পীস স্কুল ফাউন্ডেশন

পীস স্কুল ফাউন্ডেশন ข้อมูลการติดต่อ, แผนที่และเส้นทาง,แบบฟอร์มการติดต่อ,เวลาเปิดและปิด, การบริการ,การให้คะแนนความพอใจในการบริการ,รูปภาพทั้งหมด,วิดีโอทั้งหมดและข่าวสารจาก পীস স্কুল ফাউন্ডেশন, Video Creator, Peace School, Akran Bazar, Birulia Road, Uttaradit.

🍥 Peace School 🍥
"দুনিয়া ও আখিরাতের শিক্ষা"
২০২৫ শিক্ষাবর্ষে সীমিত আসনে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
🔻
পীস স্কুল
আকরান বাজার (পূর্ব পাশ), বিরুলিয়া রোড, সাভার, ঢাকা।
ফোন: 01798 555 557

25/11/2024

🍥 Peace School 🍥
"দুনিয়া ও আখিরাতের শিক্ষা"
🔻
বৈশিষ্ট্য:
🔹সমান গুরুত্বে বাংলা, ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা।
🔹 নূরানী, নাজেরা ও প্রি-হিফজ উইথ মিনিং।
🔹প্রতি ক্লাসে মাত্র ২০জন শিক্ষার্থী।
🔹প্রত্যেক শিক্ষার্থীর জন্য পৃথক চেয়ার-টেবিল।
🔹শ্রেণিকক্ষে সবসময় দু'জন করে দীর্ঘমেয়াদে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক।
🔹শতভাগ গ্যারান্টিসহ বাংলা, ইংরেজি ও আরবি হাতের লেখা প্রশিক্ষণ।
🔹সিলেবাসের সকল পড়ায় পারফর্মিং আর্ট।
🔹প্রশস্ত খেলার মাঠ ও শিক্ষা বন্ধক পরিবেশ।
🍥
২০২৫ শিক্ষাবর্ষে সীমিত আসনে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
‼️
বাংলা, ইংরেজি ও আরবিতে পারদর্শী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ চলছে।
🔻
পীস স্কুল
"দুনিয়া ও আখিরাতের শিক্ষা"
আকরান বাজার (পূর্ব পাশ), বিরুলিয়া রোড, সাভার, ঢাকা।
ফোন: 01798 555 557

🔸এবারের কুরবানী উপলক্ষ্যেইউরেকা স্কুলের ভিন্নচিন্তা🔸২০০২ সালে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য ইউরেকা স্কুল প্রতিষ্ঠার পর প্র...
12/06/2024

🔸
এবারের কুরবানী উপলক্ষ্যে
ইউরেকা স্কুলের ভিন্নচিন্তা
🔸

২০০২ সালে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য ইউরেকা স্কুল প্রতিষ্ঠার পর প্রায় ১৪০০ শিশু মানুষের মতো মানুষ হয়েছে। ঈদসহ বিশেষ দিন উপলক্ষ্যে আমরা হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছি মাঝে-মধ্যে। কুরবানী উপলক্ষ্যে প্রতিবছর কোনো না কোনো এনজিও, প্রতিষ্ঠান, ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে এখানে এক বা একাধিক পশু কুরবানী করা হয়েছে । যাতে করে শিশুরা ব্যাগ-বস্তা হাতে করে মানুষের দ্বারে দ্বারে যেয়ে "এক টুকরা মাংস দেবেন স্যার" এমন আবদার করে ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত হয়ে না ওঠে। বরাবরের মতো এবারও কয়েকটি প্রতিষ্ঠানে ইউরেকা স্কুলের পক্ষ থেকে কুরবানীর পশু চেয়ে দরখাস্ত করা হয়েছিলো। কিন্তু এ বছর তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।
ওদের মুখের দিকে তাকালে ক্লান্ত হয় সরল চোখ। উপায়ান্তর না দেখে ভাবছি বিকল্প। অবশেষে একটি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, হয়তো অর্থনৈতিক মন্দা কিংবা পারিপার্শ্বিক কারণে পুরো একটি পশু প্রদান করা সম্ভব নয়। আমরা সম্মিলিতভাবে কি ওদের পাশে দাঁড়াতে পারি না❓ কুরবানীর সাম্যবিধান প্রয়োগের উদ্দেশ্যে আমরা কি আমাদের কৃত কুরবানীর পশু থেকে কিছু গোশত ওদের জন্য বরাদ্দ করতে পারি না❓ হ্যাঁ অবশ্যই পারি।
সেক্ষেত্রে আমরা ভাবছি, কুরবানীর দিন শিশুদেরকে নিয়ে কয়েকটি টিম গঠন করে রাখা হবে। ঢাকা সিটির মধ্যে কোনো বন্ধু কল করার সাথে সাথে ওদের পক্ষ থেকে প্রতিনিধি হাজির হয়ে যাবে আপনার ঠিকানায়। কালেকশন করে নিয়ে আসবে গোশত। যারা আমাদের এই আয়োজনে শরিক হতে চান সংযুক্ত মোবাইল নম্বরে কল করে নিশ্চিত করলে নিশ্চয়ই ওরা যথাসময়ে পৌঁছে যাবে আপনার কাছে। প্রাপ্ত গোশত একত্রিত করে পরবর্তীতে সবার মাঝে সমভাবে বন্টন করা হবে।
নিয়্যত করা মাত্র কল করে কনফার্ম করার জন্য অনুরোধ করা হলো। নগদ অর্থ প্রদান করেও এই কুরবানী প্রোগ্রামে অংশ নিতে পারেন।
- নূরুজ্জামান ফিরোজ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
ইউরেকা স্কুল
প্লট ৪/বি, রেলগেট রোড, উত্তরা, ঢাকা।
ফোন: 018427377000
(নগদ - বিকাশ)

17/05/2024

Rethink Foundation
🔸 স্মার্ট স্কুল/মাদরাসা প্রতিষ্ঠায় কর্পোরেট কনসালটেন্সি।
🔹 টিচার্স বেসিক ট্রেনিং
শতভাগ পরিশুদ্ধ 'লেখা পড়া বলা করা' স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ।
🔸 ডিজিটাল বই
'কিডস্ মাস্টার লার্নিং পেন'
পাইকারি ও খুচরা বিক্রয়
🔹 প্রিন্টিং প্রেস
সৃজনশীল গ্রাফিক্স ও শুধুমাত্র‌ কোয়ালিটি প্রিন্টিং।
যেকোনো সেবার জন্য যোগাযোগ করুন।
📱01990022229

ที่อยู่

Peace School, Akran Bazar, Birulia Road
Uttaradit
1340

เบอร์โทรศัพท์

+8801842737700

เว็บไซต์

แจ้งเตือน

รับทราบข่าวสารและโปรโมชั่นของ পীস স্কুল ফাউন্ডেশনผ่านทางอีเมล์ของคุณ เราจะเก็บข้อมูลของคุณเป็นความลับ คุณสามารถกดยกเลิกการติดตามได้ตลอดเวลา

ติดต่อ ธุรกิจของเรา

ส่งข้อความของคุณถึง পীস স্কুল ফাউন্ডেশন:

วิดีโอทั้งหมด

แชร์

ประเภท