ঘোলা টিভি/Ghola Tv

ঘোলা টিভি/Ghola Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঘোলা টিভি/Ghola Tv, Newspaper, Khobar.

চাঁদাবাজির মামলা আটক ১২ নং চরদুঃখীয়ার চেয়ারম্যান শাজাহান মাস্টার। নিউজটি বেশ আলোচনা সমালোচনা তৈরি করছে চাঁদপুর জেলায়। 👍আ...
28/01/2024

চাঁদাবাজির মামলা আটক ১২ নং চরদুঃখীয়ার চেয়ারম্যান শাজাহান মাস্টার। নিউজটি বেশ আলোচনা সমালোচনা তৈরি করছে চাঁদপুর জেলায়।

👍আমি চেয়ারম্যান এর পক্ষে বা মামলার বিপক্ষে কোনটাই লিখছি না, তবে সত্যি টা প্রকাশ করার চেষ্টা করছি।

☝️একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদাবাজ?

বিষয়টি কার কাছে কেমন জানিনা তবে যে পত্রিকা সংবাদটি প্রকাশ করছেন সেই পত্রিকাটির মালিক চাঁদপুর জেলা বিএনপির একজন সম্মানিত ব্যক্তি ইব্রাহীম কাজী জুয়েল ভাই এর। চাঁদপুর টাইমস্ এই পত্রিকাটি বেশ জনপ্রিয় ও বটে, কিন্তু পত্রিকায় যে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন তাদের আরো দক্ষ হওয়া উচিৎ।

একটা সংবাদে বা নিউজে যে বিষয় গুলো থাকা প্রয়োজন তা নেই, বা থাকেনা।

চেয়ারম্যান চাঁদাবাজি মামলায় আটক, কিন্তু মামলাটা কতটুকু যায় চাঁদাবাজির সাথে? চেয়ারম্যান চাঁদা দাবী করেছেন যিনি মামলা দিয়েছেন তার থেকে কেনো চাঁদা দাবী করবেন? তিনি কি কোটিপতি? তিনি কি বাড়ী করছেন আর সেই বাড়ীর কাজ চাঁদার জন্য বন্ধ করেছেন? আসলে মুল ঘটনা কি?

৬ নং ওয়ার্ডের আলমগীর নামক একজন বউ বাচ্চা থাকা সত্যে ও পরকীয়ায় লিপ্ত হয়ে অন্য জেলার এক নারীকে তার বাড়িতে তুলেন। এবং বিষয়টি জানতে পেরে উক্ত ব্যক্তি আলমগীরের বউ তার ওয়ার্ডের মেম্বার আব্দুর সাত্তার কে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার শাজাহান কে জানান। তারপর চেয়ারম্যান ও মেম্বার সাত্তার বিষয়টি মিমাংসা করে মেয়েকে তার বাবা মায়ের হাতে তুলে দেন।

এবং সে ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে এমন কিছু জেনো না করেন তার জন্য তার জরিমানা করেন, উক্ত বিষয়টি কে চাঁদাবাজি বলে মামলা করেন যে মামলায় ৬ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর সাত্তার ও চেয়ারম্যান শাহজাহান কে আটক করেছেন পুলিশ। উক্ত মামলার হাজিরাকালে আদালত আব্দুর সাত্তার ও চেয়ারম্যান শাহজাহানের জামিন না মন্জুর করেন।

👍বিষয়টি ছিলো সম্পূর্ণ রাজনৈতিক বিষয় কেননা, ১২নং চরমদুঃখীয়াতে চেয়ারম্যানের বিরোধী কোরাম উস্কানী দিয়ে মামলাটি করিয়েছেন।

👍যে নিউজ করানো হয়েছে সেটি ও ছিলো টাকা দিয়ে এক প্রকার প্রচার, যে নিউজে বাদী বিবাদীর মুল ঘটনা ঘটার বিষয়ে তুলে ধরা হয়নি।

☝️১২ নং চরদুঃখীয়ার অধিকাংশ মানুষ ও বর্তমান চেয়ারম্যান এর প্রতি সন্তুষ্ট না, একজন স্কুল শিক্ষক কে চেয়ারম্যান করে যে প্রত্যাশা ছিলো জনগনের, সেই ভুমিকায় নেই চেয়ারম্যান শাজাহান।

👍 চেয়ারম্যান হওয়ার পর থেকে কয়েকবার ওনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। একজন ব্যক্তি তখনি শাসকের ভুমিকায় থাকবেন যখন তিনি জনগনের হয়ে কাজ করেন জনগন তাকে অধিকার দেন। কিন্তু শাসক তখনি শাসনের অধিকার হারাতে থাকেন যখন তিনি নিজেই অপরাধে লিপ্ত হন।
☝️আমরা আশা করবো চেয়ারম্যান তার সকল ত্রুটি গুলোর সামাধান করে সামনের দিন গুলো জনতার জন্য কাজ করবেন এবং জনতা ও কাজের মাধ্যমে পুণরায় বুকে টেনে নিবেন। আপনার চেয়ারম্যান থাকার স্বার্থকতা হউক জনতার ভালবাসা পাওয়ার জন্য।

লেখক সত্যের বাণীবাদক মোঃ তারেক হোসাইন

10/01/2024

আসসালামুয়ালাইকুম আশাকরি সকলে ভাল আছেন, এই পেইজটি শুধু মাত্র জনতার কল্যানে কাজ করবে
দেশে ঘটে যাওয়া সকল অপরাধের চিত্র তুলে ধরবো এই পেইজটির মাধ্যমে। আপনার আশে পাশে ঘটে যাওয়া সকল ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

চলার পথে আপনাদের সহযোগিতা কামনা করছি।

Address

Khobar

Telephone

+966577167442

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘোলা টিভি/Ghola Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category