সুইডেন প্রবাসী বাবা ছেলে

সুইডেন প্রবাসী বাবা ছেলে আমি একজন ইতালি ও সুইডেন প্রবাসী
আশা ক?

  #সুইডেনপ্রবাসীবাবাছেলে
29/03/2025


#সুইডেনপ্রবাসীবাবাছেলে



৮০ লক্ষ ই'হু'দী'র জন্য দুইশত কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষা করছে। আবাবিল যদি আসেও তাহলে ই'হু'দী'দে'র উপর নয়,  আগে মুস...
19/03/2025

৮০ লক্ষ ই'হু'দী'র জন্য দুইশত কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষা করছে। আবাবিল যদি আসেও তাহলে ই'হু'দী'দে'র উপর নয়, আগে মুসলিমদের উপর পাথর নিক্ষেপ করবে ।
- তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজিমুদ্দিন এরবাকান🥲


#সুইডেনপ্রবাসীবাবাছেলে





16/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
16/03/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

16/03/2025

#ইস্তেগফার:
আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ।

#জিকির:
সুবহানআল্লাহ ,আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার

#তওবা:
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা
হুওয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।

#দোয়া_ইউনুস:
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুংতু মিনাজ জোয়ালীমিন।

#দুরুদ_শরীফ: সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়াঃ

আল্লাহুম্মা ইন্নীআস আলুকাল জান্নাতা,
ওয়া আউযুবিকা মিনান্নার।

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।

পড়া শেষে আলহামদুলিল্লাহ

16/03/2025

কিসের এত অহংকার আপনি মা'রা গেলে,অনেকেই আপনার চেহারাও দেখবে না, রাতে ভয় পাবে বলে।😥

পবিত্র কোরান শরিফ আগুন দিয়ে পুড়ানো সালওয়ান মোমিকা নিহত গতকাল বুধবার রাতে ৩৮ বছর বয়সী সালওয়ান মোমিকাকে স্টকহল্মের সোদা...
30/01/2025

পবিত্র কোরান শরিফ আগুন দিয়ে পুড়ানো সালওয়ান মোমিকা নিহত

গতকাল বুধবার রাতে ৩৮ বছর বয়সী সালওয়ান মোমিকাকে স্টকহল্মের সোদারতেলিয়া কাউন্সিলে একটি অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করা হয়েছে।সুইডিশ মাইগ্রেশন এজেন্সি অনুসারে তাকে তার জন্মস্থান ইরাকে নির্যাতনের ঝুঁকি আছে বলে একটি নবায়নকৃত বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল।গতকাল বুধবার রাত ১১ টার কিছু পরে পুলিশের কাছে এই সংবাদ আসে।

জানা যায় কোরান দাহকারী সালওয়ান মোমিকা এই সময় টিকটকে একটি লাইভ সম্প্রচার করেছিলেন এবং এটির মাঝখানে তাকে গুলি করা হয়েছিল যা স্টকহল্ম থেকে প্রকাশিত সান্ধ্য দৈনিক আফটনব্লাডেট প্রকাশিত হয়েছে।

সোদারতেলিয়া কাউন্সিল এর Hovsjö তে একটি অ্যাপার্টমেন্টে পুলিশ নিশ্চিত করতে পারে যে একজন লোক মারা গেছে। রাতে স্টকহোমে পুলিশের প্রেস মুখপাত্র ড্যানিয়েল উইকডাহল বলেন আমরা বাড়ির ভিতরে এবং বাইরে তল্লাশি চালাচ্ছি।

আফটনব্লাডেটের তথ্য অনুযায়ী গোয়েন্দা পুলিশ এখন মামলা তদন্ত করছে। তবে সেপো (সুইডিশ নিরাপত্তা সার্ভিস) পৃথকভাবে এই মামলায় কোন মন্তব্য করতে চায় না।তারা বলে সুইডিশ নিরাপত্তা সার্ভিসের পক্ষ থেকে আমরা এ বিষয়ে কিছু বলতে পারি না. কারণ এটি পুলিশের বিষয়।নিরাপত্তা সার্ভিসের প্রেস মুখপাত্র গ্যাব্রিয়েল ওয়ার্নস্টেড বলেন,সুইডিশ পুলিশ এজেন্সির সাথে আমাদের একটি ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।

এখানে উল্লেখযোগ্য যে কয়েক বছর আগে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরান শরিফ পোড়ানোর সময় মমিকা জাতীয়ভাবে পরিচিত হয়ে ওঠেন।এই সময় সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রক্রিয়া চলাকালীন ইসলামের বিরুদ্ধে তার এই বিক্ষোভ সুইডেনের জন্য একটি কূটনৈতিক সংকট তৈরি করে এবং সন্ত্রাসী হুমকির মাত্রা বাড়াতে অবদান রাখে।

জানা যায় গত বছরের মে মাসের শেষে মোমিকা যার জন্মভূমি ইরাক সুইডেনে একটি নবায়নকৃত অস্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিল যা এক বছরের জন্য বৈধ ছিল।মোমিকার মতে তিনি যদি নিজ দেশ ইরাকে ফিরে আসেন তাহলে তিনি নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হওয়ার ঝুঁকি আছে।এই কারনে তাকে অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয় বলে বলেন মাইগ্রেশন এজেন্সির প্রেস ম্যানেজার জেসপার টেনগ্রোথ।


-





কেন জানি না,বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশেদেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভাব...
28/12/2024

কেন জানি না,বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে

দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভাবে ইউরোপে সুখ। ইউরোপে থাকলে ভাবে, লন্ডন -আমেরিকা-ক্যানাডায় সুখ।সেখানে গেলে ভাবে, ধুর ছাই, দেশই ভালো ছিলো

এভাবে ‘সুখ’ নামের মরীচিকার পেছনে ছুটতে ছুটতে জীবনকেই একসময় ছুটি দিয়ে দেয়।

অথচ সুখটা হওয়ার কথা ছিলো কেবল অনুধাবনের বিষয়।সুখটা নিজের চিন্তা ভাবনার মাঝে খুঁজে এবং সর্বোপরি মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে হবে





আমরা বিদেশের মাটি থেকে শুধু এটাই চাই দেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ থাকলে বাংলাদেশের ...
12/08/2024

আমরা বিদেশের মাটি থেকে শুধু এটাই চাই দেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ থাকলে বাংলাদেশের রেমিট্যান্স এর অভাব হবে না ইনশাআল্লাহ

12/08/2024

রবের নেয়ামতের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা,
আপনি যদি সুস্থ থাকেন একবার পড়ুন!

-আলহামদুলিল্লাহ।🖤

06/08/2024

কোন প্রকার অনুমতি ছাড়াই আজ থেকে বাংলার জমিনে
তাফসিরুল কোরআন মাহফিল হবে।
ইনশাআল্লাহ ✊

05/08/2024

একজন মানুষ, একজন বাংলাদেশি,একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে অনুরোধ, কেউ কোনো মসজিদ মন্দিরে বা ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হাত দিবেন না। বিভক্ত না, একত্র হইয়া দেখান 🙏🏻

05/08/2024

আজ দেশ স্বাধীন বাংলাদেশে,সর্বকালের সব থেকে বেশি রেমিট্যান্স বাংলাদেশে ডুকবে ইনশাআল্লাহ ✊🏾

05/08/2024

আরও এক ঘণ্টা পিছিয়েছে সেনা প্রধানের ভাষণ। নতুন সময় বিকাল চারটা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সুইডেন প্রবাসী বাবা ছেলে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুইডেন প্রবাসী বাবা ছেলে:

Videos

Share