স্বপ্নের পৃথিবী

স্বপ্নের পৃথিবী Student life is the time of preparation for the struggle of life.

03/11/2024

ফুটবল প্লেয়ারদের ফটো দেখলাম ক্রীড়া উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে, কিন্তু বিশ্বজয়ী হাফেজের ফটো দেখলাম না ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে😭

20/10/2024

Finally এখন সাকিবলীগ ফিরে এসেছে।

20/10/2024

কিছু আবাল মার্কা দালালদের কথা শুনলে মেজাজ পুরো হট হয়ে যায়। দেশটাকে যখন হগামারা দিছিলো তখন ওদের কিছু বলার ছিল না, আর এখন এক একজন সুশীল এবং বড় বিশ্লেষক ও বটে।

গ্রামের ভাষায় একটা কথা আছে "অসতের আবার কিসের ইজ্জতের ভয়"। এগুলো লজ্জা সরম পানিতে মিশাইয়া খাইছে, লজ্জা সরম বলতে কিছু নাই। 😭😢

21/09/2024

গাছের মূল কেটে আগায় পানি দেওয়া আর দেশে অরাজগতা সৃষ্টি করে সুশীল সাজা একি কথা।
বাইতুল মুকাররম এর ঘটনায় স্পষ্ট যে দেশের বর্তমান পরিস্থিতি গুলাটে করছে কারা।

জুলাইয়ের গনহত্যা কে সমর্থন দেওয়া লোক গুলো আজ তুফাজ্জলের হত্যাকে নিয়ে বোমা ফাটাচ্ছে। কিন্তু এই ঘটনার জন্ম দিয়েছে কারা এগুলো জাতির সামনে এখন স্পষ্ট।

এগুলোর লজ্জা কোনদিন ছিলো না আর এখনো নেই। মানুষ এমন লজ্জাহীন কেমনে হয় বুঝিনা।

20/09/2024

আজকে হুট করে ডুকার একটা Trial দিছিলো কিন্তু সফল হয় নি।

17/09/2024

লজ্জা সরম তো আগেই ছিল না, আর এখন তো থাকার কথা'ই না।

16/08/2024

আজ ডা: মৌমিতার ধর্ষণকারীদে ধরে যদি রাস্তায় শাস্তি দেয়া হয় তাহলে একদল পাবলিক ফেসবুকে স্টেটাস দিবে মানবতা লঙ্গণ হয়েছে।
ফেক্ট: বাংলাদেশের কিছু বর্তমান দৃশ্য

#বাংলাদেশ

11/08/2024

কিছু মানুষ আছে এখনো চাটুকারিতা ছাড়তে পারতেছে না,
চাটুকারিতা ওদের রক্তে মিশে আছে। কিরে ভাই at least এখন এগুলো বাদ দে না..☺️

09/08/2024

যারা প্রতিশোধ নেয়ার নামে মানুষের বাড়ি ঘরে, দোকানপাটে বা ব্যক্তির উপর আক্রমণ করছে এরাও মানুষ না ওরা হচ্ছে জালিম।।

08/08/2024
07/08/2024

কপি পোস্ট -

তিনি শেষ সময়ে আরও র'ক্ত*পা'ত ঘটিয়েও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। পুলিশ প্রধানকে দেখিয়ে বলেছেন৷ পুলিশ তো ভাল করছে ( গু'লি করে মানুষ হ*ত্যা), আপনারা (অন্যান্য বাহিনী) পারছেন না কেন?
তবে পুলিশ প্রধান তখন বলেন, পুলিশের পক্ষেও কঠোর হয়ে পরিস্থিতি বেশিসময় নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবেনা। তিনি কোনভাবেই কারও কথা বুঝতে চাচ্ছিলেন না যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তিনি আরও হাজারো মানুষকে খু*ন করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু সকল বাহিনী তার বিপক্ষে চলে যায়। তিনি তখন বলেন, আপনাদের আমি বিশ্বাস করে এই পদে বসিয়েছি।

©প্রথম আলো

06/08/2024

গণ ভবন থেকে অনেকে অনেক কিছু আনছে তার মানে এই না ওরা লুট করে আনছে,
যেমন খেলা জিতার পর অনেকে স্টাম্প তুলে হাতে করে নিয়ে আসে

05/08/2024

তবে ভুলে গেলে চলবে না, আজকের নতুন সূর্যদয়ের পিছনে প্রবাসীদের ভূমিকা কম ছিলো না। ওরা সোসাল মিডিয়ায় ছাত্র সমাজকে অনেক সাহস দিয়েছে।

05/08/2024

ক্ষমা হচ্ছে সব চেয়ে বড় মহ্ত কাজ

05/08/2024

এই দেশ এখন আমাদের, সুতরাং দেশের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব।
লাস্ট ২০ দিনে যা ক্ষতি হয়ছে ওটা প্রবাসীরা পূরণ করে দিবে।

05/08/2024

দেশ গড়তে হবে, তাই হুন্ডিতে নয় আসুন ব্যাংকে টাকা পাঠাই।

05/08/2024

শেখের বেটি পালায় না 🤪😃

05/08/2024

বিজয়ের উল্লাসে আমরা যেন সহীদ ভাইদের ভুলে না যাই

Address

Rezamohsin245@Gmail. Com
Singapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের পৃথিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category