10/12/2024
আমি না অনেক দিন ধরে দেখতেছি - যেসব মেয়ে টাকা পয়সার পিছনে দৌড়ায় না, সোশাল স্ট্যাটাস নিয়া মাথা ঘামায় না, ফিনান্সিয়াল সিক্যুরিটির তোয়াক্কা করে না _ শুধু ভালোবাসা চায়, একটা গোলাপ, একটা স্পেশাল ডে, সামান্য প্রায়োরিটি, একটা ফুচকার বাটি ; বা হয়তো চায় এক বেলা কেউ আদর করে শুধু হাতটা ধরুক, ঘুমানোর আগে একবার মনে করুক, একটার জায়গায় নাহয় দুইটা কলই দিক প্রিয় মানুষটা - সেই মেয়েগুলাই দিনশেষে মন খারাপের ভার নিয়ে একা বসে থাকে। কারণ এদের চাহিদাগুলো এত ক্ষুদ্র যে কারও মনেই হয় না এসবও পূরণ করার মত কিছু।
প্লিজ ভাই। ভালোবাসাই তো। একটু ঠিকঠাক বাসেন না! আপনাদের জায়গা জমি তো বেচা লাগতেছে না এজন্য। মেয়েগুলা কষ্ট পায়। লো ফিল করে। একটা সময় ভাবতে থাকে হয়তো কমতিটা তাদেরই। কিন্তু বিশ্বাস করেন, এই মেয়েগুলো একেকজন একেকটা জান্নাত। জান্নাত পায়ে ঠেলতে নাই। সৃষ্টিকর্তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। 🖤