09/10/2022
বড্ড কষ্ট লাগে তখন যখন আমরা মৃত ব্যক্তির জানাযা গুলো পড়ে এসে আবার পাপের কাজে জুরে যাই😔😢কে আমাদের বিবেককে পচন ধরিয়ে দিল,ভাই মাহফুজ ভাইয়ের মতো তরুণ যুবক যদি কবরে পরে থাকে কি করে মনে করেন আমি আপনি ছাড় পেয়ে যাব!? একটু চিন্তাশীল হই।
আল্লাহ তাআলা প্রত্যেককে দ্বীনের সহীহ বুঝ দান করুন। আল্লাহুম্মা আমীন।