Mr Mahabub

Mr Mahabub Hey There
I'm Mr Mahabub from Bangladesh. I'm Professional Freelancer & YouTuber

26/08/2024

ফা'রাক্কার ১০৯ টি গেইট খুলে দিলো ভা'রত

একদিনে বাংলাদেশে ঢু'কবে ১১ লাখ কিউসেক পানি।

24/08/2024

এমন সেরা কিছু মুহূর্ত আপনি বাংলাদেশ ছাড়া আর কোথাও ই দেখতে পাবেন না ❤️

ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি।

22/08/2024

Breaking News !
‘প্রবাসীর হেলিকপ্টার’ ফেনী জেলাতে সম্পূর্ন ফ্রিতে উদ্ধার কাজে নেমেছেন। বিপদগ্রস্তরা ছাদে "লাল"
কাপড় / নিশানা দিন।

বন্যার কারণে দেশের এই সংকট মূহুর্তে আপনিও পাশে থাকুন।যে যা পারি, ১০ টাকা হলেও দান করি।ইনশাআল্লাহ এর প্রতিদান আপনিও পাবেন...
22/08/2024

বন্যার কারণে দেশের এই সংকট মূহুর্তে আপনিও পাশে থাকুন।
যে যা পারি, ১০ টাকা হলেও দান করি।
ইনশাআল্লাহ এর প্রতিদান আপনিও পাবেন।

ডোনেশন লিংকঃ https://assunnahfoundation.org/donate/flood

লিংকে ক্লিক করে সিলেক্ট করুন,
১. জুরুরি বন্যা তহবিল
২. আপনার ফোন নাম্বার
৩. কত টাকা দিবেন
৪. তারপর আপনার পছন্দমত অপশন বাঁচাই করে পেমেন্ট করুন।

অথবা বিকাশে ডোনেশন অপশনে গিয়ে "আস সুন্নাহ ফাউন্ডেশনে দান করতে পারেন।"

‼️আসুন আমরা সবাই ধর্ম,জাতি ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই এই সংকটপূর্ণ অবস্থায়।

একটু আগেই নবাবপুর, ফতেহপুর, ভোরবাজার পুরো এলাকা জামায়াতে ইসলামীর টিম নিয়ে ঘুরে আসলাম। পরিস্থিতি খুবই খারাপ। প্রবল বেগে উ...
22/08/2024

একটু আগেই নবাবপুর, ফতেহপুর, ভোরবাজার পুরো এলাকা জামায়াতে ইসলামীর টিম নিয়ে ঘুরে আসলাম। পরিস্থিতি খুবই খারাপ। প্রবল বেগে উত্তর দিক থেকে পানি ধেয়ে আসছে। প্রতি মুহূর্তে পানি বাড়তেছে ।

08/08/2024

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ড. ইউনূস

07/08/2024

This is Gen-Z 🇧🇩

07/08/2024

This is Gen-Z

07/07/2024

Emotion 💕

07/07/2024

ভালোবাসা অবিরাম 💕

😝
06/06/2024

😝

DONE ✅
01/03/2024

DONE ✅

শেষ Tamim Iqbal Broo...
01/03/2024

শেষ Tamim Iqbal Broo...

25/01/2024

😎😎😎

17/01/2024

Enjoy 😍

25/12/2023

🥰🥰🥰

14/11/2023

Fire 🔥

বুকে আসো .....
30/10/2023

বুকে আসো .....

27/09/2023

সুশাসন

All-time group stage top scorers ⚽️
31/08/2023

All-time group stage top scorers ⚽️


12/08/2023

তুমি আমার মৃত্যু চেয়ো
তবুও কখনো দূরত্ব চেয়ো না ...

21/07/2023

বেটার অপশন পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে, আমার দুঃখ লাগে না।কারণ আমি চাই না কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক, হেরে যাক, আফসোস করুক কিংবা মন ছোটো করে বাঁচুক! আমি চাই; প্রত্যেকেই জিতুক, জীবনে এগিয়ে যাক💕

17/04/2023

মাত্র ৪ মিনিটের বক্তব্য হয়তো আপনার ধারণা পাল্টে দিতে পারে 🫡

বক্তা : আল মামুন রাসেল

07/03/2023

The videi is only made for some work on the page.

এই পর্তুগালকে চিনতে শিখিয়েছে মানুষটা। লাখ লাখ আর্জেন্টিনা-ব্রাজিল ফ্যানদের মধ্য থেকেও পর্তুগালকে সাপোর্ট করাতে বাধ্য করে...
10/12/2022

এই পর্তুগালকে চিনতে শিখিয়েছে মানুষটা। লাখ লাখ আর্জেন্টিনা-ব্রাজিল ফ্যানদের মধ্য থেকেও পর্তুগালকে সাপোর্ট করাতে বাধ্য করেছে মানুষটা🤍। ফুটবলে কীভাবে স্কোর করতে হয়,হারতি ম্যাচ কীভাবে জিতাতে হয়,একা হাতে প্রতিপক্ষকে কীভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হয়,এ মানুষটাকে দেখে বুঝতে শিখেছি। অথচ শেষ বয়সে এসে মিললো না শুরুর একাদশটুকুও।💔

আমি রোনালদোকে বহুবার পিছলে যেতে পড়ে দেখেছি,বহুবার সমালোচনার শিকার হতে দেখেছি; আবার ফিরতি ম্যাচেই অগ্নি দাবানলের মতো কামব্যাক করতে দেখেছি। এ মানুষটার ফুটবলের প্রতি কতটা ডেডিকেশন,পর্তুগালের প্রতি তিনি কতটা উজার, মাতৃভূমির প্রতি কতটা প্রেম,তা বুঝতে ইউরো-'১৬ এর ফাইনাল ম্যাচটাই যথেষ্ট💌। আমি তাকে দেখেছি রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড শিরোপা জয়ের উল্লাসে মাততে,দেখেছি জুভেন্টাস এর হয়ে একা লড়াই করে অসংখ্য ম্যাচ জেতাতে,দেখেছি ম্যানইউ'র হয়ে মিডফিল্ডার থেকে স্ট্রাইকার বনে যেতে। ❤️‍🔥
ফুটবল মানুষটার কাছে এতটাই ঋণী যে,তার পায়ের ছোঁয়া পেয়ে কৃতজ্ঞ হয়েছে।
তিনি এমন একজন ফুটবলার,যিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তিনি এমন একজন জাতিগত ফুটবলার,যিনি দেশের হয়ে পৃথিবীর সর্বোচ্চ গোল স্কোরার। এ মানুষটাকে ভালোবাসতে আপনি বাধ্য।💞

ফুটবলের বাইরে গেলেও তিনি এমন একজন মানুষ,যিনি নিয়মিত রক্ত দানের জন্যে শরীরে করেননি কোনো ট্যাটু। মডার্ন পৃথিবীর শ্রেষ্ঠ তারকা হয়েও,যিনি আজ পর্যন্ত ছুঁয়ে দেখেননি অ্যালকোহল। তিনি এমন একজন মানবপ্রেমিক,যার আয়ের বিশেষ অংশ দিয়ে চলছে অসংখ্য মানব সংস্থা। তিনি এমন একজন সহনশীল মানুষ,যার প্রতি খুশি হয়ে স্বয়ং আরব এর বাদশাহ্ উপহার হিসেবে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন। তিনি এমন একজন পরোপকারী মানুষ,যিনি নিপীড়িত সিরিয়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন বারংবার।❤️‍🩹
এ মানুষটাকে আপনি ভালো না বেসে পারবেন না। এ মানুষটা আপনাকে ভালোবাসতে বাধ্য করাবে।

৮০০+ গোল, ৫টা চ্যাম্পিয়নস লীগ, ৫ টা ব্যালন ডি'ওর, ১টা ইউরো কাপ, ১টা ন্যাশন্স লীগ ট্রফি, ৪টি গোল্ডেন বুট এবং ৬০টি হ্যাট্রিক নিয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা আছে একটি নাম-'ক্রিশ্চিয়ানো রোনালদো'।💛

ওহে প্রিয়--
'বিশ্বকাপ' তোমার থেকে বড়ো হতে পারে না। তুমি নিজেই বিশ্বকাপ এর রূপরেখা।
যতদিন ফুটবল থাকবে,যতদিন বিশ্বকাপ থাকবে,যতকাল ফিফা থাকবে,যত শত বছর পর্তুগাল থাকবে,যত সহস্র বছর ফুটবলে পৃথিবী রেঙে থাকবে,ততদিন থেকে যাবে একটি নাম-'ক্রিশ্চিয়ানো রোনালদো।'

তোমাকে লক্ষ কোটি স্যালুট!💚


18/11/2022

FIFA World Cup 2022 Final Prediction 💪💪💪




13/11/2022

Cute Baby Dance 😍



12/11/2022

Cute Baby Dance 🩰


10/11/2022

Cute Baby Dance 😍😍




03/11/2022

এদের পাশে দাঁড়াতে হলেও প্রচুর টাকা অয় করতে হবে।

Money is another God in The World💪💪

Address

Singapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Mahabub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr Mahabub:

Videos

Share

Category


Other Video Creators in Singapore

Show All