20/01/2025
১৫বছরের অত্যাচার ,নির্জাতন,গু*ম,খু*ন,মামলা,হামলা,জেল নেতা কর্মীদের আত্নত্যাগের কথা ভুলে গিয়ে ক্ষমতা পিপাসু হয়ে গেলেন।যদি ৫আগস্ট সফল না হতো অন্তত আপনাদের আরেকটা অবৈধ নির্বাচনের জন্য ৪বছর অপেক্ষা করতে হতো।এই সরকার যাই করছে অন্তত কোন লুটপাট,দখলদারি,চাদাবাজি,সন্ত্রাস এই গুলা তো করছে না।আপনাদের ১৫বছর ধরে জেল খাটা নেতাদের মুক্তি দিচ্ছে। আর আপনারা ৬মাস না যেতেই ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পরে লেগেছেন।১৫বছরের বিচার না চেয়ে আপনারা চাইছেন ক্ষমতায় যেতে একবার ভাবুন যদি আপনাদের যাগায় তারা থাকতো আপনাদের কি হতো।৫আগস্ট দেখে যদি আপনাদের ভিতরে কোন রকম পরিবর্তন না আসে তাহলে মনে রাখবেন তারা বন্ধু দেশে গিয়ে আশ্রয় পেয়েছে আপনারা কোথায় যাবেন।১৫বছরের শক্ত ভিত ৩৬দিনে এই দেশের জনগণ উপরে ফেলতে পারছে কথাটা মাথায় রাখবেন। তরুণ সমাজ এখন লরতে শিখে গেছে এই তুরুনদের দাবায় রাখা যাবে না।আমরা বাংগালী জাতী অতিত খুব তারাতাড়ি ভুলে যাই।