শেরে বাংলা এ কে ফজলুল হক

শেরে বাংলা এ কে ফজলুল হক Muslim's brotherhood
(21)

04/01/2024

যৌবনের প্রথম ভোট
মাহিয়া মাহির বুকে হউক

04/01/2024

ডিবি পরিচয়ে ২০০ ভরি সোনা লু ট তিন পুলিশ কর্মকর্তার

02/01/2024

মাহির নির্বাচনী কার্যালয়ে আ’গু’ন, ইউপি চেয়ারম্যানসহ আ’সা’মি ১০

01/01/2024

গাজা উপত্যকায় যুদ্ধ করতে যাওয়া দখ/ ল দা:র ইস : রায়/লি সেনারা ভয়াবহ পরজীবি সংক্রামক রোগ লিশম্যানিয়ায় আক্রান্ত হচ্ছে। 👇

01/01/2024

সাপ্তাহিক ২ দিন ছুটিসহ ৭০ হাজার টাকা বেতনে চাকরি
বিস্তারিত কমেন্টে...

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি বানানোর প্রযুক্তিটা এসে গেছে একদম পারফেক্ট সময়ে। হাজার বছরের ঐতিহ্যে ধাবমান গর্বিত...
31/12/2023

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি বানানোর প্রযুক্তিটা এসে গেছে একদম পারফেক্ট সময়ে। হাজার বছরের ঐতিহ্যে ধাবমান গর্বিত জাতির উন্নয়নের জয়যাত্রা এখন থেকে ঘটবে সচিত্র। ভুখা, অর্ধভুখা ও ময়লায় গড়াগড়ি খাওয়া বাঙেরা ফেইসবুকে এসে প্রচন্ড গর্বের সাথে পিকচার-পারফেক্ট উন্নয়ন করতে থাকবে। বাংলাদেশের দুর্লভ স্থিরচিত্রের আর্কাইভ শীর্ষক পেইজে প্রকাশিত ছবিটিতে দেখা যাচ্ছে তেমনই এক ঐতিহাসিক মুহুর্তের ছবি।

নীল আর্মস্ট্রং বলেছিলেন, এটি একটি ছোট্ট পদক্ষেপ কিন্তু মানবতার জন্য এ এক বিশাল পদক্ষেপ।

বাঙ-ফুয়েরার ও তেমনি পেছনে দাঁড়ানো হেলমেট বাহিনীর উদ্দেশ্যে বলছেন, কুত্তো কা আওলাদো অওর গোলামো, চন্দ্র খানা পিনা খতম। কুছ তো মিলাহ। উধার মঙ্গল দেখা যাতা হ্যায়। খানে কে লিয়ে জোর কদম ছে চলো।

31/12/2023

ফানুস বা আতশবাজীর প্রার্থনা করার ক্ষমতা নাই। ওরা আপনার হ্যাপি নিউ ইয়ারের উইশ খোদার কাছে পৌঁছাইতে পারবে না।

কিন্তু আপনাদের ঐ ফানুসের আগুনে যাদের ঘর পুড়বে, তারা মজলুম। তাদের প্রার্থনা করার ক্ষমতা আছে।

আপনাদের আতশবাজীর আগুনে যে পাখিটা মইরা যাবে, সেও মজলুম। তার কিন্তু খোদার কাছে যাইয়া আপনার নামে অভিযোগ করার ক্ষমতা আছে।

আপনার বিকট শব্দে বাজানো গানে যে বৃদ্ধ মানুষটার হার্টের ব্যাথা আরেকটু বাড়বে, সেও মজলুম। সে যদি আপনার নামে খোদার কাছে অভিযোগ করে, আপনার নতুন বছরের কী হবে, ভাইবা দেখসেন?

আপনার নিউ ইয়ারের উইশ নিয়ে আপনার ফানুস খোদার কাছে পৌছাবে কি না আমি জানি না, কিন্তু আপনার ফানুসের আগুনে যার ঘর পুড়েব, সেই মানুষটার অভিশাপ কিন্তু খোদার কাছে পৌঁছায় যাবে।

ফানুস আর খোদার মধ্যে আলোকবর্ষের দূরত্ব থাকে, বাট মজলুমের সাথে খোদার কোন পর্দা থাকে না, কথাটা মনে রাইখেন।

ইতোমধ্যেই জেনেছেন আফগানি মুদ্রা বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা হিসেবে আবির্ভূত হয়েছে। বিজ্ঞান চর্চা থেকে দৃশ্যত: পিছিয়ে...
29/12/2023

ইতোমধ্যেই জেনেছেন আফগানি মুদ্রা বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা হিসেবে আবির্ভূত হয়েছে। বিজ্ঞান চর্চা থেকে দৃশ্যত: পিছিয়ে থাকা আফগানিস্তান আরেক চমক দেখাচ্ছে।

সম্পূর্ণ নিজেদের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশনে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। যা আফগানিস্তানের উত্তরাঞ্চলের চেহারা বদলে দিবে।

প্রকল্পটি হচ্ছে কুশতেপা খাল। আফগানিস্তানের উত্তরাঞ্চলের মেগা প্রজেক্ট। আমুদরিয়া নদীর পানি সেচ এর জন্য ডাইভার্ট করতে এ প্রজেক্ট।

সম্পূর্ণ দৈর্ঘ ২৮৫ কিলোমিটার, দুরত্ব হিসেবে ঢাকা থেকে সিলেটের দুরত্ব থেকে একটু বেশি।

প্রথম ফেজের ১০০ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে আবার দুটি রেইলওয়ে এবং হাইওয়ে ব্রিজও আছে।

এখন পর্যন্ত খরচ হয়েছে ১৮০ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকার এখনকার রেট হিসেবে ২ হাজার কোটি টকার মত।

জাতিগত দ্বন্দ্ব, বহির্বিশ্বের চোখ রাঙানি, সংকট সব কাটিয়ে অন্য এক আফগানিস্তান ধরা দিচ্ছে সবার সামনে।

২০১৮ সালের ৪ আগস্ট বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকোটের গাড়িতে হামলা করে ছাত্রলীগ নেতা নাইমুল হ...
28/12/2023

২০১৮ সালের ৪ আগস্ট বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকোটের গাড়িতে হামলা করে ছাত্রলীগ নেতা নাইমুল হাসানের নেতেৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২০২৩ সালে এসে সেই একই দলের নেতারা বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে সরাসরি হ*ত্যার হুমকি দেয়।

আওয়ামী লীগের এইসব কর্মকাণ্ড বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এবং আওয়ামী লীগ কার্যত একটি স*ন্ত্রাসী সংগঠন হিসেবে প্রকাশ পেয়েছে।

27/12/2023
মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী। দেশটির কোতো টিঙ্গি জেলা থেকে দলবদ্ধভাবে তাদের আটক করা হয়। আটক ...
26/12/2023

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী। দেশটির কোতো টিঙ্গি জেলা থেকে দলবদ্ধভাবে তাদের আটক করা হয়। আটক এসব বাংলাদেশি তিন থেকে ছয় মাস আগে মালয়েশিয়া এসেছেন। তবে তারা এখনও কাজের সন্ধান পাননি। এজন্য তারা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছিলেন।

২০১৯ সালের ১৯ এপ্রিল স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় গেছে ভারতীয় তরুণী ময়ুশি ভগত। কিন্তু পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ধার...
26/12/2023

২০১৯ সালের ১৯ এপ্রিল স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় গেছে ভারতীয় তরুণী ময়ুশি ভগত। কিন্তু পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সেখানে গোয়েন্দা নজরদারি করতেই এই তরুণীকে আমেরিকায় পাঠিয়েছে ভারত।

যেভাবে বাংলাদেশকে গ্রাস করে নিচ্ছে ভা.র.ত। সহযোগিতায় এদেশের ভা.র.তীয় এ.জে.ন্টরা।
24/12/2023

যেভাবে বাংলাদেশকে গ্রাস করে নিচ্ছে ভা.র.ত। সহযোগিতায় এদেশের ভা.র.তীয় এ.জে.ন্টরা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নাটোর জেলা শিবিরের সাবেক সভাপতি,মাহসিন আলম ও তার সম্মানিত বাবা কারাগারের উদ্দেশ্যে বাসা থেকে বের হ...
23/12/2023

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নাটোর জেলা শিবিরের সাবেক সভাপতি,
মাহসিন আলম ও তার সম্মানিত বাবা কারাগারের উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছেন। পরিবারের অন্য সদস্যরা শেষ বিদায় দিচ্ছেন। আল্লাহ আপনার রহমতের চাদরে সবাইকে আবৃত রাখুন।

হাদিসে বলা হয়েছে মাজলুমের কান্না ও আল্লাহর মাঝে কোন দেয়াল থাকে না।

এই দুটো ছবির মধ্যে কি পার্থক্য আছে একটা মুসলিমদের শত্রু ইজরায়েল আল আকসাতে আর একটা শেখ হাসিনার পুলিশলীগ বায়তুল মোকাররমে
23/12/2023

এই দুটো ছবির মধ্যে কি পার্থক্য আছে একটা মুসলিমদের শত্রু ইজরায়েল আল আকসাতে আর একটা শেখ হাসিনার পুলিশলীগ বায়তুল মোকাররমে

ইজরাইলি লিংক কোম্পানির পণ্যবর্জন করি, বয়কট করি প্রভাব পড়বেই 💣 💣
23/12/2023

ইজরাইলি লিংক কোম্পানির পণ্য
বর্জন করি, বয়কট করি
প্রভাব পড়বেই 💣 💣

22/12/2023

মালয়েশিয়াতে অনেক প্রবাসীরাই ১০-১৫ বছর পার করে ফেলেছে অথচ মালয়েশিয়ার বেসিক কিছু নিয়ম আছে সেগুলো জানে না তারা নিজেরাও ভুল পথে চলে এবং অন্যদেরও ভুল পরামর্শ দেয়।।

যেমন মালয়েশিয়ার একটা সাধারন আইন যদি আপনি এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করেন তাহলে আপনাকে ইমিগ্রেশন ধরলে জেলে পাঠাবে।

আপনার বস কে আসতে বলবে, আপনার বস যদি গিয়ে আপনাকে ছাড়িয়ে না আনে তাহলে আপনার ভিসা ক্যানসেল করে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে।

এবং আপনার বস যদি গিয়ে আপনাকে ছাড়ি আনার চেষ্টা করে তাহলেও ১৪ থেকে ২১ দিন আপনার জেলে থাকতে হবে এবং আপনার বসকে কিছু টাকা জরিপানা করতে পারে এই সাধারণ বিষয়টা হাজার হাজার প্রবাসী মানতে রাজি না যখন বিপদে পড়ে তখন বলে হ্যাঁ ভাই ঠিকই বলেছিলেন আমার ১৪ থেকে ২১ দিন জেল খাটতে হয়েছে বস গিয়ে ছাড়িয়ে এনেছে বস না গেলে আমাকে দেশে পাঠিয়ে দিত।

আমার কথা হচ্ছে এই বিষয়গুলোর মাথায় রেখে মালয়েশিয়াতে আপনাদের চলাফেরা করা উচিত মানলে তালগাছ না মানলে ......

গুরুত্বপূর্ণ এই লেখাটা মালয়েশিয়ার সকল প্রবাসীর একবার হলেও পড়া উচিত আপনার কাছে অনুরোধ লেখাটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন

ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাওহিদবাদী ভাই-বোনদের! জাযাকাল্লাহ আপনাদের!! প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে গর্জে উঠুন;"ট্রান্সজেন...
22/12/2023

ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাওহিদবাদী ভাই-বোনদের!
জাযাকাল্লাহ আপনাদের!!

প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে গর্জে উঠুন;
"ট্রান্সজেন্ডার কোটা বাতিল করতে হবে, বেআইনী ঘোষণা করতে হবে বিদেশ থেকে নকল করে আনা এ অসভ্য ও অমানবিক ফাহেশা প্রকল্প।"

ব্যাভিচার ও সমকামিতার নিষ্ঠুরতম এ ফাঁদ থেকে জাতিকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের।

22/12/2023

পোলাপান স্লোগান দিচ্ছে 🗣️🗣️

মুরাদ তুই খেলতে থাক এগিয়ে যাচ্ছে মাহির ট্রাক,,🧐

তোমাকে যা দিয়েছিনু সে তোমারই দানগ্রহণ যত করেছ ঋণী তত করেছ আমায়।
21/12/2023

তোমাকে যা দিয়েছিনু সে তোমারই দান
গ্রহণ যত করেছ ঋণী তত করেছ আমায়।

১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে এমন ছবি কখনো দেখতে পাইনি।নির্বাচনের আগের এই রকম আরো অনেক নাটক দেখতে পাবে জনগণ।
21/12/2023

১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে এমন ছবি কখনো দেখতে পাইনি।নির্বাচনের আগের এই রকম আরো অনেক নাটক দেখতে পাবে জনগণ।

20/12/2023

ইসরাইলি কোন কোম্পানির জাহাজকে ভিড়তে দেবে না বন্দরে
মালয়েশিয়ান সরকার

Address

Antalya

Alerts

Be the first to know and let us send you an email when শেরে বাংলা এ কে ফজলুল হক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Social Media Agencies in Antalya

Show All