Rashed Mobile Shop

Rashed Mobile Shop Allah is watching me....

23/08/2024

বাবারা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হয়🥺❤️😭

আমার আব্বু ইন্তেকাল করেছেন ১০/০৮/২০২৪ ইং রোজ শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার পরে। 😭😭😭
আমার আব্বুর জন্য 🤲🤲🤲 দোয়া করবেন।
মহান আল্লাহ তায়ালা যেন আমার আব্বুর জীবনের সমস্ত ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিয়ে আব্বুকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।

23/08/2024

"কান্না করতে ভয় লাগে
যদি আরেক ফোটা পানি বেড়ে যায়"!

বাস্তবে আরও খারাপ অবস্থা , কিন্তু এইটা একটা ছোট চিত্র দিয়ে বুঝানো হচ্ছে 🙂 ফেক বলে এই অবস্থা ধামাচাপা দেয়া যাবে না ভারত এর দালাল!

06/08/2024

আমাদের নোয়াখালী সোনাইমুড়ী থানা বাইপাস রোড।

02/08/2024

একজন শহিদ ভাইয়ের বাবার বক্তব্য😥

❝আল্লাহর জান্নাতে কিছু শর্ট আছে মনে হয় তাই আমার এই স্বর্ণের টুকরাকে ছিনিয়ে নিয়ে গেছেন.... আলহামদুলিল্লাহ❞
-শহীদ ভাইয়ের বাবা

25/07/2024
29/05/2024

জীবনে কিছু না পেলে আফসোস রাখবেন না। আপনি একটি ফুল চেয়েছেন, সে ফুলে কাটা ছিলো তাই আল্লাহ আপনাকে দেয় নাই।

আপনার জন্য হয়তো আল্লাহ একটা বাগান তৈরি করে রাখছে, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং
উত্তম অবিভাবক। আলহামদুলিল্লাহ।🌸🌺

03/04/2024

তারাবির পর গাজা'র ইমাম সাহেব একটা দোয়াই ঘুরিয়ে-ফিরিয়ে বারবার বললেন। ইয়া আল্লাহ্ আমরা ক্ষুধার্ত আমাদের খাবার দিন।

01/04/2024

পাকিস্তান টেলিভিশনের একজন সংবাদ পাঠিকা কিভাবে সূরা কদর এর তরজমা করলেন আল্লাহু আকবার।
আমাদের দেশে কবে হবে এরকম।

ছয় বছর হয়ে গেলো, আমার বড়ো কাকা ইন্তেকাল করেছেন, সো সবাই আমার বড়ো কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেনো আমার বড়ো ...
21/12/2023

ছয় বছর হয়ে গেলো, আমার বড়ো কাকা ইন্তেকাল করেছেন, সো সবাই আমার বড়ো কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেনো আমার বড়ো কাকা কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
#আমিন

মৃত্যু এমন এক মেহমান, যখন দরজায় এসে দাড়াঁয় তখন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই...!

হে আল্লাহ্‌ আমাদের সকলকে, ঈমান নিয়ে মৃত্যু বরণ করার তৌফিক দান করুন।

#আমিন

সো সবাই আমার বড়ো কাকার জন্য দোয়া করবেন,
আল্লাহ তায়ালা জেনো আমার বড়ো কাকাকে জান্নাতবাসী করেন এবং জান্নাতের উচ্চ মর্জাদা দান করেন।

#আমিন

03/12/2023

বেশি সময় লাগবেনা, নিজের আমলনামায় কিছু নেকি যোগ করুন..

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
পড়া শেষে আবার একবার আলহামদুলিল্লাহ 🌸

24/10/2023

পৃথিবীতে বাবার পরে ভাই এর স্থান।
ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণে। ভালোবাসি প্রত্যেক ভাইদেরকেই।

ইচ্ছে থাকলে উপায় হয়।  🙂আমি বোবা আমি কানে শুনি না। যার কাজ করার ইচ্ছে আছে সে কখনও ভিক্ষা করে না। Copy paste
23/10/2023

ইচ্ছে থাকলে উপায় হয়। 🙂
আমি বোবা আমি কানে শুনি না। যার কাজ করার ইচ্ছে আছে সে কখনও ভিক্ষা করে না।
Copy paste

07/09/2023

দেশ ভাগ করছে কেডা সব সুন্দর মাইয়া পাকিস্তানে দিয়া দিছে হালারা😒😒

এই আসরে বসার জন্য হইলেও জীবনে একবার পাকিস্তান যাওয়া লাগবে 😍

04/09/2023

যার কাছে যার শান্তি মিলে,তার কাছে তার ঠাই হোক, পূর্ণতা পাক সকল ভালোবাসা! 💖🫶🥰

22/08/2023

দেশী ভাইয়ারা যখন আরবদের সাথে আমাদের জাতীয় খেলা খেলে।
বাকিটা ইতিহাস।
আশা করি পুরো ভিডিও টা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজ টাকে ফলো করে রাখবেন।

কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী (রাহিমাহুল্লাহ) মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ই...
14/08/2023

কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী (রাহিমাহুল্লাহ) মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি'উন।

এডিটর তুহিন কে অনেক ধন্যবাদ তাঁর আসল রুপ সবার সামনে  আনার জন্য!
09/08/2023

এডিটর তুহিন কে অনেক ধন্যবাদ তাঁর আসল রুপ সবার সামনে আনার জন্য!

08/08/2023

ইসমাইল ভাই মাশা আল্লাহ,
ইসলামের পক্ষে আপনার এই ভিডিও আল্লাহ তাআলা কবুল করুক।

01/08/2023

নিজের মায়রে মা ডাকে না শাশুড়ি কয় আম্মাজান। নিজের বাবু তালই বেডা শশুর মশাই আব্বাজান।



Faridul Islam Rashed Fb I'd
Faridul Islam Rashed fb I'd
Faridul Islam Rashed page I'd

Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful
01/08/2023

Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful



















রাস্তা ছাড়েন প্লিজ!          কই যাইবেন মিস?ওষুধ আনতে ভাই!           আজ তোরেই চাই।দোষটা কি আমার?          তুই রসের খামার।...
26/06/2023

রাস্তা ছাড়েন প্লিজ! কই যাইবেন মিস?
ওষুধ আনতে ভাই! আজ তোরেই চাই।
দোষটা কি আমার? তুই রসের খামার।

কইরেন না সর্বনাশ! এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা’টা বাসায়। আমার কি আসে যায়!
মানুষ ডাকবো কিন্তু! এখানে নাই জীব-জন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম! চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জানোয়ার! মিটাই আশা একবার।
নাই রে তোর মা-বোন! চুপ! করবো কিন্তু খুন।
নরপিশাচ একটা তুই। আয় সর্বাঙ্গে তোর ছুঁই।
বাঁচাও, বাঁচাও, বাঁচাও। চেঁচাও জোরে চেঁচাও।

অতঃপর জানোয়ারটা পৈশাচিক আনন্দে মেতে ওঠে। অভুক্ত কুকুরের ন্যায় খাবলে খেতে থাকে মেয়েটার আপাদমস্তক। একটা সময় পর কুকুরটা ক্লান্ত হয়ে পরে। তারপর মেয়েটা গোঙাতে গোঙাতে বলতে লাগলো—

একটু পানি যদি পাই! হারামযাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস। কিছুক্ষণ পর হবি লাশ!
জীবনটা দেন ভিক্ষা। পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাবো ঘটনা সব। জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু। শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন। ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রাণ! এখন নিবো তোর জান।

এভাবেই শত শত মা-বোনের প্রাণ রোজ হচ্ছে শেষ!
ধর্ষক বেঁচে যায়!ধর্ষণ করে যায়! এর নাম বাংলাদেশ।

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভালো নেই 😢😥

#ধর্ষক

একবার চিন্তা করে দেখুন তো , কেউ একজন আপনার মৃ*ত্যুর জন্যে অপেক্ষা করে আছে। আপনি মা*রা গেলে তবেই সে কিছু পণ্য বিক্রি করে ...
19/06/2023

একবার চিন্তা করে দেখুন তো ,
কেউ একজন আপনার মৃ*ত্যুর জন্যে অপেক্ষা করে আছে।
আপনি মা*রা গেলে তবেই সে কিছু পণ্য বিক্রি করে তার এবং পরিবারের জন্য খাবার এর ব্যবস্থা করতে পারবে।

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হালকোথায় ...
07/06/2023

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!

শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার ভাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।

কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।

কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হায় রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মকতব ও আর নাই।

শিরোনাম:- হারানো দিনের স্মৃতি
লেখায় :-ফেরদৌস আহমেদ
বই কালের চিত্র
ছবি সংগৃহীত

01/05/2023

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নাই।
গত ১২-০৪-২০২৩ রাতে ডেমরা সারুলিয়া দোকান থেকে আমার মোবাইলটা চুরি করে নিয়ে যায়।
কেউ যদি আমাকে একটা স্মার্টফোন উপহার হিসেবে দিতেন তাহলে আমি অনেক খুশি হয়ে অনেক বেশি দোয়া করতাম।

07/03/2023

সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা, সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল,আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।
#আমিন।

05/03/2023

লেখাটা মনোযোগ দিয়ে পড়বেন,,,,

আপনি ইউরোপে এসেছেন বাংলাদেশ থেকে সবেমাত্র একদম নতুন, বাংলাদেশে কতটুকু পড়াশোনা করেছেন অথবা আপনার শিক্ষাগত যোগ্যতা কি সার্টিফিকেট এগুলো শুধু আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষেত্রে প্রযোজ্য, ইউরোতে কর্মক্ষেত্রে এগুলোর কোন মূল্য নেই। আপনার মূল্যায়ন একমাত্র আপনার ভাষা গত দক্ষতা এবং হাতের কর্ম।

আপনি নতুন এসেছেন ইউরোপে, হাতের সামনে যেটা পাবেন কাজ করার সুযোগ সেটাই করুন,, কোন কাজকে কখনো ছোট এবং নিন্দা করবেন না। কাজকে ভালবাসলে আপনি প্রকৃতির নিয়মে নিজেকে তৈরি করতে পারবেন। এবং সর্বক্ষেত্রে একজন কঠোর পরিশ্রমী এবং সফল ব্যক্তিত্ব হবেন।

যদি রেস্টুরেন্টে থালা-বাসন দুয়ার কাজ পান, সেখানে কাজ করলে আপনি একজন আস্তে আস্তে আপনার মেধা শেফ হতে পারবেন।

যদি কোন ড্রিংকস বাড়ে গ্লাস পরিষ্কার করা কাফের কাপ পরিষ্কার করার কাজ পান তাহলে একদিন আপনি অনেক বড় বার্র ম্যান হবেন।

যদি আপনি কোন মার্কেটে রাস্তায় কারো দোকানে কাজে ঢুকেন তাহলে, আপনার যোগ্যতায় কোন একদিন সুপারমার্কেটে সেলসম্যান হয়ে জয়েন করতে পারবেন।

যদি আপনি কোন প্যাকেজিং, লোড আনলোডিং , কোন ম্যাগাজিনে কাজে ঢুকতে পারেন, তাহলে সেখানকার বাড়ি যানবাহনের উপর মাল উঠানামা করানো যে গাড়ি, প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স করে যে কোন ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবেন।

যদি আপনি কখনো ফুটপাতে ব্যবসা করেন, যখন আপনার কাগজ হবে আপনি ই একজন বড় ব্যবসায়ী হবেন।

মোটকথা আমি শিক্ষিত, চেয়ার টেবিলে কাজ করব, এ সমস্ত মনোভাব আর মরীচিকার স্বপ্ন দেখা বাদ দিন। ইউরোপে আপনার জন্য সার্টিফিকেট হবে আপনার হাত দুটো।

আজ আমি নিজের কথা বলি, আমি খুব ভালো থালাবাসন দ্রুত ধুইতে পারবো, আমি বারর্মেনের সকল প্রকার ককটেল খুব যত্ন সহকারে দ্রুত বানাতে পারব, ইউরোপে বিভিন্ন প্রকার কফি খুব সহজে তৈরি করতে পারব। আমি রান্নাবান্নার জগতে ইতালিয়ান, থাইল্যান্ড, এশিয়ান, ইন্ডিয়ান এবং ফরাসি খুব সহজে রান্না তৈরি করতে পারব। আমি লোড আনলোডিং একই স্থান থেকে অন্য স্থানে প্রতি স্থাপন করতে পারব , নিখুঁতভাবে। আমি কখনো সেলম্যান, কখনো সার্ভিসে মোট কথায় সর্বক্ষেত্রে নিজেকে তৈরি করেছি।

নোট,,,, ইউরোপে সামনের দিনগুলো অনেক প্রতিযোগিতা দিন দিন আরো হবে, যদি আপনি আপনাকে সকল কাজ করার মন-মানসিকতা তৈরি করতে পারেন আপনার জন্য প্রতিদিনই থাকবে সুখময় জীবন। মনে রাখবেন ইউরোপে বসবাসের ক্ষেত্রে কাজের দক্ষতাই আপনাকে আপনার ডকুমেন্ট, বসবাসে স্থান, আপনার সকল কাগজপত্র সবকিছু ঠিক রাখবে ঠিক বট গাছের ছায়ার মত।

অন্যদিকে যেখানে আপনি আছেন সেখানেও হিরো এবং বাংলাদেশ পরিবারের কাছেও সমাজের কাছে আপনি সম্মানিত কারণ আপনি ইনকাম করতে পারেন।

মনে রাখবেন আপনার হাতের দক্ষতা আপনার জন্য সবসময় সম্মান দেবে সর্বক্ষেত্রে, আর যদি আপনি আপনার সার্টিফিকেটের অহংকার মনে রাখেন তাহলে ইউরোপে আপনি ধ্বংস হয়ে যাবেন....

Collected.লেখাটা মনোযোগ দিয়ে পড়বেন,,,,

আপনি ইউরোপে এসেছেন বাংলাদেশ থেকে সবেমাত্র একদম নতুন, বাংলাদেশে কতটুকু পড়াশোনা করেছেন অথবা আপনার শিক্ষাগত যোগ্যতা কি সার্টিফিকেট এগুলো শুধু আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষেত্রে প্রযোজ্য, ইউরোতে কর্মক্ষেত্রে এগুলোর কোন মূল্য নেই। আপনার মূল্যায়ন একমাত্র আপনার ভাষা গত দক্ষতা এবং হাতের কর্ম।

আপনি নতুন এসেছেন ইউরোপে, হাতের সামনে যেটা পাবেন কাজ করার সুযোগ সেটাই করুন,, কোন কাজকে কখনো ছোট এবং নিন্দা করবেন না। কাজকে ভালবাসলে আপনি প্রকৃতির নিয়মে নিজেকে তৈরি করতে পারবেন। এবং সর্বক্ষেত্রে একজন কঠোর পরিশ্রমী এবং সফল ব্যক্তিত্ব হবেন।

যদি রেস্টুরেন্টে থালা-বাসন দুয়ার কাজ পান, সেখানে কাজ করলে আপনি একজন আস্তে আস্তে আপনার মেধা শেফ হতে পারবেন।

যদি কোন ড্রিংকস বাড়ে গ্লাস পরিষ্কার করা কাফের কাপ পরিষ্কার করার কাজ পান তাহলে একদিন আপনি অনেক বড় বার্র ম্যান হবেন।

যদি আপনি কোন মার্কেটে রাস্তায় কারো দোকানে কাজে ঢুকেন তাহলে, আপনার যোগ্যতায় কোন একদিন সুপারমার্কেটে সেলসম্যান হয়ে জয়েন করতে পারবেন।

যদি আপনি কোন প্যাকেজিং, লোড আনলোডিং , কোন ম্যাগাজিনে কাজে ঢুকতে পারেন, তাহলে সেখানকার বাড়ি যানবাহনের উপর মাল উঠানামা করানো যে গাড়ি, প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স করে যে কোন ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবেন।

যদি আপনি কখনো ফুটপাতে ব্যবসা করেন, যখন আপনার কাগজ হবে আপনি ই একজন বড় ব্যবসায়ী হবেন।

মোটকথা আমি শিক্ষিত, চেয়ার টেবিলে কাজ করব, এ সমস্ত মনোভাব আর মরীচিকার স্বপ্ন দেখা বাদ দিন। ইউরোপে আপনার জন্য সার্টিফিকেট হবে আপনার হাত দুটো।

আজ আমি নিজের কথা বলি, আমি খুব ভালো থালাবাসন দ্রুত ধুইতে পারবো, আমি বারর্মেনের সকল প্রকার ককটেল খুব যত্ন সহকারে দ্রুত বানাতে পারব, ইউরোপে বিভিন্ন প্রকার কফি খুব সহজে তৈরি করতে পারব। আমি রান্নাবান্নার জগতে ইতালিয়ান, থাইল্যান্ড, এশিয়ান, ইন্ডিয়ান এবং ফরাসি খুব সহজে রান্না তৈরি করতে পারব। আমি লোড আনলোডিং একই স্থান থেকে অন্য স্থানে প্রতি স্থাপন করতে পারব , নিখুঁতভাবে। আমি কখনো সেলম্যান, কখনো সার্ভিসে মোট কথায় সর্বক্ষেত্রে নিজেকে তৈরি করেছি।

নোট,,,, ইউরোপে সামনের দিনগুলো অনেক প্রতিযোগিতা দিন দিন আরো হবে, যদি আপনি আপনাকে সকল কাজ করার মন-মানসিকতা তৈরি করতে পারেন আপনার জন্য প্রতিদিনই থাকবে সুখময় জীবন। মনে রাখবেন ইউরোপে বসবাসের ক্ষেত্রে কাজের দক্ষতাই আপনাকে আপনার ডকুমেন্ট, বসবাসে স্থান, আপনার সকল কাগজপত্র সবকিছু ঠিক রাখবে ঠিক বট গাছের ছায়ার মত।

অন্যদিকে যেখানে আপনি আছেন সেখানেও হিরো এবং বাংলাদেশ পরিবারের কাছেও সমাজের কাছে আপনি সম্মানিত কারণ আপনি ইনকাম করতে পারেন।

মনে রাখবেন আপনার হাতের দক্ষতা আপনার জন্য সবসময় সম্মান দেবে সর্বক্ষেত্রে, আর যদি আপনি আপনার সার্টিফিকেটের অহংকার মনে রাখেন তাহলে ইউরোপে আপনি ধ্বংস হয়ে যাবেন....

Collected.

আমাদের প্রাণ প্রিয় ক্যাম্পাস। দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার 2023 সালের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের কিছু খন্ড চিত...
28/01/2023

আমাদের প্রাণ প্রিয় ক্যাম্পাস। দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার 2023 সালের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র। সারুলিয়া, ডেমরা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

20/01/2023

ওয়াজ কাকে বলে! অদ্ভুত এক যাদু নিহিত।
ওয়াজটা আমাকে মুগ্ধ করে ফেলেছে।
আপনিও মুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
আলহাজ্ব মজিবর রহমান আমির সাহেব পশ্চিম ভঙ্গ, ভারত। আল্লাহতালা দীর্ঘ নেক হায়াত দান করুন।💚💚

Congratulation Argentina🇦🇷2-0🇲🇽
26/11/2022

Congratulation Argentina🇦🇷2-0🇲🇽

Address

Tabuk
Tabuk

Telephone

+8801823856980

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashed Mobile Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashed Mobile Shop:

Videos

Share