুষ কে প্রতিপক্ষ ভেবে নিজের পায়ে কুড়াল মারলো।

যে পুরুষকে তুচ্ছতাচ্ছিল্য করে ডিভোর্স দিলো ঐ ছেলে ৩ মাসের মাথায় ঠিকই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে নেয়।

একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায়। বাবা অসুস্থ হয়ে যায় এসব টেনশনে মেয়ের দ্বিতীয় বিয়ে দেবার জন্য। সংসারে এত গেঞ্জাম লেগেছে যে ২ ভাই বিয়ে করে বাসা থেকে বের হয়ে যায়।

শেষ পর্যন্ত একটা মেয়ের লাইফ পর্যন্ত নষ্ট হয়নি সাথে মা বাবাও তিলে তিলে শেষ। একটা সময় নিজ কন্যার গ্রেজুয়েশন নিয়ে আত্মীয় স্বজন মহলে গর্ব করতো। এখন বিড়ালের মত মুখ লুকিয়ে হাফ ছাড়ে।

আমাদের বাকি খালাদের অল্পশিক্ষিত মেয়েদের সংসার দেখে আফসোস করে। কী ভয়ংকর বাস্তবতা। একটা সময় আমার অল্পশিক্ষিত যে খালাতো বোনরা এই শহুরে খালাতো বোনের গ্রেজুয়েশন দেখে আফসোস করতো। ভাবতো আমরা পিছিয়ে আছি। ঐ মেয়ে জব করে সেটেল।

আজ ঐ মেয়ে আফসোস করে ক্যানো অল্পশিক্ষিত থেকে বিয়ে হলো না।

ক্যানো যৌবনের আনন্দ থেকে বঞ্চিত হলো। ক্যানো পরিবার আর সংসারের ছোয়া থেকে বঞ্চিত হলো।

এই ফেমিনিজম কত লাখ মেয়ের জীবন নষ্ট করেছে। সেটার হিসাব নেই। আর এই কারণেই শেষ পর্যায়ে তারা কট্টর ধর্ম বিদ্বেষী হয়ে পড়ে। কট্টর পুরুষ বিদ্বেষী হয়ে পড়ে।

তবুও একদল বাস্তবতাকে মেনে নিবে না নিছক অহংকারীতায়।।

10/05/2024
09/05/2024

জিন্দা থাকলে নিন্দা হবেই😜

কেউ কিছু বলবা 🫣🫣🫣🫣🙄😜
20/03/2024

কেউ কিছু বলবা 🫣🫣🫣🫣🙄😜

 #বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিতজীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায়কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা...
18/03/2024

#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত
জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায়
কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু
পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ
দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে।
তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলাে, কিন্তু
ভালােবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ
করে ভালাে কিছু করার জন্যে চলে যান দেশের
বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের
ভালােবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে
প্রবাসী বলে বিবাহ দেননি। ভালাে চাকুরী মানেই কি
সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা
জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায়
বিষ ঢেলে দিলাে। ভালােবাসার জন্যে ঘর ছেড়েছিলাে,
সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা
জানি। শুধু গায়ের রঙটা কালাে বলে প্রেমিকের বাবা
মায়ের হাজারাে অবহেলার কথা মাথায় তুলে নিয়ে
রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলাে। সেরা
বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী
হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে
বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ
পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী
সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার
থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়ােজনটা থামাতে
পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা
গেলাে। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে
সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের
গেঁড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন,
সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব
জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ
আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলাে।
তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী
অসুস্থ। আজ বারাে বছর হলাে দুই সন্তান ও অসুস্থ
স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই
ছিলাে, ভালাে চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের
সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও
এখন হােমিওপ্যাথিক চিকিৎসক এবং হােমিওপ্যাথিক
কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএলবি পাশ
করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ
ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!
আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে
কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা
জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

🙂আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনাে
আসে না। আমরা কখনাে পরিপূর্ণভাবে সুখী হতে পারি
। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতাে রঙিন হয় না।
কপি-পেস্ট

সুন্দরবনের একটি বাঘ দিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়। যার বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা! বাঘের কোন ইনকাম ...
02/03/2024

সুন্দরবনের একটি বাঘ দিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়। যার বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা! বাঘের কোন ইনকাম নাই, নাই কোনো চিন্তা, তবে খাবারের খোঁজে তাকে হাঁটতে হয় বহু মাইলের পর মাইল। কিন্তু আপনি দিনে ভাত খান বড়জোর ৫০০ গ্রাম, তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন, আরো কত কী....! আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার অনেক দুশ্চিন্তা। বাঘ চিন্তা করে আজকে কি খাবো; আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো! আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুন। আমিন।

সুন্দরবনের একটি বাঘ দিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়। যার বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা! বাঘের কোন ইনকাম ...
02/03/2024

সুন্দরবনের একটি বাঘ দিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়। যার বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা! বাঘের কোন ইনকাম নাই, নাই কোনো চিন্তা, তবে খাবারের খোঁজে তাকে হাঁটতে হয় বহু মাইলের পর মাইল। কিন্তু আপনি দিনে ভাত খান বড়জোর ৫০০ গ্রাম, তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন, আরো কত কী....! আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার অনেক দুশ্চিন্তা। বাঘ চিন্তা করে আজকে কি খাবো; আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো! আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুন। আমিন।👍❤️👎👍👎👍

এই গেইট দিয়ে একবার ভিতরে ডুকে গেলে আর সহজে বের হয়ে আসা যায় না! 🌎🌍👍এই গেইট পার হবার পরেই বদলে যায় অনেক কিছু.. নিজের দেশ, ...
28/02/2024

এই গেইট দিয়ে একবার ভিতরে ডুকে গেলে আর সহজে বের হয়ে আসা যায় না! 🌎🌍👍
এই গেইট পার হবার পরেই বদলে যায় অনেক কিছু.. নিজের দেশ, শহর, গ্রাম, মা-বাবা, ভাই-বোন বন্ধু সব ছাড়া বছরের পর বছর একা বেঁচে থাকতে হয়। এই গেইট পার হওয়ার পর দেশে ফিরে যাওয়া স্বপ্নের মতো হয়ে যায়।🇧🇩🌍🌎❤️

আমরা বাংলাদেশের মানুষ সহজে বুঝি ব্যাপারটা।
28/02/2024

আমরা বাংলাদেশের মানুষ সহজে বুঝি ব্যাপারটা।

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাস :মিরপুর: এককালে এই এলাকায় বসত ছিল মীর সাহেবের। তার নামানুসারেই গোটা এলাকা পরিচ...
10/02/2024

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাস :

মিরপুর: এককালে এই এলাকায় বসত ছিল মীর সাহেবের। তার নামানুসারেই গোটা এলাকা পরিচিত হয়েছে মিরপুর নামে। তবে এখানে যে নদী বন্দর রয়েছে, মুঘল আমলে তা ছিল শাহ বন্দর নামে খ্যাত। আর পাক আমলে এলাকাটি অবাঙালি অধ্যুষিত ছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের অধিকাংশ এলাকা শত্রুমুক্ত হলেও ১৯৭২ সালের ৩১ জানুয়ারি স্বাধীন হয় মিরপুর।

সোবহানবাগ: সোবহানবাগ এলাকাটি বৃটিশ আমলে ছিল ধানক্ষেতে পরিপূর্ণ। পুরান ঢাকার ইসলামিয়া লাইব্রেরির প্রতিষ্ঠাতা এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি প্রশাসক জাহাঙ্গীর মোহাম্মদ আদিলের পিতামহ মাওলানা আবদুস সোবহান এলাকাটি কিনে একটি বাগান প্রতিষ্ঠা করেন। তার নামেই এলাকাটির নামকরণ করা হয়। বর্তমান সোবহানবাগ মসজিদটি শুরুতে ছোট করে তিনিই নিজ খরচেই নির্মাণ করেছিলেন। তখন মসজিদের পাশে একটি পুকুরও খনন করা হয়েছিল। ১৯৪০ সালে মাও. আবদুস সোবহান মারা গেলেও তার নামটি রয়ে গেছে।

ফার্মগেট: ব্রিটিশ সরকার কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার নিমিত্তে একটি ফার্ম বা খামার নির্মাণ করেছিল এই এলাকায়। সেই ফার্মের গেট বা প্রধান ফটকের নামানুসারেই গোটা এলাকার নাম হয়ে যায় ফার্মগেট।

গুলিস্তান: ঢাকা সিটি কর্পোরেশনের হোল্ডিংয়ের তালিকায় গুলিস্তান নামের কোনো জায়গার নাম নেই বরং এলাকার কেতাবী নাম বঙ্গবন্ধু অ্যাভিনিউ। গুলিস্তান শব্দটির শাব্দিক অর্থ “ফুলের বাগান”। আজকের গুলিস্তানে ফুলের বাগান কিংবা গুলিস্তান সিনেমা হল, কোনটিই নেই। কিন্তু মানুষের মুখে মুখে নামটি রয়ে গিয়েছে।

পানিটোলা: যারা টিন-ফয়েল তৈরি করতেন তাদের বলা হত পান্নিঅলা। পান্নিঅলারা যে এলাকায় বাস করতেন তাকে বলা হতো পান্নিটোলা। পান্নিটোলা থেকে পানিটোলা।

বাহাদুর শাহ পার্ক: ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের নায়কেরা মহারানী ভিক্টোরিয়ার নামে থাকা এই উদ্যানের নামটি বদল করে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ (জাফর) এর নামে নামকরণ করে।

ডিস্টিলারি রোড: ধূপখোলার উপর দিয়ে যে লম্বা রাস্তাটি চলে গেছে এটিই ডিস্টিলারি রোড। এমন নামকরণের কারণ, ব্রিটিশ আমলে সেখানে ছিল সরকারি ডিস্টিলারি বা মদ্য উৎপাদনকেন্দ্র ও শোধনাগার। সহজ বাংলায় যাকে বলে ভাটিখানা। ধোলাইখাল থেকে পানি উত্তোলন করে তাই দিয়ে মদ উৎপাদন করা হতো এই ভাটিখানায়।

মতিঝিল: মুঘল আমল থেকেই একটি প্রসিদ্ধ এলাকা হিসেবে এর পরিচিতি। মতিঝিল একসময় মীর্জা মোহাম্মদের মহলের জন্য সুপরিচিত ছিলো। মহলের মধ্যে ছিলো একটি পুকুর। যা“মোতির ঝিল” নামে পরিচিত। এই ঝিলটির জন্যই এলাকাটিকে মতিঝিল নামকরণ করা হয়।

যাত্রাবাড়ি: যাত্রাবাড়ি এক সময় ছিলো নিভৃত পল্লী। তখন যাত্রাবাড়িসহ বিশাল এলাকা ব্রাহ্মণচিরণ নামে পরিচিত ছিলো। এলাকাটির একটি বাড়িতে নিয়মিত যাত্রাপালা হতো, যার কারণে সেটি যাত্রাবাড়ি নামে পরিচিত ছিলো। সেই থেকে এলাকাটি যাত্রাবাড়ি নামে পরিচিতি লাভ করে।

নীলক্ষেত: ব্রিটিশরা এদেশে আসার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নীলচাষ শুরু করে। সেসময় ঢাকার বর্তমান নীলক্ষেতের বিশাল এলাকাজুড়ে নীলের চাষ হতো। তখন থেকে লোকমুখে এলাকাটি নীলক্ষেত নামেই পরিচিতি পায়। ইতিহাস ঐতিহ্য ঢাকা। রক্ষা করাটা আমাদের দায়িত্ব।
(সংগৃহীত)

#প্রত্নতত্ত্ব

💁‍♂️এগুলো হলো কালো আঙুর কিন্তু কিছু লোকে বলবে এটা কালো জাম😀এটা  মানুষের খুব প্রিয়,,,,এর সঠিক নাম কি, আপনার আঞ্চলিক ভাষায...
06/02/2024

💁‍♂️এগুলো হলো কালো আঙুর কিন্তু কিছু লোকে বলবে এটা কালো জাম😀এটা মানুষের খুব প্রিয়,,,,এর সঠিক নাম কি, আপনার আঞ্চলিক ভাষায়

06/02/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Najir Ali, Abdus Samad, MD Mizan Miya, Md Tasdid Ahmed, MD Kalu, MD Sohel Rana, Md Doeyl, Mohadeb Kormokar, Fulchn Ali, Md Rifat

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rubel-MRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel-MRA:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share