01/06/2024
আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি পারমিট শেষ ০২/০৬/২৪ তারিখে আমি আবার সিংগাপুর আসতে চাই কনস্ট্রাকশন সেক্টরে আমি বর্তমান pcm parmit কাজ করি আমার কনস্ট্রাকশন সার্টিফিকেট আছে BCSS pass. আছে রিগার এনড সিগন্যাল ম্যান আছে পাশ আছে ইস্কা ফোল্ডিং সার্টিফিকেট আছে লিফটিং সুপারভাইজার পাস আছে আমি পাইপ ফিটিংস এর কাজ জানি এবং ড্রয়িং বুঝি যদি কোন ভাই আমাকে অল্প টাকায় সিঙ্গাপুরে নিয়ে আসতে পারেন কনস্ট্রাকশন সেক্টরে আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক উপকার হবে । বর্তমান আমি অর্থনৈতিকভাবে অনেক সমস্যায় ভুকতেছি 🙏🙏🙏🙏🙏সহযোগিতা করার জন্য সবার কাছে অনুরোধ রইলো [ ইতি সিংগাপুর প্রবাসী সাইদুর ]