Roddur Bangla Web Megazine

  • Home
  • Roddur Bangla Web Megazine

Roddur Bangla Web Megazine সাহিত্য-সংস্কৃতি ও সমাজভাবনা।
www.roddurbangla.com

Permanently closed.

www.roddurbangla.com

সাহিত্য-সংস্কৃতি ও সমাজভাবনা লালন সহ প্রবাসে যাপিত জীবনের বিশাল চিত্র ধারন করছে রোদ্দুর বাংলা ডটকম। এতে রয়েছে: প্রবাসে স্বদেশ; বাংলার মুখ; সাহিত্য-সংস্কৃতি; টপ নিউজ;ব্রেকিং নিউজ; রোদ্দুর খোলা মঞ্চ; অন্যরকম খবর; আন্তজাতিক; ধর্ম; স্বাস্থ্য; বিজ্ঞান প্রযুক্তি; বিনোদন ও ক্রীড়া এমনি অনেক বিভাগ।

নিয়মিত আপডেট করা হচ্ছে

সম্পাদকঃ আবুল বাশার বুলবুল
সহযোগী সম্পাদকঃ কাজী নেয়ামুল বশির, মাসুমা আক্তার মণি, জিয়াউল ইসলাম শাহীন, কে.এইচ.এম শাহজাহান, সৈয়দ আবদুজ জাহের জালাল

আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন???
29/11/2025

আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন???

ব্লিটজের চাঞ্চল্যকর রিপোর্ট: আল কায়েদা সংশ্লিষ্টদের সঙ্গে ড. ইউনূসের যোগসাজশ

আজকের কন্ঠ ডেস্ক,

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘ব্লিটজ’। পত্রিকাটির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউনূসের বৈশ্বিক ‘গ্রামীণ’ নেটওয়ার্কের সঙ্গে ওসামা বিন লাদেন ও আল কায়েদার চিহ্নিত অর্থায়নকারীদের দীর্ঘদিনের সংযোগ রয়েছে।

ব্লিটজের সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরীর লেখা এই প্রতিবেদনে ড. ইউনূসের আন্তর্জাতিক আর্থিক অংশীদারিত্বের বিষয়ে অবিলম্বে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, “বছরের পর বছর ধরে ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বজুড়ে ক্ষুদ্রঋণের পথিকৃৎ এবং দরিদ্রদের বন্ধু হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু এই চকচকে ইমেজের আড়ালে রয়েছে এক অন্ধকার বাস্তবতা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আল কায়েদা ও ওসামা বিন লাদেনের অর্থায়নকারী হিসেবে যাদের চিহ্নিত করেছে, তাদের সঙ্গে ইউনূসের ‘গ্রামীণ’ সাম্রাজ্যের সংযোগ রয়েছে।”

প্রতিবেদনটিতে ২০০৩ সালের মার্চে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত একটি রিপোর্টের প্রসঙ্গ টানা হয়। সিআইএ-র তথ্যের ভিত্তিতে প্রকাশিত ওই রিপোর্টে আল কায়েদার দাতাদের তালিকায় সৌদি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল লতিফ জামিলের নাম উঠে আসে। তিনি ‘গ্রামীণ-জামিল মাইক্রোফাইন্যান্স’-এর বোর্ড মেম্বার ছিলেন। ব্লিটজের দাবি অনুযায়ী, জামিল ছিলেন ৯/১১ হামলার মূল হোতা ওসামা বিন লাদেনের অন্যতম প্রধান অর্থদাতা।

অনলাইন করপোরেট রেকর্ড অনুযায়ী, ২০০৭ সালে গ্রামীণ ফাউন্ডেশন এবং আব্দুল লতিফ জামিল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘গ্রো ওয়েল লিমিটেড’-এর যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-জামিল’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও তুরস্কে ক্ষুদ্রঋণ বিস্তারে কাজ করার দাবি করে। তবে ব্লিটজের প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসে নিবন্ধিত এবং দুবাইয়ে সদর দপ্তর থাকা এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বর্তমানে নিষ্ক্রিয় এবং ফেসবুক পেজটিও রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে জামিল পরিবারের আরেক সদস্য ইউসুফ জামিলের বিতর্কিত কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়, কুখ্যাত জেফরি এপস্টেইনের ‘ব্ল্যাক বুক’-এ তার নাম পাওয়া গেছে, যা শিশু পাচার ও শোষণের সঙ্গে যুক্ত নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। এছাড়া, ৯/১১ হামলার অর্থায়নের অভিযোগ নিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা এবং পরবর্তীতে ২০০৬ সালে ব্রিটিশ সর্বোচ্চ আদালতে পত্রিকার পক্ষে রায়ের বিষয়টিও প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ব্লিটজের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, গ্রামীণ ব্যাংকের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সংযোগ রয়েছে। এছাড়াও প্রতিবেদনে অত্যন্ত উদ্বেগজনক একটি অভিযোগ করা হয়েছে যে, ঋণ পরিশোধে ব্যর্থ ব্যক্তিদের অঙ্গপ্রত্যঙ্গ (Human Organs) বিক্রিতে বাধ্য করার মতো ঘটনার সঙ্গেও গ্রামীণ ব্যাংকের নাম জড়িয়েছে।

এই প্রতিবেদনের প্রেক্ষিতে ড. ইউনূসের ট্রান্সন্যাশনাল আর্থিক পার্টনারশিপ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে।

29/11/2025

একটি শোক সংবাদ ঃ

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, দীর্ঘদিন সৌদি আরব জেদ্দায় অবস্থান কালে বৃহত্তর কুমিল্লা সমিতি জেদ্দার নেএীত্বে অগ্রণী ভূমিকা পালন করা সকলের সুপরিচিত জনাব কাশেম মজুমদার আজকে ঢাকার একটি হসপিটালে চিকিৎসা দিন অবস্থায় এন্তাকাল করেছেন।

ইন্নাল্লিলাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন মরহুমের বিদায়ী আত্নার মাগফিরাত কামনা করছি এবং বৃহত্তর কুমিল্লা সমিতির পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মরহুম কাশেম মজুমদারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য বৃহত্তর কুমিল্লা সমিতির সকল সদস্যদের কে বিনীত অনুরোধ জানাচ্ছি।

নিবেদনেঃ কাজী নেয়ামুল বশির সভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি জেদ্দা সৌদি আরব এবং সাধারণ সম্পাদক জনাব হুমায়ূন কবির বৃহত্তর কুমিল্লা সমিতি জেদ্দা সৌদি আরব।

11/11/2025
09/10/2025
09/10/2025

নওগা জেলার, ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর গ্রামের চকবদন চকগরিয়া রাস্তায় নিতাই দাস মুখ থুবড়ে পড়ে আছেন নিথর... এটাই বাংলাদেশ ২.০

Address


Alerts

Be the first to know and let us send you an email when Roddur Bangla Web Megazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roddur Bangla Web Megazine:

  • Want your business to be the top-listed Media Company?

Share