08/05/2024
জিম্বাবুয়েকে নিয়ে মজা করবেন না! যখন আমাদের কেউ ছিল না, তখন কেবল তারাই ছিল। এমন একটা সময় ছিল যখন টেস্ট প্লেয়িং কোনো দল বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খুব একটা খেলতে চাইতো না! কালেভদ্রে খেললেও বড় দলগুলো তাদের 'সি টিম' পাঠিয়ে দিতো বাংলাদেশের সঙ্গে খেলার জন্য! মানে বাংলাদেশ নাম শুনলেই দলগুলোর নাক ছেঁটকানো লেগেই থাকতো!
সেই কঠিন সময়টায় ত্রাতা হয়ে বাংলাদেশের পাশে ছিল ক্রিকেট জিম্বাবুয়ে। তখন জিম্বাবুয়ে শক্তিশালী দল হিসেবেই বিশ্বক্রিকেটে অন্যান্য বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছিলো! তবুও তারা বাংলাদেশকে এতটুকুও অসম্মান করেনি, নাক ছেঁটকায়নি ; বরং বাংলাদেশের বিপক্ষে তারা তাদের পূর্ণ শক্তির দল নিয়েই খেলতো সবসময়! সেসময়ের ছোট সেই বাংলাদেশের পাশে এভাবেই সবসময় থাকতো ক্রিকেট জিম্বাবুয়ে!
বাংলাদেশ ক্রিকেটে জিম্বাবুয়ের অবদান ভুলার নয়...