05/03/2023
লেখাটা মনোযোগ দিয়ে পড়বেন,,,,
আপনি ইউরোপে এসেছেন বাংলাদেশ থেকে সবেমাত্র একদম নতুন, বাংলাদেশে কতটুকু পড়াশোনা করেছেন অথবা আপনার শিক্ষাগত যোগ্যতা কি সার্টিফিকেট এগুলো শুধু আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষেত্রে প্রযোজ্য, ইউরোতে কর্মক্ষেত্রে এগুলোর কোন মূল্য নেই। আপনার মূল্যায়ন একমাত্র আপনার ভাষা গত দক্ষতা এবং হাতের কর্ম।
আপনি নতুন এসেছেন ইউরোপে, হাতের সামনে যেটা পাবেন কাজ করার সুযোগ সেটাই করুন,, কোন কাজকে কখনো ছোট এবং নিন্দা করবেন না। কাজকে ভালবাসলে আপনি প্রকৃতির নিয়মে নিজেকে তৈরি করতে পারবেন। এবং সর্বক্ষেত্রে একজন কঠোর পরিশ্রমী এবং সফল ব্যক্তিত্ব হবেন।
যদি রেস্টুরেন্টে থালা-বাসন দুয়ার কাজ পান, সেখানে কাজ করলে আপনি একজন আস্তে আস্তে আপনার মেধা শেফ হতে পারবেন।
যদি কোন ড্রিংকস বাড়ে গ্লাস পরিষ্কার করা কাফের কাপ পরিষ্কার করার কাজ পান তাহলে একদিন আপনি অনেক বড় বার্র ম্যান হবেন।
যদি আপনি কোন মার্কেটে রাস্তায় কারো দোকানে কাজে ঢুকেন তাহলে, আপনার যোগ্যতায় কোন একদিন সুপারমার্কেটে সেলসম্যান হয়ে জয়েন করতে পারবেন।
যদি আপনি কোন প্যাকেজিং, লোড আনলোডিং , কোন ম্যাগাজিনে কাজে ঢুকতে পারেন, তাহলে সেখানকার বাড়ি যানবাহনের উপর মাল উঠানামা করানো যে গাড়ি, প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স করে যে কোন ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবেন।
যদি আপনি কখনো ফুটপাতে ব্যবসা করেন, যখন আপনার কাগজ হবে আপনি ই একজন বড় ব্যবসায়ী হবেন।
মোটকথা আমি শিক্ষিত, চেয়ার টেবিলে কাজ করব, এ সমস্ত মনোভাব আর মরীচিকার স্বপ্ন দেখা বাদ দিন। ইউরোপে আপনার জন্য সার্টিফিকেট হবে আপনার হাত দুটো।
আজ আমি নিজের কথা বলি, আমি খুব ভালো থালাবাসন দ্রুত ধুইতে পারবো, আমি বারর্মেনের সকল প্রকার ককটেল খুব যত্ন সহকারে দ্রুত বানাতে পারব, ইউরোপে বিভিন্ন প্রকার কফি খুব সহজে তৈরি করতে পারব। আমি রান্নাবান্নার জগতে ইতালিয়ান, থাইল্যান্ড, এশিয়ান, ইন্ডিয়ান এবং ফরাসি খুব সহজে রান্না তৈরি করতে পারব। আমি লোড আনলোডিং একই স্থান থেকে অন্য স্থানে প্রতি স্থাপন করতে পারব , নিখুঁতভাবে। আমি কখনো সেলম্যান, কখনো সার্ভিসে মোট কথায় সর্বক্ষেত্রে নিজেকে তৈরি করেছি।
নোট,,,, ইউরোপে সামনের দিনগুলো অনেক প্রতিযোগিতা দিন দিন আরো হবে, যদি আপনি আপনাকে সকল কাজ করার মন-মানসিকতা তৈরি করতে পারেন আপনার জন্য প্রতিদিনই থাকবে সুখময় জীবন। মনে রাখবেন ইউরোপে বসবাসের ক্ষেত্রে কাজের দক্ষতাই আপনাকে আপনার ডকুমেন্ট, বসবাসে স্থান, আপনার সকল কাগজপত্র সবকিছু ঠিক রাখবে ঠিক বট গাছের ছায়ার মত।
অন্যদিকে যেখানে আপনি আছেন সেখানেও হিরো এবং বাংলাদেশ পরিবারের কাছেও সমাজের কাছে আপনি সম্মানিত কারণ আপনি ইনকাম করতে পারেন।
মনে রাখবেন আপনার হাতের দক্ষতা আপনার জন্য সবসময় সম্মান দেবে সর্বক্ষেত্রে, আর যদি আপনি আপনার সার্টিফিকেটের অহংকার মনে রাখেন তাহলে ইউরোপে আপনি ধ্বংস হয়ে যাবেন....
Collected.লেখাটা মনোযোগ দিয়ে পড়বেন,,,,
আপনি ইউরোপে এসেছেন বাংলাদেশ থেকে সবেমাত্র একদম নতুন, বাংলাদেশে কতটুকু পড়াশোনা করেছেন অথবা আপনার শিক্ষাগত যোগ্যতা কি সার্টিফিকেট এগুলো শুধু আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষেত্রে প্রযোজ্য, ইউরোতে কর্মক্ষেত্রে এগুলোর কোন মূল্য নেই। আপনার মূল্যায়ন একমাত্র আপনার ভাষা গত দক্ষতা এবং হাতের কর্ম।
আপনি নতুন এসেছেন ইউরোপে, হাতের সামনে যেটা পাবেন কাজ করার সুযোগ সেটাই করুন,, কোন কাজকে কখনো ছোট এবং নিন্দা করবেন না। কাজকে ভালবাসলে আপনি প্রকৃতির নিয়মে নিজেকে তৈরি করতে পারবেন। এবং সর্বক্ষেত্রে একজন কঠোর পরিশ্রমী এবং সফল ব্যক্তিত্ব হবেন।
যদি রেস্টুরেন্টে থালা-বাসন দুয়ার কাজ পান, সেখানে কাজ করলে আপনি একজন আস্তে আস্তে আপনার মেধা শেফ হতে পারবেন।
যদি কোন ড্রিংকস বাড়ে গ্লাস পরিষ্কার করা কাফের কাপ পরিষ্কার করার কাজ পান তাহলে একদিন আপনি অনেক বড় বার্র ম্যান হবেন।
যদি আপনি কোন মার্কেটে রাস্তায় কারো দোকানে কাজে ঢুকেন তাহলে, আপনার যোগ্যতায় কোন একদিন সুপারমার্কেটে সেলসম্যান হয়ে জয়েন করতে পারবেন।
যদি আপনি কোন প্যাকেজিং, লোড আনলোডিং , কোন ম্যাগাজিনে কাজে ঢুকতে পারেন, তাহলে সেখানকার বাড়ি যানবাহনের উপর মাল উঠানামা করানো যে গাড়ি, প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স করে যে কোন ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবেন।
যদি আপনি কখনো ফুটপাতে ব্যবসা করেন, যখন আপনার কাগজ হবে আপনি ই একজন বড় ব্যবসায়ী হবেন।
মোটকথা আমি শিক্ষিত, চেয়ার টেবিলে কাজ করব, এ সমস্ত মনোভাব আর মরীচিকার স্বপ্ন দেখা বাদ দিন। ইউরোপে আপনার জন্য সার্টিফিকেট হবে আপনার হাত দুটো।
আজ আমি নিজের কথা বলি, আমি খুব ভালো থালাবাসন দ্রুত ধুইতে পারবো, আমি বারর্মেনের সকল প্রকার ককটেল খুব যত্ন সহকারে দ্রুত বানাতে পারব, ইউরোপে বিভিন্ন প্রকার কফি খুব সহজে তৈরি করতে পারব। আমি রান্নাবান্নার জগতে ইতালিয়ান, থাইল্যান্ড, এশিয়ান, ইন্ডিয়ান এবং ফরাসি খুব সহজে রান্না তৈরি করতে পারব। আমি লোড আনলোডিং একই স্থান থেকে অন্য স্থানে প্রতি স্থাপন করতে পারব , নিখুঁতভাবে। আমি কখনো সেলম্যান, কখনো সার্ভিসে মোট কথায় সর্বক্ষেত্রে নিজেকে তৈরি করেছি।
নোট,,,, ইউরোপে সামনের দিনগুলো অনেক প্রতিযোগিতা দিন দিন আরো হবে, যদি আপনি আপনাকে সকল কাজ করার মন-মানসিকতা তৈরি করতে পারেন আপনার জন্য প্রতিদিনই থাকবে সুখময় জীবন। মনে রাখবেন ইউরোপে বসবাসের ক্ষেত্রে কাজের দক্ষতাই আপনাকে আপনার ডকুমেন্ট, বসবাসে স্থান, আপনার সকল কাগজপত্র সবকিছু ঠিক রাখবে ঠিক বট গাছের ছায়ার মত।
অন্যদিকে যেখানে আপনি আছেন সেখানেও হিরো এবং বাংলাদেশ পরিবারের কাছেও সমাজের কাছে আপনি সম্মানিত কারণ আপনি ইনকাম করতে পারেন।
মনে রাখবেন আপনার হাতের দক্ষতা আপনার জন্য সবসময় সম্মান দেবে সর্বক্ষেত্রে, আর যদি আপনি আপনার সার্টিফিকেটের অহংকার মনে রাখেন তাহলে ইউরোপে আপনি ধ্বংস হয়ে যাবেন....
Collected.