Journalist Mamun

Journalist Mamun সত্য প্রকাশের অনির্বাণ

আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি করেছে বিমান মন্ত্রণালয়আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন নির্দেশনা...
11/02/2025

আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি করেছে বিমান মন্ত্রণালয়

আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন নির্দেশনাসহ পরিপত্র জারি করেছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে পরিপত্রটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।

পরিপত্রের নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে। আজ ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত এয়ারলাইন্স / ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এরূপ টিকিটসমূহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল করবে। গ্রুপ-বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণকে জানাতে
ওয়েবসাইটে প্রকাশ করবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে। এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ এর
বিধি ২৮৯ এ বর্ণিত বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে 'ট্যারিফ ফিলিং' এর বিধান পালন করবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ট্যারিফ বেবিচকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সিসমূহ সংশ্লিষ্ট বিমানসংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার
অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি করা থেকে বিরত থাকবে। একইসাথে ট্রাভেল এজেন্সিসমূহ
বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স থেকে প্রাপ্ত মূল্য-সম্বলিত টিকিট প্রদান এবং সেও টিকিট বিক্রয়ের রশিদ প্রদান করবে।

15/01/2025

Breaking news...

সৌদি আরব ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকাদান নোটিশ!

*প্রযোজ্য তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫*

উমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে হলে কোয়াড্রিভ্যালেন্ট নেইসিরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণের সনদপত্র বাধ্যতামূলক।

✅ যাত্রার কমপক্ষে ১০ দিন আগে টিকা নিতে হবে।

✅ ভ্যালিডিটি: কনজুগেট টাইপ – ৫ বছর পর্যন্ত।

✅ ১ বছরের নিচে শিশুরা এ নিয়মের আওতামুক্ত।

ভ্রমণের সময় চেক-ইন কাউন্টারে টিকার সনদপত্রের (২ কপি) প্রয়োজন হবে।

আপনার যাত্রা নিরাপদ ও ঝামেলামুক্ত করুন!
Civil Surgeon offices of all districts
Dhaka Medical College Hospital
Sir Salimullah Medical College and Mitford Hospital
Shaheed Suhrawardy Medical College Hospital
Kurmitola General Hospital
Combined Military Hospital
Government Employees Hospital

06/12/2024

বাবার ঋণ কখনো শোধ হয় না,
ডিসেম্বর মাসেই আমি আমার বাবাকে হারিয়েছি। পৃথিবীর প্রত্যেকটা বাবাই ভালো থাকুক।

12/07/2024

২০২৪ হজ করতে আশা সম্মানিত হাজীদের সংবর্ধনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মদিনা ।আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন,ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার,প্রধান বক্তা ছিলেন, সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী,শাহ মোঃ লিটন, শেখ রুবেল আহমেদ, মদিনা যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ শিকদার, সায়েদ আহমেদ, মদিনা বাংলাদেশ কমিউনিটি র সাধারণ সম্পাদক মাহমুদ মিলন,সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে,

23/06/2024

গত বৃহস্পতিবার মদিনায় হোটেল হারমনির কনফারেন্স হলে মদিনা বাংলাদেশ কমিউনিটি আয়োজিত মতবিনিময় সভায় ,জহিরুল ইসলামের সভাপতিত্বে, মোশারফ শিকদার ও মাহমুদ মিলনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডঃ মোঃ হাসান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন, সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মুহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হক, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক আনিসুর রহমান পলাশ,এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টার ইমরান চৌধুরী, ইনভেস্টার শাহ মোঃ লিটন, সহ মদিনায় বসবাসরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এ সময় পররাষ্ট্রমন্ত্রী সকল প্রবাসীর খোঁজখবর নেন এবং তাদের সাথে কৌশল বিনিময় করেন, একসময় উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা পররাষ্ট্রমন্ত্রী কে অবগতকরেন এবং তিনি শুনেন এবং সকলকে সমাধানের আশ্বাস দেন।

07/05/2024

রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রির হার বেড়েছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি- তারা বিমানের টিকিট বিক্রি সংক্রান্ত দুর্নীতি রোধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে টিকিট বিক্রির এই হার বেড়েছে। মদিনায় একটি অভিজাত হোটেলে আয়োজিত এজেন্ট সেলিব্রেশন প্রোগ্রামে একথা বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার রাশেদ আমির খান,ফাইন্যান্স মেনেজার ইউনুস শরীফের পরিচালনায় ও কান্ট্রি ম্যানেজারের সভাপতিত্বে অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইলাফ কোম্পানির জি এস এ ম্যানেজার সৈয়দ ফুরকান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার সালাউদ্দিন টিপু, সহকারী স্টেশন ম্যানেজার এনামুল হক, বেস্ট সেলস এজেন্টদের মধ্যে দেয়া হয় বিমান বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা, এছাড়াও রেফেল ড্রর মাধ্যমে ৩ জন বিজয়িদের কে দেওয়া হয় ঢাকা মদিনা মদিনা ঢাকার একটি করে টিকিট,

23/04/2024

মধ্যপ্রাচ্যে দেশ সৌদি আরব। আর সৌদি আরবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রদেশের মধ্যে বিখ্যাত হল মদিনা আল মনোয়ারা । আর এই মদিনায় বসবাসরত বাঙালি প্রবাসীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ । যার বেশিরভাগ সংখ্যক প্রবাসীর এখানকার বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। আর এই আর এই বাঙালি প্রবাসীদের দুঃখ সুখের কথা গুলো প্রতিনিয়তই উঠে আসে মাই টিভির মাধ্যমে। তাই মাই টিভির 15 তম বর্ষে পদার্পণ উপলক্ষে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা । এবং মদিনা মাই টিভি দর্শক ফোরামের পক্ষ থেকে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা আলোচনা সভা ক্রিস প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মদিনা মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন রফিকুল ইসলাম. মোশারফ সিকদার. মাহমুদ মিলন. সরকার জাবেদ আহমেদ সুমন. মোঃ জাকির. হোসেন. মোহাম্মদ জাকারিয়া. আনোয়ার হোসেন. সাংবাদিক আনিসুর রহমান পলাশ। মোহাম্মদ ইব্রাহিম সহ আরো অনেকেই। বক্তারা মাই টিভির সকল কলাকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠান-পরিশেষে শুভেচ্ছা ব্যান্ডের পক্ষ থেকে মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসসালামু আলাইকুম। জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাই টিভির 15 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাত ৯ টায় কেক কাটা...
19/04/2024

আসসালামু আলাইকুম।
জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাই টিভির 15 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাত ৯ টায় কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । স্থান - জিন পাহাড়ে যেতে জুম্মা মসজিদের একটু পরে হাতের ডানে পাশে । উক্ত অনুষ্ঠানে সবাইকে যোগদান করার অনুরোধ করা হইল। সময় স্বল্পতার কারণে সবাইকে ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে পারিনি। যারা আমাকে এবং মাই টিভিকে ভালবাসেন। আমার বিশ্বাস আপনারা সবাই এ অনুষ্ঠানটিতে যোগদান করবেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে লোকেশন দিয়ে দিব । 0555773458
আব্দুল্লাহ আল মামুন
প্রতিনিধি মাই টিভি মদিনা সৌদি আরব।

01/04/2024

মদীনায় প্রবাসীদের মিলনমেলা। আমার করা রিপোর্ট।

ঢাকা: ই-পাসপোর্টের মাধ্যমে ভ্রমণকারীরা খুব সহজে যাতায়াত করতে পারেন। বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়...
14/03/2024

ঢাকা: ই-পাসপোর্টের মাধ্যমে ভ্রমণকারীরা খুব সহজে যাতায়াত করতে পারেন। বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হয় না। দ্রুত তাদের ইমিগ্রেশন হয়ে যায়। দেশে ২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চার বছর পর গত ৪ ফেব্রুয়ারি ই-পাসপোর্টে তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। যা কার্যকর শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে।

শনিবার (৯ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়। সংশোধন করা বিষয়গুলো হলো স্বামী-স্ত্রীর নাম, বিস্তারিত ঠিকানা ও কিউআর কোড।

স্বামী-স্ত্রীর নাম

ই-পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের অংশটুকুতে পাসপোর্টধারীর নামের সঙ্গে উল্লেখ থাকে বাবা, মা, স্বামী বা স্ত্রীর নাম (স্পাউসেস নেম) আর স্থায়ী ঠিকানা। এই অংশটিতেই সংশোধন আনা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি থেকে ‘স্পাউসেস নেম’ ঘরটি ই-পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়। তার বদলে সেখানে লেখা রয়েছে ‘লিগ্যাল গার্ডিয়ান’। তবে এটি প্রযোজ্য হবে শুধু দত্তক সন্তানের ক্ষেত্রে। পাসপোর্ট আবেদনের সময় ‘লিগ্যাল গার্ডিয়ান নেম’ অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আইনত অভিভাবকের অনাপত্তি সনদ ও তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি।

কিউআর কোড

ই-পাসপোর্টের প্রথম পাতায় জরুরি তথ্যের নিচে কিউআর কোড যুক্ত করা হয়েছিল। কিউআর কোডটি স্ক্যান করলে পাসপোর্টধারীর নাম ও যোগাযোগের নম্বর পাওয়া যেত। এখন থেকে ই-পাসপোর্টে আর কিউআর কোড থাকছে না।

বিস্তারিত ঠিকানা

ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত অংশ দুটিতে ‘ঠিকানার’ ঘর আছে। সেখানে পাসপোর্টধারীর স্থায়ী ঠিকানা যেমন উল্লেখ করতে হয়, তেমন জরুরি যোগাযোগের জন্য ব্যক্তি যাকে মনোনীত করেন, তারও পূর্ণাঙ্গ ঠিকানা দরকার হয়। এত দিন প্রত্যেকের ঠিকানা দুই লাইনে ৪৮ শব্দের মধ্যে লিখতে হতো। এতে অনেকের পুরো ঠিকানা সেখানে সংকুলান করা যেত না। তাই এখন থেকে তিন লাইনে বা ৯৬ শব্দে ঠিকানা উল্লেখ থাকবে।

প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ই-পাসপোর্টের মাধ্যমে ভ্রমণকারীরা খুব সহজে যাতায়াত করতে পারেন। বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হয় না। দ্রুত তাদের ইমিগ্রেশন হয়ে যায়।

Address

King Abdul Aziz
Medina
42210

Alerts

Be the first to know and let us send you an email when Journalist Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Journalist Mamun:

Videos

Share

Category