05/04/2024
আলহামদুলিল্লাহ আমাদের বাবাইর আজ জন্মদিন, আর জন্মদিনেই শিক্ষা জীবনের প্রথম সনদ। শিক্ষা শুরু হয়েছে মহান আল্লাহ তাআলার কালামে হাকিম দিয়ে। এবং কালামে হাকিম নাজিলের পবিত্র মাস রমাদ্বান কারিমে।
মহান আল্লাহ তাআলা-ও কালামে হাকিমে প্রথম আয়াত বা প্রথম আদেশ অহি নাজিল করেছিলেন *পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।
সুবহানাল্লাহ সেই শিক্ষা জীবনের শুরু কালামুল্লাহ শেখার মাধ্যমে, এবং কালামুল্লাহ নাজিলের মাসে, এবং সনদ প্রাপ্তিও কালামুল্লাহর কেরাত শেখার উপরে।
আল্লাহ তাআ'লা আমাদের বাবাইকে কবুল করুন।
বিশ্বব্যাপী কালামে হাকিমের দাওয়াত ও খেদমতের জন্য কবুল করুন।
শুধু নিজের আত্মীয় পরিজন গ্রাম জাতি দেশ নয় বরং গোটা দুনিয়ার উম্মাহর জন্য দ্বায়ী ও কাজ করনেওয়ালা হিসাবে কবুল করুন।