সিলেট সময় টিভি

সিলেট সময় টিভি নিউজ

18/06/2024

সৌদি আরবের রিয়াদে মরুভূমির পাহাড়ের তলদেশে মুগ্ধতা ছড়াচ্ছে নীলজলের হ্রদ।

কানাডায় ‘হালাল মর্টগেজ’ চালু করার সিদ্ধান্ত ট্রুডো-র২০২৪ এপ্রিল ১৮ ১৭:২৪:৫৩.   সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;  কানা...
19/04/2024

কানাডায় ‘হালাল মর্টগেজ’ চালু করার সিদ্ধান্ত ট্রুডো-র২০২৪ এপ্রিল ১৮ ১৭:২৪:৫৩. সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;
কানাডায় ‘হালাল মর্টগেজ’ চালু করার সিদ্ধান্ত ট্রুডো-র
প্রবাস ডেস্ক : কানাডায় চালু হচ্ছে হালাল মর্টগেজ। দেশটির বার্ষিক বাজেটে জাস্টিন ট্রুডো সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এই পদক্ষেপটি জাস্টিন ট্রুডো সরকারের কয়েকটি উদ্যোগের মধ্যে একটি যা কানাডিয়ানদের সাহায্য করার জন্য যারা একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন।

এক্ষেত্রে অবশ্য দেশের মুসলিম সম্প্রদায়কে বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। কারণ, ইসলামী আইন বা শরিয়াহ আইন অনুযায়ী সুদ খাওয়া হারাম। হালাল বন্ধক অর্থ ঋণের একটি বিকল্প উপায় হতে পারে। এর জন্যই এই ব্যবস্থা।

একই সময়ে, কানাডার বর্তমান বাজেটে বিদেশীদের সে দেশে বাড়ি বা আবাসিক সম্পত্তি কেনার উপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কানাডা বাজেট ২০২৪ ঘোষণা করেছে যে ট্রুডো সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে, ব্যাংক সহ, এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে কানাডিয়ানদের চাহিদা মেটাতে যারা নিজের বাড়ির মালিক হতে চায়।

তার উল্লেখযোগ্য পদক্ষেপ হল হালাল মর্টগেজ। মর্টগেজ ইসলামী বা শরিয়া আইনের বিরুদ্ধে নয়। ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদের বিকল্প হিসেবে বন্ধক প্রদান করে।

ক্যনাডার কিছু আর্থিক প্রতিষ্ঠান অবশ্য আগে থেকেই শরিয়ত আইন মেনে মর্টগেজ বা বন্ধকে লোন দিচ্ছে, তারা সুদ নিচ্ছে না মুসলিমদের কাছ থেকে।

তবে সে দেশের সব চেয়ে বড় পাঁচটি ব্যাঙ্ক এ ভাবে এতদিন টাকা ধার দিত না। এবার বাজেটের পর তাদের নীতির বদল হবে, এমনই সম্ভাবনা।

তবে ট্রুডো সরকারের হালাল মর্টগেজ চালু করার এই সিদ্ধান্তকে ক্যানাডার অনেকে ‘বৈষম্যমূলক নীতি’ হিসেবে চিহ্নিত করেছেন। এবারের বাজেট-নথিতে বলা হয়েছে, বিদেশের কোনও নাগরিক ক্যানাডায় আবাসিক সম্পত্তি কিনতে পারবেন না।

ট্রুডো সরকারের দাবি, ক্যানাডিয়ানদের স্বার্থ সুরক্ষা করার জন্যই এই পদক্ষেপ। ২০২৪-’২৫ আর্থিক বছরের এই বাজেটে ৩৯.৮ বিলিয়ন ডলার ঘাটতি দেখানো হয়েছে।

শেয়ারনিউজ, ১৮ এপ্রিল ২০২৪

06/04/2024

গোলাপগঞ্জ প্রবাসী কল্যান ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন।

বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা গোলাপগঞ্জ উপজেলার সকল প্রবাসীদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসে সমাজের সুবিধাবঞ্চিত হতদর...
05/04/2024

বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা গোলাপগঞ্জ উপজেলার সকল প্রবাসীদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসে সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে প্রবাসীদের সংগঠন গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
২৬ রামাদান (৬ এপ্রিল ২০২৪ ইং)।

কানাডা  বিএনপির মত বিনিময়ে সভা   গত ১০/১০/২০২৩ সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;। সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশ...
13/10/2023

কানাডা বিএনপির মত বিনিময়ে সভা গত ১০/১০/২০২৩ সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;। সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা,কারামুক্তি এবং কানাডা বিএনপির তিন বারের সফল সভাপতি জনাব ফয়সাল আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভূক্ত করার বিএনপি অন্টারিও কানাডা শাখা কর্তৃক এক কৃতজ্ঞতা প্রকাশ আর মতবিনিময় সভায় টরেন্টোর স্হানীয় একটি হোটেল গতকাল মংগলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব আখলাক হোসেন।সভা পরিচালনা করেন বিএনপি নেতা জনাব জাকারিয়া চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব সামুন ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যকালে বাংলাদেশে মানবধিকার, সুষ্ঠু নির্বাচনের শঙকা, আইনের শাসনের অবনতি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য নিয়ে আশংকা প্রকাশ করেন কানাডিয়ান হাউজ অফ কমেন্সের সদস্য সালমা জাহিদ এমপি।সালমা জাহিদ কানাডার নাগরিকত্ব ও অভিবাসন কমিটির চেয়ারম্যান,হাউজ অফ কমেন্সের সদস্য,কানাডা-বাংলাদেশ মৈত্রী কমিটির (বাংলাদেশ ককাস) ভাইস চেয়ারম্যান।
তিনি বলেন,কানাডিয়ান বাংলাদেশ ককাস কানাডা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এগুলো নিয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহন করছেন।গণতন্ত্রসহ বিভিন্ন মানবাধিকার বিষয়ে বাংলাদেশ তার সঠিক অবস্থানে দ্রুত ফিরে আসতে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করছেন তারা।
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যলাভর ও কারামুক্তির জন্য সভায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্টানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী,
মিসবাহুলকাদিরফাহিম মুরশেদ উল্লাহ আবদুল মুহিত আবদুল ওদুদ রুকনওমর ফারুক এম,আর আজিজ,ইউনুসুর রহমান (সুহেল) রুকেয়া পারভীন, আমিনুর রশীদ চৌধুরী বাবু,হোসেন আহমেদ লনি,এস,কে সোহেলুজ্জামান খান,ইন্জিনিয়ার শরিফ,শাহ মোহাম্মদ নিশাদ
আল ইমরান সাকিব, আবদুল কাদির, আবদুল আলিম,ইউনুসুর রহমান,কুতুবউদ্দিন, সামস্ উদ্দীন, কাজী রাউফুল প্রমুখ।

26/09/2023

কানাডায় ওসমানী স্পোর্টস ক্লাবের
উদ্যোগে ৬ষ্ঠ বাংলা কাপ প্রতিযোগিতা ২০২৩ সম্পন্ন।

21/09/2023
21/09/2023

ঢাকায় বিদ্যুত পিষ্ট হয়ে মাসুম বাচ্চা সহ কয়েক জনের মৃ''ত্যু!!

শিয়াল বাড়ি থেকে কমার্স কলেজ যাওয়ার রাস্তা
কারেন্টেরর তার ছিড়ে জমাট পানিতে পড়ে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেলো।

গ্রামের চিরচেনা দৃশ্য।
25/07/2023

গ্রামের চিরচেনা দৃশ্য।

 হারানো বিজ্ঞপ্তিঃ-  *আজ বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা কামাল বাজার এলাকার অলংকারী ইউনিয়নের মীরগাঁও গ্রামে এই শিশু বাচ্চাকে...
05/03/2023

হারানো বিজ্ঞপ্তিঃ-

*আজ বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা কামাল বাজার এলাকার অলংকারী ইউনিয়নের মীরগাঁও গ্রামে এই শিশু বাচ্চাকে পাওয়া গেছে।

সে শুধু তার নাম ছাড়া সঠিক কোন তথ্য দিতে পারতেছে না। তার নাম মাহমুমুদুল হাসান কাওছার। তার সম্ভাব্য বাড়ি ময়মনসিংহ জেলার ইশ্বগঞ্জ থানার চরচৈতগুরী গ্রামে। সে সম্ভাব্য সিলেটে থাকে এবং সিলেটের কোন এক মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র।

* যদি কারো পরিচিত হয়ে থাকে যোগাযোগ করুন-

📞☎️ +8801711042828 (চেয়ারম্যান' ৩নং অলংকারী ইউনিয়ন, বিশ্বনাথ, সিলেট।)

(শেয়ার করে শিশুটি পরিবারের কাছে পৌঁছে দিন)

ট্যুরিস্টদের আকৃষ্ট করতে ভুটান সরকারের নাটকীয় সিদ্ধান্ত    সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;বিদেশি পর্যটকদের আকৃষ্ট করত...
27/02/2023

ট্যুরিস্টদের আকৃষ্ট করতে ভুটান সরকারের নাটকীয় সিদ্ধান্ত সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;
বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অভিনব এক পন্থার আশ্রয় নিয়েছে হিমালয়ের কোলে অবস্থিত দেশ ভুটান। তারা সে দেশে আসা বিদেশি পর্যটকদের ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত হারে স্বর্ণ কেনার সুযোগ দিচ্ছে, যার মধ্যে ভারত ও বাংলাদেশের নাগরিকরাও পড়ছেন। ভুটানে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় অন্তত এক-তৃতীয়াংশ কম পড়বে বলেও প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে।

আর বাংলাদেশ যেহেতু বিদেশ থেকে আসা নাগরিকদের প্রত্যেককে অন্তত বিশ ভরি (২৩৪ গ্রাম) স্বর্ণ নিখরচায় দেশে আনার অনুমতি দেয়, তাই কেউ এই কোটার পুরো ফায়দা তুললে ভুটানে স্বর্ণ কিনে প্রায় ৫ লাখ রুপি সাশ্রয় করতে পারবেন। এর ওপরে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারও বিনা শুল্কে বাংলাদেশে আনা যাবে।

তবে এই ডিউটি ফ্রি-হারে ভুটানে স্বর্ণ কেনার শর্ত একটাই; আপনাকে পর্যটক হিসেবে অন্তত একটি রাত ভুটানের ট্যুরিজম কাউন্সিলের অনুমোদিত কোনও হোটেলে কাটাতে হবে এবং সরকারের নির্ধারিত হারে এসডিএফ (সাসটেইনেবেল ডেভেলপমেন্ট ফি) দিতে হবে।

এই এসডিএফের বর্তমান রেট এখন ভারতীয়দের জন্য দৈনিক মাথাপিছু ১২০০ রুপির মতো, আর অন্য বিদেশিদের জন্য ২০০ মার্কিন ডলার। তবে স্বর্ণের দামে ভুটান এতটাই ছাড় দিচ্ছে যে এসডিএফ দেওয়ার পরও পর্যটকরা স্বর্ণ কিনে বিপুল সাশ্রয় করতে পারবেন।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভুটান সরকারের এই নাটকীয় সিদ্ধান্তটির কথা ঘোষণা করেন সে দেশের সুপরিচিত সাংবাদিক, দ্য ভুটানিজ পত্রিকার সম্পাদক এবং মিডিয়া অ্যাসোসিয়েশন অব ভুটানের প্রেসিডেন্ট তেনজিং লামসাং।

নিজের টুইটার হ্যান্ডল থেকে তিনি লেখেন, ‘পর্যটনের প্রসার ঘটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে ভারতীয় বা এসডিএফ মাশুল দেওয়া অন্য পর্যটকরা ভুটানের ফুন্টশোলিং বা থিম্পুতে ট্যাক্স-ফ্রি রেটে স্বর্ণ কিনতে পারবেন। একমাত্র শর্ত হলো আপনাকে পর্যটন দফতর অনুমোদিত হোটেলে থাকতে হবে এবং এসডিএফ দিতে হবে। ভারতের তুলনায় এই স্বর্ণের দাম অনেক সস্তা পড়বে’, আরও জানান তিনি।

ভারতের তুলনায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম যেহেতু বেশ খানিকটা বেশি, তাই বাংলাদেশিদের ক্ষেত্রে এই সাশ্রয়ের পরিমাণ যথারীতি আরও বেশি হবে।

তেনজিং লামসাং পরে আর একটি টুইটে একটি ‘আপডেট’ যোগ করে জানান, ভুটানে স্বর্ণ কেনার জন্য ভারতীয়দের মার্কিন ডলার নিয়ে আসতে হবে। একই কথা বাংলাদেশিদের জন্যও প্রযোজ্য। অর্থাৎ রুপি বা টাকা দিয়ে ভুটানে স্বর্ণ কেনা যাবে না– কিনতে হবে.

মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উদ্দ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন,১০ফেব্রুয়ারী পুরস্কার বিতরণ।  নিউজ ডেস্ক : আজ রবি...
05/02/2023

মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উদ্দ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন,
১০ফেব্রুয়ারী পুরস্কার বিতরণ।

নিউজ ডেস্ক : আজ রবিবার সকাল ১০.০০ঘঠিকায় জামেয়া খাদিমুল ইসলাম ফুলবাড়ী বৈইটিকর মাদ্রাসা'য় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সফিকুর রহমান,বিজ্ঞ বিচারক বৃন্দ ও সংগঠনের সংগঠনের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০ছাত্র উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আগামী ১০ফেব্রুয়ারী রোজ শুক্রবার গোলাপগঞ্জ কদমতলী জামে মসজিদ সংলগ্ন মাঠে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসা'র মুহতমিম,শায়খুল হাদিস শায়খ আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকাবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক মাওঃ রুহুল আমিন সাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মনসুর আহমদ। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকাবেন সংগঠনের উপদেষ্টা মশিকুর রহমান মহি, রুহেল আহমদ, এ্যাড মামুন আহমদ (রিপন), প্রবাসী সাংবাদিক শহিদুর রহমান (জামাল), জামেয়া খাদিমুল ইসলাম ফুলবাড়ি মাদ্রাসা'র প্রিন্সিপাল হাফিজ মাওঃ নুরুল হুদা, ফুলবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আব্দুর রহিম, সামস টাওয়ার কদমতলী স্বধিকারী মাওঃ মুমিন আহমদ শাকিল, সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ।
সিলেট সময় টিভি'র সাথে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি'র সফিকুর রহমানের কথা হলে তিনি জানান আমার প্রায়২০০জন সক্রিয় সদস্যদের নিয়ে গোলাপগঞ্জ সামাজিক কার্যক্রম অব্যহত রেখেছি আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে তিনি ১০তারিখে'র অনুষ্ঠানে সফল করার লক্ষ্যে সবাই উপস্থিত ও দোয়া কামনা করছেন।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।আজ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ য...
20/01/2023

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস সচিব ডাঃ জোবায়ের আহমেদ তোফায়েল এর পরিচালনায়, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী যুগ্ম সদস্য সচিব ডাঃ আজাদ আলী সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সদস্য সচিব রুহুল আমিন, শ্রমিক অধিকার পরিষদ মহানগর শাখার সদস্য সচিব উজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাজেদ আহমেদ চৌধুরী প্রমুখ।

আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাগ নদীর তীর.             সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;                        ...
14/01/2023

আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাগ নদীর তীর. সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট; কন কনে শীত উপক্ষো করে লাখ লাখ মুসল্লিতে পরিপূর্ণ টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ময়দান। শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা-২০২৩ এর প্রথম পর্ব। বিশ্ব ইজতেমার প্রথমদিনে জুমার নামাজে দেশ-বিদেশের লাখো মুসল্লির জমায়েত। আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাগ নদীর তীর। শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন সবাই। মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কাল পেরিয়ে আবারো সমবেত হতে পারায় শুকরিয়া আদায় করেন তারা। পুরো আয়োজন ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। কাজ করছে পুলিশের সাইবার টিমও। শুক্রবার (১৩ জানুয়ারি) ইজতেমা মাঠে অনুষ্ঠিত হলো স্মরণকালের সবচেয়ে বড় জুমার নামাজের জামাত। নামাজ শুরু হয় দুপুর ১টা ৪৫ মিনিটে; ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে রাজধানী ঢাকা ও গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মুসল্লিদের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান পরিণত হয় জনসমুদ্রে। বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন চটের বস্তা কিংবা খবরের কাগজ বিছিয়ে নামাজে শরিক হন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুরান ঢাকা থেকে আসা মুসল্লি আনেয়ার পারভেজ বলেন, ইজতেমার ময়দানে অনেক বড় জামাত হয়। তাই পবিত্র জুমার নামাজ আদায় করতে সকালে বাসা থেকে রওয়ানা হই, বেলা ১১টার দিকে এসে পৌঁছালেও মাঠের ভেতরে যাইনি। নামাজ শেষে যাতে তাড়াতাড়ি বের হতে পারি সেজন্য রাস্তায় অবস্থান নিয়েছি। এদিকে গাজীপুরের চান্দনা এলাকা থেকে এসেছেন রহমান মিয়া। তিনি ছোট ভাইকে নিয়ে নামাজ আদায় করতে এসেছেন। তিনি বলেন, গাজীপুর থেকে রিকশায় ভেঙে ভেঙে এসেছি। নামাজ আদায় করে ইজতেমার বয়ান শুনে পরে রাতে ফিরে যাব। মো. ইসমাঈল হোসেন নামে নরসিংদী থেকে আসা এক মুসল্লি বলেন, বড় জামাতে নামাজ আদায় করা অনেক ফজিলত। তাই জুমার নামাজ আদায় করার জন্য ভোরেই বাড়ি থেকে বের হয়েছি। রাস্তায় যানবাহনে প্রচুর ভিড় থাকায় ইজতেমা ময়দান পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট হয়েছে। কিশোরগঞ্জ থেকে আসা রবিউল আউয়াল আকাশ বলেন, আমি জীবনের প্রথম ইজতেমার মাঠে জুম্মার নামাজ পড়তে আসলাম। তবে মাঠের ভীতরে জায়গা না পেয়ে রাস্তার উপরে বাসের ছাদে উঠে নামাজ আদায় করলাম। তাতে আমার অনেক ভালো লেগেছে। আর এত বড় জামাত আমি এর আগে কখনোও বাস্তবে দেখি নাই। শুক্রবার ফজরের নামাজের পর মাঠে আমবয়ান করেন মাওলানা জিয়াউল হক। সকাল ১০ টায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দ্যেশে বিশেষ বয়ান করেন আলীগড়ের প্রফেসর সানাউল্লাহ। একই সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে বয়ান করেন পাকিস্তানের ড. নওশাদ। মাঠে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দ্যেশে বয়ান করেন হায়দরাবাদের মাওলানা আকবর শরীফ। আরব জামাতের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহীম দেওলা। জুমার নামাজের আগে বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা, জুমার খুতবা পড়েন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জোবায়ের। জুমার পর মাঠের মূলমঞ্চ থেকে বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ-আছর বয়ান করেন মাওলানা যোবায়ের ও বাদ-মাগরিব ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করেন। সব বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা উমর ফারুক।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বোরো ধান চাষে বিপাকে কৃষকরা.      সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;                       ...
14/01/2023

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বোরো ধান চাষে বিপাকে কৃষকরা. সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট; মৌলভীবাজার:মৌলভীবাজারে কনকনে শীতকে উপেক্ষা করেই বোরো ধান আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সকাল-দুপুর শীতে জবুথবু হয়ে মাঠে বোরো ধানের চারা রোপণের কাজ করছেন তারা। চারা রোপণের পাশাপাশি চলছে জমি তৈরির কাজও। তবে কপালে রয়েছে চিন্তার ভাজ। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে সকল প্রকার খরচ। তাই নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বোরো ধানক্ষেতের মাঠ ঘুরে দেখা গেছে কৃষকদের ব্যস্ততার চিত্র।

স্থানীয় কৃষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বোরো ধান চাষে খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। এছাড়া পর্যাপ্ত সেচের ব্যবস্থা না থাকায় চাষে দেরি হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় বোরো ধান চাষে চার হাজার ৬০২ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কয়েক বছর ধরে এ উপজেলার কৃষকেরা বোরো চাষে এগিয়ে এসেছেন।

উপজেলার পতনঊষার, মুন্সীবাজার, শমশেরনগর, আলীনগর ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়, শীতের সকালে কুয়াশায় মধ্যে বিভিন্ন জাতের বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। অনেকে চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন। আবার অনেকেই চারা গাছে পরিচর্যা করছেন। তবে সেচ সংকট, সার ও তেলের দাম বাড়ায় অস্বস্তিতে ভুগছেন অনেক কৃষক।

রহিমপুর ইউনিয়নের কৃষক আব্দুল আহাদ বলেন, ‘দুই বছর ধরে ২ একর জমিতে বোরো ধান আবাদ করছি। জমি প্রস্তুতি শেষে চারা রোপণ করছি। পর্যাপ্ত সেচের সুবিধা থাকলে আরও ২/৩ একর জমিতে বোরো চাষ করতাম।’

শমশেরনগর ইউনিয়নের কৃষক মজিদ মিয়া বলেন, তিন একর জমিতে এ বছর বোরো ধান চাষ করছেন। তেলের দাম বাড়ায় সেচ ও হাল চাষে খরচ অনেক বেড়েছে। আমন মৌসুমের মত বোরো মৌসুমে ধানের দাম থাকলে কৃষকেরা লাভবান হবেন বলেও আশা করছেন এ কৃষক।

কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, বোরো ধান আবাদ করার জন্য আমরা কৃষকদের সহযোগিতা করছি। এ উপজেলায় আগের তুলনায় বোরো চাষ অনেক বেড়েছে। আউশ, আমনের পাশাপাশি বোরো চাষে কৃষকেরা আগ্রহী হচ্ছেন। ধানের বাজারমূল্য ভালো থাকায় এবছর অন্যান্য বছরের তুলনায় বেশি আবাদ হবে

৮ উইকেটের বড় জয়ে বিপিএলে শুভসূচনা মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের।   সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;  নট আউট ডেস্কঃ দাপ...
07/01/2023

৮ উইকেটের বড় জয়ে বিপিএলে শুভসূচনা মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের। সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;
নট আউট ডেস্কঃ দাপুটে জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু করলো মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। নিজেদের প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা। মিরপুরে এদিন আগে ব্যাট করতে নেমে সিলেটের পেসারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারায় চট্টগ্রাম। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রানে থামে বন্দর নগরীর দলটি৷ জবাবে ব্যাট করতে নামা সিলেট হারায় মাত্র দুইটি উইকেট। নাজমুল শান্ত-জাকির হাসানদের ব্যাটে চড়ে সহজেই জয় তুলে নেয় আসরের নবাগত দলটি।
বিজ্ঞাপন

লো স্কোরিং ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের ছিল না রানের কোন তাড়া। তবে ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার কলিন অ্যাকারম্যানের উইকেট হারায় দলটি। মৃত্যুঞ্জয়ের শিকার হয়ে ফিরেন ১ রান করে। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন নাজমুল শান্ত ও জাকির হাসান।

শান্ত একপাশে আগলে তুলতে থাকেন রান, অন্যপ্রান্তে জাকির খানিকটা আগ্রাসী ব্যাটিংই করেন। তাতে অবশ্য বড় জয়ের পথটা সুগম হয়ে যায় সিলেটের। দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত-জাকির মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। দল যখন জয়ের দারপ্রান্তে দাঁড়িয়ে ঠিক তখনই উইকেট দিয়ে আসেন জাকির।

পুষ্পাকুমারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে জাকির খেলেন ২১ বলে ২৭ রানের ইনিংস। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে বাকি কাজটা সারেন নাজমুল শান্ত। শেষ পর্যন্ত ৮ উইকেট ও ৪৫ বল হাতে রেখেই দাপুটে জয় তুলে নেয় সিলেট। ৩ চার ও ১ ছক্কায় সিলেটের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থাকেন নাজমুল শান্ত।

এর আগে ব্যাট করতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেটের পেসারদের তোপের মুখে পড়ে। তাতেই দলীয় পঞ্চাশ পার করার আগে দলটি হারায় ৫ উইকেট। সিলেটের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে এদিন শতরানের গণ্ডি ও টপকাতে পারেনি চট্টগ্রাম। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৮৯ রানের থামে বন্দর নগরীর ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে আফিফ হোসেনের ব্যাট থেকে। এছাড়া আল-আমিন করেন ১৮ রান। সিলেটের পক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৪ রানে ৪ উইকেট নেন পেসার রেজাউর রহমান রাজা। ৭ রান খরচায় মোহাম্মদ আমির নেন ২ উইকেট।

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টো, অন্টারিও, কানাডার ২০২২-২০২৫-ইংরেজি বর্ষের মনোমুগ্ধকর অভিষেক সম্পন্ন সিলেট সময় টিভি ওয়েব ...
06/01/2023

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টো, অন্টারিও, কানাডার ২০২২-২০২৫-ইংরেজি বর্ষের মনোমুগ্ধকর অভিষেক সম্পন্ন সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;

গোলাপগন্জ ফাউন্ডেশন অব টরেন্টো, ওন্টারিও, কানাডার ত্রিবার্ষিক কার্যকরী কমিটির আনুষ্ঠানিক অভিষেক গত ২রা জানুয়ারী ২০২৩ ইংরেজি রোজ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় 9 Dawes এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কনভেনিং কমিটির সদস্য কামরুল হাসান সাহানের চমৎকার উপস্থাপনায় পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন গোলাপগঞ্জের কৃতি সন্তান হাফিজ হুসাম আমীন ।
বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য রাখেন অভিষেক কমিটির আহবায়ক রিয়েলেটর সাব্বির চৌধুরী লিটন ।
অতপর স্লাইডশোর মাধ্যমে বিদায়ী সাধারণ সম্পাদক তাহার মনোমুগ্ধকর সেক্রেটারীয়াল রিপোর্ট উপস্হাপন করেন ।
পরবর্তী পর্বে জনাব সাব্বির চৌধুরী লিটনের সঞ্চালনার মাধ্যমে GFTO কন্টিবিউশন এ্যাওয়ার্ড প্রধান করা হয়। এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, সদ্য বিদায়ী কার্যকরী কমিটির সদস্য ও সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম জনাব মঈন চৌধুরী ও জনাব আকনুর আলী ।
আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস এ্যাওয়ার্ড প্রধান করা হয় জনসেবায় এম পি পি ডলি বেগম, স্কুল ট্রাষ্টি মালিহা গউস, কমিউনিটি সার্ভিসে জনাব মোস্তাক আহমদ,মিডিয়া সার্ভিসে জনাব নজরুল ইসলাম মিন্টু, কোভিড -১৯ কালীন সিবিআই ফিউনারেল সার্ভিসের প্রধান জনাব খছরুজ্জামান চৌধুরী দুলু ।
এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিদের বিমোহিতকর বক্তব্যে বক্তারা গোলাপগন্জ ফাউন্ডেশন এর বিগত দিনের কার্যক্রমের প্রশংসা করে বলেন - আপনাদের এই চমৎকার অনুষ্ঠান টরেন্টোতে যেনো একটি সুন্দর দিক নির্দেশনা করে দিচ্ছে ।গুনিজনদের সম্মাননা সবসময়ই প্রশংসনীয় এবং সেটা যদি হয় হলভর্তি কমিউনিটির সম্মুখে তাহলে গর্বে বুক ভরে উঠে এবং নতুন ভাবে নব উদ্দ্যোমে কাজ করার অনুপ্রেরণা ও পাওয়া যায়।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন ও কার্যকরী পরিষদের সদস্য জনাব মিছবাহুল কাদির ফাহিম। জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্য জনাব ছাদ চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমান ও কমিউনিটির সমাজ কর্মী জনাব সরওয়ার হোসেন।অতিথি বক্তা টরেন্টো স্কুল ট্রাষ্টি বোর্ডের নব নির্বাচিত সদস্য মালিহা গউস তার বক্তব্যে তরুন সমাজকে তাদের পুর্বসুরীদের অনুস্মরন করে সমাজকর্মে আরো এগিয়ে আসতে উৎসাহিত করেন । পরবর্তীতে সংগঠনের সভাপতি
২০২২-২০২৫-ইংরেজি সালের জন্য ইয়থ ফোরাম গঠন করেন।

এরপর নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন অভিষেক কনভেনর সাব্বির চৌধুরী লিটন।
নতুন কমিটি ২০২২- ২০২৫ ইংরেজির জন্য সর্বজনাব সভাপতি জনাব নেওয়াজ চৌধরী সাজু , সহ সভাপতি রিফাত চৌধুরী, সাধারন সম্পাদক ছাবির আহমদ শাহীন, যুগ্ন সম্পাদক রেহান উদ্দীন , অর্থ সম্পাদক মোক্তার হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জাহেদ, সমাজ কল্যান সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও যুব সম্পাদক সেলিম আহমদ । কার্যকরী কমিটির সম্মানিত সদস্য সর্বজনাব মিছবাহুল কাদীর ফাহিম, আনই মিয়া, জমশেদ মিশকাত চৌধুরী,সাব্বির চৌধুরী লিটন, হেলাল উদ্দীন, মাহবুব চৌধুরী রনি, কামরুল হাসান সাহান, মিজানুর রহমান , মন্জুর আহমদ. আবু জাহির সাকিব, জবরুল ইসলাম , সামিল ছাদেক চৌধুরী, ইউনুছুর রহমান ,ছাদ চৌধুরী
পরবর্তীতে মঞ্চে আরোহণ করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমান,জনাব মঈন চৌধুরী, জনাব লায়েক চৌধুরী । প্রধান নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমান কার্যকরী কমিটিকে শপথ পাঠ করান ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাবির আহমদ শাহীন ২০২২-২০২৫-ইংরেজি সালের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের পরিচয় করিয়ে দেন । যথাক্রমে সর্বজনাব আব্দুর রহমান,
মঈন চৌধুরী, লায়েক চৌধুরী, জানু মিয়া, জালাল চৌধুরী, আব্দুর রহীম,সালেহ আহমদ,আব্দুল মন্নান, নুর ঊদ্দীন,সাইদুন ফয়ছল, শামীম চৌধুরী,নেহাল চৌধুরী,গোলাম মস্তফা বাবুল, মহি উদ্দীন আহমদ,রাহাদ হোসেন চৌধুরী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাবির আহমদ শাহীন এর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম পি পি ডলি বেগম বলেন- টরেন্টোতে গোলাপগন্জ ফাউন্ডেশন এর কার্যক্রম সত্যিকার অর্থেই প্রশংসনীয় । সবসময়ই আমি এই সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হতে পারি বলে আনন্দিত। তিনি নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অতীতের ন্যায় ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

নতুন বছরকে স্বাগত জানিয়ে নব নির্বাচিত সাধারন সম্পাদক তার বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান। এবং সংগঠনের প্রথম পদক্ষেপ Create a job & Save a family সম্পর্কে অবহিত করে প্রজেক্ট বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া বক্তব্য রাখেন নব নির্বাচিত সহ সভাপতি রিফাত চৌধুরী । তার বক্তব্যে উপস্থিত সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে নেওয়াজ চৌধুরী সাজু অনুষ্ঠানে উপস্থিত অথিতিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিগত দিনের বিভিন্ন কার্যক্রম কে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাছাড়া সংগঠনের প্রথম উদ্যোগ Create a job & Save a family প্রজেক্টে সকলের সহযোগিতা কামনা করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সর্বজনাব ইন্জিনিয়ার এ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি রেজাউর রহমান, সাবেক আইজি প্রিজন ইফতেখার হোসেন,জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি যথাক্রমে জনাব রেশাদ চৌধুরী, জনাব আহাদ খন্দকার , তমাল দে , ফয়জুল চৌধুরী, সুনামগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর আতাউর রহমান, প্রফেসর মোহাম্মদ মাসুক মিয়া, কামিল হোসেন, মৌলভীবাজার এসোসিয়েশন এর সভাপতি জনাব লায়েকুল চৌধুরী , সহ সভাপতি শংকর দে,সৈয়দ মাহবুব, সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা,হবিগঞ্জ এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক এবাদ চৌধুরী,বিয়ানীবাজার সমিতি ইংক এর সভাপতি আব্দুল মুমিত, সাবেক সভাপতি আখলাক হোসেন , টুনু মিয়া , জামাল উদ্দীন , সাধারণ সম্পাদক এজাজ আহমদ ,সাহাব উদ্দীন ,গীতিকার সোহেল ইবনে ইসহাক ,ইজলাল চৌধুরী,হোমায়ীন চৌধুরী, জাকির আহমদ সেলু,মানিক মিয়া,রিয়েলটর শরিফুজ্জামান মানিক, এমাদ হোসেন , সাবেক চেয়ারম্যন মাহমুদ হোসেন ,সাবেক চেয়ারম্যন হাবিবুর রহমান সালাম, তরুণ সমাজকর্মী ও সাংবাদিক মাছুমুর রহমান বাপ্পি, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মিজান চৌধুরী,নাশিদ সিঙ্গার মোজাম্মেল হোসেন মানিক, রিয়েলটর তানভীর কুহিনুর, সাংবাদিক ফুজেল আহমদ,ওলিউর রহমান এবং ব্যারিষ্টার আরিফ হোসেন প্রমুখ।

সাধারণ সম্পাদক এর রাতের খাবারের আহবানের পর কার্যকরী পরিষদের অন্যতম সদস্য
জনাব মাহবুব চৌধুরী রনি ও মন্জুর আহমদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি মনমুগ্ধকর হয়ে উঠে।
পরিশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন করে শেষ হয়।

বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল।   সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;।। কাতার বিশ্বকাপে খেলা দেশগুলোর মধ্যে মেসি এবং আর্জে...
02/01/2023

বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল। সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;।। কাতার বিশ্বকাপে খেলা দেশগুলোর মধ্যে মেসি এবং আর্জেন্টিনাই ছিল আলোচনার তুঙ্গে। এর বাইরে অন্য যে দেশটির নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল, তা হলো- বাংলাদেশ। বিশেষ করে, বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এবার পৌঁছে গেছে সারা বিশ্বে, এমনকি খোদ আলবিসেলেস্তেদের ড্রেসিংরুমেও। সবমিলিয়ে আর্জেন্টাইনদের কাছে বাংলাদেশ এখন পরিচিত এক নাম। এবার সেই বাংলাদেশেই আসছে আর্জেন্টিনা জাতীয় কাবাডি দল। গত বছরের মার্চে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিতে ঢাকায় আসার মৌখিক সম্মতি দিয়েও শেষ পর্যন্ত স্পন্সর সংকটে আসতে পারেনি আর্জেন্টিনা দল। তবে ম্যারাডোনা-মেসিদের দেশের জাতীয় কাবাডি দল এবার টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নেওয়ার নিশ্চয়তা দিয়েছে। আগামী ১১ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে। এতে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে দল বাড়ছে। আর্জেন্টিনা আসবে বলেও নিশ্চয়তা দিয়েছে। বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নেবে এবারের টুর্নামেন্টে। আর্জেন্টিনা ছাড়াও টুর্নামেন্টের আসন্ন আসরটিতে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে- চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সঙ্গে বাংলাদেশ তো আছেই। টুর্নামেন্টের আগের দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক দল।

সিলেট সময় টিভি :  আর এক দিন পরে 2-1-2023 " সন্ধ্যা 6 ঘটিকার সময় 9 Dawes Rd . কানাডার গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরোন্টো ওন্ট...
01/01/2023

সিলেট সময় টিভি : আর এক দিন পরে 2-1-2023 " সন্ধ্যা 6 ঘটিকার সময় 9 Dawes Rd . কানাডার গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরোন্টো ওন্টারিও, আয়োজন করতে যাচ্ছে অভিষেক অনুষ্ঠান এতে আপনারা স্বপরিবারে আমন্ত্রিত ।

বাংলাদেশ ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) সিলেট বিভাগের পক্ষ থেকে বর্ষপরিকল্পনা, টিম লিডারদের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত।...
30/12/2022

বাংলাদেশ ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) সিলেট বিভাগের পক্ষ থেকে বর্ষপরিকল্পনা, টিম লিডারদের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত।
সময় টিভি ডেস্ক ঃ আজ বিকাল ৩.০০ঘটিকায় নগরীর মুসলিম সাহিত্য সংসদ হলে সংগঠন এর বিশনাথ উপজেলা টিম লিডার সাহেদ আহমেদ ছামীর পরিচালনায়, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনারস ক্লাব এর এডমিন ডাঃ জোবায়ের আহমেদ তোফায়েল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুবের আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়সাল আহমেদ, জনাব শামিম আহমেদ আকন, জনাব তারেক আহমেদ, জনাব রুহুল আমিন, জনাবা সাবনাম আক্তার বর্ষা।
চাকুরিতে বদলী হওয়ায় বিবিডিসি সিলেট বিভাগের পর্যবেক্ষক আবুল কালাম বেপারী কে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা টিম লিডার লিমন খান,আদিল আহমেদ, আলাউদ্দিন মোহাম্মদ আবদুল্লাহ, মনজিল আহমেদ, মঞ্জুর আলী, সাবিহা সুলতানা, মোহাম্মদ ইমরান হোসাইন, রুহুল আমিন, রিয়াজুল ইসলাম, সাখাওয়াত হোসেন, সাহাব উদদীন,সামাদ আজাদ প্রমুখ।

দেশের তৃতীয় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন সিলেটের মেসার্স জামিল ইকবাল কোম্পানি.  সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;   ...
29/12/2022

দেশের তৃতীয় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন সিলেটের মেসার্স জামিল ইকবাল কোম্পানি. সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট; ২০২১-২২ কর বছরের ফার্ম ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে তৃতীয় স্হান অর্জন করেছেন সিলেটের স্বনামধন্য ঠিকাদারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল কোম্পানি।

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ২০২১-২০২২ কর বছরের ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেসার্স জামিল ইকবাল কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল এমপি।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) আবু হেনা মোঃ রহমাতুল মুমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ জামিল ইকবাল জানান, ব্যবসা শুরুর পরের বছর থেকেই আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসায় যত এগিয়েছে কর দেওয়া ততোই বাড়িয়েছি।

বিগত বছরগুলোতে আমি সাতবার সিলেট অঞ্চলের সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছি। গত বছর জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্হান অর্জন করেছি।দেশের একজন সুনাগরিক হিসাবে নিজেকে গর্বিত মনে করছি। আমরা সবাই যদি সঠিকভাবে কর প্রদান করি তাহলে আমাদের দেশ উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বে অবস্থান আরো মজবুত করবে।

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আখাখাজনা (বড় বাড়ি) বর্তমানে সিলেট নগরীর শিবগঞ্জ বোরহানবাগ এলাকার বাসিন্দা মরহুম আশহাক আহমেদ ও হবিবুন নেছা চৌধুরী এর পুত্র মোহাম্মদ জামিল ইকবাল ও মোহাম্মদ জাহিদ ইকবাল দীর্ঘদিন থেকে সুনামের সহিত ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন।

বর্তমানে মেসার্স জামিল ইকবাল কোম্পানিতে প্রায় সাত হাজার কর্মী কাজ করছেন। ঠিকাদারি ব্যবসার পাশাপাশি মোহাম্মদ জামিল ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানিকারক, মধ্যপ্রাচ্যের দুবাইয়ের বিখ্যাত আলআনুদ পারফিউম এর পার্টনার সহ আরো অনেক প্রতিষ্ঠিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

উল্লেখ্য মোহাম্মদ জামিল ইকবাল এর বোন মারুফা আহমদ ও বোন জামাতা কল্লোল আহমদ বিগত চার বছর ধরে বৈদেশিক মুদ্রা অর্জনকারী অভিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সিআইপি সম্মানে ভূষিত হয়েছেন

29/12/2022

Canada 🇨🇦 Toronto

আইরিশ বাংলা এসোসিয়েশন অব ডোনেগালের ওয়াজ মাহফিল ও পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ.                             সিলেট সময় টিভ...
27/12/2022

আইরিশ বাংলা এসোসিয়েশন অব ডোনেগালের ওয়াজ মাহফিল ও পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ. সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট; আয়ারল্যান্ডের কাউন্টি ডোনেগালের বাংলাদেশী কমিউনিটি “Irish bangla association of Donegal” এর উদ্যোগে ২৫ ডিসেম্বর রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় আয়োজিত ওয়াজ মাহফিল ক্বারী হোসাইন আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তিন পর্বের অনুষ্টানে প্রথমে আলোচনা সভা এসোসিয়েশনের সাধারন সম্পাদক জনাব সাঈদ আহমেদের পরিচালনায় এবং এসোসিয়েশনের সভাপতি জনাব মুহিব আজাদের সভাপতিত্বে শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা প্রভাষক আব্দুস সহিদ ও লুৎফুর রহমান। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আবাই এর ট্রেজারার জনাব তাউছ মিয়া তালুকদার।
বেলফাস্ট থেকে আগত বিশিস্ট ব্যবসায়ী জনাব আহমদ আলী ও আলা উদ্দিন। ২য় পর্বে ইসলামী আলোচনায় অংশ নেন জনাব মৌলানা ক্বারী এনাম মিয়া মুহাদ্দিস,গহরপুর,বাংলাদেশ। জনাব ডাঃ আব্দুর রহমান ,
উপদেষ্টা জনাব মৌলানা তাজুল ইসলাম । ৩য় পর্বে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়। সর্বোপরি নৈশভোজ আয়োজন শেষে জনাব মুহিব আজাদ কে সভাপতি ও সাঈদ আহমদকে সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ পাটুয়ারী কে সাংগঠনিক সম্পাদক করে এসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং ৪ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ ঘোষনা করা হয়। সব শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। নিম্নে পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি তুলে ধরা হলো।
_____________
সভাপতি :জনাব মুহিব আজাদ
সহ-সভাপতি :জনাব বেলাল উদ্দিন
জনাব আমিনুল হক
জনাব আব্দুস শহীদ
জনাব আলা মিয়া
জনাব ফারুক মিয়া
জনাব শাহীন আহমদ সাধারণ সম্পাদক :জনাব সাঈদ আহমদ
যুগ্ম সাধারণ সম্পাদক :জনাব সেলিম উদ্দিন
ক্বারী হুসাইন আহমদ
শাহজাহান আহমেদ সাংগঠনিক সম্পাদক : জনাব আবদুল্লাহ পাটোয়ারি
সহ-সাংগঠনিক সম্পাদক:মাহদী আহমেদ তানিম অর্থ সম্পাদক :জনাব গোলাম জাকারিয়া প্রচার সম্পাদক :নাসিম আহমেদ
সহ-প্রচার সম্পাদক:তামিম আহমদ
দপ্তর সম্পাদক :মোঃ আসাদুজ্জামান
সহ দপ্তর সম্পাদক :ইফতেখার হাসান সামি
শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক:সাইদুল ইসলাম সাঈদ
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক :রাজু আহমেদ
ক্রীড়া সম্পাদক :কাউসার আহমেদ
তথ্য ও গবেষণা সম্পাদক :শিপার আহমেদ
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক :শাহিন মিয়া চৌধুরী
ধর্ম বিষয়ক সম্পাদক :হাফেজ নোমান বিন সাইফ
মহিলা বিষয়ক সম্পাদিকা :তাহমিনা বেগম
সহ মহিলা বিষয়ক সম্পাদিকা :রোকেয়া খানম
কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ :জনাব আশরাফ হোসাইন
জনাব তোফায়েল আহমদ
জনাব হারুন মিয়া
জনাব মিয়া ফারুক
জনাব আব্দুর রউফ
মাহরিম আহমদ মাহিদ
হাফসা মুহিব
আয়েশা বেগম
হালিমা উদ্দিন উপদেষ্টা পরিষদ :
_____________
জনাব লুৎফুর রহমান
জনাব প্রভাষক আব্দুস শহীদ
জনাব মাওলানা তাজুল ইসলাম
জনাব শোয়েব আহমদ। এবং আরো ২১ সদস্য বিশিস্ট একটি সাধারণ পরিষদের পরিচিতির মাধ্যমে “আইরিশ বাংলা অ্যাসোসিয়েশন অফ ডোনেগাল এর পূর্নাংগ কমিটি ঘোষিত হলো।

সংস্কারের নামে চুপিসারে ভেঙে ফেলা হল গোলাপগঞ্জের ২৫০ বছরের প্রাচীন ব্রীজ. সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;গোলাপগঞ্জ উপ...
26/12/2022

সংস্কারের নামে চুপিসারে ভেঙে ফেলা হল গোলাপগঞ্জের ২৫০ বছরের প্রাচীন ব্রীজ. সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;

গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে অবস্থিত দেওয়ানের পুল এই উপজেলার সবচেয়ে প্রাচীন সেতু। আনুমানিক ১৭৭৫-১৭৮০ সালের মধ্যে সিলেটের দেওয়ান গোলাব রায় সিলেট থেকে ঢাকা দক্ষিণ আসার পথ সুগম করতে এই ব্রীজটি নির্মাণ করেন। শত শত বছর থেকে এই ব্রীজটি এই এলাকার প্রাচীন ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে৷ এটি যুগ যুগ ধরে দেওয়ানের পুল নামে পরিচিত হয়ে আসছে। আজ ২৫ ডিসেম্বর ২০২২ নতুন আরেকটি ব্রীজ নির্মাণের জন্য আড়াইশো বছরের প্রাচীন এই নির্দশনটি ভেঙে ফেলা হয়।

সারা দেশে যখন প্রাচীন স্থাপনা রক্ষা করতে সরকার কাজ করছে তখন গোলাপগঞ্জে এরকম হটকারি সিদ্ধান্তে ক্ষুদ্ধ গোলাপগঞ্জের সচেতন নাগরিক সমাজ। তাদের অভিযোগ এই ব্রীজটি রেখে পাশেই আরেকটি ব্রীজ স্থাপন করা যেত। তা না করে গোলাপগঞ্জের প্রাচীন স্থাপনাটি মাটির সাথে মিশিয়ে দিল কারা?

রামাদ্বান মাস শুরু হবে আগামী ২৪ মা’র্চ!  সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট;  নিউজ ডেস্কঃ ক্যালেন্ডারের পাতা থেকে চলে যাব...
20/12/2022

রামাদ্বান মাস শুরু হবে আগামী ২৪ মা’র্চ! সিলেট সময় টিভি ওয়েব ডেস্ক রিপোর্ট; নিউজ ডেস্কঃ ক্যালেন্ডারের পাতা থেকে চলে যাবো যাবো করছে ২০২২ সাল। নতুন বছর ঘিরে নতুন পরিকল্পনা সাজাতে ব্যস্ত সবাই। ধ’র্মপ্রা’ণও বসে নেই। নতুন বছরকে ঘিরে তাদের কর্মপরিকল্পনা শুরু হচ্ছে। তাদের জন্যেই রমজানের সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, সংযু’ক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সাম্ভব্য তারিখ জানিয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে২০২৩ সালে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হতে পারে ২৩ মা’র্চ (বৃহস্পতিবার)। সেই হিসাবে চন্দ্রবর্ষ অনুযায়ী বাংলাদেশে রমজান শুরু হতে পারে ২৪ মা’র্চ। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, আরবি মাসগুলো যেহেতু চাঁদ দেখার ওপর নির্ভরশীল তাই আগামী বছরের (২০২৩) ২২ মা’র্চ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ২৩ মা’র্চ থেকে প্রথম রোজা শুরু হবে। গালফ নিউজের খবরে বলা হয়, সংযু’ক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি (জ্যোতির্বিদ্যা) সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর সদস্য ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যমকে জানান, ২০২৩ সালে রমজান ২৩ মা’র্চ থেকে শুরু হয়ে ২৯ দিন পূর্ণ হতে পারে। তিনি জানান, আগামী বছর আরব আমিরাতে রোজা রাখার সর্বোচ্চ সময় হতে পারে আনুমানিক ১৪ ঘণ্টা এবং মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ে প্রায় ৪০ মিনিটের পরিবর্তন আসবে।

Address

Tabuk

Telephone

+8801767658755

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট সময় টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like