Hasan

Hasan 👀

25/01/2025

Chatradal's vital contribution to the July Revolution paved the way for significant progress in the fight for justice. Their relentless efforts and sacrifices were instrumental in advancing the cause of freedom and equality.

Video: Aymaan Armaan

Copy GenZ Nationalists

18/10/2024

পবিত্র মক্কায় মিনা ও আশপাশের এলাকা ঘুরে দেখা 😍

03/10/2024

মদিনায় খেজুরের মাজরা পরিদর্শন....

03/10/2024

আপনি যখন ভালো কিছু করবেন অনেকেই আপনাকে নিয়ে সমালোচনা করবে কিন্তু যারা ভালো মানুষ তারা আপনাকে ভালবাসবে❤️

02/10/2024

02/10/2024

স্বার্থপর মানুষ গ্রীষ্মের স্মৃতি বর্ষায় এসে ভুলে যায়।

আলহামদুলিল্লাহ মধ্যরাতে এটাই সবচেয়ে খুশির খবর  মুসলিমদের জন্য।      ゚viralシ    @topfans
01/10/2024

আলহামদুলিল্লাহ
মধ্যরাতে এটাই সবচেয়ে খুশির খবর মুসলিমদের জন্য।
゚viralシ @topfans

সস্তায় বিমান টিকিট কেনার ৭টি টিপস১. মঙ্গলবার এবং বুধবার বুক করুনমঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির ম...
26/09/2024

সস্তায় বিমান টিকিট কেনার ৭টি টিপস

১. মঙ্গলবার এবং বুধবার বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির মধ্যে একটি। বেশিরভাগ এয়ারলাইনস সাধারণত মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে। কারণ এয়ারলাইনস জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান। পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে, আমাদের বেশিরভাগই সাধারণত শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম দেখেন।

২. আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়

অভিজ্ঞতার ভিত্তিতে, ভ্রমণের তারিখের কমপক্ষে ২১ দিন আগে টিকিট বুক করা উচিত। বেশিরভাগ এয়ারলাইনস তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে। তাই, সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে সস্তা টিকিটের জন্য। উদাহরণস্বরূপ, কুয়ালালামপুর থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারণ করা হয় যে প্রথম ২০ জন যাত্রী সবচেয়ে কম দাম পাবেন। পরবর্তী ২০০ জন মাঝারি দাম পাবেন, এবং বাকিরা সম্ভবত আরও বেশি মূল্য দিতে হতে পারে। সংক্ষেপে, এয়ারলাইন্সের সিস্টেম কুয়ালালামপুর থেকে লন্ডন যাওয়ার সময় তারা যে মার্জিন চায় তার উপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করবে।

৩. উড়ার জন্য উপযুক্ত দিন

মঙ্গলবার বা বুধবার উড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন। বেশিরভাগ এয়ারলাইনস এই দুই দিনকে ‘কম ব্যস্ত দিন’ হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য। এয়ারপোর্টও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে, বিশেষ করে শুক্রবার এবং রবিবার যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত হয়ে ওঠে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য 'বেস্ট ডিল' খুঁজুন

বেশিরভাগ এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ১১ থেকে ১২ সপ্তাহ আগে 'বেস্ট ডিল' অফার করে। তাই, এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন।

৫. ছোট এয়ারপোর্ট বেছে নিন

এই পদ্ধতি চেষ্টা করতে পারেন, যা হল প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নামা। উদাহরণস্বরূপ, আপনি যদি লন্ডনে যেতে চান, অনেকেই সাধারণত হিথ্রোতে নামেন। পরের বার, হিথ্রোতে না নেমে, হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন। এই পদ্ধতি চেষ্টা করুন, এটি সস্তা হওয়া উচিত!

৬. 'কুকিজ' ক্লিয়ার করুন

অনেকে এটা জানেন না। যদি আপনি ৩০ দিনের মধ্যে এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে থাকেন, তাহলে আপনার ল্যাপটপ, স্মার্টফোন এবং পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন। কারণ এই কুকিজের মাধ্যমে এয়ারলাইনের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখেছেন। তাই, বুকিং সিস্টেম একই দাম দেখাবে এমনকি যদি আপনি বহুবার ওয়েবসাইটে যান। কখনও কখনও দাম বাড়তেও পারে! তাই, আপনার ইন্টারনেট ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন। আপনি যদি জানেন না কিভাবে তা মুছতে হয়, তাহলে গুগলকে জিজ্ঞাসা করুন!

৭. দাম তুলনা করুন

গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে তুলনা করতে অলস হবেন না। শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না। আপনি অবাক হবেন, কারণ কখনও কখনও আপনি একই এয়ারলাইনের টিকিট আরও সস্তা পাবেন। এখানে কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যা আমি প্রায়ই ভ্রমণের জন্য ব্যবহার করি:

1. Skyscanner
2. CheapFlight
3. Momondo
4. Kayak
5. Google Flight
6. Ita Software

25/09/2024

মানুষ কে আসা দেওয়া থেকে বিরত থাকুন কারণ যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ক্ষমতা হারিয়ে ফেললাম।"

মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি অপেক্ষা করানো থেকে বিরত থাকুন।

25/09/2024

ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষা টাকা কোনো কিছুই লাগে না।
মানুষের মতন মানুষ হয়ে বেছে থাকেন অল্প দিন তাও আলহামদুলিল্লাহ।
@topfans

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
02/09/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

29/08/2024

Missing them. 😞
পিও অভিভাবক, ফিরে আসুন। কি সুন্দর দিন গুলো

এমন স্বাধীনতা কি চেয়েছিলাম যে আমরা সোনার ছেলেদের কোকিল কন্ঠে গান শুনতে পারবো না আর?

25/08/2024

বন্যার্তদের সাহায্যে লাখ টাকা নিয়ে টিএসসিতে হি'জ'ড়া (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠী!'❤️

আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহ...
25/08/2024

আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই।

(আসলে আজকে সচিবালয়ে হামলাকারী কথিত আনসাররা স্বৈরাচারী খুনি হাসিনার আমলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের ক্যাডার)

"মুগ্ধ" নামে পানির কোম্পানি খোলার প্রতিযোগিতায় নেমে আপনারা কি তাঁর সম্মান বাড়াচ্ছেন নাকি মানুষের ইমোশনকে পুঁজি করার পায়ত...
13/08/2024

"মুগ্ধ" নামে পানির কোম্পানি খোলার প্রতিযোগিতায় নেমে আপনারা কি তাঁর সম্মান বাড়াচ্ছেন নাকি মানুষের ইমোশনকে পুঁজি করার পায়তারা করছেন। এতটা ভালোবাসা দেখাতে ইচ্ছে হলে প্রতিটি জেলায় ভিবিন্ন মোড়ে মোড়ে "মুগ্ধ" নামে বিশুদ্ধ পানিয় পানির ব্যবস্থা করুন মানুষ যেন ফ্রি'তে পানি পান করতে পারে। মুগ্ধ সবাইকে ফ্রী পানি পান করিয়েছিলেন। তার নাম ব্যবহার করে ব্যবসার পরিকল্পনা অসুস্থ মানসিকতা ছাড়া আর কিছু না।

ক্ষমতা থাকাকালীন দরবেশ বাবা আর ক্ষমতা বিহীন দরবেশ বাবা কে চেনা যায়.?
13/08/2024

ক্ষমতা থাকাকালীন দরবেশ বাবা আর ক্ষমতা বিহীন দরবেশ বাবা কে চেনা যায়.?

Address

منورة 4481،
Medina
42315

Alerts

Be the first to know and let us send you an email when Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan:

Videos

Share

Category