23/12/2024
হাটহাজারী ও রাহমানিয়া মাদরাসার ফতোয়া :
মসজিদে সাদপন্থীদের কার্যক্রম না জায়েয এবং
মসজিদ কমিটিও গুনাহগার হবে।
জনসাধারণের ঈমান হেফাজতে নির্দেশনা দেবেন আলেমরা। এটা তাঁদের গুরু দায়িত্ব। পালন না করলে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাদপন্থীরা গোমরাহ খু/নী এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতিয়ার।
দেশের সর্বোচ্চ দীনি বিদ্যাপীঠ হাটহাজারী মাদরাসা থেকে সাদপন্থীদের কার্যক্রম বিষয়ে ফতোয়া এসেছে। ফতোয়া এসেছে দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া সাত মসজিদ থেকেও। ওদিকে হামলার অন্যতম মূল হোতা মুয়াজকে মালিবাগ মাদরাসা থেকে ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে। দলে দলে সাদপন্থীরা ভুল বুঝতে পেরে গোমরাহী পথ থেকে তওবা করে ফিরে আসছেন আলহামদুলিল্লাহ।
ফতোয়ার কপি কমেন্টবক্সে