12/06/2024
🔸
এবারের কুরবানী উপলক্ষ্যে
ইউরেকা স্কুলের ভিন্নচিন্তা
🔸
২০০২ সালে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য ইউরেকা স্কুল প্রতিষ্ঠার পর প্রায় ১৪০০ শিশু মানুষের মতো মানুষ হয়েছে। ঈদসহ বিশেষ দিন উপলক্ষ্যে আমরা হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছি মাঝে-মধ্যে। কুরবানী উপলক্ষ্যে প্রতিবছর কোনো না কোনো এনজিও, প্রতিষ্ঠান, ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে এখানে এক বা একাধিক পশু কুরবানী করা হয়েছে । যাতে করে শিশুরা ব্যাগ-বস্তা হাতে করে মানুষের দ্বারে দ্বারে যেয়ে "এক টুকরা মাংস দেবেন স্যার" এমন আবদার করে ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত হয়ে না ওঠে। বরাবরের মতো এবারও কয়েকটি প্রতিষ্ঠানে ইউরেকা স্কুলের পক্ষ থেকে কুরবানীর পশু চেয়ে দরখাস্ত করা হয়েছিলো। কিন্তু এ বছর তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।
ওদের মুখের দিকে তাকালে ক্লান্ত হয় সরল চোখ। উপায়ান্তর না দেখে ভাবছি বিকল্প। অবশেষে একটি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, হয়তো অর্থনৈতিক মন্দা কিংবা পারিপার্শ্বিক কারণে পুরো একটি পশু প্রদান করা সম্ভব নয়। আমরা সম্মিলিতভাবে কি ওদের পাশে দাঁড়াতে পারি না❓ কুরবানীর সাম্যবিধান প্রয়োগের উদ্দেশ্যে আমরা কি আমাদের কৃত কুরবানীর পশু থেকে কিছু গোশত ওদের জন্য বরাদ্দ করতে পারি না❓ হ্যাঁ অবশ্যই পারি।
সেক্ষেত্রে আমরা ভাবছি, কুরবানীর দিন শিশুদেরকে নিয়ে কয়েকটি টিম গঠন করে রাখা হবে। ঢাকা সিটির মধ্যে কোনো বন্ধু কল করার সাথে সাথে ওদের পক্ষ থেকে প্রতিনিধি হাজির হয়ে যাবে আপনার ঠিকানায়। কালেকশন করে নিয়ে আসবে গোশত। যারা আমাদের এই আয়োজনে শরিক হতে চান সংযুক্ত মোবাইল নম্বরে কল করে নিশ্চিত করলে নিশ্চয়ই ওরা যথাসময়ে পৌঁছে যাবে আপনার কাছে। প্রাপ্ত গোশত একত্রিত করে পরবর্তীতে সবার মাঝে সমভাবে বন্টন করা হবে।
নিয়্যত করা মাত্র কল করে কনফার্ম করার জন্য অনুরোধ করা হলো। নগদ অর্থ প্রদান করেও এই কুরবানী প্রোগ্রামে অংশ নিতে পারেন।
- নূরুজ্জামান ফিরোজ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
ইউরেকা স্কুল
প্লট ৪/বি, রেলগেট রোড, উত্তরা, ঢাকা।
ফোন: 018427377000
(নগদ - বিকাশ)