প্রবাস জীবন - Expats Life Saudi

প্রবাস জীবন - Expats Life Saudi সৌদি প্রবাসীদের তথ্য সেবা দান হচ্ছে এই পেইজের মুল লক্ষ্য ।
(1)

05/02/2023

সৌদি প্রবাসীরা যেনে নিন / যারা ফ্যমিলিকে ভিজিটে আনতে চাচ্ছেন....

02/02/2023

friendi sim / virgin sim online recharge system

02/02/2023

ছোট্ট মোয়াসসার লোকের জন্য গুড নিউজ......ইকামা

31/01/2023

প্রবাসীদেরকে যেভাবে প্রতারনার জালে ফেলে দিচ্ছে হ্যাকার'রা... হ্যাক করা হচ্ছে প্রবাসীদের সকল সিস্টেম। নিজে বাচুন অন্যকে বাচাঁন। প্রতারণার হাত থেকে বাঁচতে আপনার একটি শেয়ার'ই যথেষ্ট।

05/10/2022

সৌদি আরবের মাজরাতে (কৃষি জমিতে) যেভাবে পানি দেওয়া হয়।

স্থানঃ- আল খারিজ, রিয়াদ

আসসালামু আলাইকুম। প্রিয় সৌদি প্রবাসী ভাই দীর্ঘ দিন ধরে প্রবাসীদের নিয়ে কাজ করছি।  সৌদি আরবে প্রবাসীদের ভালো কাজ কাম দিয়ে...
03/10/2022

আসসালামু আলাইকুম। প্রিয় সৌদি প্রবাসী ভাই দীর্ঘ দিন ধরে প্রবাসীদের নিয়ে কাজ করছি। সৌদি আরবে প্রবাসীদের ভালো কাজ কাম দিয়ে সহযোগিতা না করতে পারলেও সৌদি আরবের বিভিন্ন আইন কানুন ও সিস্টেমেটিক তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করেছি।
🟠আবশের একাউন্ট কিভাবে বানাবেন?
🟠ফিংগার দিয়েছেন আবশের ইউজার আইডি ও পাসওয়ার্ড বানাতে যানেন না।
✅ন্যাশনাল এড্রেস রেজিশট্রেশন করতে যানেন না
✅কাফালা চেক
✅হুরুব চেক
✅ছুটি চেক
✅ব্যাংক একাউন্ট বানানো
✅Qiwa একাউন্ট বানানো
সহ সৌদি আরবের যতো ধরনের সিস্টেমেটিক কাজ আছে সকল ভিডিও খুজে পাবেন আমার এই ইউটিউব চ্যানলের মাধ্যমে।👇
www.youtube.com/probashprobah

শেয়ার করলে প্রসারতা বাড়বে। তাই শেয়ার করতে ভুলবেন না। নিচের ইমেজে ক্লিক করুন। তাহলে সরাসরি চ্যানেল ওপেন হয়ে যাবে👇

এই চ্যনেলের বেশিরভাগ কার্যক্রম হচ্ছে সৌদি প্রবাসী ভাইদের জন্য। একজন প্রবাসী হয়ে সব সময় চেষ্টা করি একটুও যদি পারি...

সৌদি জাওয়াজাতের এক বিবৃতিতে বলা হয়েছে সৌদি অভিবাসীরা ছুটিতে যাওয়ার পর ছুটির নির্ধারিত মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে যদি ফি...
22/09/2021

সৌদি জাওয়াজাতের এক বিবৃতিতে বলা হয়েছে সৌদি অভিবাসীরা ছুটিতে যাওয়ার পর ছুটির নির্ধারিত মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে যদি ফিরত না আসতে পারে তাহলে এক্সিট রিএন্ট্রি ভিসাকে ফাইনাল এক্সিটে রুপান্তর করা যাবে না।

কোন কারনে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তী ৩ বছর অপেক্ষা করতে হবে নতুন ভিসায় আসার জন্য। তবে একই নিয়োগকর্তা যদি নতুন ভিসা প্রদান করে তাহলে সেই ভিসায় পুনরায় আসতে পারবে। এই ক্ষেত্রে ৩ বছর অপেক্ষা করতে হবে না।

সৌদিতে বসবাসরত প্রবাসী ব্যাবসায়ীদের জন্য বিশেষ বিঞ্জপ্তি
23/08/2021

সৌদিতে বসবাসরত প্রবাসী ব্যাবসায়ীদের জন্য বিশেষ বিঞ্জপ্তি

⭕তাওয়াক্কালনা কাদের জন্য❓⭕নতুন ভিসায় যারা আসবেন তাদের কি তাওয়াক্কালনা প্রয়োজন আছে❓⭕তাওয়াক্কালনা শুধুমাত্র তাদের জন্যই প্...
17/08/2021

⭕তাওয়াক্কালনা কাদের জন্য❓
⭕নতুন ভিসায় যারা আসবেন তাদের কি তাওয়াক্কালনা প্রয়োজন আছে❓

⭕তাওয়াক্কালনা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা সৌদি রেসিডেন্ট ও যারা নতুন ভিসায় সৌদিতে প্রবেশ করেছেন। যারা এখনো ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করেননি তাদের জন্য তাওয়াক্কালনা প্রযোজ্য নয়। সৌদি নতুন ভিসায় আসা প্রাবাসীদের বিভিন্ন স্থানে চলাচল ও প্রবেশাধিকারের জন্য সৌদিতে আসার পর তাওয়াক্কালনা রেজিষ্ট্রেশন করতে হবে।
➡️অনেক নতুন ভিসাধারীরা বাংলাদেশে বিভিন্ন ভাবে তাওয়াক্কালনা একাউন্ট ওপেন করা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবে সেটা সম্ভব হচ্ছে না। কারন আপনি যখন সৌদিতে বর্ডার ক্রস করবেন তারপর আপনার সকল ডেটা এন্ট্রি করা হবে। আপনার ভিসার পেইজে একটি ১০ সংখ্যার বর্ডার নাম্বার দেওয়া হবে। প্রবাসী বর্ডার ক্রস করার পর'ই পারবেন তাওয়াক্কালনা একাউন্ট বানিয়ে নিতে।
(একজন নতুন প্রবাসী হিসেবে আপনি যখনি সৌদিতে প্রবেশ করবেন তখনি এয়ারপোর্ট থেকে একটি সিম কিনে নিবেন। অনেক ক্ষেত্রে একটি সিম ফ্রি পাওয়া যায়। মনে রাখবেন সিমটি খুবই জরুরি। সিম ছাড়া আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে।)

⭕দেশে থেকে আসার পূর্বে নতুন ভিসায় যারা আসবেন তাদের করনীয় কি??

➡️নতুন ভিসাধারী ব্যাক্তির যদি ২ টি ভেকসিন নেওয়া থাকে তাহলে এই লিংকে ক্লিক করে মুকিম ওয়েব সাইটের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।
👉ওয়েব লিংকঃ-
https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=VaccinatedVisitor
👉ভিডিও লিংকঃ-https://youtu.be/BGLOWIpbOIo

➡️নতুন ভিসাধারী ব্যাক্তির যদি ১টি ভেকসিন নেওয়া থাকে তাহলে এই লিংকে ক্লিক করে মুকিম ওয়েব সাইটের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। মনে রাখবেন ১ টি ভেকসিন নিলে কোয়ারেন্টাইনের প্যাকেজ নিতে হবে।
👉ওয়েব লিংকঃ-
https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=NotVaccinatedVisitor

➡️রেসিডেন্ট প্রবাসীর যদি সৌদিআরব থেকে ১/২ টি ভেকসিন নেওয়া থাকে এবং তাওয়াক্কালনা'তে ইমিউন শো করে তাহলে এই লিংকের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। (ইমিউন শো করিলে কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই)
👉ওয়েব লিংকঃ- https://muqeem.sa/ #/vaccine-registration/register-resident?type=VaccinatedResident

➡️রেসিডেন্ট প্রবাসীদের যদি বাংলাদেশ থেকে ১টি ভেক্সিন নেওয়া থাকে কিন্তু সৌদি আরবে থেকে কোন ভেক্সিন নেওয়া নেই। তাহলে এই লিংকে ক্লিক করে মুকিম ওয়েব সাইটের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। এবং হোটেল কোয়ারেন্টাইনের প্যাকেজ নিতে হবে।
👉ওয়েব লিংকঃ-
https://muqeem.sa/ #/vaccine-registration/register-resident?type=NotVaccinatedResident

➡️রেসিডেন্ট প্রবাসীর যদি এমন হয় সৌদি থেকে ১ টি ভেকসিন ও বাংলাদেশ থেকে ১টি ভেক্সিন নেওয়া থাকে অথবা বাংলাদেশ থেকে ২টি ভেক্সিন নেওয়া থাকে তাহলে ministry of health ওয়েব সাইটের মাধ্যমে ভেক্সিন ইনফরমেশন যুক্ত করতে হবে। ২/৫ দিনের মধ্যে তাওয়াক্কালানাতে ভেক্সিন ইনফরমেশন যুক্ত হবে। বিস্তারিত নিচের ভিডিও লিংকে যানুন।

👉রেজিষ্ট্রেশন লিংকঃ-https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration

👉ভিডিও লিংকঃ-https://youtu.be/_z7rCvwV4Cc

#প্রবাস_প্রবাহ


সৌদি প্রবাসীদের বিভিন্ন টেকনিক্যাল সমন্ধে জানতে ভিজিট করতে পারেন ইউটিউব চ্যানেল'টি।
www.youtube.com/probashprobah

১বছরের মাল্টিপল ভিজিট ভিসা এসে ৯০ দিন থাকিতে পারবে ৪৯ টি দেশের নাগরিক। তবে এই কানুন বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য ন...
03/08/2021

১বছরের মাল্টিপল ভিজিট ভিসা এসে ৯০ দিন থাকিতে পারবে ৪৯ টি দেশের নাগরিক।

তবে এই কানুন বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য নহে। ৪৯ টি দেশের মধ্যে বাংলাদেশ নেই।

28/07/2021

বিদেশ থেকে ফেরত আসা ২ লাখ প্রবাসী বাংলাদেশিকে মাসে মাসে ১৩ হাজার ৫০০ টাকা করে দেবে সরকার। পাশাপাশি তাঁদের চাকরির ব্যবস্থা করতে দেওয়া হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলাকালেই এসব কর্মী মাসে মাসে সম্মানী পাবেন। এ জন্য ৪২৭ কোটি টাকার একটি প্রকল্প আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদন করা হয়েছে। প্রকল্প অনুমোদনের আগে আজকের একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রবাসীরা দেশে অর্থ পাঠান। করোনার কারণে তাঁদের অনেকে চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন। এত দিন তাঁরা আমাদের দিয়েছেন। এবার আমরা তাঁদের দেব। যাঁরা চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন, তাঁদের শোভন চাকরির ব্যবস্থা করা হবে।’

পৃথিবীর সবচেয়ে সুন্দর ও পবিত্র স্থান ।পবিত্র মক্কা নগরীর রাতের একটি দৃশ্য ...।সুবহানআল্লাহ
28/07/2021

পৃথিবীর সবচেয়ে সুন্দর ও পবিত্র স্থান ।পবিত্র মক্কা নগরীর রাতের একটি দৃশ্য ...।সুবহানআল্লাহ

আজকে বাধ্য হয়ে এই পোস্ট'টি করলাম।গত ২ দিন আগে হোটেল কোয়ারেন্টাইন শেষে যে যার যার স্থানে ফিরে গিয়েছেন। কিন্তু কিছু নতুন ন...
27/07/2021

আজকে বাধ্য হয়ে এই পোস্ট'টি করলাম।

গত ২ দিন আগে হোটেল কোয়ারেন্টাইন শেষে যে যার যার স্থানে ফিরে গিয়েছেন। কিন্তু কিছু নতুন নারী কর্মী এসেছেন তারা হোটেলের লবি'তে সেই সকাল থেকে বসে আছেন তাদের এজেন্সির / কফিলের অপেক্ষায়। সন্ধ্যা হয়ে গিয়েছে কারো কোন খবর নেই কেউ নিতে আসছে না। বাংলাদেশে এজেন্সি'কে বার বার ফোন করে সাড়া পায়নি। কারো কারো রিপ্লাই আসছে আপনাদের নেওয়ার জন্য আসতেছে। কিন্তু নারীগুলুকে নেবার জন্য কেউ আসছে না। প্রায় ৯/১০ ঘন্টা পেরিয়ে গেছে কারো কোন খবর নেই। পরবর্তীতে ওনাদের কন্ট্রাক্ট পেপার খোজাখুজি করার পর কফিলের নাম্বার এজেন্সির নাম্বার বের করলাম। কিছু নারির ভিসা হচ্ছে আরার ডিস্ট্রিক্ট যা রিয়াদ থেকে অনেক দূরে। কফিল বলছে এজেন্সি যানে আমরা কিছুই যানিনা। অনেক কষ্ট করার পর রাত প্রায় ৯ টার দিকে সবাইকে বিদায় দিলাম নিজ নিজ এজেন্সি ও কফিলের কাছে।

মুলকথাঃ-
আমি আগেও বলেছি একজন নারী অনেক অসহায়। যেমন ধরুন আজকে পুরুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটিলে বেশি সমস্যা হতো না। সে যেদিক খুশি সেদিক চলে যেতে পারতো। যে কোন কোথাও রাত্রি যাপন করতে পারতো। অথবা কোন রিলেটিভ / বন্ধু বাসায় চলে যেতে পারতো। কিন্তু একজন নারীর ক্ষেত্রে সেটা সম্পুর্ন বিপরীত। বিদেশ গামী সকল কর্মীদের প্রতি রিকোয়েস্ট থাকিবে দয়া করে বিদেশ আসার আগে আপনার কফিল অথবা কোম্পানির নাম্বার নিয়ে নিবেন। সাথে আপনি এজেন্সি'র নাম্বার নিয়ে নিবেন। বাংলাদেশ থেকে একবার কল দিয়ে ট্রাই করবেন নাম্বারটি সচল আছে কিনা। আপনার কোন এয়ারপোর্টে ফ্লাইট হচ্ছে ও আপনার কর্মস্থল কোথায় সেটা ভালো করে যেনে নিবেন। যদি হোটেল কোয়ারেন্টাইনের মাধ্যমে আসেন তাহলে কোয়ারেন্টাইন শেষ হবার ১ দিন আগে আপনার কফিল/এজেন্সি'কে যানিয়ে দিবেন আপনাকে নিয়ে যাবার জন্য।

পোস্ট'টি শেয়ার করার অনুরুধ রইলো।
হয়তো আপনার কাছের কোন মানুষের উপকার হবে, আপনার কোন পারা প্রতিবেশি, কোন পরশীর উপকার হবে।

বাস্তবতা নিয়ে কথা বলে(প্রবাস প্রবাহ) ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে সাথে 'ই থাকুন।

সৌদি আরবের ব্যাবসায়ী প্রবাসীদের জন্য বিশেষ বিঞ্জপ্তি
27/07/2021

সৌদি আরবের ব্যাবসায়ী প্রবাসীদের জন্য বিশেষ বিঞ্জপ্তি

দয়া করে ইনবক্সে প্রশ্ন না করে এই পোস্ট'টিতে কমেন্টে প্রশ্ন করুন।
26/07/2021

দয়া করে ইনবক্সে প্রশ্ন না করে এই পোস্ট'টিতে কমেন্টে প্রশ্ন করুন।

আলহামদুলিল্লাহ।।আগামীকাল থেকে সৌদি প্রবাসীরা ওমরাহ করার অনুমতি পাচ্ছেন। প্রায় ৫০০ ওমরাহ সার্ভিস কোম্পানি ও ইস্টাব্লিসমেন...
25/07/2021

আলহামদুলিল্লাহ।।
আগামীকাল থেকে সৌদি প্রবাসীরা ওমরাহ করার অনুমতি পাচ্ছেন।

প্রায় ৫০০ ওমরাহ সার্ভিস কোম্পানি ও ইস্টাব্লিসমেন্ট এবং ৬ হাজার বৈদেশিক ওমরাহ এজেন্ট রেডি করা হয়েছে ওমরাহ সার্ভিস দেওয়ার জন্য । ভেকসিন নেওয়ার ভিত্তিতে আগামী ৯ ই আগস্ট (১ই মুহররম) থেকে বর্হিবিশ্ব থেকে ওমরাহ'র জন্য আসতে পারবেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ হজ্জের প্যাকেজ বুকিং এর জন্য ৩০ টি অনলাইন ইলেকট্রনিক প্লাটফর্ম এর মাধ্যমে বুকিং করা যাবে।

যাদের ভেকসিনের ফুল ডোজ গ্রহন করা আছে ও স্বাস্থ্য কন্ডিশন ভালো আছে শুধুমাত্র তাদেরকেই ওমরাহ করার অনুমতি দেওয়া হবে।।

বিবৃতিঃ- জাতীয় ওমরাহ ও হজ্জ কমিটি।

সৌদি আরবের প্রতিদিনের নতুন আপডেট সঠিক নিউজ পেতে পেইজটি'তে যুক্ত থাকুন লাইক/ ফলো বাটনে ক্লিক করে।
কোন প্রশ্ন থাকিলে ম্যাসেজ করুন।

আরও আপডেট পেতে ভিজিট করতে পারেন প্রবাস প্রবাহ ইউটিউব চ্যানেল

www.youtube/probashprobah
তথ্যসূত্রঃ-

#প্রবাস_প্রবাহ

#প্রবাস_জীবন

 #প্রবাস_জীবন_নিউজসৌদি আরবে গত ১ সপ্তাহের মধ্যে ১৪হাজার ৬০০ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।যাদের মধ্যে আবাসন আইন  লঙ...
25/07/2021

#প্রবাস_জীবন_নিউজ
সৌদি আরবে গত ১ সপ্তাহের মধ্যে ১৪হাজার ৬০০ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

যাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী ছিলো 4,500জন, সীমান্ত সুরক্ষা বিধিমালার প্রায় 9,000 জন। শ্রম আইন লংগনকারী এক হাজারেরও বেশি অন্তর্ভুক্ত ছিলো।।

রাজ্যের সীমান্ত পেরিয়ে যাওয়ার সময় মোট 27০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে ৪৬ শতাংশ ইয়েমেনীয় নাগরিক, ৪৪ শতাংশ ইথিওপীয় এবং ১০ শতাংশ অন্যান্য জাতির অন্তর্ভুক্ত ছিল। এবং অন্যান্য দেশিয় ১২৭ জনকে কিংডম সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। পরিবহন ও তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে জড়িত আরো পাঁচজনকে গ্রেপ্তারও করেছেন।

সৌদি আরবের প্রতিদিনের নতুন আপডেট সঠিক নিউজ পেতে পেইজটি'তে যুক্ত থাকুন লাইক/ ফলো বাটনে ক্লিক করে।
কোন প্রশ্ন থাকিলে ম্যাসেজ করুন।

আরও আপডেট পেতে ভিজিট করতে পারেন প্রবাস প্রবাহ ইউটিউব চ্যানেল

www.youtube/probashprobah

তথ্যসূত্রঃ-

#প্রবাস_প্রবাহ

সঠিক তথ্যটি জেনে নিন .... যেমন ১ আগস্ট ২০২১ এর পরে কেউ টিকা না নিয়ে অন্য দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেনা। এই তথ্য...
25/07/2021

সঠিক তথ্যটি জেনে নিন ....
যেমন ১ আগস্ট ২০২১ এর পরে কেউ টিকা না নিয়ে অন্য দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেনা। এই তথ্যটি ভুল। সঠিক তথ্যটি হল ১ আগস্ট ২০২১ হতে সৌদি আরবের সরকারী বেসরকারি যেকোন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে শুধু ইমিউন ব্যক্তিরা। এবিষয়ে বিস্তারিত জানতে আমার আগের পোস্ট দেখতে পারেনঃ https://www.facebook.com/1510368877/posts/10219265968109233/?d=n । সৌদি কর্তৃপক্ষ টিকা দেয়া না দেয়ার সাথে সৌদিতে প্রবেশের কোন বাধ্যবাধকতার নির্দেশনা এখনো দেয়নি।

আরেকটা বিষয়ে অনেকেই জিজ্ঞেস করেন, সেটা হলো বাংলাদেশ থেকে এক টিকা দিয়ে সৌদিতে আসতে পারবে কিনা? উত্তর হলো সৌদিতে আসতে টিকা বাধ্যতামূলক না। টিকার ফুল ডোজ দেয়া থাকলে সৌদিতে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবেনা, আর ফুল ডোজ দেয়া না থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

ইকামাধারী সৌদি প্রবাসী এক টিকা নিয়ে ছুটিতে দেশে গিয়ে থাকলে ছুটি শেষে পুনরায় সৌদিতে আসার সময় তাওয়াক্কালনায় ইমিউন থাকলে সৌদিতে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রয়োজন হবেনা। তাওয়াক্কালনায় ইমিউন না থাকলে অথবা বাংলাদেশ থেকে ফুল ডোজ টিকা না নেয়া থাকলে সৌদিতে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা আবশ্যক। তবে আসার আগে অবশ্বই মুকীম ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে আসতে হবে।।

সৌদি আরবের প্রতিদিনের নতুন আপডেট সঠিক নিউজ পেতে পেইজটি'তে যুক্ত থাকুন লাইক/ ফলো বাটনে ক্লিক করে।
কোন প্রশ্ন থাকিলে ম্যাসেজ করুন।

আরও আপডেট পেতে ভিজিট করতে পারেন প্রবাস প্রবাহ ইউটিউব চ্যানেল

www.youtube/probashprobah

#প্রবাস_প্রবাহ

সৌদি আরবের ২টি শহরে(রিয়াদ ও জেদ্দা)  বাংলাদেশ দুতাবাস রয়েছে। দূর দুরান্তের বিভিন্ন শহরের প্রবাসীদের দুতাবাস সংক্রান্ত সে...
24/07/2021

সৌদি আরবের ২টি শহরে(রিয়াদ ও জেদ্দা) বাংলাদেশ দুতাবাস রয়েছে। দূর দুরান্তের বিভিন্ন শহরের প্রবাসীদের দুতাবাস সংক্রান্ত সেবা পেতে সৌদি আরবের বিভিন্ন শহরে গড়ে উঠেছে প্রবাসী সেবা দান কেন্দ্র (EDC) । পাসপোর্ট সংক্রান্ত সেবা সহ অন্যান্য সেবা পেতে আপনার শহরে থাকা EDC সেন্টার গুলুতে যোগাযোগ করতে পারেন।

নিচের লিংকে ক্লিক করে খুজে নিতে পারেন আপনার শহরের প্রবাসী সেবা দান কেন্দ্র।

শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন পোস্ট'টি। ভবিষ্যতে কখনো কাজে লেগে যেতে পারে।

https://www.bangladeshembassy.org.sa/locationedc.html

বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র সমূহের তালিকা

আহারে, সৌদি আরবে না আসিলে  এই ফুল-তমিজের দেখা পেতাম না। এরাবিয়ানদের প্রিয় খাবার ফুল-তমিজ কে কে লাইক করেন❓❓
24/07/2021

আহারে, সৌদি আরবে না আসিলে এই ফুল-তমিজের দেখা পেতাম না।

এরাবিয়ানদের প্রিয় খাবার ফুল-তমিজ কে কে লাইক করেন❓❓

https://youtu.be/sr_MeLJ7y_I
23/07/2021

https://youtu.be/sr_MeLJ7y_I

ভিসা,ইকামার মেয়াদ ও ছুটির মেয়াদ কি অটোমেটিক বাড়বে বাংলাদেশিদের জন্য❓👉তাওয়াক্কালনা'তে ভেক্সিন যুক্ত করবেন কিভা.....

 #নিউজ_বুলেটিনবৈধ হজ্জ পারমিট না থাকার কারনে মংগলবার ৭৭ জনকে  আটক করেছেন সৌদি পুলিশ। প্রত্যেক'কে ১০ হাজার রিয়েল করে জরিম...
22/07/2021

#নিউজ_বুলেটিন
বৈধ হজ্জ পারমিট না থাকার কারনে মংগলবার ৭৭ জনকে আটক করেছেন সৌদি পুলিশ। প্রত্যেক'কে ১০ হাজার রিয়েল করে জরিমানা করা হয়েছে।

সৌদি আরবের প্রতিদিনের নতুন আপডেট সঠিক নিউজ পেতে পেইজটি'তে যুক্ত থাকুন লাইক/ ফলো বাটনে ক্লিক করে।
কোন প্রশ্ন থাকিলে ম্যাসেজ করুন।

আরও আপডেট পেতে ভিজিট করতে পারেন প্রবাস প্রবাহ ইউটিউব চ্যানেল

www.youtube/probashprobah

#প্রবাস_প্রবাহ

আগষ্ট ১ তারিখ থেকে যাদের ভ্যক্সিন দেওয়া আছে শুধুমাত্র তারাই সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান গুলু'তে প্রবেশের অনুমতি পাবেন।সৌ...
22/07/2021

আগষ্ট ১ তারিখ থেকে যাদের ভ্যক্সিন দেওয়া আছে শুধুমাত্র তারাই সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান গুলু'তে প্রবেশের অনুমতি পাবেন।

সৌদি আরবের প্রতিদিনের নতুন আপডেট সঠিক নিউজ পেতে পেইজটি'তে যুক্ত থাকুন লাইক/ ফলো বাটনে ক্লিক করে।
কোন প্রশ্ন থাকিলে ম্যাসেজ করুন।

আরও আপডেট পেতে ভিজিট করতে পারেন প্রবাস প্রবাহ ইউটিউব চ্যানেল

www.youtube/probashprobah

#প্রবাস_প্রবাহ

যে সকল দেশগুলু থেকে সৌদিআরবে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে  সেই সকল দেশের  প্রবাসীদের ইকামা, ভিসা, এক্সিট রি-এন্ট্রি...
22/07/2021

যে সকল দেশগুলু থেকে সৌদিআরবে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সকল দেশের প্রবাসীদের ইকামা, ভিসা, এক্সিট রি-এন্ট্রি ৩১ আগষ্ট পর্যন্ত কোন ফিস ছাড়াই অটোমেটিক বাড়িয়ে দেওয়া হবে।

এক প্রবাসী নারী গৃহকর্মীর আর্তনাদঃ-ভাইয়া আমাকে বাচাঁন, আমি গৃহবন্ধী আমাকে মুক্ত করেন। আমাকে আমার পরিবারে কাছে ফিরে যেতে ...
22/07/2021

এক প্রবাসী নারী গৃহকর্মীর আর্তনাদঃ-
ভাইয়া আমাকে বাচাঁন, আমি গৃহবন্ধী আমাকে মুক্ত করেন। আমাকে আমার পরিবারে কাছে ফিরে যেতে সাহায্য করুন।
প্রায়শই এমন ফোন কল আসে। প্রবাসী নারী গৃহকর্মীদের আর্তনাদ যে শুনে সে-ই বুজে কি-যে কষ্টের মাঝে দিন কাটায়।।
মধ্যে প্রাচ্যের বিভিন্ন দেশে নারী গৃহকর্মী পেশায় আসার আগে এই পোস্ট'টি থেকে কিছু বাস্তবতা জেনে নিন।
আমাদের দেশের বেশিরভাগ নারীরাই দালালের প্রলোভনে পরে'ই বিদেশে পারি জমিয়ে থাকেন। বিশেষ করে গরীব, বিধবা নারীরা নিজেদেরকে সচ্ছল করার জন্য অনেক স্বপ্ন বুনে প্রবাসে পারি জমান। বিভিন্ন তথ্য জরিপে যানা গিয়েছে মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশ গুলুতে অনেক নারীদেরকেই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়। কাউকে দিন রাত বাসা বাড়িতে পরিশ্রম করতে হয়, দিন রাত ২৪ ঘন্টায় ২/১ ঘন্টা ঘুমানোর সুযুগও পায়না । এতো পরিশ্রমের পরেও ঠিক মতো বেতনও দেওয়া হয়না। আবার অনেকে নারী কার্মীর ইকামা পাসপোর্ট জব্দ করে দিনের পর দিন, বছরের পর বছর গৃহ বন্ধী করে রাখা হয়। অনেকে নারী কর্মীর উপর চলে পাশবিক যৌন নির্যাতন।
আরব দেশগুলুতে নারীদের এই নির্যাতনের একমাত্র হোতা হচ্ছে বাংলাদেশি দালাল ও কিছু এজেন্সি চক্র। বলতে পারেন এক প্রকার লাইসেন্সধারী নারী পাচার চক্র। এই এজেন্সি গুলু ও দালাল চক্রের মেইন টার্গেট থাকে গাও-গ্রামের হত দরিদ্র সহজ সরল নারীদের দিকে। কথা হয়েছিলো কয়েক জন গৃহকর্মীর সাথেঃ- "তিনি অনেকে আকুতি মিনতি করছিলেন। ভাইয়া আমাকে মুক্ত করেন। আমি বন্ধী। দিনে রাতে মিলিয়ে ২ ঘন্টা ঘুমানো সুযুগ পাই। বেতন ঠিক মতো পাচ্ছি না। অনেক অনেক পরিশ্রম করতে হয় প্রতিদিন। আমি মালিককে অনেক কাকুতি মিনতি করেছি অন্তত আমাকে যেন ছুটিতে পাঠানো হয়। কিন্তু আমাকে ছুটিও দিচ্ছেনা এক্সিট ও দিচ্ছে না। আমাকে মুক্ত করেন প্লিজ ভাইয়া। "
কথোপকথনের মাঝে আসল বিষয় বস্তু যা যানতে পারলাম। ওনাকে এক এজেন্সি অনেক প্রলোভন দেখিয়ে ভুয়া ঠিকানার পাসপোর্ট বানিয়ে দশ দিন ঢাকায় নিজেদের দায়িত্বে রেখে এই নারী'কে বিদেশ আনেন। আনার পর থেকে সাথে সাথেই পাসপোর্ট জব্দ করা হয়। এই চক্রের বিদেশেও নিজস্ব বাসস্থান ও নারী দ্বারা নারী টর্চার সেলও রয়েছে। যেমন কোন নারী যদি তাদের সিলেক্ট করা কাজে যেতে অনাগ্রহ প্রকাশ করে অথবা কাজ থেকে বেক করে তাহলে টর্চার শুরু হয়। সেই ভয়ে সবাই এজেন্সি যেখানে কাজ নির্ধারন করে সেখানেই কাজ করতে হয়। শুধু তাই না, কোন বিদেশি নাগরিকের হাতে তুলে দেওয়ার পর এজেন্সির কোন প্রকার খোজ খরব থাকে না। অনেক বিদেশি নাগরিক সরাসরি এজেন্সি থেকে টাকা দিয়ে নিজেদের নামে ট্রান্সফার করে কিনে নিয়ে যায়। তারপর সেই নারী'র ইকামা বানানোর কোন খবর থাকে না। সম্পুর্ন অবৈধ ভাবে বসবাস করতে হয়। যেহেতু বাসায় কাজ করে সেহেতু ইকামা না থাকিলে কোন সমস্যা হয়না। আর এই সুযুগে বিদেশি নাগরিকের নির্যাতন ও বেড়ে যায়। ঠিক এমনটাই ঘটেছে এই নারির ক্ষেত্রে।
এই নারীর আর্তনাদ কোন বিবেকবান মানব সহ্য করতে পারবে না। চেষ্টা করেছি কিছু করার জন্য। কিন্তু তাও সম্ভব হয়নি। কারন ওনার কাছে কোন ডকুমেন্টস নেই, না আছে ইকামা, না আছে পাসপোর্ট এর কপি। তাই সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলবো বিদেশ আসার আগে পাসপোর্ট কপি বাড়িতে রেখে আসবেন ও মোবাইলে পিকচার উঠিয়ে রেখে দিবেন । অন্তত আপনার পাসপোর্ট কপিটা যদি সংগ্রহ করা যায় তাহলে কিছু করা সম্ভব হয়।
পরিশেষে সকল নারীদের উদ্দেশ্যে বলবো... প্রবাস জীবন পুরুষের জন্য। পুরুষের উপর অত্যাচার জুলুম হলে সেটা সাময়িকীর জন্য। কারন একজন পুরুষ ইচ্ছা করলেই পালিয়ে যেতে পারবে যেকোন কোথাও। থাকার যায়গা কোথাও না পেলে, পথে প্রন্তরে রাত কাটিয়ে দিতে পারবে। কিন্তু একজন নারী প্রবাসে বড়'ই অসহায়। তাকে হেল্প করার মতো কেউ-ই থাকে না। নারি না পারে পালিয়ে কোথাও যেতে, না পারে কারো কাছ থেকে হেল্প নিতে।
(দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। যার যার অবস্থান সেই ভালো জানে।)
জনসচেতনতায় পোস্ট'টি শেয়ার করুন
পিকচারে টাচ করুন তাহলে শেয়ার অপশন পেয়ে যাবেন।
কপি

সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত ১০টি ভাষার মধ্যে বাংলা ভাষায় হজ্জের খুতবা'টি সম্পুর্ন দেখুন।  আলহা...
19/07/2021

সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত ১০টি ভাষার মধ্যে বাংলা ভাষায় হজ্জের খুতবা'টি সম্পুর্ন দেখুন। আলহামদুলিল্লাহ ডাবিংকৃত বাংলা ভাষায় অরিজিনাল ভয়েজের সম্পুর্ন খুতবা'টি প্রকাশ করতে পেরেছি।

https://youtu.be/zYnhrfgZlWo

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস জীবন - Expats Life Saudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like