Haram jada

Haram jada Hi,this is haram jada ,Im a vlogger l.please follow me to get my videos everytime.

21/07/2023

পৃথিবীর সবথেকে সুখী মানুষ হলো পাগল!
না আছে সুখ, না আছে দুঃখ!
না আছে কোনো হিংসা, না আছে শত্রুতা! নিজেও ঠকেনা, কাউকে ঠকায় ও না,,

18/07/2023

কেল্টু থানায় ফোন করে...✆ 🙂

কেল্টু :হ্যালো...এটা কি থানা .!🤔

-ওসি:হ্যাঁ..এটা থানা! 😎

কেল্টু :আপনি কে বলছেন?

ওসি: আমি ওসি বলছি! 😏

কেল্টু :আপনার হাতে ডান্ডা আছে? 🙄।

ওসি :হ্যাঁ, আছে! 😇

কেল্টু :তাহলে ওটা নিজের পাছায় ঢুকিয়ে নিন..!??

#ফোন কেটে গেল। ওসি সাহেব চুপ করে রইলেন!??

#একটু পরে আবার ফোন। তুলতেই প্রশ্ন...

কেল্টু : হ্যালো, এটা কি থানা?

ওসি :হ্যাঁ..এটা থানা ।

কেল্টু:আপনি কে বলছেন? 😊

#ওসি বুঝলেন সেই বিচ্ছুটাই। ওসি সাহেব সাবধানে জবাব দিলেন...😉

ওসি:ওসি বলছি। 😔

কেল্টু:আপনার হাতে ডান্ডা আছে? 🙃

ওসি: না, নেই। 🤢🤢

কেল্টু:বাহ্ একবার বলতেই ঢুকিয়ে নিয়েছেন? সাবাশ ! 😳

# ফোনটি কেটে গেল🙂

একটু পরে ওসি সাহেব ওই নাম্বারে ফোন করলেন। 🤨

ধরলেন এক ভদ্রমহিলা কেল্টুর মা)।

#ওসি সাহেব বললেন... 😈

ওসি: থানা থেকে ওসি বলছি। এই নাম্বার থেকে একটি বাচ্চা ছেলে আমাকেফোন করেছিল।

#বলেছে, হাতের ডান্ডাটা নিজের পেছনে ঢুকিয়ে নিতে। 😔

কেল্টুর (মা):এ মা ! কখন ? 😳

ওসি :মিনিট দশেক আগে। 😰

কেল্টুর (মা): ছিছি, বের করে ফেলুন। বাচ্চাদের কথা কেউ সিরিয়াসলি নেয়? শুধু শুধু দশ মিনিট কষ্ট পেলেন! বাড়ি গিয়ে একটু মলম লাগিয়ে নেবেন কিন্তু... ☹️

ওসি বেহুঁশ......🥴🥴🥴

বল্টু প্রতিদিন আল্লাহর উদ্দ্যেশে একটা করে চিঠি লিখত, আর বেলুনে বেধে আকাশে উড়িয়ে দিত।।🫶🏻🩷চিঠিতে লিখত,,হে আল্লাহ,আমাকে ১ ল...
14/07/2023

বল্টু প্রতিদিন আল্লাহর উদ্দ্যেশে একটা করে চিঠি লিখত, আর বেলুনে বেধে আকাশে উড়িয়ে দিত।।🫶🏻🩷

চিঠিতে লিখত,,হে আল্লাহ,আমাকে ১ লক্ষ টাকা দাও।।🥹🫰

বল্টুর বাড়ির পাশেই ছিল থানা,,চিঠিসহ বেলুন উড়ে গিয়ে পড়ত থানায়।।🙂👍

থানার পুলিশরা প্রতিদিন বল্টুর চিঠি পড়ত। তারা ভাবল- ছেলেটার মনে হয় টাকাটার খুব প্রয়োজন।।😑

তাই তারা সকলে মিলে টাকা তুলতে লাগল।। খুব চেষ্টা করে তারা ৫০ হাজার টাকা যোগাড় করে একজন পুলিশকে টাকাসহ পাঠাল বল্টুর কাছে।।।🌝

তারপর পুলিশটি বল্টুকে টাকা ৫০হাজার দিয় দিল।।🙂

তার পরের দিন বল্টু আবার একটা চিঠি লিখে বেলুনসহ উড়িয়ে দিল।।😌

তাতে যা লেখা ছিল,তা পড়ে সব পুলিশই অজ্ঞান হয়ে গিয়েছিল..!😊

#সেখানে লেখা ছিল-😶

হে আল্লাহ,,টাকাটা যখন দিলেই,,পুলিশকে দিলে কেন?🙄

শালারা,অর্ধেক টাকা মেরে দিয়ে বাকি অর্ধেক আমাকে দিয়েছে..!😣😣😣

😀😂😁😁😂😂😁😂

28/06/2023

একদিন যদি Online না আসো
Miss করার মতো কেউ আছে 😒

26/06/2023

মাকে সবজি রান্না করতে দেখে ছোটবোন বলতেছে সবজি খাবে না, ডাল খাবে। ডাল রান্না করার পর বলছে ডাল দিয়ে ভাত খাবে না রুটি খাবে। রুটি করে দেওয়ার পর বলতেছে পরোটা দিয়ে সেমাই খাবে।
অতঃপর সে আম্মুর হাতে মাইর খাইলো।

এখন চুপচাপ সে সবজি দিয়েই ভাত খাচ্ছে!🙂

25/06/2023

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;
তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।
তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।
তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।
তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;
তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।
তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;
তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;
তুমি বলেছিলে অংক ভালো লাগে না,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;
তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।
তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।
এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্যের ঘরের ঘরনী
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।
-একটা তুমির গল্প 😢😥💔💔❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥💔💔❤️‍🔥💔

Please Follow

23/06/2023

🫵তোর মোবাইলের গ্লাসটা
ফাটা তাই নাহ🥴😾😾

11/02/2022

আমিও পুস্পা হয়ে গেলাম😁😀😆।

LOVE bro
28/08/2021

LOVE bro

Adresse

N'djamena

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Haram jada publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager