25/01/2023
প্রতিটি মানুষ জীবনের এক প্রান্তে এসে বুঝতে পারে এ পৃথিবীতে আসলেই সে খুবই একা। সেটা হতে পারে তার বেকার জীবনে, অথবা কোনো দুঃসময়ে, কিংবা শেষ বয়সে।
একটা ছেলে যখন বেকার, তখন মনে হয় যেনো ছেলেটি সারা পৃথিবীর কাছেই বোঝা। ছেলেটা চাকরির খোঁজে দিন শেষে শূন্য হাতে বাড়ি ফিরে ক্লান্ত ছেলেটা যখন দু মুঠো খেতে যায়, খাবার টেবিলে পরিবারের ছুড়ে দেয়া প্রশ্ন আর অভিযোগ খাবারটা ছেলেটার গলা চেপে ধরে। সেটা কেউ বুঝবে না। তখন ছেলেটা নিজের ঘরে বসে নিঃশব্দে কাঁদে, তার একটাই আক্ষেপ কেউ আমাকে বুঝলো না। বুঝলো না আমার দুঃখ।
দুঃসময় এলে কাছের মানুষ গুলো দূরে সরে যেতে থাকে। সারাজীবন পাশে থাকার নাম করা মানুষটা সবার আগে অজুহাত দেখিয়ে চলে যায়। স্বান্তনা দেবার মত বা কাঁধে হাত রাখার মত কেউ তখন পাশে থাকে না ।জীবনের খারাপ সময় গুলোতেই আপন মানুষ চেনা যায় । বোঝা যায় আসলে দুঃসময়ে কেউ পাশে থাকে না ।আপন মানুষ গুলোই সবার আগে পর হয়।
বৃদ্ধ বয়সের প্রায় অধিকাংশ মানুষের একটি আক্ষেপ থাকে, মন খুলে কথা বলার একজন মানুষ নেই। নিজের মত করে বোঝার মত একটা মানুষ নেই। নেই একজন ভালো সন্তান কিংবা বন্ধু ।
কারো কারো সবকিছু থাকার পরেও এই বয়সী মানুষ গুলো ভীষণ রকম একা। সে সময়ে তাকে সঙ্গ দেবার মানুষ তেমন একটা থাকে না। যে যার মত ব্যস্ত। ব্যস্ত তাদের জীবন ও ভবিষ্যত নিয়ে। এই মানুষ গুলো তার একাকী সময়ে সন্তানদের ছোট বেলার কথা মনে করে আর কাঁদে। যখন সন্তান কথা বলতে পারতো না তখন তারা তাদের সাথে কথা বলতো, তাদের হাসাতো, তাদের নিয়ে খেলতো।
অথচ তাদের বৃদ্ধ বয়সে তারা পায়না একজন ভালো বন্ধু কিংবা সন্তান। জীবনের শেষ সময়ে এসে প্রতিটি মানুষ হয়তো এভাবেই আক্ষেপ নিয়ে তাদের শেষ নিশ্বাস ছেড়ে যায়। কারো কাছে একটু সময় পেলাম না। যাদের বুকের মাঝে আগলে বড় করেছি তাদের কাউকেই শেষ বয়সে কাছে পেলাম না।