Lifestyle md Suruj Ahmed

Lifestyle md Suruj Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lifestyle md Suruj Ahmed, Digital creator, Jubail.

22/01/2024

রুকু, সিজদা তিসবীহ সমূহ অর্থ সহ শিখুন

02/01/2024
আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ! আমাদের মুফতি আমির হামজা ভাই এখন মুক্ত বাতাসে। কিছুক্ষণ আগে কাশিমপুর কারাগার থেকে ...
07/12/2023

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ!
আমাদের মুফতি আমির হামজা ভাই এখন মুক্ত বাতাসে।
কিছুক্ষণ আগে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়েছেন।
৯২৫ দিনের এই সেক্রিফাইস কে আল্লাহতালা ইসলামের জন্য কবুল করুন আমীন।

01/12/2023

হে দোরজাহানের মালিক আল্লাহ্ , ইয়া কারীম

29/11/2023

অপেক্ষা,ধৈর্য ধরতে পারলে মহান আল্লাহ্ চাওয়ার থেকে বেশি কিছু দিয়ে দেন

29/11/2023

রিজিক নিয়ে কেউ চিন্তা করবেন না ,রিজিকের মালিক এক মাত্র আল্লাহ্ তার পক্ষে থেকে আসবে।

29/11/2023

কলিজা ঠান্ডা করা তেলওয়াত

27/11/2023

ছোট একটা বাচ্চা কত সুন্দর করে কোরআন তেলওয়াত করছে

26/11/2023

এটাই সেই ওহুদ পাহাড়

25/11/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
সব সময়ই জিকির করুন ।
জিকির হলো সহজ আমল ।
কিন্ত জিকিরে ছাওয়াব খুব বেশি ।
জিকিরের জন্য অযুর ও দরকার নাই । অযু না থাকলেও জিকির করা যাবে ।
দাঁড়ানো বসা শোয়া সর্বাবস্থায় জিকির করুন, মা বোনেরা অপবিত্র থাকা অবস্থাতে ও জিকির করতে পারবেন যখন নামাজ থাকে না , যখন নামাজ থাকে না তখন বেশি বেশি জিকির করা, কারণ হলো নামাজ এবং রোজা না রাখার কমতি পুষিয়ে নেয়া যায় জিকির দ্বারা ।
কেননা জীবন তো চলে যাচ্ছে বসে থেকে কি লাভ ?
আজকে তো আমলের সুযোগ আছে, কালকে সেই সুযোগ নাও থাকতে পারে, পরবর্তী নিঃশ্বাস নিতে পারবেন কিনা তার কোন নিশ্চয়তা নাই ।
জিকির দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয়।
এক লোক নবী সা কে বললো ইসলামের বিধি বিধান আমার জন্য বেশি হয়ে গেছে, আমাকে সটকাট কিছু বাতলে দিন যা আঁকড়ে থাকতে পারি ।
নবী স বললেন তুমি সব সময়ই তোমার যবানকে আল্লাহর জিকির দ্বারা শিক্ত রাখবে ।
ফরজ নামাজ ঠিক রেখে সারাদিন সারাক্ষন জিকির করবেন ।
সুবহানাললাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ুন ।
আসতাগফিরুললাহ ও পড়তে পারেন আবার লা হাওলা ওয়ালা কুউআতা ইল্লাবিললাহ ও পড়তে পারেন ।
আবার দরুদ ও পড়তে পারেন ।
বা সারাক্ষণ সূরা ইখলাস বা কুল হুয়াললাহ ও পড়তে পারেন ।
বসে থেকে কোনও লাভ নাই ।
বাসে কোথাও যাচ্ছেন দুই এক ঘন্টার পথ জিকির করতে থাকুন ।
ধান কাটছেন হাত দিয়ে মুখে এবং অন্তরে জিকির করুন ,
মা ও বোনেরা পাক করার সময় জিকির করুন ,
এক সাথে দুই লাভ একদিকে পাক হচ্ছে, অন্য দিকে আখিরাতের সম্ভুল জোগাড় হচ্ছে । আদম সন্তানের যে মুহূর্ত পার হচ্ছে, তাতে সে সময়ে আল্লাহর জিকির করে না , এর জন্য কিয়ামতের দিন তাকে আফসোস করতে হবে। সে জন্য একমিনিট ও যেনো জিকির হতে খালি না থাকে ।
যারা সব সময়ই জিকির করে তাদের দোআ কবুল করেন মহান আল্লাহ পাক ।
পবিত্র কুরআনে খুব বেশি জিকির করতে মহান আল্লাহ পাক বলেছেন । মহান আল্লাহ পাক সবচেয়ে জ্ঞানী বলেছেন যারা সর্ব অবস্থায় জিকির করে । আপনি বলুন আপনি কি সব সময়ে জিকির করেন ?? যদি না করেন এখন থেকে শুরু করুন । আজকে বসে থাকলে কালকে আফসোস করবেন ,
আমাদের নবী সা সব সময়ই জিকির করতেন।
"যে আমার স্মরণে বিমুখ তার জীবন-যাপন হবে সংকুচিত এবং আমি তাকে রোজ কিয়ামতের দিন উত্থিত করবো অন্ধ অবস্থায়"।
সংকুচিত জীবনের কারণই হলো নামাজ এবং আল্লাহর জিকির হতে গাফিল।
জিকিরের ফজিলত পবিত্র কুরআনে যা উল্লেখ আছে এর মধো 'আমাকে স্মরণ করলে আমি ও তোমাকে স্মরণ করবো, কেমন কথা গায়ের পশম দাঁড়িয়ে যায় তিনি আমাকে স্মরণ করবেন!!!
অথচ তিনিই বাদশাহ দের বাদশাহ ।
তিনিই আমার মালিক, আমি তার গোলাম মাত্র ।
যদি মৃত্যুর পর হতে চিরকালের জন্য হাঁসতে চান তবে বেশি বেশি জিকির করুন ।
জিকির করতে করতে জিকিরে অভ্যস্থ হয়ে যান ।
জিকির না করলে একটা শ'য়'তা'ন আপনাকে লাগিয়ে দেয়া হবে, সে হবে আপনার বন্ধু, অথচ শ'য়'তা'ন আপনার দু'শ'মন, দু'শমন কে দু'শ'মন হিসেবে নিন ।
জীবনে অনেক কল্যাণ লাভ করার জন্য ঈমানের পর নামাজ ঠিক রেখে সারাক্ষণ জিকির করুন ।
এই আমল আপনি কাউকে ও দিবেন না, এবং কেউ সেটা নিতে পারবে না, সেটার এককভাবে আপনি মালিক হবেন , চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সেটা বুঝবেন, তবে সেই বুঝা কোন কাজে আসবে না । এখন থেকেই সব সময়ই জিকির করুন, জিকিরে অভ্যস্থ হয়ে যান,
মনের অশান্তিতে ভুগছেন জিকির করুন ,
যে কোন সমস্যায় পড়েছেন ,
দুই হাত উঠিয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান ,
যদি সম্ভব হয় দুই রাকাত নামাজ পড়ে মহান আল্লাহর নিকট অনুনয় বিনয়ের সাথে দোয়া করুন ,
মহান আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন , এমন জায়গা থেকে সাহায্য করবেন আপনি কখনো কল্পনাও করতে পারবেন না , এখান থেকে সাহায্য আসতে পারে । মনে রাখবেন মহান আল্লাহর চেয়ে আপনার বড় কোন অভিভাবক এবং বন্ধু নাই । আপনার সত্যিকার মালিক কে ?? মহান আল্লাহ ।
মহান আল্লাহ পাক আপনাদের জাকেরীন ( জিকির কারী) হিসেবে কবুল করুক ।

⭕ প্রিয় রাসূল (স.) বলেছেনঃ সৌভাগ্যবান হবে সে- যার ‘আমালনামায় ইস্তিগফার বা ক্ষমা চাওয়া বেশি পাওয়া যাবে।"(মিশকাতুল মাসাবিহ...
24/11/2023

⭕ প্রিয় রাসূল (স.) বলেছেনঃ সৌভাগ্যবান হবে সে- যার ‘আমালনামায় ইস্তিগফার বা ক্ষমা চাওয়া বেশি পাওয়া যাবে।"

(মিশকাতুল মাসাবিহ-২৩৫৬)

11/10/2022
24/09/2022

আসসালামু আলাইকুম সকল মুসলিম ভাই বোনদের

কাজের ফাঁকে ফাঁকে পড়ুন
22/09/2022

কাজের ফাঁকে ফাঁকে পড়ুন

Address

Jubail

Telephone

+966542003525

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle md Suruj Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Jubail

Show All

You may also like