FBS পাচমিশালি

FBS পাচমিশালি Any Information is here

06/07/2022
30/06/2022

সৌদি আরবের আকাশে জিলহজ্জের চাঁদ দেখা গিয়েছে, আগামী ৮ই জুলাই আরাফা এবং ৯ই জুলাই শনিবার ঈদুল আযহা,বাংলাদেশ এ ১০ ই জুলাই ঈদুল আযহা।

28/06/2022

Alhamdulillah,
my page name has been changed

29/03/2021

‏نقدر لكم تفهمكم ونفيدكم أنه سيتم إتاحة خدمة نقل الموظفين في نهاية الأسبوع.

Employee Transfer service will be available at the end of the week. Thank you for your understanding.

হঠাৎ করে ইউজার সংখ্যা বেড়ে যাওয়ার কারনে Tawakkalna একাউন্ট  বানানো ও লগইন  সহ আরো অনেক সমস্যা হচ্ছে সকলের'ই। এই সমস্যা ব...
05/02/2021

হঠাৎ করে ইউজার সংখ্যা বেড়ে যাওয়ার কারনে Tawakkalna একাউন্ট বানানো ও লগইন সহ আরো অনেক সমস্যা হচ্ছে সকলের'ই। এই সমস্যা বেশি দিন থাকবে না। তাই টেনশন না করে অপেক্ষা করুন। ইনশাআল্লাহ্ সব ঠিক হয়ে যাবে। তবে বিশেষ করে সকালে ভোড়ে ট্রাই করবেন তখন ইউজার প্রেসার কম থাকে। আপনার কাজটিও সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ।

03/01/2021

#ব্রেকিং_নিউজ
আজ, রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে স্থল ও সমুদ্র বন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশের জন্য সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতকরণ এবং সৌদি আরবে প্রবেশের বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপের সমাপ্তি আজ শেষ হয়েছে। ইনশাআল্লাহ আগামী কাল থেকে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।এবং সৌদি আরবে সকল স্থল সমুদ্র বন্দর খুলে দেওয়া হয়েছে। ফ্লাইট পরিচালনা করা হবে -সাস্থ্য বিধি মেনে এবং প্রতিটি যাত্রীর যাওয়া আসার সময় অবশ্য PCR TEST সার্টিফিকেট লাগবে ২ কপি।

সূত্রঃ আখবর.২৪
সৌদি গেজেট
আল আরাবিয়া

https://www.dakghar24.com/%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%a5%...
29/12/2020

https://www.dakghar24.com/%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%95/

ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে ২০২১ সালের ১১ জুন থেকে আরো ১৯ খাতকে সৌদিকরণ করার সিদ্ধান্ত সৌদি সরকার। বেকারত্বের ...

সৌদীআরব হচ্ছে কোন প্রথম দেশ,যেখানে করোনা ভ্যক্সিন রিসিভ করতে যাচ্ছে ইনশাআল্লাহ।
25/11/2020

সৌদীআরব হচ্ছে কোন প্রথম দেশ,যেখানে করোনা ভ্যক্সিন রিসিভ করতে যাচ্ছে ইনশাআল্লাহ।

Saudi Arabia’s Cabinet said on Tuesday that terrorist acts of Iran-backed Houthi militia, which are committed against vital installations, do not only target the Kingdom's capabilities but the backbone of the global economy and the security of its supplies.

সাস্থ্য মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে যে করোনাভাইরাস ভ্যক্সিন সৌদী+আজনবি সকলের জন্যই ফ্রি দেয়া হবে ইনশাআল্লাহ।
23/11/2020

সাস্থ্য মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে যে করোনাভাইরাস ভ্যক্সিন সৌদী+আজনবি সকলের জন্যই ফ্রি দেয়া হবে ইনশাআল্লাহ।

সৌদিআরবের অর্থমন্ত্রী বলেছেন যে,VAT ভেট যেটা চালু হয়েছিল ১লা জুলাই সেটা চলমান থাকবে,সেটা নিয়ে আপাতত পুনঃবিবেচনা করার স্ব...
23/11/2020

সৌদিআরবের অর্থমন্ত্রী বলেছেন যে,VAT ভেট যেটা চালু হয়েছিল ১লা জুলাই সেটা চলমান থাকবে,সেটা নিয়ে আপাতত পুনঃবিবেচনা করার স্বল্প এবং মধ্য মেয়াদি কোন পরিকল্পনা নেই।১৫%ভেট প্রবাসীদের জন্য আসলেই কষ্টকর,বিশেষ করে Covid19 এর সময়ে।
https://saudigazette.com.sa/article/600601

According to Al-Jadaan, the G20 summit’s final communiqué was approved unanimously by all member countries, but Turkey wanted its “voice to be heard.”

বিদেশ ফেরত ও আটকে পরা প্রবাসীদের নিবন্ধন চলছে। নিবন্ধন কিভাবে করবেন ও লিংক পেতে নিচের লিংকে ক্লিক করুন। https://youtu.be...
23/11/2020

বিদেশ ফেরত ও আটকে পরা প্রবাসীদের নিবন্ধন চলছে। নিবন্ধন কিভাবে করবেন ও লিংক পেতে নিচের লিংকে ক্লিক করুন।
https://youtu.be/-s49zt91iGI

ফিরতে না পারা প্রবাসীদের নিবন্ধন শুরু করেছে! প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় http://www.old.bmet.gov.bd/BMET/returnMigrant যে সকল প্রবাসী ভাইদের .....

23/11/2020

#ক্রাউন_প্রিন্সকে_বাংলাদেশে_আমন্ত্রণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ২০২১ সালের মার্চ মাসে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ২০২২ সালের মার্চে যোগ দেওয়ার জন্য সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

22/11/2020

22/11/2020 ইং
করোনায় সুস্থ হয়েছেন 489 জন,
এবং নতুন আক্রান্ত হয়েছে 224 জন।

https://worldskynews.com/archives/6888
22/11/2020

https://worldskynews.com/archives/6888

সৌদি প্রবাসীরা এখনই জেনে নিন – কাফালা বাতিল হলেও ৫ পেশার প্রবাসীরা পাবেন না কোন ধরনের সুযোগ সুবিধা। নিউজটি ভিডিও ....

Noon shop থেকে আলরাজহি কার্ড দ্বারা পেমেন্ট করলে 15% ছাড়!!*২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত....
22/11/2020

Noon shop থেকে আলরাজহি কার্ড দ্বারা পেমেন্ট করলে 15% ছাড়!!
*২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত....

19/11/2020

আজ বৃহস্পতিবার মসজিদুল হারাম সহ সমগ্র সৌদিআরবের প্রত্যেক মসজিদে সালাতুল ইসতিসকা বা(বৃষ্টির জন্য প্রার্থনা)করা হবে ইংশা আল্লাহ।

26/10/2020

হজ ও উমরা মন্ত্রনালয়ের থেকে উমরাহ ইচ্ছুক পালনদের বিষয়ক সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু পয়েন্ট অনুবাদ

১. হাজির বয়স অবশ্যই ১৮-৫০ এর মধ্যে হতে হবে।
২. আসার ৭২ ঘণ্টা পূর্বে করোনা টেস্ট করতে হবে।
৩. উমরাহ্‌, হারামাইনে নামাজ, মদিনা ও রওজা শরীফ জিয়ারার জন্য Eatamarna এপসের মাধ্যমে তাসরিয়া নিতে হবে।
৪. ট্রান্সপোর্ট এবং হোটেলের ন্যায় বিমান টিকেটের কর্নফম করে BRN নিতে হবে।
৫. খাবার সহ হোটেল বুকিং করতে হবে।
৬. হোটেলে এসে প্রথম তিন দিন অবস্থান করতে হবে-উমরাহ্‌ করতে পারবেনা।
৭. ভ্রমণের ২৪ ঘণ্টা পূর্বে ফ্লাইট নাম্বার সহ হাজীর ডিটেইলস উমরাহ্‌ সিস্টেমে প্রবেশ করাতে হবে।
৮. প্রত্যেক গ্রুপে ৫০ জন হাজী থাকবে এবং একজন গাইড থাকবে।
৯.হাজীগণ জেদ্দা, মক্কাহ এবং মদিনায় যেসকল হোটেলে থাকবে তা অবশ্যই ৩/৪/৫ স্টারের হতে হবে।
১০. হোটেলের ১০% রুম বিশেষ প্রয়োজনের জন্য খালি রাখতে হবে।
১১. হোটেলের মধ্যে ডাইনিং এর ব্যবস্থা থাকতে হবে।
১২. বাসের সিটের আলোকে ৫০% সিট খালি রাখতে হবে।
১৩. বাস কোম্পানির অটোমোবাইল সার্ভিস থাকতে হবে।
১৪. একা একা ইচ্ছা করলেই,হারামে যাওয়া যাবে না গ্রুপ ভিত্তিক প্রবেশ করতে হবে।

15/09/2020

যারা সৌদিআরব থেকে ছুটিতে গিয়ে এই মূহুর্তে দেশে অবস্থান করছেন ইনশাআল্লাহ তারা আগামী ০১/০১/২০২১ ইং সাল থেকে সাভাবিক ভাবে সৌদিআরবে প্রবেশ করতে পারবেন,এর আগে কেউই আসতে পারবেনা।শুধুমাত্র সৌদিআরবে যারা পড়াশোনা+চিকিৎসা পেশায় জড়িত আছেন তারাই এখন আসতে পারবেন।

14/07/2020

সৌদি আরবের নির্দিষ্ট প্রবাসীদের রেসিডেন্সি পারমিট অর্থাৎ ইকামা এর মেয়াদ অটোমেটিকভাবে বৃদ্ধি করা শুরু করেছে জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট। কিং সালমান এর নির্দেশ অনুযায়ী সকলের ইকামা এবং এক্সিট ও এন্ট্রি ভিসা এর মেয়াদ বৃদ্ধি করা শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে,
অতএব চিন্তার কোন কারন নেই,সকলেই সৌদিতে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ।

06/07/2020

সালমান বিন আব্দুল আজিজ আদেশ করেছেন যে,যারা সৌদিআরবের বিতরে এবং বাহিরে ছুটিতে আছেন তাদের সকলের আকাম+ভিসার মেয়াদ ৩ মাসের জন্য আবারও বাড়িয়ে দিয়েছেন,
আলহামদুলিল্লাহ।যারা দেশে ছুটিতে আছেন তারা সৌদি আসতে পারবেন ইনশাআল্লাহ।

01/07/2020

সোদি আরবে আজ 1/7/2020 থেকে 15%Vat কার্যকর করা হচ্ছে।

আলহামদুলিল্লাহ সৌদিতে আজকে আক্রান্তের চাইতে সুস্থই বেশি,ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই করোনা মুক্ত হবে।
22/06/2020

আলহামদুলিল্লাহ সৌদিতে আজকে আক্রান্তের চাইতে সুস্থই বেশি,ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই করোনা মুক্ত হবে।

20/06/2020

আলহামদুলিল্লাহ্ আগামীকাল (21/06/2020) সকাল ছয়টা থেকে সৌদি আরবের কার্ফিউ তুলে নেয়া হবে।
* ওমরাহ্ বা ভিসিট ভিসা আপাতত বন্ধ।
* আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।
* সেলুন/বিউটি পার্লার খোলা যাবে।
* সৌদি বর্ডার দিয়ে প্রবেশ/প্রস্থান বন্ধ।
কার্ফিউ তুলে নিলেও আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সব সময় সতর্ক থাকতে হবে।

19/06/2020

ইনশাআল্লাহ,আগামী রবিবার২১/৬/২০২০ ইং মক্কায়=১৫৬০ টি মসজিদ খুলে দেয়ার প্রস্তুতি চলছে
আলহামদুলিল্লাহ।

16/06/2020

Saudi Arabia
16-June-2020
New Case:4,267

15/06/2020

আজকে সৌদীআরবে সর্বোচ্য সংখ্যা কোভিড ১৯ আক্রান্ত পাওয়া গেছেঃ
মোট=৪৫০৭ জন।

আল্লাহ রক্ষা করো এই মানব জাতীকে।
14/06/2020

আল্লাহ রক্ষা করো এই মানব জাতীকে।

30/05/2020

মাস্ক ব্যবহার না করার জরিমানাঃ
সৌদি স্বরাস্ট্র মন্ত্রনালয়ের দেয়া বিবৃতিতে উল্লেখ করা হয়ঃ ঘরের বাইরে অবস্থানকালীন সময়ে মুখে মাস্ক ব্যবহার না করলে ১০০০ (এক হাজার) রিয়াল ফাইন দেয়া হবে।

মাস্ক ব্যবহারের সময়ে নাকমুখ মাস্কদ্বারা আবৃত থাকতে হবে, নাক মুখ খোলা থাকলে ফাইন দেয়া হবে, সামাজিক দূরত্ব বজার রাখতে হবে, টেম্পারেচার পরিমাপে বাধা দেয়া যাবে না।

Address

Old Makkah Jeddah Road
Jubail

Telephone

+966559643552

Website

Alerts

Be the first to know and let us send you an email when FBS পাচমিশালি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share