MD Ruhul Amin

MD Ruhul Amin সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
মানুষ হয়ে মানুষকে সম্মান করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

23/06/2024

অভিমানের স্থান পৃথিবীতে নেই।
পৃথিবী এক যুদ্ধক্ষেত্র,
এখানে বাঁচতে হলে প্রতিনিয়ত লড়াই করতে হয়।

21/04/2024

চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না ❤️

28/03/2024

Everyone can show dream...
but, no one can convert to reality....!!

08/03/2024

উরাধুরা বৃষ্টি শুরু হয়েছে ⛈️

10/02/2024

Garden by the bay.......

🎉 Facebook recognized me as a top rising creator this week!
06/01/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

কর্মব্যস্ততার মাঝেই কিছু সময় বের করতে হয় নিজেকে রিফ্রেশ করার জন্য 🏞️নয়তো সবকিছু বোরিং লাগে। ভালো লাগার একটি মূহুর্তে ...
30/12/2023

কর্মব্যস্ততার মাঝেই কিছু সময় বের করতে হয় নিজেকে রিফ্রেশ করার জন্য 🏞️
নয়তো সবকিছু বোরিং লাগে। ভালো লাগার একটি মূহুর্তে Universal Studios - Sentosa.

সব সেলিব্রেটিরা সিঙ্গাপুরে আসলে এইখানকার ছবি দেখি তাদের পেজ বা প্রোফাইলে আপলোড দেয়! আমরা সেলিব্রেটি নয় বলে কি দিতে পার...
27/12/2023

সব সেলিব্রেটিরা সিঙ্গাপুরে আসলে এইখানকার ছবি দেখি তাদের পেজ বা প্রোফাইলে আপলোড দেয়! আমরা সেলিব্রেটি নয় বলে কি দিতে পারি না!?

25/12/2023

Bedok Reservoir.....

24/12/2023

Sentosa World 🌎

22/12/2023

STEC T316 Year End & 2 Million Accident Free Hours Celebration 22 December 2023🎉🪩💃

25/11/2023

Wake up and chase your dreams because success is waiting for you.

08/10/2023
01/09/2023

অনেক দিন পর সবাই একসাথে 😊

10/08/2023

Smiling is the best medicine in the world So try to keep smile your face 😊

১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ। ঈদ মোবারক....
28/06/2023

১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ।
ঈদ মোবারক....

অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে।ঈদ মোবারক
28/06/2023

অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে।
ঈদ মোবারক




10/06/2023

ফেল মানে শিক্ষার প্রথম ধাপ পেরোনো!

শখ কিন্তু সবারই আছে....বিড়াল বলে অবহেলা করবেন না 😊কি বলেন আপনারা!?
09/06/2023

শখ কিন্তু সবারই আছে....
বিড়াল বলে অবহেলা করবেন না 😊
কি বলেন আপনারা!?



09/06/2023

জীবনের সবচেয়ে বড়ো জয় হলো,
এমন কিছু করে দেখানো যা
সবার কাছে কল্পনার অতীত হয়।

05/06/2023

কোরিয়ান লটারির প্রাথমিক নিবন্ধনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। লটারিতে ২০ হাজার জনকে সুযোগ দেওয়া হবে এবং এই লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন।

Family is the most important thing in the world 🌎
14/05/2023

Family is the most important thing in the world 🌎

06/05/2023

সিঙ্গাপুরের সাথে মালয়েশিয়ার নতুন যোগাযোগ সড়কের কাজ চলছে ।

06/05/2023

ছোটবেলার স্ব'প্ন পূরন হলে এখন কোন পেশা'য় থাকতেন❓

Please remember everyone it's true.
20/09/2022

Please remember everyone it's true.

16/09/2022

সাবিনার হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ।
অভিনন্দন বাংলাদেশ মহিলা ফুটবল দলকে।

বিদেশ থেকে দীর্ঘদিন পর দেশে আসার কারণে অনেকের কাছেই বাংলাদেশের সিম থাকে না। এ কারণে বিমানবন্দরে ফ্রি টেলিফোনের ব্যবস্থা ...
06/09/2022

বিদেশ থেকে দীর্ঘদিন পর দেশে আসার কারণে অনেকের কাছেই বাংলাদেশের সিম থাকে না। এ কারণে বিমানবন্দরে ফ্রি টেলিফোনের ব্যবস্থা আছে। ইমিগ্রেশন জোন, কনকোস হলে ফ্রি ব্যবহার করতে পারবেন যে কোন যাত্রী। এ ছাড়া ফ্রি ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থাও রয়েছে।

 ীন অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রায় ১২ বছর তাদের দেশে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছিলো। চীন সরকারের বক...
05/09/2022

ীন অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রায় ১২ বছর তাদের দেশে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছিলো। চীন সরকারের বক্তব্য ছিল-
এত ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবে???
কোথায় চাকরি পাবে???
কেই বা চাকরী দিবে???
এত হাজার হাজার বেকারকে চাকরী দেয়ার মত প্রতিষ্ঠান চীনে নেই। এই সময়টায় চীন ছাত্রছাত্রীদের আধুনিক প্রশিক্ষন দিয়েছিল নানা ধরণের ট্রেড কোর্সে। স্বল্প মেয়াদী ট্রেড কোর্স শিখে চীনের ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে গেলো। প্রতিটি বাড়ি গড়ে উঠল একটা করে ছোট ছোট কারখানায়। পরিবারের সবাই সেখানে কাজ করে। বড় ফ্যাক্টরী করার আলাদা খরচ নেই। ফলে পণ্যের উৎপাদন খরচ কমে গেলো। বর্তমানে যে কোন পণ্য স্বস্তায় উৎপাদন করার সক্ষমতায় তাদের ধারে কাছে কেউ নেই।
পৃথিবীর প্রতিটি অঞ্চলে চাইনিজ পণ্যের প্রসার বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা বিশ্ব বাণিজ্যের এক অপ্রতিরোধ্য পরাশক্তি। উপযুক্ত মুল্য দিলে তারা এমন জিনিস বানিয়ে দেবে যার গ্যারান্টি আপনি চাইলে ১০০ বছরও দিতে পারবেন।
#বাংলাদেশে সিমফোনি, ওয়ালটনসহ বহু প্রতিষ্ঠান এই চায়নার বদৌলতেই কিছু করে খাচ্ছে।
অপর দিকে বাংলাদেশে প্রতিনিয়ত গড়ে উঠছে বেকার বানানোর কারখানা। এর আধুনিক নাম বিশ্ববিদ্যালয়। প্রতি বছরই দুই একটা নতুন বিশ্ববিদ্যালয় তৈরী হচ্ছে আর বের হচ্ছে কয়েক হাজার বেকার। দল বেঁধে পড়ানো হচ্ছে বিবিএ, এমবিএ অথবা চিরচরিত সেই ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ানিং। এত বেকারের ভীড়ে চাকরী বাংলাদেশে একটি সোনার হরিণ। কোম্পানীরাও এটা বুঝে। ফলে এই দেশের শিক্ষিত ছেলেরা প্রত্যাশা অনুযায়ী-
বেতন পায় না,
চাকরী পায় না
আর পেলেও সহ্য করতে হয় মালিক অথবা বসের নানাবিদ অদ্ভুত পরীক্ষা ও অপেশাদার আচরণ ।
অবশ্য, দীর্ঘদিন বিভিন্ন জাতির শোষণের যাতাকলে পিষ্ট হয়ে আমাদের জাতির জীবনে প্রবেশ করেছে ভৃত্যগিরির মানসিকতা। আমরা মনে করি স্যুট, টাই পড়ে কোন কাজ করতে পারলেই বুঝি সেখানেই জাতির সফলতা। এটা আসলে একটি অপ্রকাশ্য দৈন্যতা, যা কেউ স্বীকার করছেন না। এই দেশের অর্থনীতির জন্য সামনে খুব ভয়াবহ দিন অপেক্ষা করছে।
তাই, বাংলাদেশের উচিত চীনের মত একটা পদক্ষেপ নেয়া। চাকরী করে দেশের উন্নতি হয় না, আমাদের উদ্যোক্তা প্রয়োজন। তাই শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন প্রয়োজন, গুরুত্ব দেয়া উচিত কর্মমুখী শিক্ষায়।
#সংগৃহীত

 #ব্রেকিংনিউজটি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। টেস্ট ও ওয়ানডেতে আরও মনোযোগ দিতেই এমন সিদ্ধান্...
04/09/2022

#ব্রেকিংনিউজ

টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। টেস্ট ও ওয়ানডেতে আরও মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত!

Address

Singapore City

Alerts

Be the first to know and let us send you an email when MD Ruhul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Ruhul Amin:

Videos

Share

Category


Other Singapore City media companies

Show All