একজন প্রবাসীর আত্মকথা

একজন প্রবাসীর আত্মকথা নিজের ভালো থাকা টা অন্যের উপর ছেড়ে দিলে,আপনি কখনোই ভালো থাকতে পারবেন না।।।

রাতে ঘুমহীন দু'চোখ জানে অতীত ভুলতে না পারা নি'ষ্ঠু'র আর্তনাদ কতটা ভয়ানক.!😊💔
14/10/2024

রাতে ঘুমহীন দু'চোখ জানে অতীত ভুলতে না পারা নি'ষ্ঠু'র আর্তনাদ কতটা ভয়ানক.!😊💔

13/10/2024

হায় রে শ'খে'র প্রবাস-
- এমন হাজারো মানুষ-
- সপ্ন পূরণ করার আগে দু'নি'য়া ছে'ড়ে চ'লে যায়..!!🙂💔🥀

15/10/2023
27/02/2023

এই জীবনটি হল এক অদ্ভুত দৌড়ের মত। একে বোঝা সহজ নয়। যদি আপনি দ্রুত দৌড়ান তাহলে তাহলে আপনার পরিচিতরা আপনার আত্মীয়রা পেছনে পড়ে যাবে। আর যদি ধীরে দৌড়ান তাহলে আপনার নিজেরই চেনা-পরিচিতরা আপনাকে ছেড়ে সামনে চলে যাবে। তাই জীবনের গতিটা এমন রাখুন যে, আপনার শত্রু আপনাকে পাশ কাটিয়ে আগে চলে গেলেও আপনার পেছনে যেন একজন পরিচিত বা বন্ধুও পড়ে না থাকে।

কোনো কাজ অনেক দিন ‌ধরে শুরু করার চিন্তা মাথায় নিয়ে আছেন, কিন্তু করবো বলে আর করা হচ্ছে না। হুট করে শুরু করে ফেলুন।নাইলে...
21/02/2023

কোনো কাজ অনেক দিন ‌ধরে শুরু করার চিন্তা মাথায় নিয়ে আছেন, কিন্তু করবো বলে আর করা হচ্ছে না। হুট করে শুরু করে ফেলুন।

নাইলে চিন্তা ভাবনা শুধু মাথায় ই রয়ে যাবে। কাজ টা হয়তো আর করাই হবে না। শুরু করলেই দেখবেন কোনো না কোনো ভাবে শেষ করতে পারবেন।

কোনো কাজ করার আগে আপনি বুঝতে পারবেন না আপনার যোগ্যতা কতো টুকু। আপনার দ্বারা হয়তো অনেক কঠিন দুঃসাধ্য কাজ ও সুন্দর ভাবে শেষ করা সম্ভব।

চেষ্টা করুন। সফলতা বা ব্যর্থতা মাথায় রেখে কাজ করা উচিত নয়। আপনার জন্য দুটো ই শিক্ষনীয় বিষয়।

কিন্তু যখন নিজেকে কোন কাজে লাগানো শুরু করবেন তখনই সম্ভব হবে অনেক লুকানো দক্ষতা কাজে লাগানোর।

সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে চলতে হবে। সময় চলে গেলেই গত হওয়া সময় আর ধরতে পারবেন না।

সময়ের সাথে নিজেকে সচল রাখুন। কারণ অলসতার জন্য কখনোই সময় বিবেচনা করতে হয় না।

কিন্তু কাজের বেলায় ঠিকই সময় মাফিক তা শেষ করার উদ্যোগ নিতে হয় বাধ্যতামূলক কারণেই।

আপনার সময় আপনার ব্যক্তিগত সম্পদ। নষ্ট করলে দায় সম্পূর্ণ আপনার। কাজে লাগাতে পারলে অর্জন,সফলতা আপনার।

25/01/2023

প্রতিটি মানুষ জীবনের এক প্রান্তে এসে বুঝতে পারে এ পৃথিবীতে আসলেই সে খুবই একা। সেটা হতে পারে তার বেকার জীবনে, অথবা কোনো দুঃসময়ে, কিংবা শেষ বয়সে।

একটা ছেলে যখন বেকার, তখন মনে হয় যেনো ছেলেটি সারা পৃথিবীর কাছেই বোঝা। ছেলেটা চাকরির খোঁজে দিন শেষে শূন্য হাতে বাড়ি ফিরে ক্লান্ত ছেলেটা যখন দু মুঠো খেতে যায়, খাবার টেবিলে পরিবারের ছুড়ে দেয়া প্রশ্ন আর অভিযোগ খাবারটা ছেলেটার গলা চেপে ধরে। সেটা কেউ বুঝবে না। তখন ছেলেটা নিজের ঘরে বসে নিঃশব্দে কাঁদে, তার একটাই আক্ষেপ কেউ আমাকে বুঝলো না। বুঝলো না আমার দুঃখ।

দুঃসময় এলে কাছের মানুষ গুলো দূরে সরে যেতে থাকে। সারাজীবন পাশে থাকার নাম করা মানুষটা সবার আগে অজুহাত দেখিয়ে চলে যায়। স্বান্তনা দেবার মত বা কাঁধে হাত রাখার মত কেউ তখন পাশে থাকে না ।জীবনের খারাপ সময় গুলোতেই আপন মানুষ চেনা যায় । বোঝা যায় আসলে দুঃসময়ে কেউ পাশে থাকে না ।আপন মানুষ গুলোই সবার আগে পর হয়।

বৃদ্ধ বয়সের প্রায় অধিকাংশ মানুষের একটি আক্ষেপ থাকে, মন খুলে কথা বলার একজন মানুষ নেই। নিজের মত করে বোঝার মত একটা মানুষ নেই। নেই একজন ভালো সন্তান কিংবা বন্ধু ।

কারো কারো সবকিছু থাকার পরেও এই বয়সী মানুষ গুলো ভীষণ রকম একা। সে সময়ে তাকে সঙ্গ দেবার মানুষ তেমন একটা থাকে না। যে যার মত ব্যস্ত। ব্যস্ত তাদের জীবন ও ভবিষ্যত নিয়ে। এই মানুষ গুলো তার একাকী সময়ে সন্তানদের ছোট বেলার কথা মনে করে আর কাঁদে। যখন সন্তান কথা বলতে পারতো না তখন তারা তাদের সাথে কথা বলতো, তাদের হাসাতো, তাদের নিয়ে খেলতো।

অথচ তাদের বৃদ্ধ বয়সে তারা পায়না একজন ভালো বন্ধু কিংবা সন্তান। জীবনের শেষ সময়ে এসে প্রতিটি মানুষ হয়তো এভাবেই আক্ষেপ নিয়ে তাদের শেষ নিশ্বাস ছেড়ে যায়। কারো কাছে একটু সময় পেলাম না। যাদের বুকের মাঝে আগলে বড় করেছি তাদের কাউকেই শেষ বয়সে কাছে পেলাম না।

Address

Riyadh

Telephone

+966592712816

Website

Alerts

Be the first to know and let us send you an email when একজন প্রবাসীর আত্মকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to একজন প্রবাসীর আত্মকথা:

Videos

Share