ইউরেকা শিশু ফাউন্ডেশন

ইউরেকা শিশু ফাউন্ডেশন URECA TV, a unique social media platform to tell the life story of disadvantaged children, started with the dream of winning life.

🔸এবারের কুরবানী উপলক্ষ্যেইউরেকা স্কুলের ভিন্নচিন্তা🔸২০০২ সালে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য ইউরেকা স্কুল প্রতিষ্ঠার পর প্র...
12/06/2024

🔸
এবারের কুরবানী উপলক্ষ্যে
ইউরেকা স্কুলের ভিন্নচিন্তা
🔸

২০০২ সালে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য ইউরেকা স্কুল প্রতিষ্ঠার পর প্রায় ১৪০০ শিশু মানুষের মতো মানুষ হয়েছে। ঈদসহ বিশেষ দিন উপলক্ষ্যে আমরা হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছি মাঝে-মধ্যে। কুরবানী উপলক্ষ্যে প্রতিবছর কোনো না কোনো এনজিও, প্রতিষ্ঠান, ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে এখানে এক বা একাধিক পশু কুরবানী করা হয়েছে । যাতে করে শিশুরা ব্যাগ-বস্তা হাতে করে মানুষের দ্বারে দ্বারে যেয়ে "এক টুকরা মাংস দেবেন স্যার" এমন আবদার করে ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত হয়ে না ওঠে। বরাবরের মতো এবারও কয়েকটি প্রতিষ্ঠানে ইউরেকা স্কুলের পক্ষ থেকে কুরবানীর পশু চেয়ে দরখাস্ত করা হয়েছিলো। কিন্তু এ বছর তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।
ওদের মুখের দিকে তাকালে ক্লান্ত হয় সরল চোখ। উপায়ান্তর না দেখে ভাবছি বিকল্প। অবশেষে একটি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, হয়তো অর্থনৈতিক মন্দা কিংবা পারিপার্শ্বিক কারণে পুরো একটি পশু প্রদান করা সম্ভব নয়। আমরা সম্মিলিতভাবে কি ওদের পাশে দাঁড়াতে পারি না❓ কুরবানীর সাম্যবিধান প্রয়োগের উদ্দেশ্যে আমরা কি আমাদের কৃত কুরবানীর পশু থেকে কিছু গোশত ওদের জন্য বরাদ্দ করতে পারি না❓ হ্যাঁ অবশ্যই পারি।
সেক্ষেত্রে আমরা ভাবছি, কুরবানীর দিন শিশুদেরকে নিয়ে কয়েকটি টিম গঠন করে রাখা হবে। ঢাকা সিটির মধ্যে কোনো বন্ধু কল করার সাথে সাথে ওদের পক্ষ থেকে প্রতিনিধি হাজির হয়ে যাবে আপনার ঠিকানায়। কালেকশন করে নিয়ে আসবে গোশত। যারা আমাদের এই আয়োজনে শরিক হতে চান সংযুক্ত মোবাইল নম্বরে কল করে নিশ্চিত করলে নিশ্চয়ই ওরা যথাসময়ে পৌঁছে যাবে আপনার কাছে। প্রাপ্ত গোশত একত্রিত করে পরবর্তীতে সবার মাঝে সমভাবে বন্টন করা হবে।
নিয়্যত করা মাত্র কল করে কনফার্ম করার জন্য অনুরোধ করা হলো। নগদ অর্থ প্রদান করেও এই কুরবানী প্রোগ্রামে অংশ নিতে পারেন।
- নূরুজ্জামান ফিরোজ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
ইউরেকা স্কুল
প্লট ৪/বি, রেলগেট রোড, উত্তরা, ঢাকা।
ফোন: 018427377000
(নগদ - বিকাশ)

17/05/2024

Rethink Foundation
🔸 স্মার্ট স্কুল/মাদরাসা প্রতিষ্ঠায় কর্পোরেট কনসালটেন্সি।
🔹 টিচার্স বেসিক ট্রেনিং
শতভাগ পরিশুদ্ধ 'লেখা পড়া বলা করা' স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ।
🔸 ডিজিটাল বই
'কিডস্ মাস্টার লার্নিং পেন'
পাইকারি ও খুচরা বিক্রয়
🔹 প্রিন্টিং প্রেস
সৃজনশীল গ্রাফিক্স ও শুধুমাত্র‌ কোয়ালিটি প্রিন্টিং।
যেকোনো সেবার জন্য যোগাযোগ করুন।
📱01990022229

15/10/2023

শিশুদের আনন্দে আমাদের কার্যক্রম

29/08/2023

🌚বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে 🌚

আহা!!!
কেউ কথা বলছে না!
এ দেশে কি ১০ জন এমপি ও নেই যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? ১০ জন সচিব ও কি নেই যারা একত্রিত হয়ে এটি নিয়ে কথা বলবে? ১০ জন ইউএনও কি এক হতে পারেনা যারা এটি নিয়ে জোড়ালো পদক্ষেপ নিবে? ১০ জন জেলা প্রশাসকও কি অনুধাবন করতে পারছেনা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। এদেশেকি ১০ জন বুদ্ধিজীবীও নেই যারা একত্রিত হয়ে জাতীয় এই সমস্যাটি সমাধানের উদ্যোগ নিবে?

🌚আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে।

৫ম শ্রেণির একটা ছাত্র লিখতে পারে না
# আমরা দাঁতের যত্ন নিই কেন?
# আমাদের বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখা দরকার কেন?
# পরিবেশ কি?
# পরিবার ও প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কি কি?
এগুলি লিখতে পারে না কারণ এগুলি এখন আর বইয়ে নেই। ছাপা হচ্ছে না, এগুলি তুলে দেয়া হচ্ছে। কি সব উদ্দীপক টুদ্দীপক জাতীয় লেখা দিয়ে ভরিয়ে দেয়া হচ্ছে সেটার কোন অন্তর্নিহিত তাৎপর্য ও উদ্দেশ্য নেই।

আজ থেকে ১২/১৩ বছর আগেও একজন এসএসসি পাশ মা তার সেভেন এইট পড়ুয়া বাচ্চাকে নিজেই সকল বিষয়ে পড়াতে পারতেন। কাজের ফাঁকে বাবা সপ্তাহে বা পনেরো দিনে একবার বাচ্চার পড়া দেখিয়ে দিলেই বাচ্চারা ভালো ফল করতো। এখন ডিগ্রি পাশ একজন মাও তার সিক্সের বাঁচ্চাকে পড়াতে পারে না।
পড়াশোনা থেকে কবিতা মুখস্থ তুলে দেয়া হয়েছে, শব্দার্থ মুখস্থ তুলে দেয়া হয়েছে, সারমর্ম, সারাংশ, কবি পরিচিতি, লেখক পরিচিতি এগুলি আর পড়াশোনার মধ্যে নেই।

🌚নিজে নিজে পড়ার নামে যে ব্যবস্থা চালু করা হয়েছে সেই ব্যবস্থার কারণে বাচ্চাদের পড়াশোনা ধ্বংসের মুখে। সৃজনশীল শিক্ষার নামে আমাদের শিক্ষা ব্যবস্থা মরনশীল হচ্ছে।

🌚আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের কয়েকজন ডক্টরেট ডিগ্রিধারী মন্ত্রীকে ( শিক্ষামন্ত্রীসহ যাদেরকে আমি ছবিতে উল্লেখ করেছি) যদি উন্মুক্ত মঞ্চে ক্লাস সিক্সের ছয়টি বই দিয়ে বলা হয় আপনারা উক্ত বইগুলি থেকে নির্দিষ্ট অধ্যায় পড়ে ৬ টি করে প্রশ্নের উত্তর লিখবেন। সময় দেয়া হবে ৬০ মিনিট। উনারা পারবেন না। আমি জোর দিয়েই বললাম উনারা পারবেন না যতই উনারা পিএইচডি ডিগ্রিধারী হোক। পারবেন না এই কারণে যে আমাদের বইগুলির সব কিছু এতটাই অকাজের ও জগাখিচুরি করে তৈরি করা হয়েছে যেখানে প্রশ্নেরও ঠিক নেই, উত্তরেরও ঠিক নেই। যে বই পড়ার পরে পিএইচডি ডিগ্রিধারীদেরও তাৎক্ষণিকভাবে উত্তর লেখার ক্ষমতা হবে না সেই সিস্টেমের শিক্ষা ব্যবস্থা চালু করা ধ্বংসের নীলনকশা ছাড়া কিছু না। যারা এই সিস্টেম চালু করেছে তারা নিজেরাও এই কনসেপ্ট ক্লিয়ার না। সেই সাথে যারা এই বইগুলি সম্পাদনার কাজে যুক্ত তারাও জানে না তারা কি লিখছেন।

🌚শিক্ষার এই বেহাল অবস্থার জন্য দায়ী কে?

নীতিনির্ধারণী ফোরামের হুটহাট সিদ্ধান্ত। কিছুদিন পর পর কোন গবেষণা ছাড়াই একেকটা সিস্টেম চালু করা হচ্ছে এবং মেধার অপচয় করা হচ্ছে। শিক্ষার মত সংবেদনশীল বিষয়টিতে কোন পরিবর্তন আনতে চাইলে সেটা নিয়ে অবশ্যই দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজন রয়েছে। কিন্তু বাংলাদেশে এর কোন বালাই নাই।

সত্যি বলতে কি স্বাধীনতার ৫০ বছরের মধ্যে গত ১০/১২ বছরের শিক্ষার মান সবচেয়ে খারাপ। গত ১৫ বছর ধরে প্রাইমারি ও হাই স্কুল পরিচালনার দায়িত্বে থাকায় বাংলাদেশের শিক্ষার সেকাল-একাল দেখেছি খুব কাছ থেকে । বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন( বহুতল ভবন, লিফট, এসি) করলেও শিক্ষার মানোন্নয়নে তেমন কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। পর পর দুজন প্রভাবশালী মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও মানের কোন পরিবর্তন ঘটাতে পারেননি । প্রতি বছর লাখ লাখ জিপিএ ফাইভ বাড়লেও মান বাড়েনি ১ গুণ।

🌐🌐মাঝে মাঝে আশা জেগে উঠতো, মনে হতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মায়েদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সকল খবর রাখেন। একদিন তার চোখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ চোখে পড়বে। কিন্তু একে একে ১৫টি বছর কেটে গেলেও তিনিও এদিকে সুদৃষ্টি দিলেন না। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দায় সবার উপরই বর্তাবে। দায় এড়ানোর কোন ফাঁক ফোকর কেউ পাবেন না। ⏰⏰

🌚🌚আমাদের ভবিষ্যৎ অন্ধকার। চারপাশ ডুবে যাচ্ছে।
একজন শিক্ষক হিসেবে চোখের সামনে লাখ লাখ নিষ্পাপ শিশুদেরকে অথৈ নদীতে মৃত্যু দেখা ভয়ংকর যন্ত্রণা ও কষ্টের। এই ধ্বংসাবশেষে দাঁড়িয়ে এখনো আশাবাদী কেউ একজন এই শিশুদের রক্ষা করতে আসবে।
🌚🌚আমাদের ডাক দেয়া দরকার, হাক ছাড়া দরকার, একে একে একত্রিত হওয়া দরকার। 🥲

লেখক:
(জাহাঙ্গীর কবীর
পরিচালক
আলোর ভুবন মডেল হাই স্কুল)

03/08/2023

🔷 ভালো হিফজ্ মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বানাবার শর্তে ৫ বছরের এতিম পুত্রশিশুকে দত্তক নিতে চাইলে বৃহত্তর উত্তরা ও টঙ্গী এলাকায় বসবাসরত নিঃসন্তান দম্পতি যোগাযোগ করুন।
💕
ইউরেকা শিশু ফাউন্ডেশন
01842-737700

10/05/2023

‼️জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ‼️
বহুমুখী প্রতিভার অধিকারী,
সাদামাটা সহজ-সরল, সুন্দর ও বিনয়ী, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য, ভালোমনের কয়েকজন মানবিক গুণীমানুষ জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
প্রার্থীকে অবশ্যই গীবতমুক্ত ও আমানতদার হওয়া বাঞ্ছনীয়।
🔴 কর্মস্থল: উত্তরা, ঢাকা।
🔴 অফিস টাইম: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।
🍭
সরাসরি আলোচনার ভিত্তিতে সম্মানি নির্ধারণ করা হবে।
সিভি, ছবি ও যোগাযোগ ইনবক্সে অথবা ইমেইলে:
[email protected]

সিয়াম ছড়া ‼️১৫জান্নাতে যাওয়ার উত্তম পথরমজানের এই রোজা,রাইয়ান পার হবে রোজাদারআনন্দে হেঁটে সোজা।
08/04/2023

সিয়াম ছড়া ‼️১৫

জান্নাতে যাওয়ার উত্তম পথ
রমজানের এই রোজা,
রাইয়ান পার হবে রোজাদার
আনন্দে হেঁটে সোজা।

♥️ মেহমানখানার খোলা চিঠি ♥️দেশ-বিদেশের সম্মানিত বন্ধুগণ,আমি  #মেহমানখানা নামক মানবিক সংগঠনের নগণ্য স্বেচ্ছাসেবক।গতকালের ...
05/04/2023

♥️ মেহমানখানার খোলা চিঠি ♥️

দেশ-বিদেশের সম্মানিত বন্ধুগণ,
আমি #মেহমানখানা নামক মানবিক সংগঠনের নগণ্য স্বেচ্ছাসেবক।
গতকালের মতো আজও বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে #মেহমানখানা। এই কর্মসূচিতে অর্থ ও শ্রম দিয়ে শরিক হতে পারেন আপনিও। বঙ্গবাজারের আশপাশে কেউ থাকলে বিকেল পাঁচটায় খাবার বিতরণে যোগ দিতে পারেন আমাদের টিমে। অথবা খাবারের জন্য কিনে দিতে পারো চাল ডাল তেল মশলা ডিম মাংস সবজি। তবে মেহমানখানার নীতিমালা হলো- ওপেন প্লেসে নগদ বা বিকাশ নম্বর দিয়ে অর্থ সংগ্রহ করে না। প্রত্যেকটি অনুদানের ছাপানো মানি রিসিট ও ব্যয়ের ভাউচার প্রদান করা হয়।
শুভেচ্ছান্তে,
- নূরুজ্জামান ফিরোজ

ইউরেকার শিশুদের আনন্দঘন দিন
03/08/2022

ইউরেকার শিশুদের আনন্দঘন দিন

29/07/2022
বঞ্চিত শিশুদের সেবায় ইউরেকা
04/06/2022

বঞ্চিত শিশুদের সেবায় ইউরেকা

: বিশেষ আমন্ত্রণপত্র :সুপ্রিয় সুহৃদ, শুভেচ্ছা নিবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, ইউরেকা স্কুলের নতুন পরিচালনা কমিটি গঠন ...
29/03/2022

: বিশেষ আমন্ত্রণপত্র :

সুপ্রিয় সুহৃদ, শুভেচ্ছা নিবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, ইউরেকা স্কুলের নতুন পরিচালনা কমিটি গঠন এবং ইউরেকা স্কুলের আরো সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধির লক্ষ্যে হৃদয়বান মানুষের সাথে বিশেষ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। আগামী ১ এপ্রিল ২০২২ শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত এই মতবিনিময় সভা চলবে।
গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় আপনিসহ আপনার রেফারেন্সে সম্ভাব্য অতিথিবৃন্দ আমন্ত্রণ জানাতে চাচ্ছি। সর্বশেষ ৩০ মার্চ সকাল ১০টার মধ্যে আপনার মাধ্যমে আমন্ত্রিত অতিথিবৃন্দের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি পাঠালে অনুষ্ঠান সাজাতে সুবিধা হবে।

আশাকরি, আন্তরিক সহযোগিতা পাবো।

( আগ্রহীগণ অনুগ্রহপূর্বক কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করুন)

শুভেচ্ছান্তে
- নূরুজ্জামান ফিরোজ
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ইউরেকা স্কুল ও
ইউরেকা টিভি

ที่อยู่

Railgate Road
Uttaradit
1230

เบอร์โทรศัพท์

+8801842737700

เว็บไซต์

แจ้งเตือน

รับทราบข่าวสารและโปรโมชั่นของ ইউরেকা শিশু ফাউন্ডেশনผ่านทางอีเมล์ของคุณ เราจะเก็บข้อมูลของคุณเป็นความลับ คุณสามารถกดยกเลิกการติดตามได้ตลอดเวลา

ติดต่อ ธุรกิจของเรา

ส่งข้อความของคุณถึง ইউরেকা শিশু ফাউন্ডেশন:

วิดีโอทั้งหมด

แชร์

ตำแหน่งใกล้เคียง บริษัท สื่อ


ครีเอเตอร์วิดีโอ อื่นๆใน Uttaradit

แสดงผลทั้งหมด

คุณอาจจะชอบ