Iftekhar Azim

Iftekhar Azim ‍ Just For Me

22/07/2022

আমার বউয়ের জন্য,
😍😍😍😍😍

লেখা এবং কন্ঠ: অরিনের জামাই🥹

30/11/2021

Funny video 😅😂

20/06/2021

সবকিছু আল্লাহর দান।
বাবা মায়ের জন্য সন্তান 😊এবং সন্তানের জন্য বাবা-মা😊।
আল্লাহর শ্রেষ্ঠ দান।

-আমার কণ্ঠ ভালো না। 😞
-আমার লেখার হাত ভাল না😞
-আমার কণ্ঠে শুর নাই😞

*কিন্তু বাবা শব্দের সাথে ,ইমোশন আছে।
_____________________________

শুধু গানের প্রথম অংশটুকু গাইলাম।
সাথে জেমসের বাবা গানের সে দুই লাইন।

কোন দিবসে আমি বিশ্বাসী না।
কিন্তু তবুও যাদের বাবা আছে,
একটা দিবসের উসিলায় অন্ততপক্ষে,
বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে।
কিন্তু যাদের বাবা নাই 😭😭😭
তাদের জন্য...........

11/06/2021

কবিতার নাম: বেকার ছেলের স্বপ্ন
লিখেছি: ইফতেখার

অনূর্ধ্ব 20 বছরের,
পাত্রী চাই আমি,
পাত্রীর বাপের থাকতে হবে,
গাড়ি অনেক দামি।

যৌতুক আমি ঘৃণা করি,
উপহারের সমস্যা নাই,
পাত্রীর বাপের ঢাকায়,
একটা বাড়ি থাকা চাই।

আমি বেপর্দা তাতে সমস্যা নাই,
পর্দাশীল পাত্রী চাই।
মেধাবী পাত্রী চাই,
ঘরের কাজও জানা চাই,
ঘর বাহির সামলাতে পারে,
যে পাত্রীর কোনো চাহিদা নয়।

(কবিতাটা মজা করে লেখা।
যদি মজা লাগে বা খুব রাগ হয়।
আমার ফেসবুক পেজে একটা লাইক এবং একটা চ্যানেল টা সাবস্ক্রাইব কইরেন)

YouTube
https://youtu.be/pnqPSjI2pGc

28/05/2021

হট টপিকসের দেশ বাংলাদেশ,
এখন গরমি একটা হট টপিক।

26/05/2021

Visit iftiazmblog for more!

কবিতা-----ট্রিপল থ্রি এবং মধ্যবিত্ত!_____________________!মধ্যবিত্ত আমি,পারিনা পাতিতে হাত,৩৩৩  দিয়েছিলাম কল,ঘরে ছিলো না...
25/05/2021

কবিতা-----
ট্রিপল থ্রি এবং মধ্যবিত্ত
!_____________________!

মধ্যবিত্ত আমি,
পারিনা পাতিতে হাত,
৩৩৩ দিয়েছিলাম কল,
ঘরে ছিলো না ভাত।

সাহায্য তো পাইলাম না,
করিল জরিমানা,
এমন পরিস্থিতি আসিবে,
কখনো ছিলো না জানা।

সম্মান যার যায়,
সেই বুঝে হায়।
বুঝেনা তো বড় কর্তা।

বিবেকের চোখ বন্ধ,
ক্ষমতার দম্ভে অন্ধ,
স্যরি নামের বুলি ফুটাইয়া,
সকল বিচার বন্ধ।

মধ্যবিত্তের সম্বল তার সম্মান,
না পারে, এ ব্যথা সইতে।
মনের ব্যথা মনেতেই থাকে,
না পারে কাহরে কহিতে।
________________
লিখেছেন: Iftekhar Azim
______________

সম্প্রতিকালে ত্রিপোল তিনে ফোন দিয়ে,
এক বৃদ্ধ বাবার জরিমানা‌ গুনতে হয়।
100 জনের ত্রাণের বোঝা।
সে অর্থ না হয় ফেরত দেওয়া যাবে।
কিন্তু যে সম্মান হানি অথবা হেনস্থার শিকার তিনি।
সেটা কোনো মূল্য দিয়ে পরিশোধযোগ্য নয়।
প্রতিবাদস্বরূপ এই কবিতাটি।
সকল মধ্যবিত্ত বিড়ম্বনার শিকার পরিবারের জন্য।
যারা এই করোনায়,
না পারে খাইতে,
না পারে চাইতে।
--------*******-------

20/05/2021

আসসালামু আলাইকুম,
আমরা সবাই ইসরাইলের পণ্য বয়কটের পক্ষে।
কিন্তু যেই পণ্যটা আমাদের দেশের অভ্যন্তরে আছে।
অনেকেই ইমোশনাল ফুল হয়ে এই পণ্য গুলো নষ্ট করতেছে।
কেউ কেউ আবার,
যারা ইসরাইলি পণ্য দোকানে রাখছে তাদেরকে বিভিন্নভাবে সমালোচনাও করতেছে।
পন্য গুলা নিশ্চয়ই ইসরাইল আমাদেরকে ত্রানে দেয় নাই।
আমরা বৈদেশিক কারেন্সির বিনিময় এই পণ্যগুলোর আমদানি করছি।
যখন আমরা কারো থেকে কিছু, মূল্যের বিনিময়ে নেই,
সেই জিনিসটা আর তার থাকে না।
সেই জিনিসটার,
মালিকানা তখন ক্রেতার কাছে থাকে।
সুতরাং নিজের পরিশ্রমের হালাল টাকা এভাবে নষ্ট করার কোনো মানে হয় না।
এই করোনা লকডাউন এর সময,
যদি আপনি একান্তভাবে ইসরাইলের পণ্য ঘৃণা করেন,
তবে আপনার আশেপাশের গরীবদের মধ্যে বন্টন করে দেন।
ইসলাম হালাল পণ্য অপচয় না করার বিধান রাখছে।
যদি হালাল পয়সা দিয়ে পণ্য কিনেন,
এবং পণ্যের ভিতরে থাকা উপাদান হালাল হয়।
তাহলে দয়া করে পণ্য নষ্ট করবেন না।
এতে ইসরাইলের ক্ষতি হচ্ছে না ।
আমাদের দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে।
আর যদি বলেন ইহুদী-নাসারাদের পণ্য বয়কট করতে চান।
আগে অবশ্যই সব মুসলমান দেশকে এক হতে হবে এবং নিজেদের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করতে হবে।

আমি যে ফেসবুকটা ইউজ করতেছি।
এটা কোন মুসলমানের সম্পত্তি না।
আমরা যে সব গাড়িগুলো ইউজ করি।
এগুলো মুসলমান দেশ থেকে আমদানি হয় না।

যতদিন পর্যন্ত না মুসলমান স্বনির্ভর হওয়া শিখবে,
যতদিন পর্যন্ত না,
ইসলামিক শিক্ষাব্যবস্থায়,
প্রযুক্তি ,ব্যবসা, অর্থনীতি বিষয় গুলো সংযুক্ত হবে।

আমাদেরকে ইহুদী-নাছারা পণ্য সাময়িক বয়কট করলেও,
শেষ পর্যন্ত ব্যবহার করতে হবে।

(বিশেষ দ্রব্যষ্ট:
আমাদের দেশের পোলাপাইন আইএলটিএস করে,
ইউরোপিয়ান অমুসলিম দেশগুলোতে যাওয়ার জন্যই লাফালাফি করে)

#শান্তি

ভিডিওটা ইউটিউবে দেখতে:
https://youtu.be/pnqPSjI2pGc

18/05/2021

*রমজান মাসে গুলশানে আত্মহত্যা অথবা অপমৃত্যু।

*গতকাল ভারত ফেরত এক তরুণী ,
করেনটাইন থাকাকালীন সময়, দায়িত্বপ্রাপ্ত পুলিশের সাব-ইন্সপেক্টরের হাতে ধর্ষিত।

*সাংবাদিক রোজিনা নিয়ে তো বলা যাবেনা, ওইটা রাজনীতিক বিষয়।

(সব নারী বাদীরা কই।
আপনাদের কথার উপর তো কেউ লকডাউন দেয় নাই)

16/05/2021

পৃথিবীতে অর্থনীতিকে শক্তিশালী দেশ গুলো,
যখনই অর্থনৈতিক মন্দা দেখে।
এবং অস্ত্রের গুদাম বেড়ে যায়।
তখন ঐ তারা যুদ্ধ লাগিয়ে দেয়।
_______________________
যুদ্ধ এবং নিরীহ মানুষের প্রাণহানি কারো কাম্য নয়।

#শান্তি

---------------------------------------

The world's strongest economies countries,
Whenever there is an economic downturn.
And the arsenal of weapons has increased.
Then they started fighting.
_______________________
War and innocent lives are not desirable.

29/04/2021

তিন মুক্তিযোদ্ধার সন্তান যখন বাকযুদ্ধে মেতেছে,
ডাক্তার সাহেবা ক্ষমতার জোরে সেই যুদ্ধে জিতেছে।

আজ মুক্তিযোদ্ধা সন্তানের গলায় যখন দড়ি,
আত্মহত্যার দায় যে পুরুষের,
তার কোমরে নাই বেরি।

নির্যাতিতা যখন মুক্তিযোদ্ধা সন্তান হয়,
তবুও অপরাধীর নাম নিতে মিডিয়ার এত ভয়।

মুক্তিযোদ্ধা, স্বাধীনতার স্বপক্ষের শক্তি,
নাকি প্রভাব-প্রতিপত্তি ক্ষমতার দম্ভ,
আজ কোথায় গণজাগরণ মঞ্চ,
স্বাধীনতার প্রজন্ম।

১৮ বছর বয়সে নিজেরে করিলে বিচার,
এই বয়সে করবে যে ভুল, হবে প্রলোভনের শিকার।

চল্লিশোর্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী,
তার কি ছিলো না বিবেক,
শরীরের লালসা অর্থ ছিটাইয়া,
হত্যা করিলো আবেগ।

মাথার উপর ছাদের আশা,
একটু সুখের প্রত্যাশা,
অল্প বয়সের কিশোরী,
এর চেয়ে বেশী সে, কি বুঝিতে পারে।

তবু সেই কিশোরী খারাপ,
খারাপ তার পরিবার।
অতি লোভে মরেছে আজ!
এসব বলা‌ কি‌‌ খুব দরকার🥺?

হতে পারে এমন ভুল,
আগামীতে করবে, আপনার সন্তান।
কাঁচা বয়স, আবেগি মন,
রয়েছে অতীতের হাজারো প্রমান।

নিজ সন্তান স্ত্রীর থাকা‌শর্তেও যে পুরুষ,
কিশোরীর দিকে দেয় নজর 👀।
তাকে নিয়ে কিছু বলেন,
স্বাধীনতার স্বপক্ষের মিডিয়ার প্রতি হাতজোড়🙏 ।

যে দেখাইয়া স্বপ্ন,
উঠাইলো কিশোরীরে চূড়ায়,
তার কি হবে বিচার কখনো?
স্বপ্ন ভাঙ্গার দায়।

-ইফতেখার মোহাম্মদ নুরুল আজিম-

12/04/2021

মসজিদে 20 জন লোক Allow করেছে সরকার।
কষ্ট করে এটা করার কি ছিল দরকার?
এর থেকে ভালো, থাকতো বন্ধ,
সমান অধিকারের নাম ঐ গণতন্ত্র।

সব মসজিদের আয়তন তো নয় সমান,
তাই প্রতি মিটার অন্তর একজন,
পদ্ধতিটা হওয়া উচিত ছিল এমন।

যে মসজিদ আয়তনে বড়,
মুসল্লী তত বেশি,
কোনো মসজিদে বিশের কম হতো,
আয়তন হিসাব কষে।

-ইফতেখার আজিম-

11/04/2021

নবাব সিরাজউদ্দৌলার বৈশিষ্ট্য

যে রিপোর্টটা লিখছে বাংলা মনে হয় অপশনাল সাবজেক্ট ছিল।তাই সাকিবকে শাকিব বানিয়ে দিয়েছে।
13/05/2020

যে রিপোর্টটা লিখছে বাংলা মনে হয় অপশনাল সাবজেক্ট ছিল।

তাই সাকিবকে
শাকিব বানিয়ে দিয়েছে।

12/05/2020

দাবানলের নতুন ভার্সন।
দাবানল Lite

22/04/2020

Now everyone doctor.
They give free advise.
If They have idea about it or not


Address

Saptco Bus Stand
Tabuk

Telephone

+966594166820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iftekhar Azim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like